Saturday, November 09, 2024

Logo
Loading...
upload upload upload

astra missile

Astra Mark 1: বিমান বাহিনীর অস্ত্র ভান্ডারে এবার দেশীয় দুরপাল্লার মিসাইল

নিউজ ডেস্ক: ভারতীয় বিমান বাহিনীর জন্য ভারত ডায়নেমিকস লিমিটেডকে অ্যাস্ট্রা মার্ক- (Astra Mark 1) তৈরির ছাড়পত্র দিল বিমান বাহনী (IAF) দেশীয় ক্ষেপণাস্ত্র ভান্ডার বৃদ্ধির উদ্দেশ্যে এই মিসাইল তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা জিআরডিও। এটি একটি বিভিআর মিসাইল। জানা গিয়েছে এই মিসাইল এর রেঞ্জ ১০০ কিলোমিটারঅ্যাস্ট্রা মার্ক-২ বর্তমানে পরীক্ষার নিরীক্ষার পর্যায়ে রয়েছে। এর রেঞ্জ ৩০০ কিলোমিটার

২৯০০ কোটি টাকার বেশি প্রকল্পের অনুমোদন (Astra Mark 1)

ভারতীয় বিমানবাহিনীর (IAF) তরফে জানানো হয়েছে, বিমানবাহিনীর তরফে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত হায়দ্রাবাদ সফরের সময় বিডিএলকে উৎপাদনের ছাড়পত্র প্রদান করেছিলেন। তিনি ডিআরডিও-র পরীক্ষাগার পরিদর্শন করেছিলেন, যেখানে (Astra Mark 1) এই মিসাইল তৈরি হয়েছিল। প্রতিরক্ষা সূত্রের খবর ২০২২-২৩ সালে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল ২৯০০ কোটি টাকার বেশি প্রকল্পের অনুমোদন দিয়েছিল। সমস্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে উৎপাদন সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছিল। এই মিসাইল সুখোই-৩০ এবং এলসিএ তেজেস বিমানে ব্যবহার করা হবে।

ক্ষেপণাস্ত্রের জন্য দেশীয় প্রকল্পে সাহায্য বিমান বাহিনীর (IAF)

প্রসঙ্গত ভারতীয় বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রের জন্য অনেক দেশীয় প্রকল্পে (Astra Mark 1) সাহায্য করছে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সহ এরকম তিন থেকে চারটি কর্মসূচি শুরু করা হয়েছে। এছাড়াও বিমান বাহিনী (IAF) তরঙ্গ শক্তি মহড়া শুরু করেছে। প্রথম ধাপে ৬ থেকে ১৪ আগস্ট এবং দ্বিতীয় ধাপে ২৯ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে১০ দেশ এই মহড়ায় অংশ নেবে১৮ টি দেশ পর্যবেক্ষক দেশ হিসেবে অংশগ্রহণ করবে ভারতীয় নৌসেনাও মিগ-২৯ বিমান সহ এই মহড়ায় অংশ নেবে

Pankaj Kumar Biswas | 16:58 PM, Wed Aug 07, 2024
upload
upload