Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

arjun singh somnath syam controversy

Arjun Singh: “শ্যাম রাখবে না অর্জুন ঠিক করুক তৃণমূল” কটাক্ষ সুকান্তর

শেষ বার তিনি তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির হয়ে লড়েছিলেন। জিতে মাঝপথে রাজ্য পুলিশের একের পর এক দেওয়া মামলার চাপে বিজেপির সঙ্গ ত্যাগ করেন। এবারও যাতে তিনি টিকিট না পান তাঁর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে তাঁর লোকসভা কেন্দ্রের আওতায় থাকা দুই বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। কোন রাখঢাক না রেখেই অর্জুন সিংকে কটাক্ষ করেছেন দুই বিধায়ক। অর্জুন যাতে তৃণমূলের প্রার্থী না হন তাঁর জন্য গণস্বাক্ষর করাচ্ছেন দুই বিধায়ক। এমনই অভিযোগ তুলছেন অর্জুন সিংহের অনুগামীরা।

 পাল্টা দলের দুই বিধায়ককে শোকজের দাবিতে এবার সরব হলেন অর্জুন সিংহের অনুগামীরা। টানা দু'মাস ধরে দলের সাংসদকে লাগাতার নিশানা করে চলেছেন দুই বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। মঙ্গলবার জগদ্দলের শ্যামনগর লিচুতলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক ডেকে দুই নিধায়কের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন দলীয় কর্মীরাই। তাদের দাবি, “দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও এখনও পর্যন্ত দুই বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। প্রসঙ্গত, দল বিরোধী কাজের জন্য মুখপাত্র কুণাল ঘোষকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। তাতেই মনে জোর পেয়েছেন দলের পুরানো সৈনিকরা। জনসমক্ষে মুখ খোলায় এবার ওই দুই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি দলের কর্মীরাযদিও দলের ওই কর্মীদের অর্জুন অনুগামী বলে কটাক্ষ করেছেন সোমনাথ শ্যামের অনুগামীরা।

তৃণমূলে একদিকে তাপস রায়, কুণাল ঘোষ ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তরজার শেষ নেই। এমন অবস্থায় গোদের ওপর বিষফোঁড়ার মত সামনে এসেছে অর্জুন বনাম সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারীর দ্বন্দ্ব। যা কটাক্ষর সুযোগ করে দিয়েছে বিজেপিকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেন, “তৃণমূলের এখন শ্যাম রাখে না অর্জুন রাখে অবস্থা। ওরা আগে ঠিক করুক কাকে গুরুত্ব দেবে। যদিও এটা ওদের দলের ব্যাপার। তবে দলটা বেশি দিন থাকবে না মনে হচ্ছে”।

Editor | 18:10 PM, Tue Mar 05, 2024
upload
upload