Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

celebrity

Kangana Ranaut: কৃষি আইন ফেরানোর দাবি তুলতেই বিজেপির রোষে পড়ে ক্ষমা চাইলেন কঙ্গনা


নিউজ ডেস্ক: কৃষি বিল ফেরানোর দাবি তুলে আবারও বিতর্কে বিজেপির সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। হরিয়ানা নির্বাচনের প্রাক্কালে তাঁর এহেন বক্তব্য বিজেপিকেও অস্বস্তিতে ফেলে দিয়েছে। বিজেপির রোষানলে পড়ে গোটা কাণ্ডের জন্য ক্ষমা চাইতে বাধ্য হলেন কঙ্গনা। অভিনেত্রী সাংসদ দাবি করেছিলেন, কেন্দ্রের উচিত তিন কৃষি আইন ফিরিয়ে আনা। তাঁর এই মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী শিবির। এমনকী, কঙ্গনার পাশে দাঁড়ায়নি বিজেপি-ও। দলের থেকে ভর্ৎসিত হওয়ার পর এই নিয়ে মুখ খুলেছেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী সাংসদ (Kangana Ranaut) একটি বিবৃতি দিয়ে বলেছেন, ''আমার কথা প্রত্যাহার করলাম।'' দেশের মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন মান্ডির বিজেপি সাংসদ। তিনি বলেন, ''আমার মন্তব্যে অনেকে মর্মাহত হয়েছেন। আমার মনে রাখা উচিত এই মুহূর্তে আমি কেবল একজন অভিনেত্রী নই, আমি এখন একজন রাজনীতিবিদও। আমার মন্তব্যগুলি আর ব্যক্তিগত নয়, দলের প্রতিক্রিয়া হিসেবেও বিবেচিত হবে।''

সম্প্রতি 'এমার্জেন্সি' ছবির প্রচারে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা (Kangana Ranaut)। কঙ্গনা বলেছিলেন, 'কৃষকদের আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি ডেকে এনেছিল।' কঙ্গনা আরও দাবি করেন, কৃষকদের আন্দোলনস্থলে মৃতদেহ ঝুলছিল এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটছিল। মাণ্ডির সাংসদের সেই মন্তব্যের জেরে তাঁকে দলের ভর্ৎসনার শিকার হতে হয়। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কঙ্গনাকে ডেকে পাঠিয়েছিলেন এবং বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, কঙ্গনার মন্তব্য দল সমর্থন করে না। আর সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই তিন বিতর্কিত কৃষি আইন ফিরিয়ে আনার দাবি তুলে নতুন করে দলকে অস্বস্তিতে ফেললেন কঙ্গনা রানাউত।

প্রসঙ্গত, কঙ্গনার ‘এমার্জেন্সি’ নিয়ে এর আগেও শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’র তরফে। অস্ট্রেলিয়া শিখ কাউন্সিলের পক্ষ থেকেও জানানো হয়েছিল লিখিত অভিযোগ। শিরোমণি অকালি দলও প্রবল আপত্তি জানায় ছবি নিয়ে। সেন্সর বোর্ডের হস্তক্ষেপ দাবি করে আদালতে মামলাও করা হয়েছিল। তবে জল্পনা, সেন্সর বোর্ডের ছাড়পত্র কঙ্গনার ছবি পেয়ে গিয়েছে।

Sweta Chakrabory | 18:33 PM, Wed Sep 25, 2024

RJ Kar Incident: আরজি কর কাণ্ডের পর এবার নারী সুরক্ষায় নজর দেওয়ার আর্জি বলিউড সেলেবদের


নিউজ ডেস্ক: আর জি কর (RG Kar Incident) হাসপাতালে কর্তব্যরত তরুণী ডক্তার খুন-ধর্ষণের ঘটনায় আমজনতা থেকে সেলেব সকলের কপালেই ভাঁজ মেয়েদের নিরাপত্তা নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকারি হাসপাতালে যদি একটা মহিলা চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পথেঘাটে নিত্যদিন চলা মেয়েরা কতটা নিরাপদ? আরজি কর কাণ্ডে আগেই সরব হয়েছিলেন একাধিক টলিউড সেলেব্রিটি। আর এবার স্বাধীনতা দিবসে নারী সুরক্ষায় নজর দেওয়ার আর্জি জানালেন বলিউড সেলেবরা (Bollywood celebrity)।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় মুখ খুলছেন বলিউডের একাধিক তারকা (Bollywood celebrity)। হৃতিক রোশন, কৃতি স্যানন, সামান্থা সহ বহু তারকা এই নৃশংস খুনের বিচার চেয়েছে। কখনও আয়ুষ্মান খুরানার কবিতা, কখনও করিনা-আলিয়ার পোস্ট। ৭৮তম স্বাধীনতা দিবসেও প্রশ্নের মুখে নারী সুরক্ষা। বলিউড অভিনেতা (Bollywood celebrity) হৃত্বিক রোশন রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন এই ঘটনায়। সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘হ্যাঁ আমাদের এমন একটা সমাজ তৈরি করতে হবে যেখানে আমরা প্রত্যেকে সুরক্ষিত অনুভব করি। কিন্তু তা হতে দশক পার হয়ে যাবে। কিন্তু ততদিন? এই মুহূর্তে সঠিক বিচারই একমাত্র এই ধরনের সাংঘাতিক ঘটনায় ইতি টানতে পারে।’ অন্যদিকে এই ঘটনায় (RG Kar Incident) কৃতি শ্যানন স্বাধীনতা দিবসের দিন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে আমার অনুরাগীদের শুভেচ্ছা জানাতে ভালো লাগছে না। মন ভালো নেই।’

এছাড়া দক্ষিণী অভিনেতা সামান্থাও মহিলাদের নিরাপত্তা নিয়ে পোস্ট করেছেন। সারা আলি খানও ঘটনার বিচার চেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। মহিলাদের সুরক্ষা নিয়ে একগুচ্ছ কথা প্রতিবাদের সুরে কবিতায় বললেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। একইসঙ্গে এই ঘটনায় (RG Kar Incident) সরব হয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দ, ট্যুইঙ্কল খান্না, করিনা কপূর, আলিয়া ভাট, দিয়া মির্জা, প্রীতি জিন্টা সহ আরও অনেকে। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগের রাতে আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে বুধবার ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্যজুড়ে জমায়েতের ডাক দিয়েছিলেন মহিলারা। মেয়েদের এই রাত দখল অভিযানে সামিল হওয়া প্রত্যেকটি মানুষের দাবি একটাই ‘জাস্টিস ফর আর জি কর।’

Sweta Chakrabory | 11:32 AM, Fri Aug 16, 2024

Kalki 2898 AD: গ্লোবাল বক্সঅফিসে নতুন মাইলফলক ছুঁলো 'কল্কি ২৮৯৮ এডি' 

নিউজ ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলস্টোন ছুঁয়েছে প্রভাসের ছবি 'কল্কি ২৮৯৮ এডি'৷ দুটো ফ্লপ সিনেমার পর এবার নতুন অধ্যায় লিখতে চলেছেন দক্ষিণী তারকা প্রভাস৷ ইতিমধ্যেই তাঁর অভিনীত কল্কি বক্সঅফিসে (Box Office Collection) যে বিজয় রথ দৌড় করাচ্ছেন তা থামানো মুশকিল পঞ্চম সপ্তাহতেও৷ হিসেব বলছে, গ্লোবাল বক্সঅফিসে 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD) ছুঁল নতুন রেকর্ড৷ এখনও পর্যন্ত কল্কির ঝুলিতে এসেছে ১ হাজার ১০০ কোটি টাকা৷ ফলে সিনেমার এই সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজক-নির্মাতা সহ অনুরাগীরাও৷ 

নাগ অশ্বিন পরিচালিত এই ছবি ২৮ দিন ধরে টানা প্রেক্ষাগৃহে রাজত্ব করে চলেছে৷ এ নিয়ে প্রযোজনা সংস্থা বৈজন্তিমুভিসের তরফে বৃহস্পতিবার নতুন একটি পোস্টার সামনে আনা হয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, "বক্সঅফিসে অসাধারণ সাফল্য প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কির৷ ১১০০ কোটি টাকা পার৷ পঞ্চম সপ্তাহেও দারুণ হচ্ছে ছবির কালেকশন৷" 'কল্কি'র সাফল্য ভারতীয় সিনেমার জন্য গৌরবের৷ 

২৭ জুন দেশজুড়ে মুক্তি পায় 'কল্কি' (Kalki 2898 AD)৷ এমনকী, বিদেশের মাটিতেও এই ছবি দেখে মুগ্ধ হন অনুরাগীরা৷ প্রথমদিনেই ছবির ঘরে আসে ৯৫.৩ কোটি টাকা৷ কোনও প্রতিযোগিতা ছাড়াই বক্সঅফিস দখল করে নিতে সক্ষম হয় মাইথোলজিক্যাল এই ছবি৷ সোমবারের তুলনায় মঙ্গলবার এই ছবির আয় বেড়েছে একটু বেশি ৷ আর ২০ কোটি টাকা আয় হলেই শাহরুখ খানের 'জওয়ান'-এর রেকর্ড ভেঙে ফেলবেন প্রভাস৷ নাগ অশ্বিনের মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়কে৷ তেলুগু ছাড়া 'কল্কি ২৮৯৮ এডি' মুক্তি পেয়েছে তামিল, মালয়লম, কন্নড়, হিন্দি ও ইংরাজি ভাষায়৷

উল্লেখ্য, ৬০০ কোটি টাকা বাজেট ছিল এই ছবির৷ তবে প্রযোজকের এই সিদ্ধান্তে চিন্তিত ছিলেন অভিনেতা প্রভাস৷ কারণ এর আগে আদিপুরুষ ও রাধেশ্যাম বিগ বাজেটের দুটি ছবি অসফল থাকে বক্সঅফিসে৷ ফলে এই ছবি কতটা দর্শকরা গ্রহণ করবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন অভিনেতা৷ তবে ছবি (Kalki 2898 AD) মুক্তির পর সাফল্যের ঢেউ ওঠে বক্সঅফিসে৷ মনে করা হচ্ছে, তেলেগু এবং অন্যান্য ভাষায় কম প্রতিযোগিতার কারণে ছবিটি ভারত এবং বিদেশ উভয় বক্স অফিসেই সফলতা পাচ্ছে।

Sweta Chakrabory | 11:24 AM, Fri Jul 26, 2024

Sonakshi Sinha: পরনে লাল বেনারসী, একেবারে বাঙালি সাজে নিজের রিসেপশনে জাহির ঘরণী সোনাক্ষী


নিউজ ডেস্ক: অবশেষে এক হল চার হাত। রেজিস্ট্রি করে বিয়ে সারলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবাল। হিন্দুমতে মালাবদল-সিঁদুরদান বা মুসলিম মতে নিকাহ কোনোটাই হয়নি। রবিবার ছিল তাদের রিসেপশন। সেখানেই একেবারে বাঙালি লুকে (Reception Look) লাল শাড়িতে সেজেছিলেন সোনাক্ষী। আর জাহিরের পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি। 

পরনে লাল বেনারসী, সিঁথিতে সিঁদুর, হাতে লাল আলতা। রিসেপশনে এমন সাবেক সাজেই (Reception Look) নিজেকে সাজিয়ে তুলেছিলেন সদ্য বিবাহিত সোনাক্ষী। রিসেপশন পার্টিতে লেহেঙ্গা ছেড়ে শাড়িতে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সাধারণত বলিউড সেলেব্রিটিরা নিজেদের বিয়েতে হাতে মেহেন্দি পড়েন, কিন্তু সোনাক্ষী তার রিসেপশন লুকে সে সাজল লাল আলতায়।

২৩ জুন, আজ থেকে ৭ বছর আগে এইদিনেই একে অপরকে মনের কথা জানিয়েছিলেন তাঁরা। অর্থাৎ ২০১৭ এর ২৩ জুন থেকে জাহিরের সঙ্গে প্রেমের সম্পর্ক সোনাক্ষীর। দীর্ঘ সাত বছরের প্রেম পেল পরিণতি পেল রবিবাসরীয় সন্ধ্যায়। বাবা শত্রুঘ্ন সিনহার হাত জড়িয়ে জাহিরের সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন বলিউড অভিনেত্রী। সাদা টুইনিংয়ে নজর কেড়েছিলেন নবদম্পতি।

 রিসেপশনে ডিজাইনার লাল শাড়িতে সাজলেও (Reception Look), বিকেলের অনুষ্ঠানের জন্য সোনাক্ষী (Sonakshi Sinha) বেছে নিয়েছিলেন তাঁর মা, পুণম সিংহের শাড়ি। আইভরি শাড়ি, মাথার ফুলে অপরূপা সোনাক্ষী। একই রঙের পোশাক পরেছিলেন জাকিরও। বর-বধূর পোশাকের সঙ্গে মানানসই ছিল এদিনের অনুষ্ঠানের থিমও। মায়ের শাড়ির সঙ্গে পরার জন্য, মায়ের কালেকশন থেকেই গয়না বেছে নিয়েছিলেন অভিনেত্রী। আইভরি সাজে সোনাক্ষীর স্নিগ্ধতা যেন মন ছুঁয়ে গিয়েছে নেটপাড়ার। 

বিয়েতে মেয়ের পাশেই ছিলেন শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা। রিসেপশনে হাত ধরেই ঢোকেন তাঁরা। জাহিরের গোটা পরিবারও হাজির ছিল বিয়ে এবং রিসেপশনে। রেড কার্পেটে একসঙ্গে ধরা দেন জাহিরের মা-বাবা। ২৩ জুন সকাল থেকেই জাহির-সোনাক্ষীর (Sonakshi Sinha) বিয়ে সংক্রান্ত নানা মুহূর্ত ধরা পড়ছিল সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায়। যা সমাজমাধ্যমের পাতায় মুহূর্তেই ছড়িয়ে পড়ছিল। এরপর সন্ধ্যেয় সোনাক্ষী নিজে তাঁর অফিসিয়াল পেজে বিয়ের ছবি পোস্ট করেন।

Sweta Chakrabory | 16:11 PM, Mon Jun 24, 2024

Mithun Chakraborty: উত্তরবঙ্গে শেষ বেলায় জমকালো রোড শো মহাগুরুর

 নিউজ ডেস্ক: লোকসভা ভোটের শেষ বেলার প্রচারে সোমবার আলিপুরদুয়ারে লোকসভা ভোটের বিজেপি মনোনীত প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে নেমেছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty),সকাল থেকেই ৮ থেকে ৮০ বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে আলিপুরদুয়ারের রাজপথে ভিড় জমিয়েছিলেন। ডিআরএম চৌপথী থেকে আলিপুরদুয়ার (Alipurduar) শহরের চৌপথী পর্যন্ত দল মত নির্বিশেষে বিএফ রোডের দু ধারে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন।
প্রচন্ড রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা হাজার হাজার মানুষ একবার তার প্রিয় নায়ক কে দেখার জন্য ঠায় দাঁড়িয়ে ছিলেন। তবে মাধবমোড় এলাকায় এসে মিঠুন চক্রবর্তী প্রচন্ড গরমে ক্লান্ত বোধ করায় হুডখোলা গাড়ি থেকে নেমে যান। এরপর তার কনভয় আলিপুরদুয়ার চৌপথীর দিকে রওনা হয়।
জনসংযোগে মিঠুন-
বাড়ির ছাদে,রাস্তার ধারে মিঠুনকে দেখে ভক্তরা হাত নেড়েছেন, পাল্টা মিঠুন নমস্কার করেছেন। মিঠুনের সঙ্গে হুড খোলা গাড়িতে ছিলেন বিজেপির(BJP) আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা। মহাগুরু গাড়ি থেকে নেমে যেতেই পায়ে হেটে বাকি পথ হেঁটেছেন বিজেপি প্রার্থী মনোজ(Manoj Tigga)। তবে তিনিও গরমে অসুস্থ হয়ে পড়েন। এরপর রাস্তার পাশে বিজেপি কর্মীরা প্রার্থীকে হাওয়া করতে শুরু করেন। কিছুক্ষন পর স্থিতিশীল হন তিনি।
রাজনীতির উর্ধ্বে অন্য ছবি-
অন্যদিকে শহরের ১১ ভাগ কালিবাড়ি এলাকায় জেলা কংগ্রেসের সহ-সভাপতি শ্যামল রায় মিঠুন চক্রবর্তীর কনভয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়েন, তার সঙ্গে হাত মেলাতে আসায় মিঠুন চক্রবর্তী ও পাল্টা হাত এগিয়ে দিয়েছেন। রাজনীতির উর্ধ্বে এ যেন অন্য ছবি ধরা পরল মিঠুনের আলিপুরদুয়ার শোভাযাত্রাকে কেন্দ্র করে।

Sweta Chakrabory | 21:11 PM, Mon Apr 15, 2024

Rudranil Ghosh: বিজেপির ওপর অভিমানী রুদ্রনীল কৃতজ্ঞ আজ-কারন জানালেন নিজেই

নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রার্থী তালিকায় নাম না থাকলেও বিজেপির তারকা প্রচারকদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, জে পি নাড্ডা, অমিত মালব্য, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথদের সঙ্গে একসারিতে জায়গা পেলেন কলকাতার বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। অর্থাৎ পশ্চিমবঙ্গে আগামী লোকসভা ভোটের প্রচারের জন্য বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে রয়েছে ৪০ টি নাম। আর সেই ক্যাম্পেনার লিস্টে রয়েছে রুদ্রনীলের নাম।

এই লিস্টে রুদ্রনীলের নাম রয়েছে ৩৮ নম্বরে। আর তাতেই 'কৃতজ্ঞ' রুদ্রনীল। এই তালিকাপ্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশে সবুজ টিক দিয়ে তালিকাটির ছবি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন রুদ্রনীল।

প্রসঙ্গত, ৩৮ আসনে প্রার্থীদের নাম ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছে বাংলার পদ্ম শিবির। বাকি আর মাত্র ৪ আসনে প্রার্থীদের নাম সামনে আনা। তারই মাঝে মঙ্গলবার ৩৮ টি আসনের মধ্যে নিজের নাম না দেখতে পেয়ে রাখঢাক না রেখে অভিমানের কথা নিজেই প্রকাশ্যে বলেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার তার ঠিক পরের দিনই বিজেপিকে কৃতজ্ঞতা জানালেন তিনি।

Sweta Chakrabory | 16:27 PM, Wed Mar 27, 2024

Election Comission: তারকা প্রার্থীদের প্রচারে কড়া নজরদারি!-জানাল নির্বাচন কমিশনের

নিউজ ডেস্ক: ভোটের মুখে প্রচারে ব্যস্ত সব দলের প্রার্থীরাই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। এবার সেই প্রচারকে কেন্দ্র করেই তারকা প্রার্থীদের জন্য রীতিমতো নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। অন্যান্য প্রার্থীদের মতো তারকা প্রার্থীদেরও আচরণবিধি মেনে চলতে কড়া বার্তা দিয়েছে কমিশন।

ইসি-র তরফে আরও জানানো হয়েছে, তারকা প্রার্থীদের প্রচারে কড়া নজরদারি চালানো হবে। তারকা প্রার্থীরা আচরণবিধি না মানলে রেহাই পাবে না। সে যে দলের প্রার্থী হোন না কেন আচরণবিধি না মানলে কেউ রেহাই পাবে না। বাতিল হতে পারে স্বীকৃতি, এমনকি ভোট-প্রতীকও। নির্বাচনী প্রচারে কোনরকম ঘৃণা বা উস্কানিমূলক বা জাত-ধর্ম নিয়ে কোনও বক্তৃতা দেওয়া যাবে না। শুধু তাই নয় কোনও ধর্মীয় স্থানেও কোনও প্রচার চালানো যাবে না বলে জানিয়েছে কমিশন।

সাম্প্রতিকালে দলের প্রচারে গিয়ে একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ থেকে ঘৃণা ভাষণ শুনেছে গোটা দেশ। ধর্মীয় প্রচার উঠে এসেছে রাজনীতির আঙিনায়। তাই এইরকম ঘটনা রুখতে সতর্ক হচ্ছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। ভোটে জিততে মরিয়া রাজনৈতিক দলগুলি সেলেব্রিটিদের প্রার্থী হিসেবে মনোনয়ন ইদানীং বেশ ট্রেন্ডিং। শাসক থেকে বিরোধী সব শিবিরেই রাজনৈতিক নেতাদের উপেক্ষা করেই জনপ্রিয় মুখের দিকে ঝুঁকছে রাজনৈতিক দলগুলি। এবার সেই তারকা প্রচারকদের জন্যই কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করলে দলীয় প্রতীক হারাতে হবে সেই তারকা প্রার্থীকে।

Sweta Chakrabory | 14:05 PM, Tue Mar 26, 2024
upload
upload