Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

dinhata

Dinhata: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় ৫০ জনের নামে অভিযোগ দায়ের, গ্রেফতার পাঁচ

বিবার রাতে কোচবিহার এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে ভাঙচুর চালানো এবং আক্রমণের ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোতোয়ালি থানায় ৫০ জনের অভিযোগ করা হয়। অভিযুক্তের তালিকায় প্রথম নাম কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এদিন জানান, “তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় মোট পাঁচজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে

রবিবার রাতে পুনরায় কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহের সাথে সরাসরি সংঘর্ষ এর ঘটনা ঘটে নিশীথ প্রামাণিকের সমর্থকদের। দুটি কনভয় প্রচার সেরে কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি হরিণচড়া এলাকায় মুখোমুখি হলে তাদের মধ্যে ফের সংঘর্ষ বেঁধে যায় বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় জনকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সাথে অভিযোগ উদয়ন বাবুর গাড়ির কাঁচ ভাঙচুর হয়েছে। এই ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায়। এদিন সকাল থেকে দফায় দফায় ধিক্কার মিছিল এবং আন্দোলনে সামিল হন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাতেই গোটা বিষয়ে খোঁজখবর নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই তৃণমূল সূত্রে জানানো হয়েছে। মঙ্গলবার কোচবিহারে এসেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সঙ্গে বৈঠক হয় তার।

কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলে, “আমরা লিখিতভাবে যারা আক্রমণকারী এবং যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি। আমরা পুলিশ এবং প্রশাসনের উপরে আস্থা রাখছি। সঠিক বিচার আমরা পাব

উদয়ন গুহ বলেছেন, “হুডখোলা গাড়িতে করে নিশীথ ছিল। ওর ইঙ্গিতেরি এই ঘটনা হিল। দ্বিতীয়বার হল। আমাকে যেন ও প্রাণে মারতে চাইছে বলে মনে হচ্ছে”।

প্রসঙ্গত ১৯ মার্চ দিনহাটায় মুখোমুখি চলে এসেছিলেন উদয়ন গুহ এবং নিশীথ প্রামানিক। সেবার দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনলেও বিজেপি কর্মীরা সেদিন একটু হলেও ব্যাকফুটে ছিলেন। আক্রামক ভঙ্গিতে ছিলেন উদয়ন। তাঁকে ও নিশীথকে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ার ভিডিও দেখা গেছিল। কিন্তু এদিন কার্যত মুষড়ে পড়েছিলেন উদয়ন। বিজেপি নেতাদের কটাক্ষ ময়দান হাতছাড়া হয়ে গেছে বুঝতে পেরেই হাল ছেড়ে দিচ্ছেন উদয়ন। ওনাকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছিলেন নিশীথকে ঠাকনোর জন্য। উনি সেটা না পারলে মন্ত্রিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে।    

Sweta Chakrabory | 14:31 PM, Mon Apr 01, 2024

CV Ananda Bose:"যেখানেই হিংসা হবে আমি মাঠে থাকব"- দিনহাটা যাওয়ার পথে বললেন রাজ্যপাল

নিউজ ডেস্ক: পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দিনহাটা পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী নিশিত প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরের দিনই ঘটনাস্থল পরিদর্শন করতে এবং আহত দের সাথে দেখা করতে দিনহাটা পৌঁছলেন রাজ্যপাল।

ঘটনাস্থলে পৌছনোর আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান,"উত্তরবঙ্গের আবহাওয়া কেমন তা দেখার চেষ্টা করছি। গতকালের ঘটনা দেখার পর মনে হয়েছে সেখানে রাজনৈতিক পরিবেশ ভালো নয়, আমি সেটাও দেখতে যাচ্ছি। নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করব না। আমি ডিজিপির কাছে রিপোর্ট চেয়েছি। রিপোর্টের জন্য অপেক্ষা করছি।"

এরপাশাপাশি এদিন রাজ্যপাল আরও বলেন, নির্বাচনের সময় তিনি কোনোরকম হিংসা হতে দেবেন না। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসা হয়েছিল সেটা আবার কাম্য নয়। স্পষ্ট ভাষায় তিনি জানান,"যেখানেই হিংসা হবে আমি মাঠে থাকব। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।"

Sweta Chakrabory | 15:14 PM, Wed Mar 20, 2024

Dinhata Clash Update: দিনহাটায় সংঘর্ষের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল 

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় বনাম রাজ্যের মন্ত্রীর সংঘর্ষের ঘটনায় ৪৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিকদের মুখোমুখি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ মন্তব্য করেন, “ গতকালকের যে ঘটনা বিজেপি ঘটিয়েছে তা ন্যাক্কারজন। শুধু রাজনৈতিক বা পুলিশকে আক্রান্ত করাই নয় সাধারন মানুষদের আক্রমণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত প্রতিমন্ত্রী তথা বর্তমান বিজেপির কোচবিহার কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামানিক। সেই সঙ্গে রয়েছেন শহর মন্ডল সভাপতি অজয় রায় সহ অন্যান্যরা। নিশীথের সরাসরি নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ইতিমধ্যেই রাজ্যপাল কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শুধুমাত্র দলীয় কর্মীরা নন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ঘটনায় গুরুতর আক্রান্ত। সব মিলিয়ে পরিস্থিতির উত্তপ্ত। বুধবার সকাল থেকে চব্বিশ ঘন্টার বন্ধ পালন করছে দিনহাটায়। ইতিমধ্যেই শুনশান দিনহাটা।

 বলাবাহুল্য,এই ঘটনার পর বুধবার সকাল থেকেই দিনহাটায় বন্ধ দোকানপাট। বৃষ্টি ভেজা সকালে থমথমে দিনহাটা শহর সহ বিভিন্ন এলাকা। রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশ এর উপস্থিতি চোখে পড়েছে। লোকসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে ফের একবার শিরোনামে দিনহাটা। উল্লেখ্য গতকাল মঙ্গলবার রাত ১০ টায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। বিজেপির অভিযোগ ছিল দিনহাটা শহরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এর কনভয়ের উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস, ছোড়া হয় পাথর গুলি বোমা। অন্যদিকে তৃণমূলের অভিযোগ কনভয় থামিয়ে হামলা চালায় নিশীথের কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপি কর্মীরা। দুই পক্ষের হাতাহাতি লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয়, আহত হন দুই পক্ষের বেশ কিছু কর্মী। জেলা বিজেপি সভাপতি আক্রান্ত হন, তার চোখে আঘাত লাগে। আহত হন তৃণমূল কংগ্রেসের চারজন কর্মী। নিজেদের কর্মীদের বাঁচাতে তেরে আসেন দুই মন্ত্রী নিশীথ প্রামানিক উদয়ন গুহ।  ক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ, লাঠি আঘাতে মাথা ফাটে মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্রের। তড়িঘড়ি তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।

উল্লেখ্য ঘটনার পরেই দিনহাটা মহাকুমা জুড়ে ২৪ ঘন্টা বন্ধ এর ডাক দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। অন্যদিকে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। টানটান উত্তেজনা এবং কড়া পুলিশি প্রহরায় মুড়ে ফেলা হয়েছে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তর।

পাল্টা নিশীথ বলেন, “ এই ঘটনা নিন্দনীয়। ধিক্কার জানাই। আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। আমরা ফিরে আসার সময় দেখি তৃণমূলের একটা কার্যক্রম চলছে। আমরা পাশ দিয়ে যাওয়ার সময় তাঁরা আক্রমণ করে। ওদের সঙ্গে লাঠিসোটা ও ধারালো অস্ত্র ছিল। আমার কনভয় এগিয়ে যাওয়ার পর পিছন থেকে হামলা করেছে ওরা। আমার গাড়িতেও হামলা হয়েছে। দিনহাটার বিধায়ক বারংবার আক্রমণ করছেন। উদয়ন গুহ তার সঙ্গী সন্ত্রাসীদের উপর হামলা করে আমাদের উপরেই কেস করেছেন। এটা গণতান্ত্রিক দেশে বেশি দিন চলতে পারে না”।  

Editor | 13:23 PM, Wed Mar 20, 2024

CV Ananda Bose At Dinhata: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার দিনহাটা, আজই দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল

নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। আর ভোটের মুখেই ফের উত্তপ্ত দিনহাটা। মঙ্গলবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল কোচবিহারের দিনহাটায়। বুধবার দুপুরেই দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংঘর্ষের ঘটনায় একে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন কর্মী। পরিস্থিতি সামাল দিতে সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফাটে দিনহাটার এসডিপিও-র।

উল্লেখ্য তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনায় রাজ্যের পুলিশ প্রধান তথা ডিজির কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজভবন সূত্রে জানা গেল, পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে বুধবার দুপুরেই দিনহাটা যাবেন তিনি। সাড়ে ১১ টা নাগাদ রাজভবন থেকে বেরিয়ে বিমানবন্দরে যাবেন বোস। বিমানে বাগডোগরা পৌঁছে সেখান থেকে গাড়িতে যাবেন দিনহাটা।

জানা গিয়েছে, মঙ্গলবার দিনহাটা নগর নিগম এলাকায় লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এদিন সংঘর্ষ বাধে। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় তৃণমূল কর্মী-সমর্থকদের। জানা গিয়েছে, এদিন নিবেননগর থেকে প্রচার সেরে ব্যাটাগুড়ি ফিরছিলেন কোচবিহারে বিজেপি-র প্রার্থী। সেই সময় দিনহাটায় উদয়নের জন্মদিনের উৎসব চলছিল। অভিযোগ, নিশীথের কনভয় থেকে তৃমমূল কর্মীদের উপর হামলা চালানো হয়, তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামলাতে গিয়ে দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র-সহ আহত হয় অনেকে। ঘটনার পরেই আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য এর মধ্যেই পরিস্থিতি এতটাই ঘোরালো যে তৃণমূলের তরফে বুধবার ২৪ ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। যাকে ঘিরে থমথমে গোটা দিনহাটা।

Sweta Chakrabory | 12:07 PM, Wed Mar 20, 2024
upload
upload