Sunday, November 10, 2024

Logo
Loading...
upload upload upload

100 days job scam

MGNREGA Scam: ১০০ দিনের দুর্নীতিতে অ্যাক্টিভ ইডি! শাসক শিবিরে আতঙ্ক 

নিউজ ডেস্ক: সোমবার রাতে দিল্লী থেকে ফেরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে বলেন, " মমতাকে টাইট দিতে গেছিলাম। দিয়ে এসেছি। তাঁর এই মন্তব্যের পরেই মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে যায় ইডির অভিযান। একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে সল্টলেক, হুগলি ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ-সহ চারটি জেলার ৬টি জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলছে তল্লাশি। তৃণমূলের অভিযোগ শুভেন্দু অধিকারি কলকাঠি নেড়েছেন। দিল্লী গিয়ে তিনি অভিযোগ করতেই নয়া তদন্ত শুরু হয়েছে দাবি তৃণমূল নেত্রী শশি পাঁজার।
শশি পাঁজা এদিন বলেন, " শুভেন্দু দিল্লি গিয়েছিলেন। কেন গিয়েছিলেন তা বলেননি। কিন্তু দিল্লি থেকে হুঙ্কার ছেড়েছেন। তার পরেই ইডি হানা দিল। বোঝা যাচ্ছে বিজেপির কথা তদন্তকারী সংস্থা চলছে"।

যদিও ইডির দাবি, ২০১৯, ২০ এবং ২১ সালে মুর্শিদাবাদের বেলডাঙা ও হুগলির ধনেখালি থানা মিলিয়ে মোট পাঁচটি অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে ইডির দাবি, “কেন্দ্রের মনরেগা প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। কোথাও ভুয়ো জব কার্ড, কোথাও ভুয়ো বিল, কোথাও জাতিগত শংসাপত্র জালিয়াতি করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে একশো দিনের কাজের টাকা আত্মসাৎ করা হয়েছে। দুর্নীতি-চক্রের মানি ট্রেল খুঁজতে গিয়ে একাধিক সরকারি আধিকারিকের নাম উঠে আসে। তার ভিত্তিতেই ৬টি জায়গায় অভিযান চালাচ্ছে ইডি।

Editor | 12:40 PM, Tue Feb 06, 2024
upload
upload