Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

bolpur

Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যায় সেজে উঠেছে কঙ্কালীতলা, কথিত আছে এই তীর্থে এলে মনস্কামনা পূর্ণ হয়


নিউজ ডেস্ক: কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya 2024) সেজে উঠেছে বোলপুরের কঙ্কালীতলা। এবার সোমবার ভোরে এই তিথি শুরু হয়ে পরের দিন সকাল পর্যন্ত থাকছে। আগের দিন যেহেতু ছু’টি তাই রবিবার থেকেই ভক্তের ঢল নামেছে কঙ্কালীতলায়। মহাপীঠ তারাপীঠের মতোই বোলপুরের কঙ্কালীতলা সতীপীঠ। অমাবস্যার বিশেষ তিথি কৌশিকী অমাবস্যাকে ঘিরে সেজে উঠেছে কঙ্কালীতলা।

কথিত আছে, কঙ্কালীতলায় সতীর কাঁক অর্থাত্‍ কোমর পড়েছিল। তখন থেকেই এই তীর্থের নাম কঙ্কালীতলা। এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনি। কৌশিকী অমাবস্যার (Kaushiki Amavasya 2024) পবিত্র লগ্নে তারাপীঠের মন্দিরের ন্যায় কঙ্কালী মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হয়। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। মা তাঁকে নিরাশা করেনি। ধ্যানমগ্ন বামাক্ষ্যাপা এদিন তারা মায়ের আবির্ভাব পান। এছাড়াও শোনা যায়, এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে, শুম্ভ- নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই 'কৌশিকী অমাবস্যা' নামটি এসেছে। আবার আজকের এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী ‘তারা’ মর্ত ধামে আবির্ভূত হন৷ অন্যদিকে কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2024) তিথি উপলক্ষ্যে সেজে উঠছে তারাপীঠ মন্দিরও।

তারাপীঠে সব থেকে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। এই উৎসব মানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম। বিশেষ এই তিথিতে পুণ্যলাভের আশায় ফিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমান। যা সামাল দিতে কালঘাম ছোটে পুলিসের পাশাপাশি মন্দির কমিটির। এবার আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতেও মায়ের কাছে পুজো দেন অনেক ভক্ত। সোমবার সন্ধ্যা হতেই মন্দিরের চেহারা পাল্টে যাবে। নানা রঙের আলোর ছটা গর্ভগৃহের দেওয়ালে ফেলা হবে। সেই সঙ্গে গোটা মন্দির চত্বর ফুল ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে তারাপীঠের জনবহুল মোড়গুলিতে ওয়াচ টাওয়ারের পাশাপাশি জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। যাতে ভিড়ে যাঁরা মন্দিরে প্রবেশ করতে পারবেন না, তাঁরা এই স্ক্রিনের মাধ্যমে দেবীর পুজো ও আরতি দর্শন করতে পারবেন। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকবে ২৭০০ পুলিশ কর্মী। বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে শ্মশান চত্বরকে।

এদিকে সতীপীঠ বোলপুরের কঙ্কালীতলাতেও এবার ভিড় বাড়বে বলে আশাবাদী মন্দির কমিটি। তাই তাদের পক্ষ থেকেও নিরাপত্তার সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগত ভক্ত ও সাধুসন্তদের সুবিধার্থে প্যান্ডেল খাটানো হয়েছে। একাধিক অস্থায়ী হোমযজ্ঞ করার জায়গায় ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে গোটা মন্দির চত্বরজুড়ে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবে শান্তিনিকেতন থানার পুলিশ।

Sweta Chakrabory | 18:21 PM, Mon Sep 02, 2024

Bolpur Fire: প্রেমে বাধা দেওয়ায় বোলপুরে পুড়িয়ে মারা চক্রান্ত গৃহবধূর

নিউজ ডেস্ক: বীরভূমের বোলপুরে এক বাড়িতে (Bolpur Fire) অগ্নিকাণ্ডে জেরে তিনজনের মৃত্যুর ঘটনায় ওই বাড়ির মে বউকে গ্রেফতার করল পুলিশ তার প্রেমিককেও আটক করে চলছে জিজ্ঞাসাবাদ 

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন? (Bolpur Fire)

বৃহস্পতিবার বোলপুর থানার নতুন গীত গ্রামে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় রূপা বিবি, শেখ তুতার এবং তাঁর ছোট ছেলে আয়ান শেখ। শুক্রবার সন্দেহ করা হয়েছিল ওই পরিবারের ঘরে কেউ কেরোসিন ঢেলে আগুন (Bolpur Fire) লাগিয়ে দেয় শনিবার সামনে আসে পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি মৃত দম্পতির বড় ছেলে ওয়াসিম আখতার তাঁর কাকিমা নাজরিন নিহার ওরেফ স্মৃতি বিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর পরে নাজরিনকে গ্রেফতার করা হয় পুলিশ (Bolpur Police) সূত্রে খবর, ষড়যন্ত্রের কথায় জেরায় স্বীকার করে নিয়েছেন তিনি। ওয়াসিম পুলিশকে জানায়,তাঁর কাকিমার সঙ্গে গ্রামেরই বাসিন্দা এক হাতুড়ে ডাক্তার চন্দন ইসলামের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বাবা এবং মা বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন তাই চক্রান্ত করে বাবা-মা ও ভাইকে মেরে ফেলা হয়েছে। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রাথমিকভাবে নিখোঁজ ছিলেন চন্দন পরে তাঁকেও আটক করা হয় চন্দনকে আটক করে ষড়যন্ত্র ও তাঁদের সম্পর্কের বিষয়টি আরও বিশদ ভাবে জানার চেষ্টা করছে পুলিশ।

বিক্ষোভ ঠেকানোর চেষ্টায় তৃণমূল  

এদিকে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার (Bolpur Police) অভিযোগ তুলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন বেশ কিছুক্ষণ ধরে বোলপুর এবং বর্ধমান যাওয়ার রাস্তা অবরোধ করা হয় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ এবং বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল।

 

Pankaj Kumar Biswas | 16:22 PM, Sun Jul 07, 2024

Shiboprosad Mukherjee: ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ

নিউজ ডেস্ক: বহুরূপী ছবির শ্যুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পান পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জানা গিয়েছে, শট দিতে গিয়ে কোমরে বেশ চোট পেয়েছেন তিনি। ভর্তি করা হয়েছে হাসপাতালে। হয়েছে এমআরআইও। প্রাথমিক রিপোর্ট জানাচ্ছে, হাড়ে চিড় রয়েছে তাঁর।

গত ফেব্রুয়ারি মাসেই আগামী ছবি 'বহুরূপী'র ঘোষণা করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এই মুহূর্তে শহর জুড়ে চলছে এই ছবির শুটিং। সেই ছবির শুটিং করতে গিয়ে এবার গুরুতর আহত হলেন পরিচালক তথা ওই ছবির অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

জানা গেছে বৃহস্পতিবার সিনেমাটির এক অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফ দেওয়ার সময় আচমকাই কোমরে আঘাত পান পরিচালক। ঘটনা ঘটার পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিত্‍সকদের পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। আগামী কয়েক সপ্তাহ শুটিং বন্ধ রেখে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকেরা।

প্রসঙ্গত, ছবি নিয়ে এর আগে মুখ খুলেছিলেন শিবপ্রসাদ। জানিয়েছিলেন, কেরিয়ারে হাইবাজেট ছবি হতে চলেছে এই ছবি। ৪০ দিন ধরে হবে শুটিং। চলতি বছর পুজোয় বহুরূপী-র মুক্তি পাওয়ার কথা। দিনকয়েক আগে বোলপুরেও শ্যুটিং হয়েছে ছবিটির। ২০২৩- এ রক্তবীজ যেমন বক্স অফিসে ধামাকা তুলেছিল, ২০২৪- এও বহুরূপী ঝড় তুলবে সেই আশাই রাখছে বাংলা ছবির দর্শক। নন্দিতা ও শিবপ্রসাদের এই নতুন ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়।

Sweta Chakrabory | 13:58 PM, Sat Apr 06, 2024

Drunk Police:  বেহুঁশ পুলিশ! মাতাল পুলিশের কাণ্ড দেখতে ভিড় 

নিউজ ডেস্ক: নেশায় হুঁশ নেই। ডাকাডাকি করে অনেক পড়ে মিলছে সাড়া। কথা বলতে গিয়ে জিভ জড়িয়ে আসছে। ভরদুপুরে কারণসুধা পান করে বেহুশ পুলিশ কনস্টেবল (Constable)। বোলপুরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে উর্দি পড়ে গড়াগড়ি দিতে দেখা গেলো, কার্যত হাঁসির রোল পড়েছে বোলপুর লজমোড়ে। পথের ধার থেকে থানার অন্য পুলিশ শেষে তাঁকে ধরে নিয়ে অন্যত্র চলে গেলেন।

ওই পুলিশ নিজের নাম শান্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। তার উর্দিতে থাকা ব্যাচেও এস মুখার্জী লেখা ছিল। বৃহস্পতিবার বোলপুর থানার লজমোড়ে একটি মদের দোকানের উল্টোদিকে উর্দি পড়ে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা যায়। বৃহস্পতিবার এই ঘটনায় কার্যত হাঁসির রোল পড়েছে বোলপুর লজমোড়ে। মজার ছলে অনেকে ছবি তুলে রেখেছেন মোবাইলে। ওই পুলিশকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কি মদ খেয়েছ? তিনি সম্মতিসূচক ভাবে মাথা নাড়িয়ে উত্তর দিয়েছেন। তবে নিজেকে কেষ্ট মণ্ডলের (সম্ভবত অনুব্রত) ভাই বলে বসেন।

এদিকে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন যারা নিরাপত্তা দেয় তারা কী করে ডিউটি চলাকালীন উর্দি পড়ে মদ খেতে পারে। তার পর আবার রাস্তায় চিৎপাত হয়ে পড়ে থাকেন। জানা গিয়েছে, ওই কনস্টেবলের নাম শান্ত মুখার্জি। উর্দি পড়ে দীর্ঘক্ষণ ওই লজমোড়ে এলাকায় পড়ে থাকার পর বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

এদিকে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন,‘ অসুস্থ হয়ে ঘুমিয়ে গিয়েছে।’ পড়ে বোলপুর থানার পুলিশ ওই নেশাগ্রস্ত পুলিশকে পুলিশের গাড়ি করে তুলে নিয়ে যায়। সংবাদমাধ্যমের কর্মীরা ওই নেশাগ্রস্ত পুলিশকে প্রশ্ন করলে তিনি অশ্লীল ভাষায় কথা বলেন।

Sweta Chakrabory | 16:57 PM, Thu Apr 04, 2024

Chandranath Sinha: এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নোটিশ ইডির 

নিউজ ডেস্ক: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নোটিশ ইডির। বুধবারই রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের সঙ্গে চন্দ্রনাথ সিনহার যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া নিয়োগ দুর্নীতিতে কেমন করে মন্ত্রী জড়িত তাও জানতে চায় ইডি অফিসাররা।

প্রসঙ্গত, গত সপ্তাহে বোলপুরের তৃনমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাডিতে তল্লাশি চালায় ইডি। তল্লাশির ভিত্তিতে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় বলে দাবি তদন্তকারী সংস্থার। টানা ১৪ ঘণ্টা তল্লাশির পর বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল। সেই মোবাইল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবার জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের মন্ত্রীকে কলকাতায় কেন্দ্রীয় সংস্থার সদর দফতরে তলব করা হল। তবে মন্ত্রী নিজে না এলেও তাঁর কোনও প্রতিনিধিকে পাঠালেও হবে বলে ইডি-র নোটিসে জানানো হয়েছে৷

উল্লেখ্য ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে একশো জনেরও বেশি নাম রয়েছে। তার মধ্যেই রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। তার পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ, শুক্রবার সকাল পৌনে নটা নাগাদ ইডি আধিকারিকরা বোলপুরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর পাড়ায় পৌঁছন। তিনটি গাড়ি করে আসা ইডি আধিকারিকরা এর পর বোলপুরের নিচুপট্টিতে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেন।

Sweta Chakrabory | 15:25 PM, Tue Mar 26, 2024

Santiniketa Basanta Utsav 2024: বাতিল শান্তিনিকেতনের বসন্তোৎসব! কেন এই সিদ্ধান্ত জানাল কর্তৃপক্ষ


নিউজ ডেস্ক: দোল মানেই শান্তিনিকেতন। তবে শান্তিনিকেতনে এবারও হচ্ছে না বসন্তোৎসব। এনিয়ে টানা পাঁচ বছর ছেদ পড়ল শান্তিনিকেতনের বসন্তোৎসবে৷ তবে কেন এবারও বসন্তোৎসব করল না বিশ্বভারতী কর্তৃপক্ষ, তা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, ভিড়ের কথা ভেবেই বিশ্বভারতীর কর্তৃপক্ষ দোলের দিন বসন্তোৎসব বাতিল করেন। ২৫ মার্চ বিশ্বভারতী চত্বরে পর্যটকরা যাতে না-ঢুকতে পারে সেজন্য নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে, এমনটাই জানা গিয়েছে।

যদিও, বসন্তোৎসবের আশায় বোলপুর-শান্তিনিকেতনে সমস্ত হোটেল, রিসর্ট, লজ বুক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ফলে খুশি হোটেল মালিকরাও। তাঁদের কথায়, 'বসন্ত উৎসব যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বহু টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল। এখনও এই উৎসবের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই এই অবস্থায় পর্যটকদের জন্য পাড়ায় পাড়ায় দোল উৎসবের আয়োজন করলেন স্থানীয় ব্যবসায়ীরা। এরফলে একদিকে যেমন পর্যটকরা দোল উপভোগ করতে পারবেন, তেমনই শান্তিনিকেতনের ব্যবসায়ীদেরও লাভ হতে চলেছে।’

ইতিমধ্যেই এই পাড়ায় পাড়ায় দোল এবং সোনাঝুরি হাটে জমায়েতের কথা মাথায় রেখে ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে। কোথায় গাড়ি পার্ক করা হবে? সেই সম্পর্কে দেওয়া হয়েছে বিস্তারিত তথ্য। তবে শান্তিনিকেতনে বসন্তোৎসব না-হওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ বিশ্বভারতীর পড়ুয়া থেকে প্রাক্তনীদের।

প্রসঙ্গত ২০১৯ সালে শেষ বার শান্তিনিকেতনের আশ্রম মাঠে হয়েছিল বসন্তোৎসব। সেবার অত্যাধিক ভিড় ও প্রশাসনিক ব্যর্থতায় চরম বিশৃঙ্খলা হয়েছিল। এরপর ২০২০ ও ২১ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল বসন্তোৎসব। ২০২২ ও ২৩ সালে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবের আয়োজন করেননি ৷ তাই এবার অনেকেই মনে করেছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক হয়তো বসন্তোৎসবের আয়োজন করবেন ৷ কিন্তু এবারও শান্তিনিকেতনে দোলের দিন হচ্ছে না ঐতিহ্যবাহী বসন্তোৎসব।

তবে জানা গেছে দোলের পর কোনও একদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মী এবং আশ্রমিকদের নিয়ে বসন্ত উৎসব করবে। সেখানে অবশ্য বহিরাগতদের প্রবেশের অনুমতি থাকবে না।

Sweta Chakrabory | 12:09 PM, Mon Mar 25, 2024

ED Raid in Chandranath Sinha’s house: ফের উদ্ধার টাকার পাহাড়! মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার

নিউজ ডেস্ক: রাজ্যে ফের উদ্ধার টাকার পাহাড়। রাজ্যের এক মন্ত্রীর বাড়ি থেকে নগদ উদ্ধার করল ইডি। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে প্রায় ৪১ লক্ষ টাকা উদ্ধার করল ইডি। শুক্রবার সকাল পৌনে ৯টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা দিয়েছিল।

সেই তল্লাশি চলাকালীনই নাকি মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ। সেই টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে ইডি। এর পাশাপাশি মন্ত্রীর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সেই মোবাইলটি বর্তমানে পরীক্ষার জন্যে সিএফএসএল-এ পাঠানো হয়েছে।

জানা গেছে ম্যারাথন তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১০টা নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি আধিকারিকরা। তল্লাশির ফলে চন্দ্রনাথের বাড়ি থেকে বেশি কিছু নথিও উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া টাকার উৎস নিয়ে রাজ্যের মন্ত্রী কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলেও খবর ইডি সূত্রে।

সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সূত্র ধরে রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রীর নাম সামনে এসেছে। কুন্তলের বাড়িতে তল্লাশি চালানোর সময় ১০০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা উদ্ধার করা হয়। সেই তালিকার সূত্র ধরেই নাকি চন্দ্রনাথের বাড়িতে পৌঁছে যান তদন্তকারী অফিসাররা।

Sweta Chakrabory | 13:50 PM, Sat Mar 23, 2024

ED Raid: রাজ্যে আরও এক মন্ত্রীর বাড়িতে ইডি হানা

নিউজ ডেস্ক: রাজ্যে আরও এক মন্ত্রীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) হানা। শুক্রবার সকার থেকেই বোলপুর, চেতলা,বিরাটি সহ লেকটাউনে শুরু হয়েছে ইডির তল্লাশি। ইডির স্ক্যানারে এবার রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে ইডি হানা। তিনটি গাড়ি করে মন্ত্রীর বাড়িতে পৌঁছোন ইডি আধিকারিকরা।

তবে জানা গেছে বোলপুরের নিচু পট্টির বাড়িতে নেই মন্ত্রী। সূত্র মারফত জানা যাচ্ছে মুরারইয়ে গ্রামের বাড়িতে রয়েছেন চন্দ্রনাথ সিনহা। তাই বর্তমানে বোলপুরে মন্ত্রীর স্ত্রী ও দুই পুত্রকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় চলছে ইডির তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

Sweta Chakrabory | 10:48 AM, Fri Mar 22, 2024
upload
upload