Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

agartala rpf

Agartala RPF: আরপিএফ-এর হাতে উদ্ধার নিষিদ্ধ সামগ্রী, আটক ১৭ জন

নিউজ ডেস্ক: উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের অধীন আরপিএফ নিষিদ্ধ সামগ্রীর বিরুদ্ধে ক্রমাগত অভিযান চালিয়ে যাচ্ছে। ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত আরপিএফ আগরতলা, ডিমাপুর, বাগডোগরা, রঙিয়া ও কিষাণগঞ্জ রেলওয়ে স্টেশন, ট্রেনে নিষিদ্ধ সামগ্রী পরিবহণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬.৭ লক্ষ টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে। এই অভিযানে তাঁরা মোট ১৬৭ কেজি ওজনের গাঁজা উদ্ধার করার পাশাপাশি ১৭ জনকে গ্রেফতার করে।

পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বাজেয়াপ্তকৃত সামগ্রী সহ ধৃতদের সংশ্লিষ্ট ওসি/জিআরপি অথবা স্থানীয় থানার দায়িত্বে রাখা হয়েছে। রবিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বিবৃতির মাধ্যমে এ খবর দিয়ে জানান। ২০ মার্চ আগরতলা আরপিএফ-এর একটি দল আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তারা ব্যাগ সহ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে। ব্যাগটি খোলার পর তারা আনুমানিক ৪.৮০ লক্ষ টাকা মূল্যের প্রায় ৪৮ কেজি গাঁজা পায়। এই ঘটনা সম্পর্কে ছয় জনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা সহ ধৃতদের আগরতলা জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে।

এছাড়া ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত বিভিন্ন স্টেশন ও ট্রেনে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ পৃথক পৃথক তল্লাশি অভিযান চালিয়ে ১১৯ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। ওই অভিযানেও ১১ জনকে আটক করা হয়েছে। পরে ধৃতদের পাশাপাশি উদ্ধারকৃত গাঁজা সংশ্লিষ্ট বিভাগের হাতে তুলে দেওয়া হয়।

Sweta Chakrabory | 15:10 PM, Mon Mar 25, 2024
upload
upload