Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Sandeshkhali Case:সন্দেশখালি মামলায় সিট গঠনের নির্দেশে স্থগিতাদেশ!এখনও অধরা শাহজাহান

Editor | 16:54 PM, Wed Feb 07, 2024

নিউজ ডেস্ক: সন্দেশখালি মামলায় সিট গঠনের নির্দেশে স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্যপুলিশের তদন্তেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডি।
প্রসঙ্গত,সন্দেশখালিতে ইডি-র উপর হামলার পর ৩৩ দিন পার। এখনও অধরা দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইডির দেওয়া সময়সীমা পার, দ্বিতীয় তলবে এখনও এলেন না শেখ শাহজাহান । গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। এরপর সেই মামলার রায়ে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েলেন, এই মামলার তদন্ত করবে সিট। সিবিআই ও রাজ্যের আইপিএসদের নিয়ে সিট গঠনের নির্দেশ দেন তিনি। বুধবার সেই রায়ের উপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। এরপর এই মামলার পরবর্তী শুনানি ৬ মার্চ।
এ প্রসঙ্গে বিজেপির দাবি, আদালতের এই ঢিলেমির জন্য তৃণমূল তার লক্ষ্যে সফল হয়ে যাচ্ছে। কারণ তৃণমূলের লক্ষ্য লোকসভা ভোটের আগে শেখ শাহজাহানকে জেলে যাওয়ার থেকে আড়াল করা।এদিকে আবার মার্চ মাসের প্রথম সপ্তাহে লোকসভা ভোট ঘোষণা হতে পারে। তাই ৬ মার্চ এই মামলার শুনানির পর সিবিআই যদি এই মামলার তদন্তের ভার পায়ও,লোকসভা ভোটের আগে তখন আর শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব নাও হতে পারে তাদের পক্ষে,এমনই আন্দাজ বিরোধিপক্ষের।
এর আগে প্রথম বারের অভিযানে শাহাজাহানের বাড়ি তল্লাশির সময়ে গ্রামবাসীরা ইডি আধিকারিকদের ঘিরে মারধর করেন।ফলে ২ ইডি আধিকারিকের মাথা ফেটে যায়। কোনওক্রমে পালিয়ে বাঁচেন সিআরপিএফ জওয়ানরা। তারপর ইডি-র তরফে এফআইআর করা হয় আদালতে। মঙ্গলবার এই মামলারই দ্রুত শুনানির আর্জি জানায় ইডি।

upload
upload