Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

Kulik ExpressFire incident: কলকাতাগামী কুলিক এক্সপ্রেসে আগুন,চাঞ্চল্য এলাকায়

Editor | 13:27 PM, Sat Feb 03, 2024

নিউজ ডেস্ক: দিনের শুরুতেই দুর্ভোগ। কলকাতা গামী কুলিক এক্সপ্রেসে আগুন।চাঞ্চল্য ট্রেন যাত্রীদের মধ্যে। রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস।জানা যাচ্ছে, মালদহ ডিভিশনের খালতিপুর চামাগ্রাম স্টেশনের কাছে একটি সাধারণ কোচের 'ব্রেক বাইন্ডিং'-এ আগুন লেগেছিল। ট্রেনটি যখন খালতিপুর স্টেশন সংলগ্ন জায়গায়, তখন ধোঁয়া দেখা যায়। সকাল ৯টা ৩১ মিনিট নাগাদ ট্রেনটি দাঁড়িয়ে যায়। শুরু হয় আগুন নেভানোর তোড়জোড়।
সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পরে ১০টা ১৪ মিনিট নাগাদ ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। ত্রুটি মেরামত করে পরে গন্তব্যের দিকে রওনা দিয়েছে ট্রেনটি। জানা গেছে, শনিবার প্রায় সাড়ে নটা নাগাদ কলকাতাগামী কুলিক এক্সপ্রেসের যাত্রীরা কালিয়াচকের খালতিপুর স্টেশন পার হওয়ার পরেই লক্ষ্য করেন ট্রেনের একটি বগির নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিষয়টি জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যদিও হতাহতের কোনও খবর নেই।রেল সূত্রে খবর, ওই দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।


ঘটনার পরেই ট্রেন চালক ট্রেনটিকে চামাগ্রাম স্টেশনে পৌঁছানোর আগেই সুলতানগঞ্জ এলাকায় দাঁড় করিয়ে দেন।ফলে বেশ কিছুক্ষন দুর্ভোগে পড়েন যাত্রীরা।পরবর্তীতে বিষয়টি মালদা ডিভিশনে জানানো হলে সেখান থেকে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন।
যদিও কি কারণে আগুন লেগেছে তা নিয়ে মুখ খোলেননি রেলের আধিকারিকরা।তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, চাকার ঘর্ষণের ফলে এই ধোঁয়ার সৃষ্টি হয়েছে।পরবর্তীতে কী ভাবে ট্রেনে ধোঁয়ার সৃষ্টি হয়েছে ,তা তদন্ত করে দেখবেন রেল কর্তৃপক্ষ।

upload
upload