Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Chandrayaan 4: চন্দ্রযান ৪ অভিযানে ছাড়পত্র দিল কেন্দ্র! বরাদ্দ কত কোটি?


Sweta Chakrabory | 14:20 PM, Thu Sep 19, 2024

নিউজ ডেস্ক: চন্দ্রযান-৩-এর সাফল্যে গর্বিত ভারত। তার মধ্যেই ইসরোর মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। এ বার পালা চন্দ্রযান ৪-এর (Chandrayaan 4)। প্রস্তুতি আগেই শুরু করে দিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। বুধবার সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্রও। জানা যাচ্ছে, চন্দ্রযান-৪ অভিযানের বাজেট রাখা হয়েছে ২১০৪.০৬ কোটি টাকা।

চন্দ্রযান ৪-এর অনুমতি চেয়ে গত মার্চ মাসেই কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তাতেই বুধবার ছাড়পত্র দিল মোদি সরকার। এর পাশাপাশি শুক্রগ্রহে মহাকাশযান পাঠানো (ভেনাস অরবিটার মিশন) এবং মহাকাশ স্টেশন নির্মাণের (ভারতীয় অন্তরীক্ষ স্টেশন) প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। গগনায়ন মিশনের পিছনেও বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, শুক্র গ্রহ অভিযান হবে ২০২৮-এর মার্চে মধ্যে। এর জন‌্য বরাদ্দ করা হয়েছে ১,২৩৬ কোটি টাকা।

‘চন্দ্রযান ৪’ (Chandrayaan 4) অভিযানের লক্ষ‌্য মেরু অঞ্চল-সহ বিভিন্ন এলাকায় জল এবং বিভিন্ন খনিজের অনুসন্ধান করা। অভিযানের প্রকৃত নাম হবে লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স। ইসরো সূত্রে জানা গিয়েছে, চন্দ্রযান ৪ উৎক্ষেপণ করা হবে দুটি ধাপে। প্রথমবার উৎক্ষেপণ করা হবে এলভিএম-৩, দ্বিতীয় দফায় পিএসএলভি। এতে পাঁচটি আলাদা আলাদা যান থাকবে। ভারতের এই মিশন সফল হলে আমেরিকা, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চিনের সঙ্গে এক পঙতিতে বসে যাবে ভারত। ইতিমধ্যেই জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার সঙ্গে এ বিষয়ে সমঝোতা করেছে ইসরো।

আগামী ৩৬ মাসের মধ্যে এই অভিযানের প্রস্তুতি সম্পূর্ণ হবে বলে জানিয়েছে ইসরো। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে মহাকাশে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির লক্ষ‌্যমাত্রা নেওয়া হয়েছে। আর সব কিছু ঠিক থাকলে ২০৪০ সালের মধ্যে চাঁদের মাটিতে মানুষ পাঠানোর অভিযান করবে ইসরো।

প্রসঙ্গত, মহাকাশ অভিযানের যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে ভারতের, সেই লক্ষ্যে পৌঁছতে চন্দ্রযান-৪ (Chandrayaan 4) অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিজ্ঞানীদের। এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা রেখে নজির গড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত। আর এ বার নয়া মাইলফলক ছোঁয়ার পালা ইসরোর।

upload
upload