Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

abhishek banerjee

Dilip Ghosh: কয়েকদিন চুপ! ফের মমতাকে একহাত নিলেন দিলীপ ঘোষ

মাধ্যম নিউজ ডেস্ক: “এতদিন বাঘিনী, ভোট হয়ে গেলেই বিড়াল হয়ে মেউ মেউ। আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একা দেখুন ঘিরে ফেলেছে। যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, আর কোন সিমপ্যাথি পাবেন না।” কয়েক দিন থেমে ফের তৃণমূল (TMC) সুপ্রিমোকে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghsoh)। সোমবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মির্জাপুরে মাঠে প্রাত:ভ্রমণে আসেন দিলীপ ঘোষ।

এর পর চায় পে চর্চা অনুষ্ঠানে দেওয়ানদিঘীর মোড়ে আসেন দিলীপ। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা(Mamata Banerjee)য়কে উদ্দ্যেশ্যে করে বলেন, “ভোট হয়ে গেলেই উনি টার্গেট হন। এতদিন বাঘিনী ছিলেন এখন বিড়াল হয়ে গেছেন। তিনি কোন ভাবেই রেহাই পাবেন না। যা কর্ম করেছেন তার ফল পাবেন। নেতাদের চোর বানিয়েছেন, চোরেদের নেতা বানিয়েছেন।

যত ইলেকশন এগিয়ে আসছে ততই হারার ভয়ে হিংস্র হয়ে যাচ্ছে তৃণমূল।” প্রধানমন্ত্রীর প্লেনে চড়া নিয়ে আসানসোলের (Asansol) তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Satrughna Sinha) মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, “কারো বাপের টাকায় চড়ছেন নাকি? ১৪০ কোটির দেশের প্রধানমন্ত্রী তার জো বাইডেনের থেকেও দামী প্লেনে চাপা উচিত। আমারা ভিখারি পার্টি নই, ভিখারি দেশ নয়। যারা ভিখারি বানিয়েছে তারা এটা করছে।

শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ (Kirti Azad) ওনারা এখানকার পরিস্থিতি জানেন না। বাইরে থেকে এসেছেন, ফরেনার তো আগে ভোটটা লড়ুন। শুনলাম একজন বিহার যাচ্ছেন। আর-একজন ভয়ে বেরাচ্ছেন না। এরা কি রাজনীতি করবেন।” অন্যদিকে, অভিষেক বন্দোপাধ্যায়কেও কড়া আক্রমণ করেন দিলীপ ঘোষ।

বিজেপিকে ২ নম্বর বলার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “উনি একমাত্র ভদ্রলোক! যার বাড়ির বউ থেকে চাকর বাকর কুকুর সবাইকে ইডি ডাকছে। সোনা নিয়ে যাচ্ছে, রাস্তায় চোর চোর বলে সবাই ডাকছে। ওর চোদ্দপুরুষ চোর। আজ মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে ওনার জন্য।” সোমবার এসএসসির রায়দান নিয়ে দিলীপ ঘোষ বলেন, “এরাজ্যের লোক তাকিয়ে থাকে আদালতের দিকে আর কেন্দ্রীয় সরকারের দিকে। কেন্দ্রীয় সরকার উন্নয়ন করে আর আদালত জাস্টিস করে। এই সরকার কিছু করে না।”

Sweta Chakrabory | 15:40 PM, Mon Apr 22, 2024

Abhishek Banerjee: কাটোয়ার সভা থেকেই বকেয়া নিয়ে বিজেপিকে ফের নিশানা অভিষেকের

নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখে দাড়িয়ে শুক্রবার কাটোয়ায় ভোট প্রচারে গিয়েছেন অভিষেক বন্ধ্যোপাধ্যায়। কাটোয়া স্টেডিয়ামে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা থেকেই বকেয়া নিয়ে বিজেপিকে ফের নিশানা করলেন অভিষেক বন্ধ্যোপাধ্যায়।

এদিন সভা থেকে অভিষেক জানান, "গরিব মানুষের ন্যায্য দাবি নিয়ে দিল্লি গিয়েছিলাম। বাংলার প্রাপ্য টাকা দিল্লি থেকে ফিরিয়ে আনবই।"পাশাপাশি, সিএএ নিয়েও কথা বলতে ছাড়লেন না তিনি৷ ''এখন ভোটের আগে বলছেন, সিএএ করব। সিএএ আইন পাশ করেছে ২০১৯ সালে। আপনার খালি নিয়মাবলী তৈরি করতে লেগে ৫ বছর। এটা আর একটা জুমলা। ৪০ পাতার মধ্যে ৩৮ পাতা খালি ফর্ম! আপনি ফর্ম ফিলাপ করুন, তারপরে আপনি কোথায় যাবেন, কার কাছ আবেদন করবেন, কিছু স্পষ্ট করে বলা নেই। এই জুমলায় পা দেবেন না''।

পাশাপাশি এদিন অভিষেক আরও বলেন, ‘‘কেউ ১০ পয়সা পায়নি। বলেছিল ১৫ লাখ দেব। বলেছিল দুই কোটি চাকরি হবে বছরে। একটা চাকরি দেয়নি। সাংসদ হয়েছেন এস এস আহলুওয়ালিয়া। একটা বুথেও এলাকার কাজ হয়নি।’’ তাঁর কথায়, ''ভোটের আগে রাজনীতি করছে বিজেপি। ভোটে জেতার পর দু'বছর কাউকে দেখা যায়নি। ভোট এসেছে, আবার আপনারা এসেছেন। আপনারা কার গ্যারান্টি নেবেন? দিদি না মোদী''?

Sweta Chakrabory | 17:11 PM, Fri Mar 22, 2024

Breaking Abhishek Banerjee: লোকসভা ভোট পর্যন্ত সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের

লোকসভা ভোট পর্যন্ত সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের। আপাতত অভিষেক কে দিল্লিতে তলব করতে পারবে না ইডি।ভোট শেষ হওয়ার আগে অভিষেককে দিল্লিতে ডেকে পাঠানো যাবে না, জানিয়ে দিলে সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।

তাই আগামী ১০ জুলাই পর্যন্ত অভিষেক ব্যানার্জি ও তার স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়কে যেন তলব করা না হয়, নির্দেশ দেশের শীর্ষ আদালতের । কয়লা দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে আদালতের দ্বাদস্ত হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রায় দেয়।

Sweta Chakrabory | 12:38 PM, Wed Mar 20, 2024

Abhishek-Sukanta: ভোটের মুখে অভিষেকের চ্যালেঞ্জকে-পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর

নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখে চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জ। সোমবার বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এলাকায় গিয়ে তাকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার।

এদিন এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার লেখেন,"আজ গঙ্গারামপুরে কার্যত ফাঁকা মাঠে গোল দিলেন ভাইপো। যিনি নিজের সভা ভরাতে পারেন না, তিনি আবার আমাকে আমার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দেন!হাস্যকর!"

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের জন্য জেলায় জেলায় ইতিমধ্যে ভোট প্রচার শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর স্টেডিয়ামে হাজির ছিলেন তিনি। তাঁর নিশানায় আগা থেকে গোড়া ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। ভোটের প্রচার শুরুর মুখেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিজেপি সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। খোলা মঞ্চে বিজেপির যে কোনও স্তরের নেতাদের এসে বিতর্ক সভায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছেন। এদিনের সভাতেও সেই একই সুরে আওয়াজ তোলেন তিনি।

সভা থেকে অভিষেক বলেন, "আমার চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা হচ্ছে না কেন? তৃণমূল টাকা খেয়ে নিচ্ছে, বিজেপির এই তো অভিযোগ। আমার এতটুকু জিজ্ঞাস্য, তিন বছরে কতো টাকা বাংলায় ছেড়েছেন, ১০ পয়সার হিসেব দিন। প্রমাণ করতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবে।"অভিষেকের এই কথার বিরুদ্ধেই মঙ্গলবার পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার।

Sweta Chakrabory | 11:30 AM, Tue Mar 19, 2024

Mamata Banerjee : জল্পনা-কল্পনার মাঝেই মুখ্যমন্ত্রীর চোট নিয়ে মুখ খুলল তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক : জল্পনা-কল্পনার মাঝেই মুখ্যমন্ত্রীর আঘাত লাগার বিষয়ে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আক্ষরিক অর্থে কারও ধাক্কা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যাননি। বরং সেই সময় মুখ্যমন্ত্রীর পিছন থেকে ধাক্কা লাগার একটি অনুভূতি হয়। তার জেরে তিনি পড়ে যান। উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় কপালে চোট পেয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর চোট কীভাবে লাগল তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, তিনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন। পরে হাসপাতালের ডিরেক্টর দাবি করেন, মমতা পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে যান। 

তবে কীভাবে ঘটল এইদুর্ঘটনা পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট করে দেবে বলে জানায় তৃণমূল কংগ্রেস। সেই মতো এসএসকেএম বলে, 'আক্ষরিক অর্থে মমতাকে পিছন থেকে কেউ ধাক্কা দেয়নি। বরং সেই সময় তাঁর মনে হয়েছিল যে কোনও এক শক্তি তাঁকে পিছন থেকে ঠেলা দিয়েছে। সেই সময় তিনি পড়ে গিয়ে চোট পান কপালে।' উল্লেখ্য,তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় যখন এই ঘটনা ঘটে, তখন মমতার কালীঘাটের বাড়িতেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়িতেই মমতাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেন অভিষেক। সেখান থেকে কলকাতা ফিরেই তিনি সোজা মমতার কালীঘাটের বাড়িতে যান। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই গিয়েছিলেন তিনি। অভিষেক যখন মমতার বাড়িতে ছিলেন, সেই সময়েই ওই দুর্ঘটনা ঘটে।যদিও এসএসকেএম-এ প্রাথমিক চিকিৎসার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি নিয়ে আসা হয়। 

প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর এই দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ অনেকেই। মমতার আরোগ্য কামনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে লেখেন, ‘আমি মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’ বর্তমানে স্থিতিশীল রয়েছে মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাড়িতেই রয়েছেন তিনি। চিকিৎসকেরা তাকে আপাতত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Sweta Chakrabory | 10:23 AM, Fri Mar 15, 2024

Abhishek Banerjee: মুখোমুখি তর্কের চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট গেরুয়া শিবিরের, স্থান কাল জানাল অভিষেক

নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করল বিজেপি। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার আর্থিক বরাদ্দ সংক্রান্ত তথ্য জানাতে মুখোমুখি তর্কে বসার যে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক সেই চ্যালেঞ্জকেই অ্যাক্সেপ্ট করল বিজেপি। কোথায়, কখন দেখা করা যাবে, তা জানতে চাইল গেরুয়া শিবির। উত্তরে জলপাইগুড়ির ময়নাগুড়ির সভাস্থলে শ্বেতপত্র নিয়ে দেখা করার কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক লেখেন, ‘‘মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিতে ১ পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমি যে ভুল তা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি।’’

এর পরেই অভিষেকের চ্যালেঞ্জকে গ্রহণ করে বিজেপি। গেরুয়া শিবির এক্স হ্যাণ্ডেলে একটি বিজ্ঞাপন পোস্ট করে লেখে , “আপনি আপনার সুবিধামতো স্থান ও সময় জানান। আমরা আমাদের যুব মোর্চার কোনও এক কর্মীকে পাঠিয়ে দেব বিতর্কের জন্য। আপাতত বিজ্ঞাপন পড়ে নিন।”

Sweta Chakrabory | 16:55 PM, Thu Mar 14, 2024
upload
upload