Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

bangla naboborsho 2024

Poila Baisakh: ১৪৩০-কে পিছনে ফেলে রেখে আমরা পা রাখব ১৪৩১-এ

নিউজ ডেস্ক: বাংলা ক্যালেন্ডারে চলছে চৈত্রমাস। এটাই বছরের শেষ মাস। সামনেই বৈশাখ মাস। সূচিত হবে নতুন বঙ্গাব্দ(bengali new year)। ১৪৩০-কে পিছনে ফেলে রেখে আমরা পা রাখব ১৪৩১-এ। নতুন বছরকে স্বাগত জানানো বা বর্ষবরণের আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি। প্রতি বছর এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শুরু হয় নতুন বাংলা বছর।

 সাধারণত দেখা যায়, পয়লা বৈশাখ(Poila Baisakh) ১৪ বা ১৫ এপ্রিল পড়ে। চলতি বছরেও সেই রেশই রয়েছে। আগামী ১৩ এপ্রিল শনিবার পড়েছে চৈত্র সংক্রান্তি। আর তার পরের দিন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে বাংলা ক্যালেন্ডারের(bengali calender) ১৪৩১ সালের প্রথম দিন(Bangla Naboborsho 2024) অর্থাৎ বৈশাখের ১ তারিখ পড়ছে ১৪ এপ্রিল রবিবার। ফলে নতুন জামা পড়ে, জাঁকিয়ে খাবার দাবার সাজিয়ে আর কিছুদিন পরেই পয়লা বৈশাখ উপভোগ করতে চলেছে আপামর বাঙালি।

 মুঘল আমল থেকে পয়লা বৈশাখ(Poila Baisakh) পালনের ইতিহাস পাওয়া যায়। চৈত্র সংক্রান্তির মধ্যে সারা বছরের কর মিটিয়ে নতুন বছরের প্রথম দিনটিতে উত্‍সব পালন করার প্রথা ছিল। সেই সময় মূলত কৃষি উত্‍সব হিসেবেই পালিত হত বাংলা বছরের প্রথম দিনটি। বাঙালি জমিদাররা এদিন প্রজাদের মিষ্টিমুখ করাতেন। অষ্টাদশ শতাব্দীর শেষ ও উনবিংশ শতাব্দীর শুরু থেকেই পয়লা বৈশাখ পালনের গুরুত্ব বৃদ্ধি পায় সাধারণ মানুষের মধ্যে।

 বাংলা নববর্ষের প্রথম দিনটি পয়লা বৈশাখ(Poila Baisakh) নামে পরিচিত। বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারের(bengali calender) হিসেবে নতুন বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। সূর্য মেষ রাশিতে প্রবেশ করা থেকেই শুরু হয় নতুন বাংলা বছর। অর্থাত্‍ মেষ সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তির পরের দিনটি পয়লা বৈশাখ নামে পরিচিত। দেশের অন্যত্র অনেক স্থানেই এই দিনটি বৈশাখী নামে পরিচিত।

পয়লা বৈশাখ থেকেই শুরু হয়ে যায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাংলায় প্রতি বছর পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা পার্বণ(bengali rituals) করার রেওয়াজ আছে। ব্যবসায়ীরা এদিন লক্ষ্মী ও গণেশের পুজো করেন। এই চৈত্র ও বৈশাখ জুড়ে দেশের নানা প্রান্তে নববর্ষ সূচিত হয়। আবার অন্যদিকে পয়লা বৈশাখের পাশাপাশি এ সময়েই অনুষ্ঠিত হয় বিহু, উগাড়ির মতো বর্ষবরণের অনুষ্ঠানও। তিথি ও শুভক্ষণ থাকলে অনেকেই শুভ কাজ করে থাকেন পয়লা বৈশাখে।

 বাংলা গান,নাচ,কবিতার মধ্যে দিয়ে এই দিনটি পালন করেন অনেকে। এই দিনে বাঙালি তার নিজস্ব সংস্কৃতিকে আরও বেশি করে ফুটিয়ে তোলে। নিজের শিকড়ের আরও কাছাকাছি এদিন আসে বাঙালি সমাজ। বাঙালি মেয়েরা শাড়ি ও ছেলেরা ধুতি-পাঞ্জাবি বা পাজামা-পাঞ্জাবিতে সেজে বাঙালির ঐতিহ্যের প্রকাশ ঘটান। অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান বা বৈশাখী আড্ডার আয়োজন করে পয়লা বৈশাখের(poila baishakh) দিনটি উদযাপিত হয়।

Sweta Chakrabory | 21:20 PM, Fri Apr 12, 2024
upload
upload