Thursday, November 14, 2024

Logo
Loading...
upload upload upload

anubrata mondal

Anubrata Mondal: কোর কমিটি নাকি একক ক্ষমতায় অনুব্রত? জোর জল্পনা রাজনৈতিক মহলে

নিউজ ডেস্ক: বাড়ি ফিরে পরদিনই দলীয় কার্যালয়ে গেলেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)৷ ২ বছর পর বুধবার বিকেল ৫টা নাগাদ তিনি পার্টি অফিসে যান৷ এদিন প্রায় ৩ ঘণ্টা দলীয় কার্যালয়ে ছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে অনুব্রত বলেন, "আমার নতুন নম্বর দিয়ে দেব৷ সকলকে শারদীয়ার শুভেচ্ছা৷" এবার থেকে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত দলীয় কার্যালয়ে ‘কেষ্ট দা’ বসবেন বলে জানা যাচ্ছে।

তবে আগামী দিনে কোন ভূমিকায় দেখা যাবে অনুব্রত মণ্ডলকে? কোর কমিটি অবলুপ্ত করে আগের মতোই একা জেলা সামলাবেন অনুব্রত (Anubrata Mondal)? নাকি কোর কমিটির মাথায় অনুব্রত মণ্ডলকে বসিয়ে জেলার কাজ দেখাশোনা করা হবে। এই প্রশ্ন ঘোরাফেরা করছে তৃণমূল কংগ্রেসের অন্দরে।

উল্লেখ্য, গরুপাচার মামলায় ২০২২ সালের ১১ অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত (Anubrata Mondal)৷ পরে আর্থিক তছরূপের মামলায় ইডি তাঁকে গ্রেফতার করে৷ প্রথমে আসানসোলের বিশেষ সংশোধনাগারে থাকলেও পরে তাঁর ঠাঁই হয় দিল্লির তিহাড় জেলে৷ এবছরের জুলাই মাসে সিবিআই-এর মামলায় সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে৷ পরে দিল্লির একটি আদালতে ইডি মামলায় জামিন পান দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা৷ জামিন পান তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও৷ মেয়েকে নিয়ে গত মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর বোলপুরে ফেরেন অনুব্রত মণ্ডল৷

কিন্তু ২০২২ সালে তাঁর (Anubrata Mondal) গ্রেফতারির পর বীরভূম নিয়ে রাজ্য নেতৃত্ব চিন্তায় ছিল। ২০২৩ সালের জানুয়ারিতে বীরভূমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় জেলার সব নেতাদের নিয়ে মিটিং করেন। সেই মিটিংয়ে ফিরহাদ হাকিমও ছিলেন৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় কোর কমিটি গঠন করা হবে। আশিষ বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, বিশ্ববিজয় মান্ডি, সুদীপ্ত ঘোষ, অভিজিৎ সিনহা ও দুই সাংসদ ছিলেন সেই কোর কমিটিতে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জেলা তিনি দেখবেন সরাসরি এবং তাঁকে সহযোগিতা করবেন ফিরহাদ হাকিম। তবে এবার দেখার কেষ্ট ফিরতে বীরভূমের ভবিষ্যৎ কী হয়।

Sweta Chakrabory | 13:18 PM, Thu Sep 26, 2024

Anubrata Mondal: ২ বছর পর বাড়ির পথে অনুব্রত, 'দিদির সঙ্গে সাক্ষাৎ' আজই? কী জানালেন কেষ্ট?


নিউজ ডেস্ক: অবশেষে আঠেরো মাস পর কলকাতা ফিরলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। বীরভূমের নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন দলের কর্মী সমর্থকরা। এরপর সেখান থেকে রওনা দেন বাড়ির উদ্দেশ্যে।

এদিন কলকাতায় নেমেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুব্রত (Anubrata Mondal)। তিনি জানান শারীরিক সমস্যার কথা। পায়ে ও কোমরে ব্যথার কথাও জানান। কেষ্ট বলেন, ''আমি ভালো আছি। মমতা বন্দ্য়োপাধ্যায়ের আর্শীবাদে সুস্থ আছি। দিদির পাশে আছি।''

উল্লেখ্য, ২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁকে গ্রেফতার করে ইডিও। পরের বছর তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করে ইডি। এর পর তিহাড়ে ঠাঁই হয়েছিল বাবা-মেয়ের। কিছু দিন আগে সিবিআইয়ের করা মামলা থেকে জামিন পান অনুব্রত (Anubrata Mondal)। তবে ইডির মামলায় জেলবন্দি ছিলেন। গত শুক্রবার সেই মামলাতেও জামিন পান তিনি। কিন্তু আইনি জটে আটকে ছিল তিহাড় জেল থেকে মুক্তি। সোমবার সেই বাধাও কেটে গেল। অবশেষে প্রায় দু’বছর পর জেল থেকে মুক্তি পেলেন তিনি। অনুব্রতের আগে জামিন পেয়েছিলেন তাঁর কন্যা সুকন্যাও।

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনী রয়েছে তাঁকে ঘিরে। বোলপুরে পৌঁছনোর আগে, অনুব্রত মণ্ডলের নিচু পট্টির বাড়ি মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে। তৃণমূল নেতাকে স্বাগত জানাতে তাঁর বাড়ির সামনে ভিড় করেছে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূলের নেতা কর্মীরা। ফুলের মালা নিয়ে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জন্য অপেক্ষা করছেন তাঁরা।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালেই বোলপুরে পৌঁছেছেন অনুব্রত (Anubrata Mondal)। ঘটনাচক্রে বীরভূম জেলার বন্যা পরিস্থিতি দেখতে আজ বীরভূমে থাকার কথা মুখ্যমন্ত্রীরও। এই আবহে দলনেত্রীর সঙ্গে কি অনুব্রতের সাক্ষাত্‍ হতে পারে? এই প্রশ্নের উত্তরে অনুব্রত জানান, দিদি'র সঙ্গে দেখা হতে পারে আজই। বললেন, ''আজ দিদি আসছেন। শরীর ভাল থাকলে দেখা হবে। দিদির জন্য সবসময় আছি।''

Sweta Chakrabory | 11:57 AM, Tue Sep 24, 2024

Anubrata Mondal: এক মুহূর্তও আর দিল্লিতে থাকতে চান না! আজই ঘরে ফিরছেন অনুব্রত


নিউজ ডেস্ক: গরুপাচার মামলায় অবশেষে স্বস্তি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। ২ বছর পর সপ্তাহের প্রথম দিনেই তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। জেল থেকে বেরিয়ে এক মুহূর্তও আর দিল্লিতে কাটাতে চান না অনুব্রত। আজই রাজ্যে ফিরতে চান। সঙ্গে ফিরবেন তাঁর মেয়ে সুকন্যাও। তবে ইডি তাঁর জামিন আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। শেষ পর্যন্ত কী হয়, বেলা গড়ালেই তা জানা যাবে।

উল্লেখ্য, ২ বছর তিনি গরুপাচার কাণ্ডে জেল-বন্দি। তবু তিনি স্বমহিমায় আসীন পার্টির গুরুত্বপূর্ণ পদে। পার্টি সুপ্রিমোকেও একাধিকবার 'বীরভূমের বাঘের' (Anubrata Mondal) হয়ে কথা বলতে শোনা গিয়েছে। বীরভূমে তাঁর অনুরাগীরা মুক্তি কামনায় একের পর এক যাগ-যজ্ঞ করেছেন। এবার তাঁদের প্রার্থনা সার্থক করে ঘরে ফিরছেন অনুব্রত। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেলেও, শনিবার সন্ধেয় অনুব্রতর আইনজীবীর হাতে এসেছে অর্ডারের কপি। পরদিন রবিবার থাকায় কোনও কাজ হয়নি। ফলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জেলমুক্তিতে কিছুটা দেরি হতে পারে। এর আগে জেল থেকে মুক্তি পান অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল। তিনি দিল্লিতেই রয়েছেন। আজ বাবার সঙ্গে ফিরতে পারেন সুকন্যাও।

তবে মুক্তির আগে তাঁকে (Anubrata Mondal) ১০ লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই অনুব্রতর আইনজীবী ১০ লক্ষ টাকার বন্ড জমা দিয়েছেন। ইডি ও সিবিআই-র তরফে দুটি মামলাতেই জামিন পেয়েছেন অনুব্রত, তাই দুই মামলারই বেইল বন্ড বা জামিন বন্ড ও প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন অনুব্রতর আইনজীবীরা।

প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অগাস্ট বোলপুরে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। তাঁকে প্রথমে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে (Anubrata Mondal)। সেই থেকে তিহাড় জেলেই বন্দি তিনি। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করেছিল। তবে সম্প্রতি সিবিআই মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এরপর গত শুক্রবার ইডি মামলাতেও জামিন পান তিনি। অবশেষে পুজোর আগেই বোলপুরের নিজের বাড়িতে ফিরতে চলেছেন বীরভূমের 'বাঘ' অনুব্রত।

Sweta Chakrabory | 11:58 AM, Mon Sep 23, 2024
upload
upload