Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

airport

Kolkata airport: জমা জলে প্লাবিত কলকাতা বিমানবন্দর! আগামী ১২ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির ইঙ্গিত

নিউজ ডেস্ক: কলকাতা বিমানবন্দর (Kolkata airport) বৃষ্টির জলে প্লাবিত (Weather update) হয়ে গিয়েছে। রানওয়ে এবং ট্যাক্সিওয়ে উভয়ই প্লাবিত হয়ে রয়েছে। জলাবদ্ধ ট্যাক্সিওয়েতে বিমানগুলিকে সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে বিমান চালাচলে ব্যাঘাতের তেমন খবরাখবর এখনও পর্যন্ত আসেনি। বিমানবন্দরের অন্দরে একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, "রানওয়ে এবং ট্যাক্সিওয়ে উভয়ই জলমগ্ন এবং সেখানেই ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার বিমানগুলি (Kolkata airport) লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে।" অপর দিকে হাওড়া, সল্টলেক এবং বারাকপুর সহ কলকাতা এবং এর আশেপাশের অঞ্চলগুলি অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির জমা জলে ঘরবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ।

এই বৃষ্টিপাত নিম্নচাপের (Weather update) জন্য সৃষ্টি হয়েছে। ক্রমেই তা আরও গভীরে পরিণত হয়েছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপটি বর্তমানে বিহার এবং উত্তর প্রদেশের দিকে ক্রমশ সরে যাচ্ছে। আবহাওয়া অফিস অনুসারে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে সারা দিন ধরে চলতে পারে বৃষ্টি। হাওড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ দক্ষিণের জেলাগুলিতে আগামী ১২ ঘন্টার মধ্যে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার বেশ কয়েকটি অংশ থেকে জলমগ্ন পরিস্থিতির খবর পাওয়া গিয়েছে। মধ্য ও দক্ষিণ কলকাতার কিছু অংশে ভারী বর্ষণের ফলে হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত শহরের কয়েকটি এলাকায় ৭ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল। তবে এই ভারী বৃষ্টি সত্ত্বেও, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৪ ডিগ্রি কম। একই ভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক মাত্রা থেকে ০.৬ ডিগ্রির সামান্য কম।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আবহাওয়া (Weather update) পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির জন্য 'হলুদ' সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলাগুলির জন্য 'কমলা' সতর্কতা এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির সংকেত দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলায় ‘লাল’ সতর্কতা দেওয়া হয়েছে। ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।


Sweta Chakrabory | 16:43 PM, Sat Aug 03, 2024

Indian students: অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে নিরাপদে দেশে ফিরল ৪৫০০ জন ভারতীয় পড়ুয়া


নিউজ ডেস্ক: অগ্নিগর্ভ বাংলাদেশে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে (Bangladesh Protest) এখনও পর্যন্ত কমপক্ষে ১১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বহু মানুষ। জারি হয়েছে কার্ফু। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। এমত পরিস্থিতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়েছিল, নয়াদিল্লি বিষয়টি নিয়ে কী ভাবছে। এ প্রশ্নে তিনি এক লাইনে জবাব দিয়েছিলেন, ‘‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’’ 

রণধীর জয়সওয়ালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কূটনৈতিক মহল বলছে, ভারতের সঙ্গে দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়া দেশে প্রবল রাজনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়ার ঘটনায় (Bangladesh Protest) সাউথ ব্লকের গভীর অস্বস্তি এবং উদ্বেগকেই আড়াল করতে চেয়েছেন রণধীর। কারণ এখন এ নিয়ে রা কাড়াও ভারতের পক্ষে বুমেরাংয়ের সমান। গত ছমাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ জুড়ে ভারত-বিরোধিতার যে ঢেউ দেখা গিয়েছে, তা-ই নতুন মোড়কে ফিরে এসেছে এখন। ঢাকার রাজপথে গর্জন শোনা গিয়েছে, ‘ভারত যাদের মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি।’ ফিরে এসেছে ভারতীয় পণ্য বর্জনের ডাক, ‘ভারতীয় আগ্রাসনের’ বিরুদ্ধে, ‘ভারতের তাঁবেদার সরকার’ আওয়ামী লীগকে হটানোর ডাক। আর এ সবই ঘটেছে নয়াদিল্লির নাকের ডগায়। 

সব মিলিয়ে শীর্ষ নেতৃত্ব স্তরে ‘সোনালি অধ্যায়ের’ একটি ছবি দক্ষিণ এশিয়া দেখতে পেলেও, দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বিভিন্ন স্তরে আরও বাড়ানোর কথাই যে এ বার ভাবতে হবে, তা ঘরোয়া ভাবে স্বীকার করছে নয়াদিল্লি। সে ক্ষেত্রে বাংলাদেশি ছাত্রদের জন্য আরও বেশি স্কলারশিপ বাড়ানো, নজরদারি বহাল রেখে ভিসা আরও শিথিল করা, ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করার মতো বিষয়গুলিতে কত দূর এগোনো যায়, সে বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। 

অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন (Bangladesh Protest) ঘিরে উত্তাল বাংলাদেশে আটকে পড়েছিলেন কয়েক হাজার ভারতীয় পড়ুয়া। জানা গিয়েছে, বেসামরিক বিমান চলাচল মন্ত্রক, অভিবাসন দপ্তর, স্থলবন্দর কর্তৃপক্ষ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর সঙ্গে সমন্বয় রেখে ভারতীয় নাগরিকদের দেশে ফেরাচ্ছে বিদেশ মন্ত্রক। হিসেব বলছে ৪৫০০ জন ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশ থেকে নিরাপদে দেশে ফিরেছে। তবে শুধু ভারতীয় পড়ুয়াই নয়, নেপাল, ভুটান, মালদ্বীপের বহু পড়ুয়ারাও বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছেন। এ প্রসঙ্গে বাংলাদেশ ফেরত এক ভারতীয় পড়ুয়া বলেছেন, ''অনেক শিক্ষার্থী বিমানের টিকিট বুক করেছিলেন। কিন্তু যেহেতু সেখানে কার্ফু রয়েছে, তাই তাঁরা বিমানবন্দরে যেতে পারেননি। বেশ কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। এখনও অনেক ভারতীয় ছাত্র বিশ্ববিদ্যালয়গুলির হস্টেলে রয়েছেন।''

প্রসঙ্গত, রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট আন্দোলনের (Bangladesh Protest) পক্ষে রায় দিয়েছে। সেই রায় অনুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে যে ৫৬ শতাংশ সংরক্ষণ ছিল, তা কমিয়ে ৭ শতাংশ করার কথা বলা হয়েছে। যেখানে এতদিন ‘মুক্তিযোদ্ধাদের পরিবারের’ জন্য ৩০ শতাংশ সংরক্ষণ ছিল, তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। বাকি ২ শতাংশ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এবং বিশেষ ভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। সুপ্রিম রায়ে আন্দোলনের জয়জয়কার হলেও বাংলাদেশ এখনও অশান্ত। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন সে দেশে পড়তে যাওয়া বিদেশি পড়ুয়ারা। তাঁদের মধ্যে অধিকাংশই ভারতীয় (Indian students)। বিষয়টি সামনে আসতেই ভারতের তরফে শুরু হয় তৎপরতা। এরপর ধাপে ধাপে তাঁদের ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়।

Sweta Chakrabory | 15:52 PM, Mon Jul 22, 2024

Satya Nadella: সাদা-কালো যুগ মনে করাল মাইক্রোসফটের সমস্যা! ঠিক কী হয়েছিল? জানালেন সত্য নাদেলা


নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় গোলযোগ। শুক্রবার ক্রাউডস্ট্রাইকের (CrowdStrike) প্রযুক্তিগত ত্রুটির জেরে গোটা বিশ্বে মুখ থুবড়ে পড়েছিল পরিষেবা। দীর্ঘ সময় ধরে টানা কাজের পরে আপাতত পরিস্থিতি অনেকটাই সামলে আনা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট (Microsoft Global Outage) এবং ক্রাউডস্ট্রাইক। কিন্তু এই পরিস্থিতির জেরেই শুক্রবার ডিজিটাল যুগ থেকে এক ধাক্কায় কাগজ-কলমের যুগে ফিরলেন সকলে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে 'পুরানো সেই দিনের কথা' মনে করিয়ে দিল ভারতীয় বিমানবন্দরগুলি। সৌজন্যে মাইক্রোসফ্টের সফ্টওয়্যার সমস্যা। বর্তমানে সমস্যা সমাধান হয়ে গেলেও এদিন হাজার-হাজার বিমানযাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়েছিল।

জানা গিয়েছে, এদিন মাইক্রোসফটের সমস্যার (Microsoft Global Outage) কারণে ভারতের অনেক বিমানবন্দরে যান্ত্রিক গোলোযোগ দেখা দিয়েছিল। ফলে বাধ্য হয়ে রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে হাতে লেখা বোর্ডিং পাস দিতে হয় বিমানযাত্রীদের। এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে এমন হাতে লেখা বোর্ডিং পাসের ছবি মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মুদ্রিত বোর্ডিং পাস থেকে এটি ছিল অনেকটাই আলাদা। ছবিতে বোর্ডিং পাসের সমস্ত বিবরণ যেমন নাম, আসন, তারিখ এবং ডিপারচার সহ সব লেখা রয়েছে। ইন্ডিগো এয়ারলাইন কর্মীদের হাতে লেখা এই পাস দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। এ প্রসঙ্গে অক্ষয় কোঠারি নামের এক ব্যক্তির সোশ্যাল মিডিয়ার পোস্টটি ভাইরাল হয়েছে, যেখানে হাতে লেখা বোর্ডিং পাসের ছবি দিয়ে তিনি লিখেছেন, “মাইক্রোসফট/ ক্রাউডস্ট্রাইক বিভ্রাট ভারতের অধিকাংশ বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবা ব্যহত করেছে। আমি আজ আমার প্রথম হাতে লেখা বোর্ডিং পাস পেয়েছি।”

তবে ঠিক কী কারনে এমন সমস্যা হয়েছে মাইক্রোসফটের, সে প্রসঙ্গে ১৯ জুলাই ভারতীয় সময় রাত ৯টা ২৯ মিনিটে এক্স হ্যান্ডেলে মুখ খুললেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা (Satya Nadella)। তিনি জানান, 'গতকাল ক্রাউডস্ট্রাইক একটি আপডেট বের করেছিল যা গোটা বিশ্বের আইটি সিস্টেমকে প্রভাবিত করেছিল। বিষয়টি নিয়ে ক্রাউডস্ট্রাইকের সঙ্গে আমরা কাজ করছি। সর্বক্ষেত্রে গ্রাহকদের প্রযুক্তিগত সহায়তা করা হচ্ছে তাদের সিস্টেমকে অনলাইনে আনার জন্য।'

সত্য নাদেলার (Satya Nadella) এই পোস্টের পরেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এক্স-এর মালিক এলন মাস্ক। তিনি লিখেছেন, 'এই সমস্যা অটোমেটিভ সাপ্লাই চেনকে কাঁপিয়ে দিয়েছে।' উল্লেখ্য, শুক্রবারে বিমান সংস্থাগুলির সার্ভারে সমস্যা (Microsoft Global Outage) হওয়ায় থমকে যায় টিকিট বুকিং। একের পর এক উড়ান বাতিল হতে থাকে। কোথাও কোথাও হাতে লেখা বোর্ডিং পাস দিতে হয়েছে যাত্রীদের। আমেরিকায় ২০০টিরও বেশি উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিশ্ব জুড়ে ব্যহত হয়েছে একাধিক পরিষেবা। আর এর ফলেই চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা।

Sweta Chakrabory | 11:04 AM, Sat Jul 20, 2024

Flights cancelled in Dubai: আরব আমিরশাহিতে প্রচণ্ড বৃষ্টিপাত, বাতিল বহু ফ্লাইট 

 নিউজ ডেস্ক: ভারী বৃষ্টিতে বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ঘটনার দুই সপ্তাহ কাটতে না কাটতেই আবারও সংযুক্ত আরব আমিরশাহির (UAE) ভারী বৃষ্টি ও বজ্রপাত হলো। টানা বৃষ্টিতে বৃহস্পতিবার অনেক আন্তর্জাতিক বিমান বাতিল (Flights cancelled in Dubai) করা হয়েছে। অতিবৃষ্টির জেরে ভেসে যাচ্ছে একের পর এক শহর। বন্যার তোড়ে রাস্তা ডুবে গিয়েছে। ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইতে বাতিল হয় বহু বিমান। জানা গেছে প্রায় ১৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া মাঝপথ থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে কয়েকটি বিমান।

 ইতিমধ্যেই অরেঞ্জ এলার্ট জারি হয়েছে একাধিক এলাকায়। ফলে দুবাই ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহির অন্যান্য শহরগুলিতেও বাসিন্দাদের নিজেদের বাড়িতেই থাকার অনুরোধ করেছে প্রশাসন। এই আবহে ওয়ার্ক ফ্রম হোম নীতি গ্রহণ করেছে বহু সংস্থা। স্কুলগুলি অনলাইনে ক্লাস নিচ্ছে।

জানা গেছে বুধবার ভোররাত থেকেই বজ্রবিদ্যুৎসহ তুমুল বৃষ্টিপাত শুরু হয়। ফলে একটানা ঝড় বৃষ্টির প্রভাবে পরিস্থিতি খারাপ হতে থাকে। তবে সরকার জানিয়েছেন যে কোন রকমের জরুরি অবস্থার মোকাবিলার জন্য তৈরি আছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এছাড়াও সবসময় দেশের পরিস্থিতির ওপর নজর রাখছে দুবাই পুলিশ ও ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির (NCM) টিম।

দেশের আবহাওয়া বিভাগ বলছে, গত ৭৫ বছরে এত পরিমাণ বৃষ্টিপাত হয়নি। শুষ্ক জলবায়ু ও গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের জন্য পরিচিত সংযুক্ত আরব আমিরশাহি সহ উপসাগরীয় দেশগুলি। তবে সেই মরুদেশেই দেখা দিয়েছে বন্যা। ফলে প্রশ্ন উঠেছে, মরু দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত? এর জন্য ‘ক্লাউড সিডিং’কে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ। যদিও এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে সংযুক্ত আরব আমিরশাহির আবহাওয়া বিভাগ দাবি করেছে, জলবায়ু পরিবর্তনের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছে দুবাই।

প্রসঙ্গত, এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল রেকর্ড ভাঙা ভারী বৃষ্টিপাতে তলিয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহি(UAE), যেখানে মরু দেশটিতে এক বছরের গড় বৃষ্টিপাত হয় ৯৪ মিলিমিটার। সেখানে দুদিনে বৃষ্টিপাত হয়েছে ২৫৯ দশমিক ৫ মিলিমিটার।

Sweta Chakrabory | 12:58 PM, Fri May 03, 2024

Kolkata Airport: চললো গুলি! ক্ষণিকের জন্য স্তব্ধ কলকাতা বিমানবন্দর

নিউজ ডেস্ক: কলকাতা বিমানবন্দরে চললো গুলি। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় বিমানবন্দর। নিজের কাছে থাকার রাইফেল চালিয়ে আত্মহত্যা সিআইএসএফ জাওয়ানের। বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় হঠাৎই বিমানবন্দর ৫ নম্বর গেটের যে টাওয়ার সেখান থেকে গুলি চলার শব্দ শোনা যায়, তাতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই অ্যালার্ট হয়ে যায়।

বেশ কয়েকজন সিআইএসএফ কর্মী ছুটে টাওয়ারের উপর ওঠেন। ততক্ষনে লুটিয়ে পড়েছেন কর্মরত সিআইএস এফ কর্মী। নিজের এসএলআর রাইফেল থেকে নিজেকেই গুলি চালিয়ে শ্রীবিষ্ণু নামে ওই সিআইএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। ঘটনার পরেই তাকে ভিআইপির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ আসে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন ওই সিআইএসএফ জাওয়ান তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে ২০২২ থেকে সিআইএসএফ এ কর্মরত ছিলেন ওই জওয়ান। আত্মহত্যা করতেই নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালিয়েছেন ওই জওয়ান, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। ইতিমধ্যেই ঘটনার খবর দেওয়া হয়েছে তার বাড়িতে। ওই সিআইএসএফ জওয়ান ডিপ্রেসনে ভুগছিলেন কি না, তাও খতিয়ে দেখছে NSCBIA থানার পুলিশ।

Sweta Chakrabory | 10:35 AM, Thu Mar 28, 2024

CV Ananda Bose:"যেখানেই হিংসা হবে আমি মাঠে থাকব"- দিনহাটা যাওয়ার পথে বললেন রাজ্যপাল

নিউজ ডেস্ক: পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দিনহাটা পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী নিশিত প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরের দিনই ঘটনাস্থল পরিদর্শন করতে এবং আহত দের সাথে দেখা করতে দিনহাটা পৌঁছলেন রাজ্যপাল।

ঘটনাস্থলে পৌছনোর আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান,"উত্তরবঙ্গের আবহাওয়া কেমন তা দেখার চেষ্টা করছি। গতকালের ঘটনা দেখার পর মনে হয়েছে সেখানে রাজনৈতিক পরিবেশ ভালো নয়, আমি সেটাও দেখতে যাচ্ছি। নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করব না। আমি ডিজিপির কাছে রিপোর্ট চেয়েছি। রিপোর্টের জন্য অপেক্ষা করছি।"

এরপাশাপাশি এদিন রাজ্যপাল আরও বলেন, নির্বাচনের সময় তিনি কোনোরকম হিংসা হতে দেবেন না। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসা হয়েছিল সেটা আবার কাম্য নয়। স্পষ্ট ভাষায় তিনি জানান,"যেখানেই হিংসা হবে আমি মাঠে থাকব। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।"

Sweta Chakrabory | 15:14 PM, Wed Mar 20, 2024

Suvendu Adhikari: দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে সন্দেশখালি!বিস্ফোরক দাবি শুভেন্দুর

নিউজ ডেস্ক: দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে সন্দেশখালি-দিলীপ ঘোষ,অগ্নিমিত্রার পর সন্দেশখালি নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। শনিবার দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে রবিবার কলকাতা ফিরবেন শুভেন্দুবাবু। সন্দেশখালি নিয়ে রণকৌশল ঠিক করতেই তাঁর এই সফর বলে মনে করা হচ্ছে। তবে যাওয়ার আগে বিমান বন্দরে সন্দেশখালী নিয়ে একাধিক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

সন্দেশখালি কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে? প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, "হ্যাঁ, বশ্যতার বিরোধী সংগ্রাম। নন্দীগ্রাম শুরু হয়েছিল জমি অধিগ্রন দিয়ে। এটা শুরু হয়েছে মেয়েদের উপর অত্যাচার দিয়ে। তার সঙ্গে জমি অধিগ্রহণ তো রয়েছে। তবে যেটা নন্দীগ্রামে ছিল না সেটা এখানে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে ২০১৩ সাল থেকে কেউ ভোট দিতে পারেননি। তিনটে বড় ইস্যু নিয়ে এই সংগ্রাম।" যদিও তৃণমূলের দাবি, শুভেন্দুরাই ষড়যন্ত্র করে সন্দেশখালিতে অস্থিরতা জিইয়ে রাখছে। সন্দেশখালিকে নন্দীগ্রাম বানানোর চেষ্টা শুরু হয়েছে।

অন্যদিকে ৫০ দিন পেরিয়ে গেলেও অধরা সন্দেশখালির 'বাঘ' শেখ শাহজাহান। এই প্রসঙ্গে তিনি বলেন, "ধরবে না। ভোট আসবে আর কালীঘাটে টাকা সাপ্লাই করবে।" এরপরে রাজীব কুমারের সন্দেশখেলিতে রাতে থাকা প্রসঙ্গে বলেন, "চোর ধরতে যায়নি। ড্যামেজ কন্ট্রোল করতে গেছিলো। জমি ফেরত তো আমি করেছি। নিজের জমি নিজে নেবে এতে পুলিশ কি করবে। আর জেলিয়াখালীতে গেছিলেন শিবু হাজরার ম্যানেজার হিসাবে। উনি বলেছেন শাহজাহান ইডি সিবিআইয়ের মামলা পুলিশ নট ইন্টারেস্টেড। উনি গেছিলেন ড্যামেজ কন্ট্রোল করতে কারণ উনি তো এখন তৃণমূলের প্রেসিডেন্ট। সুব্রত বক্সী নামেই প্রেসিডেন্টের কাজটা রাজীব কুমারকে সুব্রত বক্সী দিয়েছেন।

পাশাপাশি শিখ পুলিশ কর্মীকে খালিস্তানি বলার অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী জানান, "আমি ওই সম্প্রদায়কে প্রণাম জানাই। যদি কোনো ছবি দেখান যা বলবেন স্বীকার করে নেবো। ওটা ম্যানুফ্যাকচার্ড পিকচার ভয়েস ওটার সঙ্গে আমাদের দলের বা আমার কোনো সম্পর্ক নেই।"

Sweta Chakrabory | 12:52 PM, Sat Feb 24, 2024

Bagdogra Airport: ভোটের আগেই বাগডোগরায় নতুন টার্মিনালের শিলন্যাস মোদীর?

নিউজ ডেস্ক: সামনেই নির্বাচন। তার আগেই বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের শিলান্যাস করতে আগামী ৩ মার্চ শিলিগুড়ি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র মারফত জানা গেছে ওইদিন সকাল ১০টা নাগাদ দিল্লি থেকে বিশেষ বিমানে তিনি বাগডোগরায় আসবেন। বৃহস্পতিবার বাগডোগরা বিমান বন্দর কর্তৃপক্ষ, ব্যবসায়ী সংগঠন এবং পর্যটন ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকের পরে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন,যাতে বছরে অন্তত এক কোটি যাত্রী যাতায়াত করতে পারেন, সে কথা মাথায় রেখে পরিকাঠামো তৈরি করা হবে। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের ক্ষেত্রে একসময় জমি সমস্যা বড় হয়ে দাঁড়িয়েছিল। তবে এবার সে সমস্যার সমাধান হয়েছে। কেন্দ্রীয় সরকার, সেনা বাহিনী এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাগডোগরা বিমান বন্দরের সম্প্রসারণের কাজ হচ্ছে। রাজ্য সরকার প্রায় একশো একর জমি দিয়েছে বাগডোগরা বিমান বন্দর কর্তৃপক্ষকে। এবার ওই জমিতেই নিউ টার্মিনাল তৈরি হবে। জানা গেছে দুটি পর্যায়ে বাগডোগরা বিমান বন্দরের সম্প্রসারণের কাজ হবে। দেড় হাজার কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ের কাজ শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। কাজ শেষ হবে ২০২৬ সালের জুলাই মাসে। প্রথম পর্যায়ে ৫০ হাজার বর্গমিটার জমিতে টার্মিনাল গড়ে উঠবে। তার পরে আরও দেড় হাজার কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় পর্যায়ের কাজ হবে। ১০টি এরোব্রিজের মধ্যে প্রথম পর্যায়ে ৬টি গড়ে তোলা হবে। অর্থাৎ যাত্রীরা টার্মিনাল থেকে সরাসরি বিমানে পৌঁছে যেতে পারবেন। পরিকল্পনায় রয়েছে মাল্টি লেভেল কার পার্কিং ব্যবস্থা। নতুন টার্মিনাল তৈরি হলে ঘণ্টায় প্রায় চার হাজার যাত্রী তা ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হল এ৩২০, বি৭৩৭-এর মতন ১৬টি বড় বড় এয়ারক্রাফট একসঙ্গে রানওয়েতে থাকতে পারবে। পাশাপাশি বায়ুসেনার বিমানের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। তবে আশা করা হচ্ছে ভবিষ্যতে বাগডোগরা দেশের প্রথম সারির বিমানবন্দর হয়ে উঠবে। প্রসঙ্গত, বাগডোগরা বিমান বন্দরের পরিকাঠামো সম্প্রসারণের কাজ মার্চের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে। কাজের সূচনা প্রধানমন্ত্রীর হাত দিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এমনটাই জানান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তবে প্রধানমন্ত্রী বাগডোগরায় এসে শিলান্যাস করবেন না কি ভার্চুয়াল শিলান্যাস হবে সেটা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

Editor | 15:10 PM, Fri Feb 16, 2024

Bagdogra Airport: বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। এক বিদেশীকে গ্রেফতার করল পুলিশ।

নিউজ ডেস্ক: ৫ রাউন্ড গুলি সহ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার এক ভুটানের নাগরিক। ধৃতের নাম তাসি শেরিং। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগডোগরা থেকে চেন্নাই যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে ধৃতের ব্যাগ থেকে ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়ে যায় ওই ব্যক্তির কাছে রয়েছে কার্তুজ। এই ঘটনায় বাগডোগরা বিমানবন্দরে চাঞ্চল্য চড়িয়ে পারে। বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানেরা খবর দেয় পুলিশকে। ছুটে আসে বাগডোগরা বিমানবন্দরের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। এর পর বাগডোগরা থানার  পুলিশ বিমানবন্দরে পৌঁছায় এবং ওই আটক ব্যক্তিকে গ্রেফতার করে। জানা গিয়েছে ধৃত কুয়েত বিমানবন্দরে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন এবং ধৃত ভুটানের প্রাক্তন সেনাকর্মী ছিলেন। কিন্তু তিনি কেন তার লাগেজে ওই কার্তুজ নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।

Editor | 15:22 PM, Fri Feb 09, 2024
upload
upload