Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

bollywood actor

Mirzapur: ‘মির্জাপুর’-এ পঙ্কজ ত্রিপাঠী নয় এবার 'কালীন ভাইয়া' হৃতিক?


নিউজ ডেস্ক: কিছুদিন আগেই মুক্তি পেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'মির্জাপুর'-এর (Mirzapur) তৃতীয় সিজন। তবে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের রিভিউ অনুযায়ী, তৃতীয় মরশুমে আগের মতো মন জয় করতে পারেনি 'মির্জাপুর'। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে অপর একটি খবর। 'মির্জাপুর' নির্মাতারা নাকি এবার এই গল্প আনতে চলেছেন ফিল্মে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, কালীন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) বদলে দেখা যেতে পারে হৃত্বিক রোশনকে। এই গুঞ্জন প্রকাশ্যে আসতেই খুব স্বাভাবিক ভাবেই দর্শকদের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শোনা গিয়েছে বলিউডের ‘গ্রীক গড’ হৃতিক রোশনের সঙ্গে যোগাযোগ করা হতে পারে 'মির্জাপুর'-এর (Mirzapur) আইকনিক চরিত্র ‘কালীন ভাইয়া’-এর জন্য। তবে সিরিজটি ছবিতে রূপান্তরিত হলেও ছবির নাম ‘মির্জাপুর’ই থাকবে। এ প্রসঙ্গে হৃতিকের কিছু ভক্তরা মনে করছেন মির্জাপুর সিনেমায় ‘কালীন ভাইয়া’-এর চরিত্রে অভিনয় করা তাঁর ক্যারিয়ারের অন্যতম উত্তরণ হবে।
তবে এ প্রসঙ্গে নানা মন্তব্য ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ কেউ বলছে, 'সকলেই মির্জাপুর (Mirzapur) দেখে ফেলেছেন, প্রেক্ষাগৃহে কেউ দেখবে না... পঙ্কজ ত্রিপাঠী ও মুন্না ভাইয়াকে ছাড়া একেবারে মুখ থুবড়ে পড়বে...'। অপর একজন লেখেন, 'কুমন্তব্য শুনে মরে যাবে, সাধারণ মানুষ কালীন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী ছাড়া অন্য কাউকে কখনওই মেনে নেবে না।' অন্য আরেক জন আবার লিখেছেন, 'হৃত্বিকের এই চরিত্রটা করা উচিত নয়... বিক্রম বেদায় অনেক হয়েছে... দয়া করে আর রিমেক করবেন না... ওঁর এখন কেবল অরিজিন্যাল ফিল্ম করা উচিত।' অপর জন আবার লেখেন, 'ভাই, প্লিজ এটা খুব খারাপ আইডিয়া। মির্জাপুর এতও ভাল কোনও শো নয় যে তার থেকে সিনেমা হবে। তাছাড়া হৃত্বিক ইতিমধ্যেই দুটো সিনেমা করে ফেলেছে বিহারের প্রেক্ষাপটে। দর্শক উৎসাহিত হবেন না এটা দেখতে।'

তবে সব শেষে এটাই বোঝা গিয়েছে যে, 'মির্জাপুর' (Mirzapur) সিনেমায় হৃতিকের ‘কালীন ভাইয়া’-এর চরিত্রে অভিনয়ের খবর সত্যি হলে অনেকে যেমন খুশি হবেন তেমন অনেকেই অসন্তুষ্ট হতে পারে।

Sweta Chakrabory | 18:18 PM, Thu Sep 12, 2024

Deepika padukone: বাবা হয়ে প্রথম পোস্ট রণবীর সিং-এর, মেয়ে কোলে আসতেই কী বললেন অভিনেতা?


নিউজ ডেস্ক: মা হলেন দীপিকা পাডুকোন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘পাঠান’ খ্যাত অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপিকা (Deepika padukone) ও রণবীর সিং ঘোষণা করেছিলেন, তাঁদের সংসারে নতুন সদস্যের আগমন হতে চলেছে। তারপর অন্তঃসত্বা অবস্থায় ফটোশ্যুট করতে কিংবা ছবির প্রচারে দেখা গিয়েছিল দীপিকাকে। এমনকী গত শুক্রবার মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন রণবীর-দীপিকা। তারপরই শনিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন দীপিকা। রবিবার সেই হাসপাতালেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর সন্তান জন্মের কিছুক্ষণের মধ্যেই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন রণবীর সিং।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেতা লিখলেন, 'স্বাগতম কন্যা সন্তান, ৮.৯.২০২৪ দীপিকা-রণবীর'। এই পোস্ট শেয়ার করতেই লাইক ও শেয়ারে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। যদিও সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে আগেই। এদিন দীপিকা পাড়ুকোনের (Deepika padukone) সোশ্যাল মিডিয়া থেকেও শেয়ার হল এই একই পোস্ট। দীপবীরের পোস্টে গিয়ে হৃদয় এঁকে দেন রাহার মা ৷ নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেলিব্রেশন ইমোজি দেন তিনি । তাঁর সঙ্গে যোগ দেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও ৷ তিনি রণবীর ও দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ একইসঙ্গে ক্যাটরিনা কাইফ, কৃতি সানন, পূজা হেগড়ে, শর্বরী-সহ অন্যান বিটাউনের সেলেবরাও নতুন বাবা-মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন । রণবীর সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অর্জুন কাপুর ৷ তিনিও দীপবীরকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ বন্ধুর মেয়ের আগমনে অর্জুন সোশাল মিডিয়ায় লেখেন, "লক্ষ্মী আয়ি হ্যায়।"
তবে মেয়ের শখ পূরণ হয়েছে রণবীরের। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, দীপিকার কাছে তাঁর একটাই আবদার। একটি ফুটফুটে মেয়ে চাই তাঁর, যে একেবারে দীপিকার (Deepika Padukone) মতোই মিষ্টি হবে। তাই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলে তাঁরই ছোটবেলার ছবি তিনি তাঁকে দেখাবেন, যাতে মেয়ে একদম মায়ের মতোই মিষ্টি হয়। এরপরেই রণবীর বলেছিলেন, তাঁর ছেলে হোক বা মেয়ে, নাম রাখবেন শৌর্যবীর সিং। এই সিদ্ধান্ত নাকি রণবীর এবং দীপিকা দুজনে মিলেই নিয়েছিলেন। প্রার্থনা মতো মেয়ে তো হল, তবে পূর্ব পরিকল্পনা মতো মেয়ের নাম শৌর্যবীর সিং রাখবেন কিনা তা অবশ্য এখনো জানা যায়নি।
তবে মেয়ের ছবি সামনে আনলেন না জুটি। প্রসঙ্গত, আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের কন্যা সন্তানের মুখ দেখিয়েছিলেন এক বছর পর। ফলে অনুমাণ করে নেওয়াই যায় সকল সেলিব্রিটিদের মতো এই জুটিও বেশ কিছুটা সময় নেবেন মেয়ের ছবি সামনে আনতে।


Sweta Chakrabory | 16:31 PM, Mon Sep 09, 2024

Deepika padukone: বাবা হয়ে প্রথম পোস্ট রণবীর সিং-এর, মেয়ে কোলে আসতেই কী বললেন অভিনেতা?


নিউজ ডেস্ক: মা হলেন দীপিকা পাডুকোন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘পাঠান’ খ্যাত অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপিকা (Deepika padukone) ও রণবীর সিং ঘোষণা করেছিলেন, তাঁদের সংসারে নতুন সদস্যের আগমন হতে চলেছে। তারপর অন্তঃসত্বা অবস্থায় ফটোশ্যুট করতে কিংবা ছবির প্রচারে দেখা গিয়েছিল দীপিকাকে। এমনকী গত শুক্রবার মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন রণবীর-দীপিকা। তারপরই শনিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন দীপিকা। রবিবার সেই হাসপাতালেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর সন্তান জন্মের কিছুক্ষণের মধ্যেই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন রণবীর সিং।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেতা লিখলেন, 'স্বাগতম কন্যা সন্তান, ৮.৯.২০২৪ দীপিকা-রণবীর'। এই পোস্ট শেয়ার করতেই লাইক ও শেয়ারে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। যদিও সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে আগেই। এদিন দীপিকা পাড়ুকোনের (Deepika padukone) সোশ্যাল মিডিয়া থেকেও শেয়ার হল এই একই পোস্ট। দীপবীরের পোস্টে গিয়ে হৃদয় এঁকে দেন রাহার মা ৷ নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেলিব্রেশন ইমোজি দেন তিনি । তাঁর সঙ্গে যোগ দেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও ৷ তিনি রণবীর ও দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ একইসঙ্গে ক্যাটরিনা কাইফ, কৃতি সানন, পূজা হেগড়ে, শর্বরী-সহ অন্যান বিটাউনের সেলেবরাও নতুন বাবা-মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন । রণবীর সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অর্জুন কাপুর ৷ তিনিও দীপবীরকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ বন্ধুর মেয়ের আগমনে অর্জুন সোশাল মিডিয়ায় লেখেন, "লক্ষ্মী আয়ি হ্যায়।"
তবে মেয়ের শখ পূরণ হয়েছে রণবীরের। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, দীপিকার কাছে তাঁর একটাই আবদার। একটি ফুটফুটে মেয়ে চাই তাঁর, যে একেবারে দীপিকার (Deepika Padukone) মতোই মিষ্টি হবে। তাই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলে তাঁরই ছোটবেলার ছবি তিনি তাঁকে দেখাবেন, যাতে মেয়ে একদম মায়ের মতোই মিষ্টি হয়। এরপরেই রণবীর বলেছিলেন, তাঁর ছেলে হোক বা মেয়ে, নাম রাখবেন শৌর্যবীর সিং। এই সিদ্ধান্ত নাকি রণবীর এবং দীপিকা দুজনে মিলেই নিয়েছিলেন। প্রার্থনা মতো মেয়ে তো হল, তবে পূর্ব পরিকল্পনা মতো মেয়ের নাম শৌর্যবীর সিং রাখবেন কিনা তা অবশ্য এখনো জানা যায়নি।
তবে মেয়ের ছবি সামনে আনলেন না জুটি। প্রসঙ্গত, আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের কন্যা সন্তানের মুখ দেখিয়েছিলেন এক বছর পর। ফলে অনুমাণ করে নেওয়াই যায় সকল সেলিব্রিটিদের মতো এই জুটিও বেশ কিছুটা সময় নেবেন মেয়ের ছবি সামনে আনতে।


Sweta Chakrabory | 16:19 PM, Mon Sep 09, 2024

Emergency: 'ইমার্জেন্সি' মুক্তি নিয়ে বিতর্কের মাঝেই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ছবির প্রযোজকেরা


নিউজ ডেস্ক: আবারও পিছিয়ে গেল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নতুন ছবি 'ইমার্জেন্সি'-র (Emergency) মুক্তির তারিখ। 'ইমার্জেন্সি' মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ৬ তারিখে। তবে শোনা যাচ্ছে, এই ছবি নির্দিষ্ট দিনে মুক্তি পাবে না। মনে করা হচ্ছে, বর্তমান পরিস্থিতি ও বিতর্কের কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হয়েছে এই ছবির মুক্তি। এই ছবিকে ঘিরে শিখ সম্প্রদায়ের মধ্যে চূড়ান্ত বিতর্ক ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই ছবির ট্রেলার দেখেই অশান্ত হয়েছিল পঞ্জাব। আর এই ছবিটি এখনও সেন্সর বোর্ডের কাছ থেকে সবুজ সংকেতও পায়নি। মনে করা হচ্ছে, এই ছবিতে আরও একাধিক দৃশ্য বাদ দেওয়ার নিদান দিতে পারে সেন্ট্রাল বোর্ড।

কঙ্গনা রনৌতের ছবি 'ইমার্জেন্সি' (Emergency) আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে কি না এবং সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার, ৪ সেপ্টেম্বর। বোম্বে হাইকোর্টে শুনানির সময় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। 'ইমার্জেন্সি' সহ-প্রযোজক সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস ছবিটি মুক্তি এবং সেন্সর সার্টিফিকেটের দাবিতে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দাখিল করা আবেদনে সংস্থাটি দাবি করেছে যে সেন্সর বোর্ড নির্বিচারে ও বেআইনিভাবে ছবিটির সেন্সর সার্টিফিকেট আটকে রেখেছে।

ছবিটি নিয়ে পাঞ্জাবে বিক্ষোভ চলছে এবং শিখ সংগঠনগুলি এটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। বিতর্কের কারণে ছবিটির মুক্তিও স্থগিত করা হয়েছে। এই সিনেমটি (Emergency) প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের উপর ভিত্তি করে তৈরি। আর ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। এমনকী ছবির পরিচালকও তিনি। তবে শিরোমণি আকালি দল-সহ শিখ সংগঠনগুলি সিনেমাটির নির্মাতাদের বিরুদ্ধে শিখদের অনুভূতিতে আঘাত করার এবং তাদের একটি ভুল ভাবে দেখানোর অভিযোগ উঠেছে।

যদিও এ প্রসঙ্গে আগেই কঙ্গনা রানাউত জানিয়েছিলেন, তিনি ছবিটিকে (Emergency) বাঁচানোর জন্য আদালতের দ্বারস্থ হতেও রাজি। তিনি বলেছিলেন যে ইন্দিরা গান্ধীর জীবনকে পর্দায় তুলে ধরতে গিয়ে যদি পাঞ্জাব রায়টই না দেখাতে পারি তাহলে তো ওঁর জীবনটাই অধরা থেকে যাবে।

Sweta Chakrabory | 17:43 PM, Wed Sep 04, 2024
upload
upload