Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

baharampur

Murshidabad: বিজেপি কর্মীদের উপর তৃণমূলের ব্যাপক বোমাবাজিতে উত্তপ্ত বহরমপুর!

নিউজ ডেস্ক: তৃণমূলের বোমাবাজিতে উত্তপ্ত বহরমপুরের (Murshidabad) গোয়ালজান এলাকা। ভোট-পরবর্তী সময়ে চাপা উত্তেজনা ছিলই, গতকাল রাত্রি বেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মী-সমর্থক এবং বাড়ির মহিলাদের ব্যাপক মারধর করে। আবার এই পঞ্চায়েত এলাকা, আগে থেকেই বিজেপির দখলে ছিল, এইবার লোকসভাতে এগিয়ে রয়েছে পদ্মশিবির। ফলে তৃণমূল রাজনৈতিক হিংসার বহিঃপ্রকাশ ঘটায় এদিন। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভায় জয়ী হয়েছে তৃণমূল, দ্বিতীয়স্থানে উঠে এসেছে বিজেপি। একই ভাবে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই কোচবিহার থেকে ডায়মন্ড হারবার সর্বত্র অশান্তির খবর উঠে আসছে। 

স্থানীয় সূত্র খবর, বেশ কিছুদিন আগে এই এলাকায় এক ধর্ষণের ঘটনা ঘটেছিল। কিন্তু গতকাল রবিবার রাতে তাকে ঘিরে সামজিক মাধ্যমে পোস্ট করা হয়। পোস্টে দেখা যায় সেখানে অভিযুক্তকে ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশের হাতে। এরপরেই তৃণমূলের দুষ্কৃতীরা রাতে গোয়ালজান (Murshidabad) এলাকার জলকালী ক্লাব পাড়ায় বিজেপির কর্মীদের উপর আক্রমণ করে। চলে ইটবৃষ্টি ও বোমাবাজি। একই সঙ্গে একাধিক বাড়ি ও বেশ কিছু বাইক ভাঙচুর করা হয়। পুলিশকে খবর দিলে গাড়িকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। রাস্তায় এখনও লেগে রয়েছে বোমার দাগ। আবার পরের দিন সোমবার এই এলাকায় গঙ্গাপুজো ছিল। তাকে ঘিরে মন্দিরের আশেপাশে চালানো হয় ব্যাপক ভাঙচুর। যদিও ভোটের আগে থেকে তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। ইতিমধ্যে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। 

অন্যদিকে বিজেপি সমর্থকদের বক্তব্য, “এই এলাকায় গত লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল পরিমাণের লিড পেয়েছে। আর তাই তৃণমূল দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। গঙ্গাপুজো উপলক্ষে রিফিউজি ফেরিঘাটের (Murshidabad) পাশে প্রতিবছর একটি বড় পুজোর আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এই পুজোকে বানচাল করতে তৃণমূলের গুন্ডারা বিভিন্ন রকমভাবে আক্রমণ করে। জলকালী ক্লাবের সামনে বিজেপি সমর্থকরা যেতেই তৃণমূলের লোকেরা বোমাবাজি করে। পুলিশকে খবর দিলে উল্টে তৃণমূলের হয়ে বিজেপি কর্মীদেরই ব্যাপক মারধর করে।”

বিজেপির অভিযোগকে অস্বীকার করে জেলা (Murshidabad) তৃণমূলের পক্ষ থেকে বলা হয় বিজেপি তৃণমূলকে বদনাম করতে এই ধরনের কথা বলছে। তৃণমূলের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বিজেপির অন্দরে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না।”

Sweta Chakrabory | 15:00 PM, Mon Jun 17, 2024

Amit Malviya: মুর্শিদাবাদ জেলা বিজেপি পার্টি অফিসে সংগঠনিক বৈঠকে অমিত মালব্য

 নিউজ ডেস্ক: বুধবার মুর্শিদাবাদ(murshidabad) জেলা বিজেপির পার্টি অফিসে(BJP party office) সংগঠনিক বৈঠক করেছিলেন পশ্চিমবঙ্গের সরকারি পর্যবেক্ষক কেন্দ্রীয় নেতা মাননীয় অমিত মালব্য(amit malviya)। এদিন অমিত মালব্য বিজেপির প্রার্থীর(BJP candidate) হাতে সিম্বল তুলে দেন। যদিও তিনি সাংবাদিকদের সামনে কোন কথা বলতে রাজি হননি। অন্যদিকে বৃহস্পতিবার বহরমপুরের কারবালা রোডে এক বেসরকারি অতিথি আবাসনে লোকসভা ভোটের জন্য বিজেপি কার্যালয় খোলা হয়। এখানেই মুর্শিদাবাদ লোকসভার ইলেকশন(lok sabha election) ম্যানেজমেন্ট টিমের বৈঠক করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটে নাগাদ জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক আছে বলে জানান গৌরীশংকর ঘোষ। এখানে নির্বাচনে কিরকম লড়াই হবে এই প্রশ্নের উত্তরে গৌরী বাবু বলেন, লড়াই বলতে তো মূল মানুষের ভোট। এই ভোট মানুষ কেন বিজেপি(BJP) কে দেবে, সেটা মানুষকে বোঝাতে হবে। তিনি বলেন আজ রাজ্য জুড়ে তৃণমূলের যে সন্ত্রাস চলছে,চাকরি চুরি করে বিক্রি করা, খাদ্য চুরি, গরু পাচারেও তৃণমূল(TMC)। সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার এই সমস্ত যে রাজ্য জুরে চলছে, এইগুলি মানুষের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে বিগত ১০ বছর ধরে সব কা সাথ সবকা বিকাশ, সেবা, সুশাসন মানুষকে যেভাবে মোদীজি দিচ্ছেন সেই সার্বিক সুবিধা গুলি জনগণের কাছে তুলে ধরতে হবে।
জেলা বিজেপি সভাপতি শাখারাভ সরকার তিনি জানান, "লোকসভা নির্বাচন উপলক্ষে আজকে কারবালা রোডে(karbala road) নির্বাচনী কার্যালয় খোলা হল। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সরকারি পর্যবেক্ষক কেন্দ্রীয় নেতা মাননীয় অমিত মালব্য। আজ আলোচনা হয় কিভাবে এই লোকসভা নির্বাচনে(general election 2024) দল কাজ করবে। সমস্ত বিষয়টি তিনি আজকে এখানে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এবং তাদের কি কি করণীয়,মানুষের কাছে গিয়ে কি কি বলবেন সেই সমস্ত নিয়ে আলোচনা হয়।"
উল্লেখ্য, আগামী ৭ই মে ভারতীয় জনতা পার্টি(bharatiya janata party) মন্ডল স্তরের কার্যকর্তা,বিধানসভার স্তরের কার্যকর্তা এবং এই জেলা কমিটিকে নিয়ে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি সার্বিক আলোচনা করতে চলেছে। মূলত কিভাবে মানুষের কাছে যেতে হবে, কিভাবে লড়াই করতে হবে, কোন বিষয় নিয়ে মানুষের কাছে যাওয়া হবে এইসব নিয়ে আলোচনা হবে বলে জানান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ।

Sweta Chakrabory | 21:25 PM, Thu Apr 11, 2024

Yusuf Pathan In Baharampur: ভোট ময়দানে লড়তে বহরমপুর থেকেই প্রচার শুরু পাঠানের

নিউজ ডেস্ক: ভোট ময়দানে লড়তে বহরমপুরে প্রথম বার পা রাখতে চলেছেন ইউসুফ পাঠান। ২০২৪ লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে তৃণমূল প্রার্থী হয়ে লড়বেন ভারতের জোড়া বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠান। বৃহস্পতিবার দুপুর ১টায় বহরমপুরে প্রচার শুরু করে রাজনীতির ময়দানে ডেবিউ করতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।

বুধবার রাতেই কলকাতার মাটিতে পা রেখেছেন এই প্রাক্তন ক্রিকেটার। বৃহস্পতিবার কলকাতা থেকে বহরমপুরে পৌঁছনোর কথা তার। মুর্শিদাবাদ পৌঁছনোর পর দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে ইউসু‌ফের। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নির্বাচনী কার্যালয়ে পৌঁছবেন ইউসুফ। সেখান থেকেই আনুষ্ঠানিক ভাবে লোকসভা ভোটের প্রচারের সূচনা করবেন তিনি। তার পর জেলা নেতৃত্বের সঙ্গে নির্বাচনী প্রচারের কৌশল নিয়ে বৈঠকও করবেন। এরপর দুপুর ৩টেয় সাংবাদিকদের মুখোমুখি হবেন। এদিন বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বিধানসভা এলাকায় তৃণমূলের যোগদান কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি এমনটাই সূত্র মারফত জানা গেছে।

অন্যদিকে ইউসুফকে দেখতে সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে বহরমপুরের তৃণমূলের পার্টি অফিসে। তাঁকে স্বাগত জানানোর জন্য বড় জমায়েতের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত জেলা তৃণমূল নেতৃত্ব।

উল্লেখ্য সম্ভবত এবারও লোকসভা ভোটে বহরমপুরে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী। তভে কি এবার এই বর্ষীয়ান নেতার বিরুদ্ধেই ভোট ময়দানে লড়বেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান?

Sweta Chakrabory | 14:26 PM, Thu Mar 21, 2024
upload
upload