Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

cinema

Globe Cinema: বছর ২০ পরে বাংলা সিনেমা নিয়ে ফিরছে গ্লোব, প্রথমদিন কাউন্টারে নিজের হাতে 'টেক্কা'র টিকিট বিক্রি করলেন দেব


নিউজ ডেস্ক: লিন্ডসে স্ট্রিটের সেই গ্লোব সিনেমার (Globe Cinema) কথা মনে পড়ে? ২০ বছর আগে এই প্রেক্ষাগৃহে শেষবারের মতো সিনেমা দেখানো হয়েছিল। আবার ফিরছে সে। কুড়ি বছর পর চালু হল ধর্মতলার গ্লোব সিনেমা হল। রবিবার গ্লোব সিনেমা হলে নতুন পথ চলার শুরুতে হাজির ছিলেন টলিউড সুপার স্টার দেব ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এদিন টিকিট কাউন্টার থেকে দেব তাঁর পুজোর ছবি ‘টেক্কা’র অ্যাডভান্স টিকিট বিক্রি করলেন। স্বাভাবিকভাবেই গ্লোব সিনেমা নতুন করে খোলায় খুশি সিনেপ্রেমীরা। নতুন এই গ্লোবে নস্টালজিয়ার সঙ্গে যোগ হচ্ছে আধুনিকতার ছোঁয়া। জানা গিয়েছে, লিন্ডসে স্ট্রিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, গ্লোব এখন একটি দুই-স্ক্রীন মাল্টিপ্লেক্স (ডুয়াল-প্লেক্স) যেখানে অত্যাধুনিক সুবিধা রয়েছে, যেখানে বসার ক্ষমতা যথাক্রমে ২৩৯ এবং ১৯৭ জন।
রবিবার সকালে হলে দেখা গিয়েছিল দেব, সৃজিত মুখোপাধ্যায় এবং শতদ্বীপকে। দেব এবং সৃজিতের হাত ধরে নতুন করে উদ্বোধন হয় এই হলের (Globe Cinema)। উদ্বোধনের পরে নিজেদের ছবির টিকিট বিক্রি করতে লেগে পরেন অভিনেতা এবং পরিচালক। জানা গিয়েছে, পুজোয় গ্লোবে এবারে তিনটে বাংলা ছবি টেক্কা, শাস্ত্রী ও বহুরূপী দুটো স্ক্রিনে দেখানো হবে।
আসলে শহরবাসীর নস্টালজিয়া উস্কে দিতে চাইলে গ্লোবে (Globe Cinema) প্রদর্শিত জনপ্রিয় সিনেমাগুলোর তালিকা সামনে রাখলেই যথেষ্ট। ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘ইন্টারভিউ’, ‘কোরাস’, ‘ঘরে বাইরে’, ‘ম্যাকেনাস গোল্ড’, ‘বেন হুর’, ‘জস’, ‘স্টার ওয়ারস’, ‘বেসিক ইন্সটিনক্ট’ এবং ‘টাইটানিক-এর মতো ছবি প্রথমবার গ্লোবে দেখেছিলেন যারা, তাঁদের কাছে এই হলের পুনরুদবোধন নিঃসন্দেহে আনন্দের খবর।
ঐতিহ্যময় গ্লোব (Globe Cinema) সিনেমার সঙ্গে জড়িয়ে আছে পুরনো কলকাতার ইতিহাস। ১৯২২ সালে জনসাধারণের বিনোদনের জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গড়া হয়েছিল এই সিনেমা হল। সেই থেকে একের পর এক হাউজফুল সিনেমার আঁতুড়ঘর এটিই। ২০১৪ সালে মাল্টিপ্লেক্সের রমরমার শুরুয়াতের দিনগুলিতে হঠাৎ থমকে যায় গ্লোব। তবে ২০ বছর পর আবার সেই পুরনো স্বাদ ফিরে পেতে চলেছেন শহরবাসী। সেপ্টেম্বরের শেষেই খুলে যাবে গ্লোব। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কার হাত ধরেই শুরু হবে গ্লোবের নতুন পথচলা। এক সময়ে যে সিনেমা হলে শুধুই বিদেশি ছবি চলত, সেই প্রেক্ষাগৃহ ফিরল বাংলা ছবি দিয়ে।

Sweta Chakrabory | 17:45 PM, Mon Oct 07, 2024

National Cinema Day: সিনেমা প্রেমীদের জন্য দারুণ সুখবর! এবার মাল্টিপ্লেক্সে হরেক ফিল্ম মাত্র ৯৯!


নিউজ ডেস্ক: সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর! মাত্র ৯৯ টাকাতেই কাটতে পারবেন পিভিআর আইনক্সের সিনেমার টিকিট। একটি নির্দিষ্ট দিনে গ্রাহকদের জন্য এই বিশেষ ছাড়ের সুবিধা দিতে চলেছে সংস্থাটি। সম্প্রতি পিভিআর এবং আইনক্সের পক্ষ থেকে একটি নতুন অফারের ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, এই অফারটির সৌজন্যে আপনি মাত্র ৯৯ টাকা খরচ করেই দেখতে পারবেন আপনার পছন্দের সিনেমা। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের ২০ তারিখ জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করতে চলেছে পিভিআর আইনক্স। সেই দিনেই এই বিশেষ ছাড়ের সুবিধাটি পাওয়া যাবে।

মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এমএআই) দেশের সিনেমা হলগুলির সাথে জোট বেঁধে এই অফার নিয়ে এসেছে। জানা গেছে, এবারের সিনেমা দিবসে ৪০০০-এরও বেশি সিনেমা হল এই ইভেন্টে অংশ নিচ্ছে, যার মধ্যে আছে পিভিআর আইনক্স, সিনেপোলিস, মিরাজ, সিটিপ্রাইড, এশিয়ান, মুক্তা এ২, মুভি টাইম, ওয়েভ, এম২কে, ডিলাইট এবং আরও অনেক। তবে, যে বিষয়টি মাথায় রাখতে হবে –এই দুর্দান্ত অফারটি শুধুমাত্র সাধারণ সিটের জন্যই প্রযোজ্য, রিক্লাইনার বা ফোরডিএক্স এবং আইম্যাক্স-এর মত প্রিমিয়াম ফর্ম্যাটের জন্য নয়। তবুও, মাত্র ৯৯-টাকায় এমন একটি অভিজ্ঞতা পাওয়ার সুযোগ সত্যিই দুর্লভ।

টিকিট বুকিংয়ের জন্য দুই ধরনের (অনলাইন এবং অফলাইন) সুবিধাই থাকছে। অনলাইনে বুক করার জন্য বুক মাই শো (BookMyShow), পেটিএম (Paytm)-এর মত প্ল্যাটফর্মগুলিতে অথবা নির্দিষ্ট মাল্টিপ্লেক্সগুলির ওয়েবসাইটে গিয়ে সহজেই টিকিট কেটে নিতে পারবেন আগ্রহী দর্শকরা। অফার সংক্রান্ত অতিরিক্ত তথ্য, যেমন টিকিট ও খাবার(স্ন্যাক্স) এবং পানীয়ের(ড্রিংকস্) বিশেষ ছাড়, সিনেমা হলগুলির সোশ্যাল মিডিয়া চ্যানেল, ওয়েবসাইট, এবং সরাসরি সিনেমা হলে পাওয়া যাবে।

এ প্রসঙ্গে শিলিগুড়ির একটি বেসরকারি শপিং মলে অবস্থিত আইনক্স এর ম্যানেজার সায়ক পাল জানিয়েছেন, “সিনেমা ভারতীয় দর্শকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। সিনেমার সঙ্গে মানুষের আবেগ জড়িত। আমরা ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ –উদযাপন করতে চলেছি। এই উদযাপনকে কেন্দ্র করে আমরা এখন থেকেই একটি অতুলনীয় উৎসাহ বোধ করছি। গ্রাহকদের থেকে ভাল সাড়া পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”

ইতিমধ্যেই এই ছাড়ের সুবিধাটি চালু করে দেওয়া হয়েছে। অর্থাৎ, এই ছাড়ের সুবিধা-সহ টিকিট কাটতে ইচ্ছুক ব্যক্তিরা এখনই মাত্র ৯৯ টাকার বিনিময়ে পছন্দের সিনেমার টিকিট বুক করতে পারবেন। তবে শুধুই শুক্রবারের জন্য।

Sweta Chakrabory | 14:46 PM, Fri Sep 20, 2024

Chander Pahar: ১১ বছর পর ফের বড়পর্দায় শঙ্করের অ্যাডভেঞ্চার! প্রেক্ষাগৃহে আসছে 'চাঁদের পাহাড়'


নিউজ ডেস্ক: প্রায় ১১ বছর পর আবারও প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাচ্ছে দেবের 'চাঁদের পাহাড়' (Chander Pahar)। শুক্রবারই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই খবর দিয়েছে প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এদিন এসভিএফের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টার শেয়ার করা হয়। সেখানে শঙ্কররূপে দেবের দেখা মেলে।

পোস্টারে লেখা, 'আরও একবার, বড়পর্দায়। ২০ সেপ্টেম্বর'। ক্যাপশনে লেখা হয়, 'চাঁদের পাহাড় (Chander Pahar) তোমায় ডাকছে..., শঙ্করের অ্যাডভেঞ্চার আবারও ফিরছে বড়পর্দায়! 'চাঁদের পাহাড়' পুনরায় মুক্তি পাচ্ছে ২০ সেপ্টেম্বর।' এই পোস্ট এদিন শেয়ার করেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। লেখেন, 'এবার পুজোয়, পুনরায় মুক্তি পাচ্ছে'।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে হাজির হয় 'চাঁদের পাহাড়' (Chander Pahar)। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এই জনপ্রিয় উপন্যাসকে পর্দায় রূপ দেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এই ছবির মুখ্য চরিত্রে দেখা মেলে দেবের। সে সময় প্রবল প্রশংসিত হয় দেবের অভিনয়। আর এরপর ঠিক ১১ বছর পর ফের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'চাঁদের পাহাড়'। আগামী ২০ সেপ্টেম্বর বড়পর্দায় ফের দেখা যাবে এই ছবি।

আসলে কিছুদিন আগেই প্রযোজনা সংস্থার তরফে একটি রিল পোস্ট করে অনুরাগীদের থেকেই জানতে চাওয়া হয় যে পুনরায় তাঁরা 'চাঁদের পাহাড়' (Chander Pahar) বড়পর্দায় দেখতে চান কি না। স্বাভাবিকভাবেই মেলে বিপুল সাড়া। আর দর্শকদের থেকে এই বিপুল সাড়া পেয়েই এমন সিদ্ধান্ত নিল প্রযোজনা সংস্থা। এবার শুধু সময়ের অপেক্ষা। পুজোর আগে পেক্ষাগৃহে আবার 'চাঁদের পাহাড়' দেখতে ভিড় কেমন হয় তা অবশ্য সময় বলবে।

এই বিষয়ে বলে রাখা ভালো এসভিএফের সঙ্গে দেবের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি হল চাঁদের পাহাড় (Chander Pahar)। এই ফ্র্যাঞ্চাইজির দুটো ছবি আছে, চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান। দুটো ছবির পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

Sweta Chakrabory | 15:32 PM, Fri Sep 06, 2024

Kalki 2898 AD: সাত দিনে কত টাকার ব্যবসা করল প্রভাস-দীপিকার ছবি?


নিউজ ডেস্ক: বিশ্ব বক্স অফিসে রেকর্ড গড়ল বলিউডের কল্কি (Kalki 2898 AD)। গত ২৭ জুন রিলিজ করেছে কল্কি ২৮৯৮ এডি। ভারতীয় বক্স অফিসে ছবি রিলিজের প্রথম পাঁচ দিনেই প্রায় সাড়ে তিনশো কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল এই সিনেমার আয়। আর এবার সিনেমা রিলিজের ৭ দিনের মধ্যেই বিশ্ব বক্স অফিসে (Box Office Collection) ৭০০ কোটির ও বেশি আয় করল প্রভাস ও দীপিকা পাডুকোন অভিনীত কল্কি ২৮৯৮ এডি। জানা গিয়েছে সারা বিশ্ব জুড়ে সমস্ত ভাষা মিলিয়ে এখনও অব্দি ৭২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। সফল সপ্তাহান্তের পর কাজের দিনগুলিতেও আয়ের একটি স্থির গতি বজায় রেখেছে কল্কি।

এ প্রসঙ্গে এই সিনেমার প্রযোজক বৈজয়ন্তী মুভিজ জানিয়েছে যে, ছবিটি বিশ্বব্যাপী ৭০০ কোটির বেশি আয় (Box Office Collection) করেছে। আগুনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া দীপিকার চরিত্রের একটি পোস্টার শেয়ার করে, তারা লিখেছেন, "স্বপ্নের দৌড় অব্যাহত রয়েছে। এর জাদুটির সাক্ষী থাকুন।'' একইসঙ্গে তারা একটি প্রেস বিজ্ঞপ্তিও শেয়ার করেছে। এই ছবির নির্মাতারা আশা করছেন কল্কি ১০০০ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে যাবে। 

উল্লেখ্য, নাগ অশ্বিন পরিচালিত কল্কি (Kalki 2898 AD) একটি সায়েন্স ফিকশন থ্রিলার। এই ছবিটি তেলুগু এবং হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছে। ভৈরবের চরিত্রে অভিনয় করেছে প্রভাস। এছাড়াও অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন ও কমল হাসান যথাক্রমে অশ্বত্থামা, সুমতী এবং সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন । নেগেটিভ রোলে সবার প্রশংসা কুড়িয়েছেন বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও৷ ভারতে এখনও পর্যন্ত এই ছবির মোট আয় ৩৪৩ কোটি ৬০ লাখ। জানা গিয়েছে বাহুবলী এবং সালারের পরে কল্কি প্রভাসের চতুর্থ ফিল্ম, যা বিশ্বব্যাপী ৭০০ কোটি টাকারও বেশি ব্যবসা করল৷

Sweta Chakrabory | 17:47 PM, Thu Jul 04, 2024

Film Based On Sandeshkhali: অগ্নিগর্ভ সন্দেশখালি এবার রুপোলী পর্দায়

নিউজ ডেস্ক: বাস্তবের ঘটনা এবার সিনেমার পর্দায়। সন্দেশখালির বাঘ শেখ শাহাজাহানের কর্মকাণ্ড এবার ফুটে উঠবে রুপোলী পর্দায়। সন্দেশখালির ঘটনার ওপর ভিত্তি করে গড়ে উঠবে সিনেমা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার। সিনেমার চিত্রনাট্য লিখেছেন অমিতাভ সিং ও ইশা বাজপেয়ী।

সিনেমাটি প্রযোজনা করবেন সুমিত চৌধুরী এবং কেওয়াল শেঠি। সৌরভ তেওয়ারি পরিচালিত সিনেমাটির কাজ শুরু হবে ২০২৪ সালের আগস্টে। ছবি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে। কাস্টও নাকি ঠিক হয়ে গেছে। তবে, কারা কারা অভিনয় করছে তা এখনও জানা যায়নি। সিনেমার নাম আপাতত ঘোষণা করেননি নির্মাতারা। তবে টিজার পোস্টারে সন্দেশখালি নামটি জ্বলজ্বল করছে।

প্রসঙ্গত, সন্দেশখালির ঘটনায় বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে ইতিমধ্যেই। তাঁর বিরুদ্ধে জমি দখল ও যৌন নিপীড়নের অভিযোগও আছে। ৫০ দিন ফেরার থাকার পর অবশেষে শাহজাহানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিস। ২৯ ফেব্রুয়ারি সুন্দরবনের সন্দেশখালি দ্বীপ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মিনাখা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যৌন হয়রানির অভিযোগ ছাড়াও, শাহজাহানের বিরুদ্ধে রেশন কেলেঙ্কারির মামলাও রয়েছে। তবে এখনও প্রমাণ হয়নি সেখানকার মানুষদের অভিযোগ সত্যি নাকি মিথ্যা। এবার সেই ঘটনা নিয়েই বানানো হবে ছবি।

সম্প্রতি বঙ্গসফরে এসে সন্দেশখালিকে হাতিয়ার করেই লোকসভা ভোটের প্রচার করে গিয়েছেন খোদ নরেন্দ্র মোদি। এবার সেই অঞ্চলের রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদ যখন সিনেম্যাটিক ভাষায় উঠে আসবে, তখন সেই ছবি নিয়ে যে আলাদা কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য।

Sweta Chakrabory | 17:00 PM, Sat Mar 09, 2024

Suchitra Sen: এক দশক হল নেই মহানায়িকা

নিউজ ডেস্ক: মহানায়িকা সুচিত্রা সেনের নেই এক দশক হল। ২০১৪ সালের ১৭ জানুয়ারি না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি অভিনেত্রী। দর্শকরা আজও সুচিত্রার নস্টালজিয়ায় মুগ্ধ। তাঁর অভিনয় যেন রুলবুক। চোখ কথা বলত অভিনেত্রীর। তিনি বয়সকালে চলে যান লোকচক্ষুর আড়ালে। শেষকালে একটি ছবি সামনে এসেছিল বটে। তবে সেই ছবি নিয়ে তৈরি হয় বিতর্ক। দীর্ঘ অসুস্থতার পর আজকের দিনেই তিনি ইহজগৎ ছেড়ে চলে যান। তাঁর প্রয়াণ দিবসে রইল তাঁর অভিনয়জীবনের জানা-অজানা।

সুচিত্রা সেন অভিনীত প্রথম বাংলা সিনেমা ‘শেষ কোথায়’ আজও মুক্তি পায়নি। ১৯৫২ সালে নির্মিত হয়েছিল সিনেমাটি।

১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে ‘সাত পাকে বাঁধা’ ছবির জন্য স্বীকৃতি পান সুচিত্রা সেন। আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী প্রথম বাঙালি অভিনেত্রী তিনি।

মহানায়ক উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি চিরস্মরণীয়। তাঁরা প্রায় ৩০ ছবিতে একসঙ্গে অভিনয় করেন।

বলিউডে ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে বেশ কয়েকটি ছবি হয়েছে। পার্বতী চরিত্রে প্রথম অভিনয় করেছেন সুচিত্রা সেন। বলিউডে সুচিত্রা সেনের প্রথম ছবি ছিল ‘দেবদাস’।

সুচিত্রা সেন দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেন।

শুটিং ডেট না থাকার কারণে সত্যজিৎ রায়ের ‘চৌধুরানী’ ছবিতে কাজ করতে চাননি সুচিত্রা সেন। সে কারণে সত্যজিৎ রায় ছবিটিই আর বানাননি।

সুচিত্রা সেনের ‘আন্ধি’ গুজরাটে মুক্তির পর ২০ সপ্তাহ নিষিদ্ধ ছিল। কারণ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছায়া থাকার কারণে বিতর্ক সৃষ্টি হয়। ১৯৭৭ সালে জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর গুজরাটের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় ছবিটি।

Editor | 15:39 PM, Wed Jan 17, 2024
upload
upload