Tamil Nadu landslide: তিরুভান্নামালাইয়ে ভূমিধসে মৃত্যু ৭ জনের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী স্ট্যালিন
নিউজ ডেস্ক: তামিলনাড়ুর মন্দির শহর তিরুভান্নামালাইয়ে সোমবার দুপুরের ভূমিধসে মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। অবিরাম বৃষ্টির জেরে একটি বিশাল পাথর তাঁদের বাড়ির ওপর পড়ে, তাতে ৫টি শিশু-সহ ৭ জনের মৃত্যু হয়েছে। ৪ জনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন শোকসন্তপ্ত পরিবারের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পরিজনদের মর্মান্তিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন আত্মীয়-স্বজনরা।
শনিবার সন্ধ্যায় পুদুচেরির কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। তার প্রভাবে তামিলনাড়ু উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণেই রবিবার বিকেল নাগাদ ধস নামে আন্নামালাইয়ার পাহাড়ের পাদদেশে। তাতেই চাপা পড়ে যায় পর পর কয়েকটি বাড়ি। তার মধ্যেই সোমবার দুপুরে আবার তিরুভান্নামালাইয়ে মন্দিরের কাছে পাহাড় থেকে ধস নামে।
৭ জনের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মঙ্গলবার মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ভূমিধসে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।