Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Garden Reach Incident: গার্ডেনরিচ বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত পুরসভার! একাধিক ইঞ্জিনিয়ারের বদলির নির্দেশিকা জারি

Sweta Chakrabory | 11:27 AM, Wed Mar 20, 2024

নিউজ ডেস্ক: গার্ডেনরিচ (Garden reach)  বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন (KMC) । একাধিক বিল্ডিং বিভাগের (Building Dept) ইঞ্জিনিয়ারদের বদলির নির্দেশিকা জারি করল পুরসভার পার্সোনেল বিভাগ। গার্ডেনরিচ বহুতল ভেঙে মর্মান্তিক দুর্ঘটনার দায় মেয়র ফিরহাদ হাকিম (Firhad hakim) যেমন বাম আমলের উপরে চাপিয়ে ছিলেন,তেমনি পাশাপাশি বিল্ডিং বিভাগের আধিকারিকদের উপর শুরু থেকেই দায় চাপিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে শোকজ করা হয়েছে।

উল্লেখ্য গার্ডেনরিচ কান্ডে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে ইঞ্জিনিয়ারদের কাজ নিয়ে। গার্ডেনরিচ শুধু নয়, কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বিভিন্ন ওয়ার্ডেই ইঞ্জিনিয়ারদের একাংশের সঙ্গে প্রোমোটারদের যোগাযোগ রয়েছে বলেই অভিযোগ বিভিন্ন মহলে। আর এবার এই অভিযোগের ভিত্তিতেই ক্ষুব্ধ পুর প্রশাসনের কর্তারা। পৌরনিগম সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় একটি নির্দেশিকা জারি করেন কলকাতা পৌরনিগমের পৌর কমিশনার ধবল জৈন। তাতে বলা হয় এটি রুটিন বদলি।

জানা গেছে বিল্ডিং বিভাগের মোট চার জনকে বদলি করে দেওয়া হয়েছে। অন্য বিভাগ থেকে সেই পদে লোক আনা হয়েছে। নির্দেশিকা অনুসারে দেখা যাচ্ছে-বিল্ডিং বিভাগের আওতাধীন এক সিভিল ইঞ্জিনিয়ারকে পাঠানো হল জঞ্জাল সাফাই বিভাগে। পরিবর্তে টাউন প্ল্যানিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে বিল্ডিং বিভাগে। বাকি তিন সাব-অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারের একজনকে এসডব্লিউএম-১, একজনকে জল সরবরাহ (Water Distribution) ও আর একজনকে টাউন প্ল্যানিং (Town Planning) বিভাগে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত,গার্ডেনরিচ কাণ্ডের পর শহরে একাধিক জায়গায় বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। মঙ্গলবার বিল্ডিং বিভাগের একাধিক পদাধিকারীদের রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হল পুরসভা তরফে। তাই এসবের মাঝেই এবার একাধিক বদলির নির্দেশে তোলপাড় কলকাতা পুরসভা।

upload
upload