Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

air quality in delhi

Air quality in Delhi: বায়ুদূষণে ক্লান্ত দিল্লি! রাজধানীতে যমুনার জলে ভাসছে সাদা ফেনা

নিউজ ডেস্ক: মাত্রাতিরিক্ত বায়ুদূষণ ও ধোঁয়াশায় ক্লান্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। বৃহস্পতিবারও রাজধানী দিল্লিতে বাতাসের গুণগতমান খারাপ পর্যায়েই থাকল। দিল্লি ছাড়াও এদিন সকালে ধোঁয়াশার চাদরে মোড়া থাকল উত্তর প্রদেশের বারাণসী, অযোধ্যাও।

এদিন সকালেও দিল্লির আনন্দ বিহার, অক্ষরধাম, কর্তব্যপথ প্রভৃতি এলাকা ঘন ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। আনন্দ বিহারে বাতাসের গুণগতমান রেকর্ড করা হয়েছে ৪৭৩।

অন্যদিকে, দিল্লিতে যমুনা নদীতে এখনও ভাসছে বিষাক্ত সাদা ফেনা। বৃহস্পতিবার সকালে দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় যমুনার জলে বিষাক্ত সাদা ফেনা ভেসে বেড়াতে দেখা যায়। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে যমুনা। যমুনা নদীতে দূষণের এই দৃশ্যে চিন্তিত পরিবেশবিদরা।

Sweta Chakrabory | 12:36 PM, Thu Nov 14, 2024
upload
upload