Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

abishek banerjee

Bjp candidate debasis dhar entered in politics: বীরভূমের ময়দানে বিজেপি


মাধ্যম নিউজ ডেস্ক: তারাপীঠে পুজো দিয়ে প্রচারে নামলেন বীরভূমের(Birbhum) বিজেপি প্রার্থী দেবাশীষ ধর(Debasis Dhar)। তার লড়াই তিন বারের সাংসদ শতাব্দী রায়ের (Satabdi Ray) সঙ্গে। শীতলকুচির (Sitalkuchi) ঘটনা বদলে দিয়েছে তার জীবন। তার অজান্তেই গুলি চলে বলে অভিযোগ। এর পর সাসপেন্ড ও জেরা পর্ব শেষে বিজেপিতে যোগ।

বিজেপি প্রার্থীর(BJP Candidate) অভিযোগ, “বীরভূমে কোনও কাজ করেননি তিন বারের সাংসদ শতাব্দী রায়। রাজ্যের পুলিশ মন্ত্রী আগেভাগে পদক্ষেপ নিলে বীরভূম নিয়ে এত অভিযোগ উঠত না।” এদিন দুর্নীতি নিয়েও রাজ্যকে কটাক্ষ করেন দেবাশীষ ধর। তিনি বলেন, “রাজ্য চুরিতে এমন রেকর্ড করে বসে আছে যে আগামী ১০০ বছরে এই রেকর্ড ভাঙা সম্ভব হবে না। রাজ্যে বিজেপি ক্ষমতায় না এলে উন্নয়ন সম্ভব নয়”। দেবাশীষ এদিন বলেন, “শীতলকুচির ঘটনার জন্য অনেক মানসিক পরিবর্তন হয়েছে। ওই ঘটনার পর যা হয়েছে তা যদি না ঘটত তাহলে ডিআইজি হতাম প্রার্থী হতাম না।

২০১১ সাল থেকে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন পুলিশ মন্ত্রী। উনি যদি সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে রাজ্যে এত রাজনৈতিক হিংসা হত না। এত দুর্নীতি হত না। রাজ্যে মানিক, পার্থ, অনুব্রত, বালুদের ছড়াছড়ি হত না। তিনবারের সাংসদ কোন কাজ করেননি। মানুষের কাছে গিয়ে তিনি ধাক্কা খাচ্ছেন। অন্য রাজ্যে গেলে বাঙালি হিসেবে লজ্জা হয়। এ রাজ্যে শিল্প বলতে মদ আর জমি বিক্রি ছাড়া আর কিছুই নেই”।

প্রসঙ্গত মঙ্গলবার তারাপীঠে(Tarapith) পুজো দিয়ে প্রচার শুরু করেন বীরভূমের বিজেপি প্রার্থী। মায়ের কাছে কী কামনা করলেন জিজ্ঞেস করায় তিনি বলেন, “প্রার্থনা করেছি এমন কিছু চমৎকার কর যেন জন্ম জন্মান্তর তোমার সেবা করতে পারি। মানুষের হয়ে কাজ করতে এসেছি। প্রশাসনিক পদে থাকা এবং মানুষের জন্য কাজ করা অনেকটাই আলাদা। আমরা জিতছি এতে কোন সন্দেহ নেই”।

তিনি আরও বলেন, “শতাব্দী রায় কিছু করেননি। ব্যক্তিগত কোন লড়াই নেই। রাজনৈতিক লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজে লড়াই হবে। আমাদের সরকার এলে প্রশাসনিক সংস্কার হবে। ৬০, ৭০ নছর ধরে একটা সিস্টেম চলে আসছে। আমাদের সরকার এলে এটা বদল হবে”।

Sweta Chakrabory | 17:58 PM, Tue Apr 02, 2024
upload
upload