Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

bengali film

Swastika Mukherjee: প্রতিবাদে থেকেও বারংবার কটাক্ষের শিকার! ক্ষোভ উগরে স্বস্তিকা কী বললেন ট্রোলারদের?


নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে যে শিল্পীরা সামনের সারিতে পথে নেমেছেন তাঁদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। পথে নামা থেকে, স্লোগানে গলা মেলানো হোক বা আন্দোলনকারী, ধর্নায় থাকা চিকিৎসকেদের সাহায্যের জন্য প্রাণপাত, সবেতেই দেখা গিয়েছে তাঁকে। আর এই আবহেই নারী নিরাপত্তা নিয়ে ফের সরব হলেন তিনি।
আসলে দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে টেক্কা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তাঁকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। মুক্তি পেয়েছে ছবির টিজারও। সেখানেই দেখা গেছে, কলকাতার একটি নামী স্কুল থেকে এক শিশুকে অপহরণ করে পালিয়েছে দেবের চরিত্র ইকলাখ। দেবের গলায় শোনা যায়, 'এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কী জানেন ম্যাডাম? গরিব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভাবো কোনওদিনও? আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই। একটা মুখও মনে থাকে? এবার থাকবে।' গোটা ঝলক জুড়েই যেন এক চোর পুলিশের খেলা। দেব বনাম রুক্মিণী। স্বস্তিকাকে এক মায়ের চরিত্রে দেখা যাবে। অভিনেত্রীর কথায়, 'আমার কাছে এটা চ্যালেঞ্জের যে মায়ের চরিত্রই আমি কতটা আলাদা করে করতে পারি।'
আসলে আরজি কর আবহে এখন টলিউডেও নারী নিরাপত্তার কথা উঠে আসছে বারবার। তবে অনেক সময়েই দেখা যায় যে কোনও মহিলা কারও বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলে অনেকেই প্রশ্ন করেন অভিযোগ করতে এত দেরি হল কেন? এই বিষয়ে স্বস্তিকার মত জিজ্ঞেস করা হলে তাঁর সপাট জবাব, ''এটা একটা ভুল প্রশ্ন। এটা একটা অন্যায় প্রশ্ন, যে তোমার সঙ্গে যখন অস্বস্তিকর ঘটনা ঘটেছিল তখন কেন বলনি! আমার মনে হয় না এটা একজন মহিলার থেকে বেশি ভাল কেউ বুঝবে যে হঠাৎ করে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলে সেটাকে কাটিয়ে উঠতেই কতটা সময় লাগে। আমার ভিতর থেকে যখন সেই শক্তিটা আসবে যে এটা নিয়ে প্রকাশ্যে আমি কথা বলব এবং আরও পঞ্চাশটা লোক জানতে পারবে, তখনই আমি বলব। আমরা অবশ্যই একত্রিত হয়ে উইমেন্স ফোরাম অফ স্ক্রিন রাইটার্স প্লাস প্লাস সংগঠন করেছি। এটাকে আরও কীভাবে পরিষ্কারভাবে আমাদের কাজের জায়গায় বাস্তবায়িত করা যায় সেই নিয়ে প্রতিনিয়ত কাজ করছি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটার পাশাপাশি, আমরা এটা নিয়েও কাজ করছি।''
অন্যদিকে, উৎসবে না ফেরার ডাক দিয়েও ছবির প্রচার হোক বা প্রতিবাদে গিয়ে সেলফি তোলা। নানা সময়ে নানা কারণে কটাক্ষের মুখে পড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। এবার সেই ট্রোল প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, 'মানুষ আমাদের সং মনে করেন। কিন্তু একটা কথা বলতে চাই, যাঁরা পথে নেমেছেন, যাঁরা প্রতিবাদ করছেন তাঁরা কিন্তু ট্রোল করেন না। বরং যাঁদের এই আন্দোলন নিয়ে মাথাব্যথা নেই তাঁরাই মানুষকে টার্গেট করছেন। তবে ওঁরা যতই টার্গেট করুন, বাকি ৫০০ জন কিন্তু পাশে দাঁড়াচ্ছেন।'

Sweta Chakrabory | 16:42 PM, Sun Sep 15, 2024

Arindam Sil: আরও বিপাকে পরিচালক অরিন্দম শীল! দায়ের হল এফআইআর


নিউজ ডেস্ক: এবার আরও বিপাকে পরিচালক অরিন্দম শীল। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার আবহে টলিউডের পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগ উঠেছিল। এবার তাঁর বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলেন এক অভিনেত্রী।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর করা হয়েছে অরিন্দম শীলের বিরুদ্ধে (Arindam Sil)। ওই এলাকায় একটি রিসর্টে শুটিং চলছিল। ফলে নিকটবর্তী জায়গায় এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্যের মহিলা কমিশনের কাছেও অভিযোগ জানিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী। যদিও এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত এই পরিচালক।
এফএইআর দায়ের হওয়ার কথা শুনে পরিচালক বলেন, “আইন আইনের পথে চলবে। যা যা দরকার তাই তাই করব। আমি সব সময় আমার অবস্থান নিয়ে একই কথা বলেছি।” এরপর ছবির 'দৃশ্য' সম্পর্কে অরিন্দম (Arindam Sil) আরও বলেন, “ছবি পরিচালনার সময় একটি দৃশ্যের অভিনয় চলছিল। কোলে তথা হাঁটুতে বসিয়ে দেখাতে হত দৃশ্যটা। ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় দেখানোর কথা ছিল। এই দৃশ্যটা যখন দেখাতে গিয়েছি, তখন আমার মুখটা ওনার গালে ছুঁয়ে যায়। সেটা নিয়েই বলা হচ্ছে আমি নাকি চুমু খেয়েছি। এই দৃশ্য অভিনয় করার সময় আমার শিল্পী যদি অস্বস্তি অনুভব করে থাকেন, তাহলে তখন কেন বলেননি? আর যদি সত্যই অস্বস্তি বোধ করে থাকেন, তাহলে তার জন্য আমি দুঃখিত। এই ঘটনা অনভিপ্রেত।”
প্রসঙ্গত, এরআগে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। যার ফলে অনির্দিষ্টকালের জন্য অরিন্দমকে সাসপেন্ড করে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। টলিউডের এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তার উপর ভিত্তি করেই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার এই পদক্ষেপ নেওয়া হয়।


Sweta Chakrabory | 16:14 PM, Tue Sep 10, 2024

Chander Pahar: ১১ বছর পর ফের বড়পর্দায় শঙ্করের অ্যাডভেঞ্চার! প্রেক্ষাগৃহে আসছে 'চাঁদের পাহাড়'


নিউজ ডেস্ক: প্রায় ১১ বছর পর আবারও প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাচ্ছে দেবের 'চাঁদের পাহাড়' (Chander Pahar)। শুক্রবারই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই খবর দিয়েছে প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এদিন এসভিএফের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টার শেয়ার করা হয়। সেখানে শঙ্কররূপে দেবের দেখা মেলে।

পোস্টারে লেখা, 'আরও একবার, বড়পর্দায়। ২০ সেপ্টেম্বর'। ক্যাপশনে লেখা হয়, 'চাঁদের পাহাড় (Chander Pahar) তোমায় ডাকছে..., শঙ্করের অ্যাডভেঞ্চার আবারও ফিরছে বড়পর্দায়! 'চাঁদের পাহাড়' পুনরায় মুক্তি পাচ্ছে ২০ সেপ্টেম্বর।' এই পোস্ট এদিন শেয়ার করেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। লেখেন, 'এবার পুজোয়, পুনরায় মুক্তি পাচ্ছে'।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে হাজির হয় 'চাঁদের পাহাড়' (Chander Pahar)। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এই জনপ্রিয় উপন্যাসকে পর্দায় রূপ দেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এই ছবির মুখ্য চরিত্রে দেখা মেলে দেবের। সে সময় প্রবল প্রশংসিত হয় দেবের অভিনয়। আর এরপর ঠিক ১১ বছর পর ফের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'চাঁদের পাহাড়'। আগামী ২০ সেপ্টেম্বর বড়পর্দায় ফের দেখা যাবে এই ছবি।

আসলে কিছুদিন আগেই প্রযোজনা সংস্থার তরফে একটি রিল পোস্ট করে অনুরাগীদের থেকেই জানতে চাওয়া হয় যে পুনরায় তাঁরা 'চাঁদের পাহাড়' (Chander Pahar) বড়পর্দায় দেখতে চান কি না। স্বাভাবিকভাবেই মেলে বিপুল সাড়া। আর দর্শকদের থেকে এই বিপুল সাড়া পেয়েই এমন সিদ্ধান্ত নিল প্রযোজনা সংস্থা। এবার শুধু সময়ের অপেক্ষা। পুজোর আগে পেক্ষাগৃহে আবার 'চাঁদের পাহাড়' দেখতে ভিড় কেমন হয় তা অবশ্য সময় বলবে।

এই বিষয়ে বলে রাখা ভালো এসভিএফের সঙ্গে দেবের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি হল চাঁদের পাহাড় (Chander Pahar)। এই ফ্র্যাঞ্চাইজির দুটো ছবি আছে, চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান। দুটো ছবির পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

Sweta Chakrabory | 15:32 PM, Fri Sep 06, 2024

Womens Forum Of Tollywood: বিনোদন দুনিয়ায় মহিলাকর্মীদের নিরাপত্তার দাবিতে 'উইমেনস ফোরাম'-এর চিঠি


নিউজ ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের (RG Kar News) প্রতিবাদে উত্তাল গোটা দেশ, রাজ্য ও রাজনীতি। এই আবহেই প্রকাশ্যে এসেছে মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির (Malayalam Film Industry) অন্দরে ঘটে যাওয়া মহিলাদের ওপর অত্যাচারের রিপোর্ট। আর এর পরেই এবার নিজেদের ইন্ডাস্ট্রির নারীদের পাশে দাঁড়িয়ে সরব বাংলা বিনোদন দুনিয়া। এই পরিস্থিতিতেই বাংলা ইন্ডাস্ট্রির যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার হন ঋতাভরী চক্রবর্তী। ঋতাভরীকে সমর্থন করেন রূপাঞ্জনা মিত্র, অনীক দত্ত, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়রাও। এমন অবস্থায়, টলিউডে কাজের পরিবেশ ঠিক রাখার দাবি জানিয়ে চিঠি দিয়েছে উইমেনস' ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কাস (Womens' Forum for Screen Workers+)। সংস্থার নামের পাশে একটি প্লাস চিহ্নও রয়েছে।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও লাঞ্ছনা, হেনস্থা, কাস্টিং কাউচের শিকার মহিলা কর্মীরা? আরজি কর কাণ্ড বাংলাকে একেবারে অন্দর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। মুখ খুলেছেন প্রায় প্রত্যেকে। রাস্তায় প্রতিবাদে, আন্দোলনে মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা। এবার বিনোদন দুনিয়ায় মহিলাদের সুরক্ষার দাবিতে তৈরি হল 'উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স' (Womens’ Forum for Screen Workers)। মঙ্গলবার সারাদিন ধরে বিনোদন দুনিয়ার একাধিক খ্যাতনামা শিল্পীরা নিজেদের দাবি সমেত একটি চিঠি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে রয়েছে তাঁদের সইও। পঞ্চাশেরও বেশি মহিলা কর্মীর নাম মিলল সেখানে, যাঁদের কেউ অভিনেত্রী, কেউ সিনেমাটোগ্রাফার, কেউ গায়িকা, কেউ স্টাইলিস্ট।

চিঠিতে অপর্ণা সেন, শাশ্বতী গুহঠাকুরতা, অনুরাধা রায়, শকুন্তলা বড়ুয়া, চৈতালী দাশগুপ্তর মতো বর্ষীয়ান অভিনেত্রীর নাম যেমন রয়েছে, তেমনই রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, দামিনী বেণী বসু, সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, প্রিয়াঙ্কা সরকারদের নাম। ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন ও টেলি অ্যাকাডেমির চেয়ারম্যানকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা, "প্রত্যেকদিন আমাদের নানা ভাবে যৌন হেনস্তার শিকার হতে হয়। পাশাপাশি নিয়মিতভাবে নারী, শিশু এবং প্রান্তিক পরিচয়ের মানুষদের নির্যাতনের কথাও শোনা যায়। তবুও, আমাদের কাছে এমন কোনও কার্যকরী সহায়তা ব্যবস্থা নেই যেখানে ভারতীয় আইন অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিকারের দাবি জানাতে পারি।"

Sweta Chakrabory | 16:27 PM, Wed Aug 28, 2024

Shiboprosad Mukherjee: ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ

নিউজ ডেস্ক: বহুরূপী ছবির শ্যুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পান পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জানা গিয়েছে, শট দিতে গিয়ে কোমরে বেশ চোট পেয়েছেন তিনি। ভর্তি করা হয়েছে হাসপাতালে। হয়েছে এমআরআইও। প্রাথমিক রিপোর্ট জানাচ্ছে, হাড়ে চিড় রয়েছে তাঁর।

গত ফেব্রুয়ারি মাসেই আগামী ছবি 'বহুরূপী'র ঘোষণা করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এই মুহূর্তে শহর জুড়ে চলছে এই ছবির শুটিং। সেই ছবির শুটিং করতে গিয়ে এবার গুরুতর আহত হলেন পরিচালক তথা ওই ছবির অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

জানা গেছে বৃহস্পতিবার সিনেমাটির এক অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফ দেওয়ার সময় আচমকাই কোমরে আঘাত পান পরিচালক। ঘটনা ঘটার পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিত্‍সকদের পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। আগামী কয়েক সপ্তাহ শুটিং বন্ধ রেখে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকেরা।

প্রসঙ্গত, ছবি নিয়ে এর আগে মুখ খুলেছিলেন শিবপ্রসাদ। জানিয়েছিলেন, কেরিয়ারে হাইবাজেট ছবি হতে চলেছে এই ছবি। ৪০ দিন ধরে হবে শুটিং। চলতি বছর পুজোয় বহুরূপী-র মুক্তি পাওয়ার কথা। দিনকয়েক আগে বোলপুরেও শ্যুটিং হয়েছে ছবিটির। ২০২৩- এ রক্তবীজ যেমন বক্স অফিসে ধামাকা তুলেছিল, ২০২৪- এও বহুরূপী ঝড় তুলবে সেই আশাই রাখছে বাংলা ছবির দর্শক। নন্দিতা ও শিবপ্রসাদের এই নতুন ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়।

Sweta Chakrabory | 13:58 PM, Sat Apr 06, 2024
upload
upload