Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

KMC At Gardenreach: গার্ডেনরিচে হেলে পড়া বাড়ির বিপদজনক অংশ ভাঙার কাজ শুরু পুরসভার

Sweta Chakrabory | 13:49 PM, Thu Mar 28, 2024

নিউজ ডেস্ক: ১২জনের মৃত্যুতে হুঁশ ফিরল কলকাতা পুরসভার। গার্ডেনরিচে হেলে পড়া বাড়ির বিপদজনক অংশ ভাঙার কাজ শুরু। পাহাড়পুরের জে ৪৭৪ সি/১ বাড়ির বিপদজনক অংশ ভাঙতে তৎপর পুরসভা। বিপদজনক বাড়ির অংশ ভাঙতে এলাকায় পৌঁছল পুরসভার টিম। পুরসভা টিমের সঙ্গে আছে পুলিশ বাহিনী।

উল্লেখ্য এছাড়াও আরও ৪ টি বাড়ি এমন রয়েছে, যেগুলি ভেঙে ফেলতে হবে এখনই। গোটা এলাকায় দ্রুত ভেঙে ফেলা প্রয়োজন, এমন ৪০টি বাড়ি চিহ্নিত করা হয়েছে। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ১২ জনের মৃত্যুর ঘটনার পরে সপ্তাহখানেক না পেরোতেই সামনে এসেছে এমন সব তথ্য।

প্রসঙ্গত, গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। একের পর এক হেলে পড়া বাড়ি নজরে আসতেই বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য নোটিস পাঠিয়েছিল পুরসভা। ২৮ মার্চ এই পাহাড়পুরের জে ৪৭৪ সি/১ বাড়ির বিপদজনক অংশ ভেঙে ফেলা হবে বলে বাড়ির মালিককে জানানো হয়েছিল আগেই। সেই মতোই বাড়ি ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা।

upload
upload