Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

barrackpore

Suvendu Adhikari: শুভেন্দুর হাত ধরে ঘর ভাঙল তৃণমূলের


নিউজ ডেস্ক: লোকসভা ভোটের(lok sabha vote 2024) মুখে ভাঙন ধরল ঘাস ফুল শিবিরে। শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে(BJP) যোগদান করলেন প্রায় ২৫০ তৃণমূল কর্মী। শুক্রবার সন্ধ্যায় নৈহাটির সিং ভবনে এক দলীয় কর্মসূচি থেকে তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন শুভেন্দু অধিকারী(suvendu adhikari), এদিন শুভেন্দুর হাত ধরে পদ্ম শিবিরে আসা নেতাদের মধ্যে প্রধান ছিলেন তৃণমূলের(TMC) ব্যারাকপুর ১ ব্লক সভাপতি রানা দাশগুপ্তও।

এই সভায় এদিন উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংও(arjun singh), শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংয়ের উপস্থিতিতে এদিন ঋষি বঙ্কিম ব্লক-১ তৃণমূল সভাপতি রানা দাশগুপ্ত এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সহ-সভাপতি শ্যামল তলাপত্র সদলবলে বিজেপিতে যোগ দিলেন। এছাড়াও বীজপুর ও আমডাঙ্গা থেকে অনেকেই বিভিন্ন বিজেপিতে যোগ দিয়েছেন। যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর(barrackpore) লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক বিজয় ওঝা প্রমুখ।

ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশন ১৯ জন গুন্ডাকে অভিযুক্ত করেছিল। তাদের মধ্যে কেষ্ট মন্ডল, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে। কিন্তু পার্থ ভৌমিক-সহ ১৬ জন গুন্ডা এখনও জেলের বাইরে। নির্বাচন কমিশনের কাছে দাবি রাখবো, বাকি ১৬ জন গুন্ডার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়।" শুক্রবার রাতে নৈহাটির(Naihati) সিং ভবনে দলীয় কার্যালয়ে যোগদান পর্বে হাজির হয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একই সঙ্গে শুভেন্দু অধিকারী এও জানালেন, শেখ শাহজাহান জেলে গেছে। এখন নারায়ন গোস্বামী, পার্থ ভৌমিকদের মতো একাধিক নেতা জেলের বাইরে আছেন। তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।

আগামী ২০ মে ভোট রয়েছে ব্যারাকপুরে। ফলে লোকসভা ভোটের(lok sabha vote 2024) মুখে এই যোগদান বিজেপির শক্তি আরও বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে নির্বাচনের মুখে ব্যারাকপুর(barrackpore) শিল্পাঞ্চলে খেলা ঘুরিয়ে শাসক দল কে আরও চাপে ফেললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Sweta Chakrabory | 12:25 PM, Sat Apr 06, 2024

Mukul Arjun Meet: মুকুল রায়ের কানে কানে কী বললেন অর্জুন? 

তিনি অসুস্থ। শীর্ণকায় শরীর। বিজেপির বিধায়ক। তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরে দিল্লী গিয়ে জানিয়েছিলেন বিজেপিতেই আছেন। অসুস্থতার জেরে রাজনীতি থেকে বহু দূরে আছেন এখন কিন্তু রাজনীতি তাঁকে ছাড়ছে কোথায়? শুক্রবার দুপুরে ফের একবার বঙ্গ রাজনীতির একসময়কার চাণক্য বলে পরিচিত মুকুল রায় রাজনৈতিক চর্চার পাতায়।

শুক্রবার প্রচারে বেরিয়ে হঠাৎ তাঁর বাড়িতে যান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে পুষ্প স্তবক দেন | মুকুল এবং অর্জুনের এই সাক্ষাৎকার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে অর্জুন সিং জানান, 'ওঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম। তিনি আমাকে উত্তরীয় পরিয়ে দিলেন'

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পদ্ম শিবিরের হয়ে রণ-কৌশল সাজানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মুকুল রায়। ২০২১ তার সময়েই বিজেপি আশানুরূপ ভাল ফল করেনি। এরপর রাজনৈতিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন  হয়েছে। ২০২৪ সালে যখন ভোটের ডঙ্কা বেজেছে, সেই সময় রাজনীতির ময়দান থেকে গায়েব এই দাপুটে রাজনৈতিক নেতা। মাঝে মুকুল রায় তৃণমূলে ফিরেছিলেন, আবার কিছু সময় দিল্লিতে কিছু কথাবার্তা বলে জল্পনা বাড়িয়েছিলেন। তাঁর ছেলে শুভ্রাংশু রায় দীর্ঘ সময় ধরে দাবি করছেন, “বাবার শারীরিক অবস্থা ভালো নেই, সত্যি তাঁর চিকিৎসা চলছেমুকুল এবং অর্জুনের সম্পর্ক সমীকরণ কারও অজানা নয়। মুকুল রায় যখন তৃণমূলে প্রত্যাবর্তন করেছিলেন তখনও বিজেপিতে অর্জুন। সেই সময় তিনি এই নেতাকে তোপ দেগে বলেছিলেন, 'মুকুল রায় বরাবর স্বার্থের পলিটিক্স করে এসেছেন। বিজেপি ক্ষমতায় এল না বলে চলে গেলেন। ওঁকে কেউ চিনুক না চিনুক আমি চিনি।' এই পরিস্থিতিতে রাজনৈতিক মহল প্রশ্ন তুলেছে মুকুল এবং অর্জুন সাক্ষাৎকারে কি অর্জুন কিছু লাভবান হবেন ?

Editor | 15:10 PM, Fri Mar 29, 2024

Arjun Singh: দলবদলের জল্পনা প্রসঙ্গে স্পষ্ট ইঙ্গিতবাহী মন্তব্য অর্জুনের

নিউজ ডেস্ক: সব কাজ বলেই করব। আমি কোন কিছু লুকোই না। একটু অপেক্ষা করুন। যখন যাব সংবাদমাধ্যমকে জানিয়েই যাব। দলবদলের জল্পনা প্রসঙ্গে স্পষ্ট ইঙ্গিতবাহী মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ঘনিষ্ঠ মহল থেকেও অর্জুন সিং তৃণমূল ও বিজেপি দুই দলকেই তাঁর বার্তা পৌঁছে দিয়েছেন। সূত্রের খবর বিজেপির বঙ্গের দ্বিতীয় তালিকা প্রকাশের সময় এই লোকসভা কেন্দ্র থেকে তাঁর নাম ঘোষণা করবে বিজেপি। সেই মর্মে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। অপেক্ষা শুধু কেন্দ্রীয় নেতৃত্বের সিলমোহরের।

আগে এই কেন্দ্র থেকে অন্য একটি নামের কথা নাকি ভাবনা চিন্তার পর্যায়ে ছিল। কিন্তু যার নাম নিয়ে চর্চা হচ্ছিল তারও অর্জুনকে নিয়ে কোন আপত্তি নেই বলেই জানা গেছে। এদিকে মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে প্রধানমন্ত্রীর ছবি লাগানো হয়। দল্বদলের জল্পনার মাঝে দফতরে ছবি বদল প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ছবি আগেও ছিল। প্রধানমন্ত্রীর ছবি সব জায়গায় থাকা উচিত। ওটা কোন বিষয় নয়”। অন্যদিকে মঙ্গলবার সুকান্ত মজুমদার একটি সভায় বলেন, “অর্জুন সিং বিজেপি করতেন। ওই সাংসদ পদ ত্যাগ করেননি উনি বিজেপি সংসদই রয়েছেন এটা আমার সৌভাগ্য উনি একথা বলেছেন ওনার এই কথাটি আমি সাধুবাদ জানাচ্ছি আশা করি আগামী দিনে এক সঙ্গে কাজ করব।

ব্যারাকপুর তার আবেগ। ব্যারাকপুরের বাইরে কোন কেন্দ্রে তিনি প্রার্থী হবেন না বলে জানিয়েছেন। ফলে তৃণমূলের দেওয়া বরানগর কেন্দ্র থেকে লড়ার প্রস্তাবে অনীহা প্রকাশ করেছেন অর্জুন। তিনি স্পষ্ট বলেন, “ব্যারাকপুরের মানুষ এবং এই মাটির জন্য সবকিছু ত্যাগ করতে পারি। ব্যারাকপুর বিপ্লবীদের জায়গা। ব্যারাকপুরের জনগণের জন্য অনেক কিছু করেছি। আগামীতে আরো অনেক কিছু করার ইচ্ছে আছে”। শুধু দলবদলের জল্পনা নয় তৃণমূল যাতে বিপাকে পড়ে সেই মন্তব্যও এসেছে তাঁর তরফে। তিনি জানিয়েছেন, “সন্দেশখালীর ঘটনার পর তৃণমূলের ভীত নড়ে গেছে। তার পর আরেকটি মাইল ফলক যোগ হল”।

Sweta Chakrabory | 12:17 PM, Wed Mar 13, 2024

Arjun Singh: "সরে গেল জোড়া ফুল" বিকেলে ফুটল পদ্মফুল

এবার কি ইঙ্গিত দিয়েই দিলেন অর্জুন? সকালে অর্জুন সিংর অফিস থেকে সরানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েছবি। দুপুরে তাঁর দফতরে বসল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। খবর পেয়েই মানভঞ্জনে যাওয়ার কথা জানালেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। দলের তরফে অর্জুনকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর অর্জুনকে তাঁর খাসতালুক ব্যারাকপুরের বাইরে বরানগরে বিধায়ক পদে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে। জিতলে মন্ত্রীত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাবকে ললিপপ যাওয়ার আখ্যা দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। পার্থ ভৌমিক এদিন সংবাদমাধ্যমে বলেন “বার বার দলবদল করলে মানুষ বিশ্বাস করবে না”। যদিও ক্ষোভ বাড়ছে তৃনমূলে। অর্জুনে থেমেই নেই সেই সংখ্যা। সেই তালিকায় নাম লিখিয়েছেন বিধায়ক হুমায়ুন কবীর ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।  বহরমপুরের প্রার্থী অপছন্দ হওয়ার কথা সরাসরি বলে ফেললেন হুমায়ুন। বললেন, “বাইরে থেকে খেলোয়ার বা গায়ক প্রার্থী এনে অধীর রঞ্জন চৌধুরীকে হারানো যাবে না”।  ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুরের প্রার্থী মানতে নারাজ তৃণমুলেরই একাংশ। যে দল এত দিন বাংলার বাইরের বিজেপি নেতাদের বহিরাগত বলে চিৎকার জুড়ে এসেছে তারাই আজ বিহার থেকে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ এবং গুজরাট থেকে ইউসুফ পাঠানকে উড়িয়ে এনে বাংলার বুকে প্রার্থী করেছে। যা দেখে বিরোধীদের মন্তব্য “তৃণমূলে কি বাঙালী কম পড়িয়াছে”।

 এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রীর ছবি দফতরে লাগানোর পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসা করতে শোনা গেছে অর্জুনের মুখে।সূত্রের খবর বিজেপি মরিয়া চেষ্টা চালাচ্ছে দলের পুরোনো সৈনিককে ফিরে পাওয়ার। মুখে না বললেও সেই রাস্তা খোলা রেখেছেন অর্জুনএবিষয়ে অর্জুনের মন্তব্য, “ভেবে দেখছি”।

ব্যারাকপুরের বিদায়ীসাংসদ অর্জুন সিং এ বিষয়ে  সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার বলেন,“দলে আমার প্রয়োজন ফুরিয়েছে তৃণমূলের কাছে আমি অপ্রয়োজনীয় না হলে আমাকে এমন করে ছুড়ে ফেলা হত না মোদীজি বলতেন,“সম্পর্ক কারো সঙ্গে খারাপ করা উচিত নয়

রবিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে পার্থ ভৌমিকের নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজেপির টিকিটে জিতে আসা পরে তৃণমূলে যোগদানকারী সাংসদ অর্জুন। রবিবার সরাসরি তিনি সংবাদমাধ্যমের সামনে তার ক্ষোভ উগড়ে দেন যদিও তিনি সেদিন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভাল মনে করেছেন সেটাই করেছেন।তবে সেদিন বিকেল থেকেই বিক্ষোভ শুরু করে অর্জুনের অনুগামীরা। এমনকি সোমবার থেকে সুর বদলে যায় অর্জুন সিংয়ের দল বিশ্বাসঘাতকতা করেছে টিকিট দেবে না জানলে আমি দলে যোগ দিতাম নাহেন কথা বলতে শুরু করেন তিনি। আর মঙ্গলবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হয় তাঁর দফতর থেকে। যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। অর্জুনের ছেলে বিজেপি বিধায়ক পবন সিং স্পষ্ট বলেছেন, “ যা বাবার সঙ্গে হয়েছে তা অন্যায়। আমি বাবার সঙ্গে আছি”। ফলে বাবার সঙ্গে ছেলের এবার “বাগী” হওয়ার সম্ভাবনা প্রবল।

 

Editor | 18:18 PM, Tue Mar 12, 2024

Arjun Singh: জোড়া ফুল ছেড়ে কি ফের পদ্মে অর্জুন? কেন সরানো হল মমতা অভিষেকের ছবি?

অর্জুন সিং(Arjun Singh) র অফিস থেকে সরানো হল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েছবি। তাহলে কি ফের দল ছাড়তে চলেছেন অর্জুন?জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর বিজেপি মরিয়া চেষ্টা চালাচ্ছে দলের পুরোনো সৈনিককে ফিরে পাওয়ার। মুখে না বললেও সেই রাস্তা খোলা রেখেছেন অর্জুনএবিষয়ে অর্জুনের মন্তব্য, “ভেবে দেখছি”।

ব্যারাকপুরেরPartha Bhowmick) নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজেপির (BJP) টিকিটে জিতে আসা পরে তৃণমূলে যোগদানকারী সাংসদ অর্জুন। রবিবার সরাসরি তিনি সংবাদমাধ্যমের সামনে তার ক্ষোভ উগড়ে দেন যদিও তিনি সেদিন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভাল মনে করেছেন সেটাই করেছেন।তবে সেদিন বিকেল থেকেই বিক্ষোভ শুরু করে অর্জুনের অনুগামীরা। এমনকি সোমবার থেকে সুর বদলে যায় অর্জুন সিংয়ের দল বিশ্বাসঘাতকতা করেছে টিকিট দেবে না জানলে আমি দলে যোগ দিতাম নাহেন কথা বলতে শুরু করেন তিনি। আর মঙ্গলবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হয় তাঁর দফতর থেকে। যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। ছবি সরিয়ে দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন বলেন,দেড় বছর নষ্ট হল দল আমায় ছুঁড়ে ফেলে দিয়েছে দলে এখন আমি অপ্রয়োজনীয় হয়ে পড়েছি”। তবে অর্জুনকে ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক দল। রাজ্যের নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন তিনি অর্জুনকে ফোন করেছেন। তাঁর জন্য বিকল্প ভাবনার কথা চলছে। সেটা তাকে জানানো হয়েছে”।

তবে অভিমানী অর্জুনের পাল্টা মন্তব্য, “যেটা আমার কাছে ছিল ( সাংসদ পদ) সেটাই চলে গেল। এখন কেউ ললিপপ ধরানোর চেষ্টা করছে। তাতে কাজ হবে না”। তবে মুখে দল্বদলের কথা এখনও ভাবছেন না বলেই জানিয়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। তবে মমতা (Mamata banerjee) ও অভিষেকের (Abhshek Banerjee) ছবি সরিয়ে দেওয়াটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কেউ কেউ ২০১৯ সালের কথা মনে করিয়ে দিচ্ছেন। যখন এবারের মতই তৃণমূলের টিকিট চেয়েও পাননি অর্জুন। ব্যারাকপুরের টিকিট সেবার পেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) । ছবি সরিয়ে সেবার দিল্লিতে গিয়ে তৃণমূলে যোগদান করেন অর্জুন। এবং বিজেপির টিকিটে দিনেশকে হারিয়ে ব্যারাকপুরের সাংসদ নির্বাচিত হন তিনি। ২০২০ সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে খুন হয়ে যান তাঁর ছায়াসঙ্গী মনিশ শুক্লা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর মুড়ি মুড়কির মত পুলিশ কেস দেওয়া হয় তাঁর নামে। এর পর ২০২২ সালে তৃণমূলে যোগ দেন অর্জুন। ফের একবার টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেওয়ার রাস্তা কি তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই অর্জুনকে ফিরে আসার আহবান জানিয়ে বলেছেন, “তৃণমূলে গেলেও বিজেপি কর্মীদের উত্যক্ত করেননি অর্জুন। চাপে পড়ে তৃণমূল গেছিলেন। ভাবনা চিন্তা করে ফিরে আসতে পারেন। দল সিদ্ধান্ত নেবে”। অর্জুনকে ফিরে আসার আহবান জানিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া কৌস্তভ বাগচীও।   

 

 

 

Editor | 15:26 PM, Tue Mar 12, 2024

Arjun singh: 'ধোঁকা দেওয়া হয়েছে'- টিকিট না মেলায় আবারও কি পদ্মে প্রত্যাবর্তন অর্জুন সিংহর? জল্পনা তুঙ্গে

নিউজ ডেস্ক: 'ধোঁকা দেওয়া হয়েছে, বিশ্বাসভঙ্গ করেছে দল, দীর্ঘ টালবাহানার পরে ব্যারাকপুরে অর্জুন সিংহকে টিকিট দিল না দল। ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে বলেই দলে নিয়ে আসা হয়েছিল। দল আগে জানালে যোগ দিতাম না। কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব', টিকিট না পেয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। তাই লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না মেলায় অর্জুন সিংহর বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে।

প্রসঙ্গত, রবিবার ছিল ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী ২০২৪ এর লোকসভা ভোটের ৪২ টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে। ব্যরাকপুর লোকসভা কেন্দ্র থেকে এবার অর্জুন সিংহের জায়গায় পার্থ ভৌমিককে টিকিট দিয়েছে তৃণমূল। তারপরেই মুখ খুললেন অর্জুন সিং। সাফ দাবি করলেন, তাঁকে ব্যারাকপুরের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে টিকিট দেওয়া হয়নি। তাঁর সঙ্গে 'বিশ্বাস ভঙ্গ' করা হয়েছে বলেই অভিযোগ অর্জুনের।তবে কি সেই অভিমানেই আবার পদ্মে ফিরবে অর্জুন সিংহ? তা নিয়েই জল্পনা তুঙ্গে।

উল্লেখ্য এর আগে ২০১৯-এর লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির তরফে টিকিট দেওয়া হয়েছিল অর্জুন সিং-কে। ভোটে জিতে সাংসদ হন তিনি। কিন্তু পরে ফিরে যান তৃণমূলে। তবে দল বারবার বদলালেও ওই এলাকায় অর্জুনের দাপট যে এখনও প্রকট, তা কারও অজানা নয়। দলের দীর্ঘদিনের সৈনিক তিনি। একসময় তিনি ছিলেন দলের অন্যতম ভরসার জায়গা। কিন্তু সেই সৈনিককেই এবার টিকিট দিলনা দল।

এদিকে অর্জুন সিংহ কে প্রার্থী না করার প্রতিবাদে আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর নরসিংহপুর মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান অর্জুনের অনুগামীরা।

Sweta Chakrabory | 11:42 AM, Mon Mar 11, 2024
upload
upload