Tirupati Temple: তিরুপতি মন্দিরের বড় সিদ্ধান্ত, কর্মকাণ্ড থেকে বাদ অহিন্দুরা
নিউজ ডেস্ক: তিরুপতি মন্দিরের (Tirupati Temple) পরিচালনাকারী প্রতিষ্ঠান তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর এই সিদ্ধান্ত সেই মন্দিরে কর্মরত অ-হিন্দু কর্মচারীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। সোমবার, তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD) বোর্ড একটি প্রস্তাব পাশ করেছে। সেই অনুযায়ী, মন্দিরে কর্মরত অ-হিন্দু কর্মচারীদেরকে স্বেচ্ছাবসর গ্রহণ করতে অথবা অন্ধ্রপ্রদেশ সরকারের অন্য কোনো দপ্তরে বদলি হতে হবে।
মন্দির কর্তৃপক্ষের পাশ করা প্রস্তাবে বলা হয়েছে, মন্দিরের অ-হিন্দু কর্মচারীদের হয় স্বেচ্ছাবসর নিতে হবে, না হলে তাঁদের অন্য সরকারি দফতরে বদলি করা হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেশিরভাগ কর্মচারী সংগঠনই। একটি কর্মচারী সংগঠনের মতে, তিরুমালা তিরুপতি দেবস্থানম-এর যে বিধির কথা এতদিন বলা হচ্ছিল, এতদিনে তা কার্যকর করা হল। প্রসঙ্গত, গত ৩১ অক্টোবরই তিরুমালা তিরুপতি (Tirupati Temple) দেবস্থানমের চেয়ারম্যান করা হয় বিআর নাইডুকে। তারপরেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, গোটা মন্দিরের প্রশাসন হিন্দুদের দ্বারাই পরিচালনা করা হবে।
মন্দিরে অহিন্দু কর্মচারীর সংখ্যা কত? মন্দির কর্তৃপক্ষ এই ব্যাপারে মুখ না খুললেও সূত্রের, খবর, তিরুমালা তিরুপতি মন্দিরের স্থায়ী কর্মচারীর সংখ্যা সাত হাজার। এছাড়াও আছেন প্রায় ১৪ হাজার অস্থায়ী কর্মচারী। অহিন্দু কর্মচারীর সংখ্যা প্রায় তিনশো। আরও জানা গিয়েছে, স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ২১ হাজার কর্মচারীকে বেতন দেওয়া হয় ভক্তদের দানের টাকায়।
Trending Tag