Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

dev movie

Chander Pahar: ১১ বছর পর ফের বড়পর্দায় শঙ্করের অ্যাডভেঞ্চার! প্রেক্ষাগৃহে আসছে 'চাঁদের পাহাড়'


নিউজ ডেস্ক: প্রায় ১১ বছর পর আবারও প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাচ্ছে দেবের 'চাঁদের পাহাড়' (Chander Pahar)। শুক্রবারই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই খবর দিয়েছে প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এদিন এসভিএফের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টার শেয়ার করা হয়। সেখানে শঙ্কররূপে দেবের দেখা মেলে।

পোস্টারে লেখা, 'আরও একবার, বড়পর্দায়। ২০ সেপ্টেম্বর'। ক্যাপশনে লেখা হয়, 'চাঁদের পাহাড় (Chander Pahar) তোমায় ডাকছে..., শঙ্করের অ্যাডভেঞ্চার আবারও ফিরছে বড়পর্দায়! 'চাঁদের পাহাড়' পুনরায় মুক্তি পাচ্ছে ২০ সেপ্টেম্বর।' এই পোস্ট এদিন শেয়ার করেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। লেখেন, 'এবার পুজোয়, পুনরায় মুক্তি পাচ্ছে'।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে হাজির হয় 'চাঁদের পাহাড়' (Chander Pahar)। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এই জনপ্রিয় উপন্যাসকে পর্দায় রূপ দেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এই ছবির মুখ্য চরিত্রে দেখা মেলে দেবের। সে সময় প্রবল প্রশংসিত হয় দেবের অভিনয়। আর এরপর ঠিক ১১ বছর পর ফের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'চাঁদের পাহাড়'। আগামী ২০ সেপ্টেম্বর বড়পর্দায় ফের দেখা যাবে এই ছবি।

আসলে কিছুদিন আগেই প্রযোজনা সংস্থার তরফে একটি রিল পোস্ট করে অনুরাগীদের থেকেই জানতে চাওয়া হয় যে পুনরায় তাঁরা 'চাঁদের পাহাড়' (Chander Pahar) বড়পর্দায় দেখতে চান কি না। স্বাভাবিকভাবেই মেলে বিপুল সাড়া। আর দর্শকদের থেকে এই বিপুল সাড়া পেয়েই এমন সিদ্ধান্ত নিল প্রযোজনা সংস্থা। এবার শুধু সময়ের অপেক্ষা। পুজোর আগে পেক্ষাগৃহে আবার 'চাঁদের পাহাড়' দেখতে ভিড় কেমন হয় তা অবশ্য সময় বলবে।

এই বিষয়ে বলে রাখা ভালো এসভিএফের সঙ্গে দেবের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি হল চাঁদের পাহাড় (Chander Pahar)। এই ফ্র্যাঞ্চাইজির দুটো ছবি আছে, চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান। দুটো ছবির পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

Sweta Chakrabory | 15:32 PM, Fri Sep 06, 2024
upload
upload