Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

bjp tmc

Dilip Ghosh: কয়েকদিন চুপ! ফের মমতাকে একহাত নিলেন দিলীপ ঘোষ

মাধ্যম নিউজ ডেস্ক: “এতদিন বাঘিনী, ভোট হয়ে গেলেই বিড়াল হয়ে মেউ মেউ। আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একা দেখুন ঘিরে ফেলেছে। যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, আর কোন সিমপ্যাথি পাবেন না।” কয়েক দিন থেমে ফের তৃণমূল (TMC) সুপ্রিমোকে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghsoh)। সোমবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মির্জাপুরে মাঠে প্রাত:ভ্রমণে আসেন দিলীপ ঘোষ।

এর পর চায় পে চর্চা অনুষ্ঠানে দেওয়ানদিঘীর মোড়ে আসেন দিলীপ। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা(Mamata Banerjee)য়কে উদ্দ্যেশ্যে করে বলেন, “ভোট হয়ে গেলেই উনি টার্গেট হন। এতদিন বাঘিনী ছিলেন এখন বিড়াল হয়ে গেছেন। তিনি কোন ভাবেই রেহাই পাবেন না। যা কর্ম করেছেন তার ফল পাবেন। নেতাদের চোর বানিয়েছেন, চোরেদের নেতা বানিয়েছেন।

যত ইলেকশন এগিয়ে আসছে ততই হারার ভয়ে হিংস্র হয়ে যাচ্ছে তৃণমূল।” প্রধানমন্ত্রীর প্লেনে চড়া নিয়ে আসানসোলের (Asansol) তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Satrughna Sinha) মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, “কারো বাপের টাকায় চড়ছেন নাকি? ১৪০ কোটির দেশের প্রধানমন্ত্রী তার জো বাইডেনের থেকেও দামী প্লেনে চাপা উচিত। আমারা ভিখারি পার্টি নই, ভিখারি দেশ নয়। যারা ভিখারি বানিয়েছে তারা এটা করছে।

শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ (Kirti Azad) ওনারা এখানকার পরিস্থিতি জানেন না। বাইরে থেকে এসেছেন, ফরেনার তো আগে ভোটটা লড়ুন। শুনলাম একজন বিহার যাচ্ছেন। আর-একজন ভয়ে বেরাচ্ছেন না। এরা কি রাজনীতি করবেন।” অন্যদিকে, অভিষেক বন্দোপাধ্যায়কেও কড়া আক্রমণ করেন দিলীপ ঘোষ।

বিজেপিকে ২ নম্বর বলার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “উনি একমাত্র ভদ্রলোক! যার বাড়ির বউ থেকে চাকর বাকর কুকুর সবাইকে ইডি ডাকছে। সোনা নিয়ে যাচ্ছে, রাস্তায় চোর চোর বলে সবাই ডাকছে। ওর চোদ্দপুরুষ চোর। আজ মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে ওনার জন্য।” সোমবার এসএসসির রায়দান নিয়ে দিলীপ ঘোষ বলেন, “এরাজ্যের লোক তাকিয়ে থাকে আদালতের দিকে আর কেন্দ্রীয় সরকারের দিকে। কেন্দ্রীয় সরকার উন্নয়ন করে আর আদালত জাস্টিস করে। এই সরকার কিছু করে না।”

Sweta Chakrabory | 15:40 PM, Mon Apr 22, 2024

Nadia: বিজেপি বুথ সভাপতির  নাবালিকা ভাইজিকে ধর্ষণের অভিযোগ এলাকার এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে



বিজেপি বুথ সভাপতির নাবালিকা ভাইজিকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ধর্ষিতা নাবালিকার জ্যাঠামশাই স্থানীয় বিজেপি বুথ সভাপতিতার অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসায় এ  ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছে। দাদার মৃত্যুর পর পরিবারকে তিনিই দেখাশোনা করেন, গতকাল সন্ধ্যায় কিছুক্ষণের জন্য কেউ বাড়িতে না থাকার সুযোগ নিয়েছে ওই তৃণমূল কর্মী। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন ভারতীয় দণ্ডবিধির সর্বাধিক যে শাস্তি হয় তা দেওয়া দরকার।  তবে তা না হলে বিজেপির কর্মী সমর্থকরা আন্দোলন শুরু করবে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয় সারা বাংলায় সকলেই তৃণমূল কর্মী। কিন্তু বিজেপির জানা উচিত তৃণমূল কর্মী বলা অভিযুক্ত আদৌ কোন রাজনৈতিক পদে আছে কিনা।  আসলে সামনে লোকসভা নির্বাচনে যেকোনো ঘটনায় নিজেদের প্রচারের আলোকে আনতে এই মিথ্যে অভিযোগ। তবে ধর্ষকের শাস্তি আমরাও দাবি জানাই, কিন্তু এ ধরনের একটা নোংরা ঘটনায় রাজনীতি টেনে আনা ঠিক নয়।

এই ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সাংসদ ,বিধায়কদের। ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ধারায় দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং অতীতে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ  যাতে বিষয়টিকে অন্যভাবে দেখাতে না পারে তার দাবিতেই মূলত এ দিন বাগদিয়া এলাকায় পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ বিজেপি জেলা সভাপতি তথা রানাঘাটের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজিবি প্রার্থী জগন্নাথ সরকার পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী সহ বহু বিজেপি নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ। এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের বিধায়ক সহ কর্মী সমর্থকরা।

 

Editor | 11:41 AM, Wed Mar 27, 2024

“বাথরুমে গেলেও হেলিকপ্টারে যান” কাকে বললেন শিশির অধিকারী?

শেষ কয়েক দিন ধরে একের পর এক বোমা ফাটাচ্ছেন শিশির অধিকারী। থামার ইঙ্গিত নেই। মমতা থেকে কুণাল তৃণমূলের অনেককেই রেয়াত করেননি তিনি। শনিবার বিস্ফোরক শিশির অধিকারী। বললেন, “এমন চোর জোচ্চোরের সরকার দেখিনি। যে ব্রাহ্মণের চাল কলা সম্বল ছিলতাঁদের এখন হাজার হাজার কোটি টাকা। বাথরুমে গেলেও অনেকে হেলিকপ্টার চড়ে যান। চাকরি, রেশন দুর্নীতি নিয়েও তোপ শিশিরের।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন শিশির। বলেছিলেন, “উনি নন্দীগ্রাম চিনতেন না। কোলাঘাট থেকে ঘুরে চলে যেতেন। আমরাই হাতে ধরে নন্দীগ্রামে এনেছিলাম। আমাদের দাক্ষিণ্যে দল পুষ্ট হয়েছে। এখন আমাদের দল দয়া করেছে বলে দাবি করছে কেউ কেউ। নন্দীগ্রাম না হলে উনি গদি পেতেন না”।

এরই মাঝে অধিকারী পরিবারের আরও এক সদস্য বিজেপিতে যোগদান করতে পারেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন। দিবেন্দ্যু অধিকারী ৭ মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এবিষয়ে শিশির অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, “ছেলেরাই সিদ্ধান্ত নেবে। এবিষয়ে আমার কিছু বলার নেই” অন্যদিকে রাজনীতিবিদ শিশির অধিকারী কি এবার প্রার্থী হবেন? এক্ষেত্রেও তার জবাব, “ছেলেরাই ঠিক করবে”।

প্রসঙ্গত শুভেন্দু অধিকারীকে নিজের যোগ্য উত্তরাধিকারী বলে মনে করেন শিশির বাবু। তার বিরোধী দলনেতা হিসেবে কর্তব্যকেও যথেষ্ট পছন্দের তালিকায় রেখেছেন শিশির বাবু। বয়সজনিত কারণে এখন অনেকটা সময় ঘরেই কাটে তার। তবে রাজনীতি থেকে অবসর নেওয়ার এখন ইচ্ছে নেই এমনই ইঙ্গিত তাঁর। সাধারনত ব্যক্তিগত আক্রমণ থেকে দুরেই থাকেন শিশির। তা সত্বেও তৃণমূল নেতা কর্মীদের একাংশ তাঁকে অতীতে ব্যক্তিগত এবং কুরুচিরকর মন্তব্য করেছেন। বিরোধী দলনেতাকে একই আক্রমণের শিকার হতে হয়েছে। তা সত্বেও খুব একটা প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে। তবে লোকসভা নির্বাচনের আগে ফের সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে গোটা অধিকারী পরিবারকে।

Editor | 14:23 PM, Sat Mar 02, 2024
upload
upload