Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

dona ganguly

Dona Ganguly: ''রেপ-টেপ সবজায়গাতেই হয় কিন্তু...'' আরজি কর-কাণ্ডে এবার বেফাঁস ডোনা গঙ্গোপাধ্যায়


নিউজ ডেস্ক: গোটা বাংলা এক স্বরে বলছে ‘জাস্টিস অফ আরজি কর’। পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন সমাজের সব স্তরের মানুষ। আর এই আবহে বিতর্কিত মন্তব্য করলেন সৌরভ ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। বললেন, "রেপ-টেপ সব জায়গাতেই হয় । কিন্তু, কলকাতা ও বাংলার মতো প্রতিবাদ আর কোথায় হয় ?"
আসলে সোমবার বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তৃণমূলের বিধায়ক খোকন দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। সেই অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে আরজি কর কাণ্ড নিয়ে প্রশ্নের মুখে পড়েন ডোনা।
ডোনার (Dona Ganguly) মতে, "অসুস্থ মানুষেরা চিকিৎসা পাচ্ছেন না। ফলে, চিকিৎসার অভাবে অনেকেই মারা যাচ্ছেন । তাই আমাদের কর্তব্য কাজে যোগ দেওয়া।" এরপরই তিনি বলেন, "এই রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু, কলকাতা ও বাংলার মতো প্রতিবাদ আর কোথায় হয় না। এটা আমাদের গর্ব যে, বাংলার মানুষেরা এর প্রতিবাদ করছে।" এখানে শেষ নয়৷ এদিন নাচের অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব খুশি হয়েছেন বলেও জানিয়েছেন ডোনা৷ তাঁর কথায়, "আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে । তবে এই নাচের অনুষ্ঠানে যোগ দিতে পেরে মনটা খুব খুশি। এত বড় নাচের অনুষ্ঠানে অনেক শিল্পী অংশ নিয়েছেন । ছোটদের জন্য একটা বড়ো প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে। এটা একটা বিশাল ব্যাপার। তাই মনটা এখন খুব আনন্দিত ।" ডোনার এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক৷
প্রসঙ্গত এর আগে আরজি কর প্রসঙ্গে মুখ খুলে বিপাকে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এই ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন। এরপর মেয়ে সানা ও ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে প্রতিবাদে পথে নেমেছিলেন ডোনা (Dona Ganguly)। অনেকেই বলেছিলেন, বিতর্ক ঢাকতে এই মিছিলের আয়োজন। আর এই ঘটনার কিছুদিনের মধ্যেই আবারও এক মন্তব্য করে বিতর্কে জড়ালেন ডোনা গঙ্গোপাধ্যায়।

Sweta Chakrabory | 11:56 AM, Tue Sep 10, 2024
upload
upload