Saturday, September 21, 2024

Logo
Loading...
upload upload upload

darjeeling

Darjeeling: কফিনবন্দি হয়ে ঘরে ফিরল নিহত সেনা জওয়ানের দেহ, কী বললেন মা?

নিউজ ডেস্ক: কফিনবন্দি হয়ে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির ব্যাঙডুবি সেনা ছাউনি থেকে দার্জিলিংয়ে (Darjeeling) বাড়ির উদ্দেশ্যে রওনা হল ব্রিজেশ থাপা। জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গিদের গুলিতে শহিদ (Army Martyr) হন দার্জিলিঙের সেনা জ‌ওয়ান ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। তাঁর মৃতদেহ বুধবার বিকেলে বাগডোগরায় আনা হয়। শহিদের কফিনবন্দি দেহ ফিরতেই পাহাড়-সমতল সর্বত্র শোকের ছায়া। এদিন কার্শিয়াং হয়ে ব্রিজেশের মৃতদেহ দার্জিলিংয়ে লেবংয়ের বাড়িতে শায়িত থাকবে। শুক্রবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বুধবার দিল্লি থেকে বিশেষ বিমানে  বাগডোগরা বায়ুসেনার ছাউনিতে অবতরণের পর ব্যাঙডুবি সেনা ছাউনিতে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয় এই বীর শহিদের মৃতদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হয় শহিদ সেনা জওয়ানকে। শহিদ ব্রিজেশ থাপাকে শেষ শ্রদ্ধা জানান দার্জিলিংয়ে র সাংসদ রাজু বিস্তা, দার্জিলিং (Darjeeling) জেলাশাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার প্রবীন প্রকাশ, জিটিএ চিফ এক্সিকিউটিভ অনীত থাপা, শিলিগুড়ির মহকুমাশাসক অবোধ সিঙ্ঘল ও সেনাবাহিনীর আধিকারিকেরা।

শহিদ জওয়ানের মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ছেলের দেহ ফিরতেই কান্না ভেঙে পড়েন মা। শহিদ ছেলেকে শ্রদ্ধা জানিয়ে চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, ছেলের সঙ্গে আর দেখা হবে না। তবে, দেশের জন্য ওঁর মৃত্যু গর্বেরও। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা আপনাদের সন্তানদের সেনা বাহিনীতে পাঠান। তাহলে আমাদের দেশ সুরক্ষিত হবে।

পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, ফের একবার এয়ার স্টাইক করা দরকার। পাকিস্তান  ক্রমাগত ভারতকে উত্ত্যক্ত  করে চলেছে। ভারত সরকারের তার কড়া জবাব দেওয়া উচিত। আর এজন্য আরও একটা এয়ার স্ট্রাইকের প্রয়োজন রয়েছে। সীমান্তে জীবন দিয়ে আমাদের জওয়ানরা (Army Martyr) আমাদের সুরক্ষা দেন। আমাদেরও কর্তব্য, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা। তারজন্য কেন্দ্রীয় সরকারের কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার।

Sweta Chakrabory | 13:48 PM, Thu Jul 18, 2024

North Bengal Weather: উত্তরবঙ্গে ফের বৃষ্টি, ধসের জেরে ব্যাহত যান চলাচল

নিউজ ডেস্ক: কয়েকদিনের বিশ্রামের পর মঙ্গলবার রাত থেকে ফের অঝোরে বৃষ্টি (North Bengal Weather)শুরু হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে। এর জেরে সমতলেও জনজীবন বিপর্যস্ত হল ভারি বৃষ্টির কারণে ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কে। ফলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল ওই জাতীয় সড়ক। অন্যদিকে কালিঝোড়া এনএইচপিসি বাংলা সংলগ্ন রাস্তার ওপর বড় গাছ পড়ে বিঘ্নিত হয় যান চলাচল। এর জেরে সাময়িকভাবে বন্ধ ছিল তিস্তা বাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা। তবে দ্রুততার সঙ্গে গাছ এবং পাথর সরিয়ে দেওয়ায় ফের রাস্তা খুলেছে স্বাভাবিক হয়েছে যান চলাচল

অঝোরে বৃষ্টি, বাড়ছে ধস

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত থেকে উত্তরবঙ্গের (North Bengal Weather) বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে নতুন করে বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে পাহাড়ের বহু ছোট বড় রাস্তা বন্ধ রয়েছে কালিম্পং জেলার লিকুভিড়ে ফিরে ধস নামার কারণে ১০ নম্বর জাতীয়সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম এর মধ্যে অন্যদিকে কালিঝোড়াতেও ঝড়ের কারণে এনএইচপিসি সংলগ্ন রাস্তার উপরে গাছ পড়ে যান চলাচল বিঘ্নিত হয় বৃষ্টিপাতের কারণে তিস্তা থেকে মেল্লি বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ফের চালু হয়েছে

ফিরছে তিস্তার ভয়াবহ স্মৃতি

মঙ্গলবার রাতের বৃষ্টিপাত কয়েক দিন আগের তিস্তার ভয়াবহ স্মৃতিকে ফিরিয়ে এনেছে প্রশাসন সূত্রের খবর তিস্তার জলস্তর ফে বৃদ্ধি পাচ্ছে তিস্তা বাজার সংলগ্ন ডেওগ্রাম এলাকাতেও হু-হু করে জলস্তর বাড়ছে গত বছর সিকিমের বিপর্যয়ের জেলে তিস্তা নদী গতিপথ বদলেছে উঁচু হয়েছে তিস্তার নদীখাত। এর জেরে টানা কয়েকদিন (North Bengal Weather) বৃষ্টিপাত হলেই সমতলেও তিস্তা ফুলে ফেঁপে উঠবে তাই বিশেষভাবে নজর রাখছে স্থানীয় প্রশাসন

Pankaj Kumar Biswas | 17:44 PM, Wed Jun 26, 2024

Darjeeling Road Closed: কালিম্পঙে রাস্তায় ধস, ফুঁসছে তিস্তা,আবওহাওয়া উন্নতি কবে উত্তরবঙ্গে, জেনে নিন…

নিউজ ডেস্ক: দার্জিলিঙে প্রবল বৃষ্টিতেফুঁসছে তিস্তা নদী পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে তিস্তা নদীর দুই পাড়ে একাধিক রাস্তা ইতিমধ্যেই বন্ধ (Darjeeling Road Closed) হয়ে গেছে দার্জিলিং কালিম্পং সড়ক ফলে যারা কালিম্পং বেড়াতে গিয়েছেন তাঁরা ফিরে আসার সময় সমস্যায় পড়তে পারেনপর্যটকদের সাবধান করা হচ্ছে যাতে কোনভাবেই ঝুঁকি না নিয়ে তাঁরা ফিরে আসার চেষ্টা করেন বিশেষ করে তিস্তা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে কালিম্পং জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলা দপ্তর গোটা পরিস্থিতির উপর নজর রাখছে

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই

আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এই মুহূর্তে কোন সম্ভাবনা নেই অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্যাটেলাইটে যে ছবি ধরা পড়েছে তাতে ধারণা করা হচ্ছে উত্তরে জেলাগুলিতে অন্তত ৪ থেকে ৫ দিন আর বৃষ্টি হবে। ফলে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির পরে উত্তরবঙ্গের আরওএকাধিক নদীর জলস্তর বেড়ে যেতে পারে।

নতুন করে ধসের আশঙ্কা (Darjeeling Road Closed)

স্থানীয় সূত্রে খবর দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ১০ নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়া হয় তবে খুব ধীরগতিতে যানবাহন চলছে অত্যন্ত সাবধানে যাতায়াত করার জন্য বলা হয়েছে কারণ একাধিক জায়গায় মূল রাস্তার উপর জল উঠে গিয়েছে এর জেরে যে কোন মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে বহু জায়গায় নতুন করে (Darjeeling Road Closed) ধস নেমেছে। রবিঝোরা এবং লিকুভির এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ধসপ্রবণ এলাকায় ইতিমধ্যেই সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে।

বাড়ছে জলস্তর

প্রশাসন সূত্রে খবর, সিকিম দার্জিলিং এবং কালিম্পং-এ প্রবল বৃষ্টির জেরে যাতায়াতে (Darjeeling Road Closed) সমস্যা তৈরি হয়েছে পাহাড়ে ধস নামছে দুকুল ছাপিয়ে বইছে তিস্তা নদীর জল দার্জিলিং কালিম্পং সড়কের উপর দিয়ে জল বয়ে চলেছে ক্রমাগত ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর আগে বালুখোলা এবং লিকুভিরে ধস নেমেছিল সে কারণেই ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখতে হয় ফলে পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ হয়ে ওঠে। সিকিম, ভুটান এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি জেরে নদীগুলিতে জলস্তর আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে

 

Pankaj Kumar Biswas | 19:08 PM, Thu Jun 20, 2024

Raju Bista: প্রচারে গিয়ে তৃনমূলকে তুলোধোনা রাজু বিস্তার 

 নিউজ ডেস্ক: জনগণের থেকে ট্যাক্স (Tax) নিয়ে জনগণকে জল না দিলে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি (PHE) দপ্তরের ইঞ্জিনিয়ারদের ওপর আইনের ডান্ডা চলবে। বৃহস্পতিবার শিলিগুড়ি (Siliguri) মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ফাঁসিদেওয়ার (Fasidewa) গ্রামীণ এলাকায় জনসংযোগ যাত্রা করেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ।

ভোট প্রচারে এলাকাবাসী মুখে জলের কষ্টের কথা শোনার পর রাজু বিস্তা PHE ইঞ্জিনিয়ারদের এই ভাষায় সতর্ক করেন। কেন একথা বললেন রাজু বিস্তা এদিন ভোট প্রচারে ফাঁসিদেওয়া ব্লকের চটহাট, লেউসিপাকুরি, জালাসনিজনমতারা সহ বিস্তীর্ণ এলাকা চষে বেড়ান রাজু বিস্তা। প্রায় প্রতিটি জায়গাতেই বাসিন্দারা বিদায়ী সংসদের কাছে এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার(Water Scarcity) কথা তুলে ধরেন।

একথা শোনার পর রাজু বিস্তার বলেন, “গ্রামের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্র সরকার প্রয়োজনীয় টাকা রাজ্যের তৃণমূল সরকারকে দিয়েছে। কিন্তু সেই টাকায় দুর্নীতি (Scam) হয়েছে। PHE ইঞ্জিনিয়াররা মানুষের ঘরে জল পৌঁছে দেননি। তাই আমি বলছি জনগণের টাকায় জনগণকে জল দিতে হবে। তা নাহলে ওই ইঞ্জিনিয়ারদের উপর আইনের ডান্ডা চলবে। আমি যতটা ভদ্র ভাবে কথা বলি কাজের ক্ষেত্রে তার থেকে আরও বেশি কঠোর পদক্ষেপ করি।”

গরু চুরি নিয়েও সরব বিজেপি প্রার্থী ভারত-বাংলাদেশ সীমান্ত (Border) লাগোয়া ফাঁসিদেওয়ার গ্রামগুলিতে প্রতিদিনই গরু চুরির (Cattle Smugling) অভিযোগ রয়েছে। প্রায় প্রতি রাতেই গৃহস্থের গোয়াল থেকে গরু চুরি হয়ে যাচ্ছে। এদিন প্রচারে বিদায়ী সাংসদকে গ্রামবাসীরা তাদের এই সমস্যার কথাও জানান।

এ প্রসঙ্গে রাজু বিস্তা বলেন, “প্রতিদিনই ফাঁসিদেওয়ার এই ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু চুরি হয়। পুলিশ এর সঙ্গে যুক্ত না থাকলেই এটা সম্ভব নয়। যেভাবে গরু চুরি সহ অন্যান্য চুরির ঘটনা বেড়েই চলেছে তাতে এই জেলাকে চুরির জেলা হিসেবে ঘোষণা করতে হবে। তাই পুলিশ প্রশাসনকে আমি এ ব্যাপারে সতর্ক করছি, গরু চুরি বন্ধ করার ব্যাপারে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার জন্য।”

Sweta Chakrabory | 17:17 PM, Thu Apr 04, 2024

Vigilance: পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ আইপিএস প্রদীপ কুমার যাদবের

নিউজ ডেস্ক: পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ। সংবেদনশীল বুথে অতিরিক্ত নজর আরোপের নির্দেশ নির্বাচন কমিশনের পুলিশ অবজারভার আইপিএস প্রদীপ কুমার যাদবের। শিলিগুড়িতে (Siliguri) নির্বাচনের মুখে তাজা বোমা উদ্ধারের ঘটনার পরই বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বৈঠক করেন নির্বাচন কমিশনে নিযুক্ত পুলিশ অবজারভার আইপিএস প্রদীপ কুমার যাদব। এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে জরুরী বৈঠক তলব করা হয় জেলা নির্বাচনী আধিকারিকদেরও। পুলিশ কমিশনার(Police Commissioner) সি সুধাকর, ডিসি হেডকোয়ার্টার তন্ময় সরকার, ডিসি ট্র্যাফিক বিসি ঠাকুর ও অন্যান্য পুলিশ আধিকারিক এবং জেলা প্রশাসনের তরফে সহকারী জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ম্যারাথন বৈঠক চলে অবজার্ভারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন শিলিগুড়ি কমিশনারেটের অধীনস্থ জলপাইগুড়ি (Jalpaiguri) লোকসভা ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের অংশের অবস্থান, নিরাপত্তা জনিত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কমিশনারেটের অধীনে থাকা দুই লোকসভা কেন্দ্রে কতগুলি সংবেদনশীল বুথ রয়েছে। সেখানকার পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট বুঝে নেন। জানা গিয়েছে পুলিশ অবজার্ভার মূলত কেন্দ্রীয় বাহিনী সঙ্গে পুলিশের সমন্বয় বৃদ্ধির কথা জানিয়েছেন। সমন্বয় বজিয়ে রেখে নির্বাচনী পরিস্থিতিতে কার্যে নামার নির্দেশ দিয়েছে। সংবেদনশীল বুথ  ও এলাকা গুলিতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ। বিশেষ করে শিলিগুড়ি একই পাড়ায় পাশাপাশি রাস্তায় পৃথক দিনে নির্বাচন। সে সমস্ত এলাকায় অন্য কেন্দ্রের লোক নির্বাচনী এলাকায় আশেপাশে ঘোরাফেরা ও জমায়েত রোধ করার একটা বড় চ্যালেঞ্জ। জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুরনিগমের ১৪ টি ওয়ার্ড ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার অধীনে। ফলে এই কেন্দ্রে লোকসভা নির্বাচন ১৯শে এপ্রিল। আবার দার্জিলিং (Darjeeling) লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়ির বিস্তারিত অংশে নির্বাচন ২৬শে এপ্রিল। ফলে বেশ কিছু এলাকা এমন রয়েছে যেখানে রাস্তার এপার ওপারে পৃথক দিনে নির্বাচন। ফলে সেক্ষেত্রে নির্বাচনে বিধি-নিষেধের আওতায় জমায়েত নিয়ন্ত্রণ করা একটা চ্যালেঞ্জ। একইসঙ্গে নির্বাচনী বিধি নিষেধের আওতায় নির্দেশিতাকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়তে রাজনৈতিক প্রচার মিটিং মিছিল বন্ধ করার ক্ষেত্রেও কার্যত সুতোর ফাঁক মেপে নিষেধাজ্ঞা বলবৎ করতে হবে। এ সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা হয় বলেই জানা গিয়েছে। পাশাপাশি যদি সপ্তাহে একাধিক ভিভিআইপি রাজনৈতিক নেতৃত্বদের সফর রয়েছে। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী রাজনৈতিক সফরে ঘিরে নিরাপত্তা সুনিশ্চিতকরনের বিষয়েও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে চলার নির্দেশ রয়েছে। অন্যদিকে  শিলিগুড়িতে মঙ্গলবার তাজা বোমা উদ্ধারের ঘটনা তদন্ত কতদূর অগ্রসর হয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার তন্ময় সরকার বলেন পুলিশ অবজারভার ম্যারাথন বৈঠক করে বিস্তারিত আলোচনা হয়। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপি দপ্তরে সমস্ত পুলিশ আধিকারিক এবং জেলা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠক চলে।  

Editor | 15:03 PM, Thu Apr 04, 2024

Election Breaking: দার্জিলিং লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন বিমল গুরুং

ভোট ময়দানে মোর্চা সুপ্রিমো। পাহাড়ে জমি ফিরে পেতে ভোট ময়দানে নামছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। দার্জিলিং লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন বিমল গুরুং। লোকসভা নির্বাচনে বিমল গুরুং প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে পাহাড়ে গুঞ্জন ছড়িয়েছল আগেই। এবার সেকথাই সত্যি হল।

Sweta Chakrabory | 16:17 PM, Sat Mar 23, 2024

Darjeeling Hill University: বন্ধের মুখে দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়! সব জেনেও চুপ সরকার?

নিউজ ডেস্ক: বন্ধের পথে দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন ধরে নেই উপাচার্য -অধ্যাপক,এমনকি নেই শিক্ষাকর্মীও। থাকার মধ্যে আছে শুধু বিশ্ববিদ্যালয়ের একটি ভবন। এমনই বেহাল দশা দার্জিলিং হিল ইউনিভার্সিটির। এমনিতেই এ বছর নতুন পড়ুয়া ভর্তির প্রক্রিয়া হয়নি। অন লাইনে যেটুকু ক্লাস চলছিল, তা বন্ধ হয়ে গেল।

১০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম এবং তৃতীয় সিমেস্টারের পরীক্ষার কথা ছিল। তা-ও হল না। তাতে ওই পড়ুয়াদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে উচ্চ শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আর্জি জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকের তরফে। জানা গেছে,ঠিক মত পারিশ্রমিক মেলেনি শিক্ষকদের ,তার জেরেই শিক্ষকরা ‘অনলাইন’ ক্লাসও বন্ধ করে দিয়েছেন। সুতরাং এখানে পড়াশোনা বন্ধ হয়ে পড়ায় শিক্ষা শিকেয় উঠেছে। ফলত এখানে পাঠরত পড়ুয়ারাও কোনও রকম ক্লাস না করতে পেরে কার্যত দিশাহীন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে রাজ্যপালের দফতরেও খবর জানানো হয়েছে। জানানো হয়েছে মুখ্য সচিবের দফতর থেকে শুরু করে ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) কর্তৃপক্ষকেও। পড়ুয়াদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যপাল, উচ্চ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি পাঠানো হলেও, এখনও পর্যন্ত কোনো জবাব মেলেলি। ফলে উদ্বেগ বাড়ছে পড়ুয়াদের মধ্যে।

অবিলম্বে দার্জিলিং হিল ইউনিভার্সিটি পুরোদমে চালু করার দাবিতে সম্প্রতি বিক্ষোভে শামিল হয় ইউনিভার্সিটির পড়ুয়ারা। ইউনিভার্সিটি চালু সহ ছয় মাস ধরে বন্ধ থাকা অনলাইন ক্লাস পুনরায় শুরু করার দাবিতে মংপুতে হিল ইউনিভার্সিটি ভবনের সামনে বিক্ষোভে নামে পড়ুয়ারা। উল্লেখ্য গত জুন মাসে অস্থায়ী উপাচার্য প্রেম পোদ্দারের মেয়াদ ফুরনোর পর থেকেই কার্যত ‘অভিভাবকহীন’ হয়ে পড়ে দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়। এরপর থেকেই ধীরে ধীরে বন্ধের মুখে এগিয়ে যায় দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়।

Sweta Chakrabory | 17:48 PM, Wed Feb 28, 2024
upload
upload