Saturday, December 21, 2024

Logo
Loading...
upload upload upload

boycott india campaign in bangladesh

Boycott India in Bangladesh: ভারত বিরোধী বিএনপির চক্রান্ত ভাঙতে তৈরি বাংলাদেশ

নিউজ ডেস্ক: মলদিভের কায়দায় বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দল বিএনপি “বয়কট ইন্ডিয়া” স্লোগানের ডাক দেয়। প্রথমে বিএনপি সমর্থকরা এই রাজনীতির ছোঁয়া থেকে দূরে রাখার চেষ্টা করলেও ফাঁস হয়ে যায় তাঁদের পরিকল্পনা। মূলত দুই দেশের সুসম্পর্কে আঘাত হানতেই এই পরিকল্পনা ছিল বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের। এবার বাংলাদেশের ধর্মগুরুরা বিষয়টি সত্যতা যাচাই করে আসরে নেমেছেন।

এ বিষয়ে বাংলাদেশের ইসলামী ফ্রন্টের নেতা আব্দুস সামাদ বলেন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়ার সময় থেকেই ভারত বিরোধী অপপ্রচার চলছে। এগুলো  উগ্র ধর্মান্ধ, উগ্র পাকিস্তানপন্থী এবং সরকার ও দেশের মানুষকে বিদলে ফেলতে চায় এই ধরণের মানুষ একজোট হয়ে কাজ করছে। এবার বিএনপি কোন ইস্যু না পেয়ে এবং হেরে ভুত হয়ে রাগের জ্বালায় ভারত বিরোধী কার্যকলাপে মগ্ন হয়েছে। বিএনপি বাংলাদেশ বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখা হাসিনার নেতৃত্বে দেস এগিয়ে যাচ্ছে। যারা দশ বভহর আগে ঢাকায় এসেছিলেন তাঁরা এখন ওই শহরকে চিনতে না পারলে অবাক হোরায় কিছু নেই"। 

চলতি মাসেই দুই দেশের সম্পর্ক দৃঢ করতে ভারতে এসেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখেও ভারতের প্রশংসা শোনা গেছে একাধিকবার। এমনকি নির্বাচনের পরেও তিনি ভারতের সঙ্গে মৈত্রীর কথা তুলে ধরেছেন একাধিকবার। দুই দেশের রাষত্রনেতারা মনে করেন প্রতিবেশির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেই অভয়ের লাভ। ফলে বিএনপির মত কোন উগ্র ধর্মান্ধ রাজনৈতিক দলের পাতা ফাঁদে পা না দেওয়াই ভাল বলে মনে করছেন দুই দেশের সুবুদ্ধিসম্পন্ন মানুষ।  

 

Editor | 17:29 PM, Wed Feb 21, 2024
upload
upload