Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

decrease

Metro Services: বিশ্বকর্মা পুজোয় কমছে মেট্রোর সংখ্যা! কেন এই সিদ্ধান্ত? জানাল কর্তৃপক্ষ


নিউজ ডেস্ক: আগামীকাল, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja)। সাধারণত ওইদিন ছুটি থাকে বহু স্কুল, কলেজ ও অফিস। তাই স্বাভাবিকের চেয়ে অনেক কম যাত্রী থাকে মেট্রোয়। ফলে ওইদিন কম থাকছে মেট্রোর (Metro Services) সংখ্যাও। মেট্রোর তরফে জানান হয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে পরিষেবার সংখ্যা কম থাকবে। অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন মেট্রো পথে ২৬টি পরিষেবা কম পাবেন যাত্রীরা।

মেট্রোর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ২৮৮টির পরিবর্তে সেদিন সারাদিনে চলবে ২৬২টি মেট্রো। যার মধ্যে ১৩১টি আপ ও ১৩১টি ডাউন। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে। এই সময়টি অপরিবর্তিত থাকছে ওই দিন। একইরকম ভাবে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো (Metro Services) পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে৷ এই সময়ও অপরিবর্তিত থাকছে। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। এর সময়ও অপরিবর্তিত থাকছে। দিনের শেষ মেট্রো সংশ্লিষ্ট দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৪০ মিনিট এবং রাত ৯টা ২৮ মিনিটে। একইভাবে দুই প্রান্ত থেকে স্পেশাল নাইট সার্ভিস রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে।

এই ২৬ টি মেট্রো (Metro Services) কম চলার ফলে দিনের মধ্যবর্তী সময়টায় ব্যবধান বাড়ানো হচ্ছে। অর্থাৎ যে সময়ের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যায় আপ ও ডাউন লাইনে, সেই ব্যবধান বাড়বে। তবে গ্রিন লাইন ওয়ান, গ্রিন লাইন টু, পার্পেল লাইন ও অরেঞ্জ লাইনে সময়ের কোনও পরিবর্তন বা পরিষেবার কোনও পরিবর্তন থাকছে না।

তবে বিশ্বকর্মা পুজোর দিন তুলনায় কম সংখ্যক মেট্রো পরিষেবা (Metro Services) মিললেও দুর্গাপুজোর আগে আমজনতার কেনাকাটার জন্য যাতায়াতের সুবিধার্থে শনি ও রবিবার মেট্রো পরিষেবা বাড়ানো হয়েছে বলেই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

Sweta Chakrabory | 18:40 PM, Mon Sep 16, 2024
upload
upload