Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

birati

Child Trafficking: ট্রেনের মধ্যে শিশু পাচারকে কেন্দ্র করে বিরাটি স্টেশনে ধুন্ধুমার, রেল-অবরোধ

নিউজ ডেস্ক: বুধবার সকালে ব্যাগের মধ্যে শিশু পাচারকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিরাটি স্টেশনে (Birati Station)। শিশু পাচারকারী সন্দেহে এক মহিলাকে ধরে গণধোলাই দেওয়া হয়। এলাকায় কয়েকশো যাত্রী জমায়েত হয়ে পড়েন। ঘটনা বড় আকার ধারণ করার আগেই পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে, এই ঘটনার পর রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা।

স্থানীয় ও জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে আটটা নাগাদ দত্তপুকুর থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন ওই মহিলা। তাঁর কাঁধে ছিল একটি বড় ব্যাগ। বামনগাছি স্টেশনে ওই মহিলা যাত্রী ট্রেনে ওঠেন। ব্যাগের ভিতরে কোনও কিছু নড়াচড়া করছিল। সেটা দেখেই সন্দেহ হয় যাত্রীদের। প্রত্যক্ষদর্শী এক মহিলা যাত্রী বলেন, "ওই মহিলাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ব্যাগের ভিতরে কী রয়েছে, তিনি প্রথমে বলেন মুরগী রয়েছে। কিন্তু, কিছুক্ষণ পর ব্যাগের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেই আমরা তাঁকে চেপে ধরি। ব্যাগের ভিতরে কী রয়েছে তা দেখাতে বলি। তিনি রাজি হননি। এরপরই আমরা একরকম জোর করেই ব্যাগ খুলেই থ হয়ে যায়। একটি শিশুকে ব্যাগে করে নিয়ে যাচ্ছিল ওই মহিলা। এরপরই ট্রেনের অন্য যাত্রীরা তাঁকে ধরে বেধড়ক মারধর করতে থাকে। আমরা বিরাটি (Birati Station) স্টেশনে শিশু সহ ওই মহিলাকে নামাই। খবর ছড়িয়ে পড়তেই অন্য যাত্রীরা এসে ওই মহিলাকে গণপিটুনি দেওয়া শুরু করেন। পরে, জিআরপি ঘটনাস্থলে আসলে শিশু সহ মহিলা পাচারকারীকে তুলে দেওয়া দিই।"

যদিও ঘটনার পর তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বিরাটি স্টেশনে (Birati Station) । বিক্ষোভ চলে স্টেশনে। রেল অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অবরোধের কারণে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে যায়। যার জেরে দুর্ভোগে পড়েন অফিস যাত্রীরা। যদিও জিআরপি এসে যাত্রীদের বুঝিয়ে অবরোধ তোলার ব্যবস্থা করে। অবরোধকারীদের বক্তব্য, এই শিশু পাচারের পিছনে কারা কারা রয়েছে তা তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে।


Sweta Chakrabory | 13:57 PM, Wed Jun 26, 2024

ED Raid: রাজ্যে আরও এক মন্ত্রীর বাড়িতে ইডি হানা

নিউজ ডেস্ক: রাজ্যে আরও এক মন্ত্রীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) হানা। শুক্রবার সকার থেকেই বোলপুর, চেতলা,বিরাটি সহ লেকটাউনে শুরু হয়েছে ইডির তল্লাশি। ইডির স্ক্যানারে এবার রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে ইডি হানা। তিনটি গাড়ি করে মন্ত্রীর বাড়িতে পৌঁছোন ইডি আধিকারিকরা।

তবে জানা গেছে বোলপুরের নিচু পট্টির বাড়িতে নেই মন্ত্রী। সূত্র মারফত জানা যাচ্ছে মুরারইয়ে গ্রামের বাড়িতে রয়েছেন চন্দ্রনাথ সিনহা। তাই বর্তমানে বোলপুরে মন্ত্রীর স্ত্রী ও দুই পুত্রকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় চলছে ইডির তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

Sweta Chakrabory | 10:48 AM, Fri Mar 22, 2024
upload
upload