Saturday, September 21, 2024

Logo
Loading...
upload upload upload

bjp west bengal state president

Sukanta Majumdar: বহিরাগত তত্ত্বে তৃনমূলকে আক্রমণ সুকান্তর

সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন সুকান্ত মজুমদার। বিজেপি প্রার্থী সুকান্তর হয়ে আগেই প্রচার শুরু করেছিল দলের নেতা কর্মীরা। সোমবার সশরীরে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে সেই প্রচার শুরু করলেন সুকান্ত।

প্রসঙ্গত বালুরঘাট লোকসভার প্রার্থী হিসেবে আগেই নাম ঘোষণা হয়েছিল সুকান্ত মজুমদারের। কিন্ত রাজ্য জুড়ে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচিতে সামিল থাকার দরুণ তিনি নিজের কেন্দ্রে থাকতে পারেননি। এদিন ট্রেনে করে তিনি বালুরঘাট ফেরেন। স্টেশনেই তাকে সম্বোধন করে বাড়ি পর্যন্ত নিয়ে যান দলের নেতা কর্মীরা। এরপরেই সুকান্ত শহরের বুড়ি কালি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন এদিন। এরপরেই বালুরঘাটের তৃণমূল প্রার্থীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

সুকান্ত মজুমদার জানান, “তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বরিষ্ঠ নেতা। তাকে অবশ্যই সন্মান জানায়। তবে তিনি এই আসনে দাঁড়িয়ে জিততে পারবেন না। কেননা, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও তিনি এজেলার জন্য কিছু করেননি। নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষের মত প্রার্থীকে তিনি হারিয়েছেন। সেখানে বিপ্লব মিত্র কোন ছার। সুকান্ত বলেন জেলার রেল পরিষেবায় তিনি সচেষ্ট। হাতে নেওয়া প্রতিটি প্রকল্পকে তিনি সসম্পূর্ণ করবেন। এছাড়া মেডিক্যাল কলেজ, পরিকাঠামোহীন বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে তার ভূমিকা থাকবে সদর্থক

পাশাপাশি, এদিন তিনি তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, “বাংলায় মুসলিম,  বিহারী মানুষ থাকা স্বত্বেও তৃণমূলকে শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠানকে বাইরে থেকে নিয়ে আসতে হল। অথচ, অর্জুন সিং সহ যাদের প্রার্থী করা হবে বলে আশা দেওয়া হয়েছিল তাদের মঞ্চে এনে অপমান করা হয়েছে

Editor | 14:05 PM, Mon Mar 11, 2024
upload
upload