Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

cyber fraud syndicate

Guwahati: গুয়াহাটিতে ফাঁস সাইবার ক্রাইম সিন্ডিকেট, গ্ৰেফতার আট

নিউজ ডেস্ক: গুয়াহাটি মহানগর পুলিশ ফাঁস করল সাইবার ক্রাইম সিন্ডিকেট। আজ সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে গ্রেফতার এবং সাতজনকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই তাদের হেফাজত থেকে অসংখ্য এটিএম ডেভিড কার্ড, চার চাকার গাড়ি, মোটর বাইক ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে।

আজ মহানগর পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে বরাগাঁওয়ের বামুনপাড়ায় অবস্থিত তালুকদার হোটেল ও লজে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক সাইবার ক্রাইম সিন্ডিকেট উৎখাত করেছে পশ্চিম গুয়াহাটি পুলিশ। অভিযানকালে পুলিশ হোটেল থেকে ১৫ জন সন্দেহভাজনকে আটক করেছে৷ জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সূত্রটি জানিয়েছে, সাইবার ক্রাইমের এই গ্যাঙ একটি বিস্তৃত ‘মিউল ব্যাংক অ্যাকাউন্ট’ নেটওয়াৰ্ক গড়ে বিপুল হারে সাধারণ মানুষের অর্থ লুণ্ঠন করছিল। গ্যাঙটি বিশেষ করে টার্গেট করত গরিব, খেটে খাওয়া মানুষকে।

গ্রেফতারকৃতরা যথাক্রমে বরপেটার শাহ আলম (২৯), আজিজুল হক (২৫), রুবুল হোসেন খান (৩৭), হাসান আলী (৩৬), কয়াকুচির আলামিন খান (২৫), বরপেটা সদরের কাজি সাদ্দাম হোসেন (৩২), আব্দুল কালাম (৩১) এবং বরপেটা রোডের আজিম উদ্দিন আলি (৩৭)। পুলিশ তাদের হেফাজত থেকে ৩১টি মোবাইল ফোনের হ্যান্ডসেট, ৩৬টি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকের ২১টি চেকবুক, সাতটি স্ট্যাম্প, চারটি চার চাকার গাড়ি, একটি মোটর সাইকেল, চারটি হার্ড ড্রাইভ, একটি ল্যাপটপ এবং এই অপরাধের সঙ্গ সম্পৃক্ত বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।

Sweta Chakrabory | 14:17 PM, Thu Nov 14, 2024
upload
upload