Paralympic Games 2024: প্যারালিম্পিক্সের পদকজয়ীদের বিরাট আর্থিক পুরস্কার কেন্দ্রের
নিউজ ডেস্ক: সদ্যসমাপ্ত প্যারালিম্পিকে (Paralympic Games 2024) একাধিক নজির গড়েছেন ভারতীয় অ্যাথলিটরা। মঙ্গলবার দেশে ফিরেছে ভারতীয় কন্টিনজেন্ট। তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন বহু ক্রীড়াপ্রেমী। যেভাবে মনু ভাকের, শ্রীজেশদের অভ্যর্থনা জানানো হয়েছিল ঠিক একই রকমভাবে স্বাগত জানানো হল পদকজয়ী প্যারালিম্পিয়ানদের। তারপরেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ঘোষণা করেন, প্যারালিম্পিকে পদকজয়ী প্রত্যেক অ্যাথলিটকে বিশেষ আর্থিক পুরস্কার দেবে কেন্দ্র।
এ বছর প্যারিস প্যারালিম্পিক্সে (Paralympic Games 2024) ঐতিহাসিক সাফল্য এনেছে ভারতীয় প্যারা অ্যাথলিটরা। এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স। প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা এবার ২৯, যার মধ্যে সাতটি সোনা, ৯টি রুপো, ১৩টি ব্রোঞ্জ রয়েছে, যা ভারতের সর্বকালীন রেকর্ড।
মঙ্গলবার দেশে ফিরে কেন্দ্রের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যান অ্যাথলিটরা। সেই অনুষ্ঠানেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ঘোষণা করেন, পদকজয়ী অ্যাথলিটদের দেওয়া হবে বিশেষ আর্থিক পুরস্কার। সোনাজয়ীদের প্রত্যেককে ৭৫ লক্ষ, রুপোজয়ীদের ৫০ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীদের ৩০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেবে কেন্দ্র। একইসঙ্গে যাঁরা পদকজয়ী নন, অথচ মিক্সড টিম ইভেন্টে নজরকাড়া পারফরম্যান্স করেছেন তাঁদেরও সাড়ে ২২ লক্ষ টাকা পুরস্কার দেবে কেন্দ্র।
রেকর্ড গড়ে দেশে ফিরব, প্যারালিম্পিক (Paralympic Games 2024) শুরুর আগে দেশবাসীর কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। দেশবাসীকে দেওয়া সেই কথা রেখেছেন সুমিত আন্টিল-অবনী লেখারারা। তবে খেলা শুরুর আগে জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া সাফ জানিয়েছিলেন, পদকের নিরিখে এই প্যারালিম্পিকেই সেরা পারফরম্যান্স করবে ভারত।
এদিনের অনুষ্ঠানে প্যারা স্পোর্টসে ভারত আগের তুলনায় অনেক উন্নতি করেছে, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, ২০২৮ সালের আগামী প্যারালিম্পিকে ভারত যেন আরও বেশি পদক জিততে পারে তার জন্য সর্বোতভাবে পাশে থেকে সহযোগিতা করবে কেন্দ্র।