Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Mitali Bag: খানাকুলে বাধার মুখে তৃণমূলের প্রার্থী

Editor | 18:15 PM, Tue Mar 26, 2024

খানাকুলে প্রচারে গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়লেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগ। স্থানীয়দের অভিযোগ মিতালি বাগ উন্নয়নের কথা বলতে এসেছিলেন। কিন্তু যে রাস্তা দিয়ে উনি হেঁটে আসেন সেটাই খারাপ। এলাকায় বহু মানুষ পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না। স্বাস্থ্য সাথী, লক্ষীর ভাণ্ডার, আবাস যোজনার বাড়ি চাইতে গেলে তৃণমূল তাঁদের মিছিলে হাঁটতে বলে।

যদিও তৃণমূল প্রার্থীর অভিযোগ বিজেপি প্রধান ও তার অনুগামীরা এই বাধার মূলে। বিপ্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে তৃণমূকংগ্রেস কর্মীরা। হুগলির খানাকুলের কৃষ্ণনগর পশ্চিমপাড়া এলাকার ঘটনাতৃণমূল প্রার্থী মিতালী বাগের অভিযোগ, “দলের কর্মীদের সঙ্গে কৃষ্ণনগর পশ্চিমপাড়া গ্রামে যেতেই বাধার মুখে পড়ি। খানাকুল ২ নং পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস ও তার অনুগামীরা গ্রামে ঢুকতে বাধা দেয়এমনকি তৃণমূল প্রার্থীকে গেরুয়া আবির মাখানোর চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনায় শুরু হয় উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়ঘটনায় থানায় অভিযোগ দায়ের। যদিও তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন খানাকুল ২ নং পঞ্চায়েতের বিজেপি প্রধান সরস্বতী দাস। তার দাবি, “গ্রামে কোনো উন্নয়ন হয়নিতাই গ্রামের মানুষ বাধা দিয়েছে”।

upload
upload