Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

West Bengal Doctors: অন্য রাজ্যের রেজিস্ট্রেশন গ্রাহ্য হবে না এ রাজ্যে! চিকিৎসা ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের 

Editor | 11:44 AM, Sat Feb 10, 2024

নিউজ ডেস্ক: বাংলায় থেকে চিকিৎসা করতে গেলে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বৃহস্পতিবার এমনই এক নির্দেশিকা জারি করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। অ্যালোপ্যাথি চিকিৎসকদের জন্য এবার বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে কাউন্সিলের তরফে।

রাজ্য মেডিক্যাল কাউন্সিল এ বিষয়ে জানিয়েছে, বর্তমানে অনেক ছাত্র ছাত্রী রাজ্য থেকে বেরিয়ে বাইরে গিয়ে ডাক্তারি পড়ছে। এবং পড়া শেষ হলে এই রাজ্যেই ফিরে এসে চিকিৎসা করছে এরাজ্যের সাধারন মানুষদের। অর্থাৎ,বাইরের রাজ্যের রেজিস্ট্রেশন নিয়ে এসে এই রাজ্যে অনেকেই চুটিয়ে প্র্যাকটিস করছেন। কিন্তু, এক্ষেত্রে রোগীর কোনও সমস্যা হলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করা এই রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের পক্ষে সম্ভব নয়। কারণ রোগীর চিকিৎসা করা ওই চিকিৎসকের রেজিস্ট্রেশন এক্ষেত্রে ভিন রাজ্যের। আর সেই জন্যই এবার কড়া পদক্ষেপের ভাবনা রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের।

প্রসঙ্গত,বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বোর্ড মিটিং। সেখানে আলোচনার পর এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, বাংলায় রোগী দেখতে গেলে এবার থেকে অ্যালোপ্যাথি চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে নিতে হবে রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন। আগে থেকে তাদের কাছে বাইরের রাজ্যের মেডিক্যাল রেজিস্ট্রেশন থাকলেও আলাদা ভাবে এরাজ্যের রেজিস্ট্রেশন নম্বর ও নিতে হবে।

 কারণ দেখা যাচ্ছে, অন্যান্য রাজ্য থেকে আসা বহু চিকিৎসকের চিকিৎসার গাফিলতি তুলে প্রশ্ন করেছেন রোগীর পরিবারের সদস্যরা। তবে এক্ষেত্রে তাঁদের চিকিৎসা নিয়ে যদি কোনও অভিযোগ করা হয় সেক্ষেত্রে এই রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের তরফে কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। কারণ তাঁদের রেজিস্ট্রেশন নম্বর অন্য রাজ্যের। তাই এই নিয়ে বেশ কিছুদিন ধরেই কোনও পদক্ষেপ করা যায় কিনা আলোচনা চালাচ্ছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এরপর বিষয়টি নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনার পর বৃহস্পতিবারই এর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, এবং পাশাপাশি জানিয়ে দেওয়া হয় এবার থেকে বাংলায় থেকে প্র্যাকটিস করতে গেলে রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের তরফে রেজিস্ট্রেশন নম্বর নেওয়া বাধ্যতামূলক।

upload
upload