Friday, October 18, 2024

Logo
Loading...
upload upload upload

droher carnival

Droher Carnival: আজ কলকাতায় জোড়া কার্নিভাল! পুলিশের বারণ সত্ত্বেও ‘দ্রোহের কার্নিভাল’ হচ্ছেই 

নিউজ ডেস্ক: আজ কলকাতায় জোড়া কার্নিভাল। রেড রোডে রাজ্য সরকারের পুজো কার্নিভাল (Puja Carnival)। অন্যদিকে, রানি রাসমণি রোডে চিকিৎসদের ঘোষিত ‘দ্রোহের কার্নিভাল’ (Droher Carnival)। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar Incident) পরে ৬৫ দিন কেটে গিয়েছে। এখনও বিচার মেলেনি। তাই মঙ্গলবার ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের। তাঁদের কথায়, কিছু মানুষ উৎসবে মাতলেও, চিকিৎসকদের পক্ষে কোনওভাবেই এই পুজো কার্নিভাল মেনে নেওয়া সম্ভব নয়। তাই 'দ্রোহের কার্নিভাল’-এর (Droher Carnival) ডাক দিয়েছে সিনিয়র চিকিৎসকদের ৮টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতার বড় পুজোগুলির প্রতিমা নিয়ে রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। ওই দিনই আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’-এর ডাক দিয়েছে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’। কলকাতা পুলিশ অনুমতি না দিলেও মঙ্গলবারই ‘দ্রোহের কার্নিভাল’ হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। সোমবার তাঁদের বার্তা, ধর্মতলা থেকে মানববন্ধন করা হবে, কিন্তু তা কোথায় শেষ হবে, পরে তা ঘোষণা হবে।

যদিও রানি রাসমণি রোড সংলগ্ন একাধিক রাস্তায়, ধর্মতলা মোড় থেকে একদিকে ডোরিনা ক্রসিং এবং অন্যদিকে লেনিন সরণির সংযোগস্থল সহ একাধিক রাস্তায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী কোথাও ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা আইনের গণ্ডির মধ্যে থেকে এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন। এ প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম ‘মুখ’ কিঞ্জল নন্দ বলেছেন, ‘আমরা কলকাতার বুকে রাস্তার পাশে মানবন্ধন গঠনের সিদ্ধান্ত নিয়েছি। কার্নিভালে কোনওরকম বাধা তৈরি করা হবে না।' সেইসঙ্গে জেলায়-জেলায় স্থানীয়ভাবে প্রতিবাদ মিছিল আয়োজনেরও ডাক দিয়েছেন তিনি। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস'-র তরফে মঙ্গলবার যে ‘দ্রোহের কার্নিভাল’-এর (Droher Carnival) ডাক দেওয়া হয়েছে, তাতে পুলিশ অনুমতি দেয়নি। যদিও আয়োজকদের দাবি, তাঁরা পুলিশের অনুমতির অপেক্ষায় ছিলেন না। তাঁরা পুলিশের অনুমতিও চাননি। তাঁরা স্রেফ জানিয়ে দিয়েছেন যে মঙ্গলবার যখন রেড রোডে পুজো কার্নিভাল চলবে, তখন তাঁরা ‘দ্রোহের কার্নিভাল’-এর আয়োজন করবেন।'

তবে কেন্দ্রীয় ভাবে ‘দ্রোহের কার্নিভাল’ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪টেয় ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে হলেও আয়োজক সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’ চায় চলতি সপ্তাহে রাজ্যের বিভিন্ন এলাকায় হোক আরও ‘দ্রোহের কার্নিভাল’। সেই মতন সংগঠনের তরফে সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে সে কথা জানানো হয়েছে।

Sweta Chakrabory | 11:24 AM, Tue Oct 15, 2024

Droher Carnival: পুজো কার্নিভালের পাল্টা! মঙ্গলবার 'দ্রোহ কার্নিভালের' ডাক জুনিয়র চিকিৎসকদের


নিউজ ডেস্ক: দুমাস পেরিয়ে গেলেও এখনও মেলেনি সুবিচার। যত দিন এগোচ্ছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবার রাজ্যের পুজো কার্নিভালের দিন আরেক কার্নিভালের ডাক দিল চিকিৎসক সমাজ। মঙ্গলবার রানি রাসমণি রোডে "দ্রোহের কার্নিভালের" (Droher Carnival) ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার। বিকাল ৪টের সময় শুরু হবে এই কর্মসূচি। মূলত সমাজের সকল স্তরের মানুষকে এই দিন রানি রাসমণি রোডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে "দ্রোহের কার্নিভাল"।

আর এই দ্রোহের কার্নিভালের (Droher Carnival) কথা শুনেই কার্যত ঘুম উড়ল সরকারের। ইতিমধ্যেই সেই কার্নিভাল বন্ধ করার আবেদন জানিয়ে এবার চিঠি দিলেন রাজ্য়ের মুখ্যসচিব মনোজ পন্থ। রবিবার চিকিৎসকদের দুটি আলাদা চিঠি দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে। একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে সোমবার বৈঠক। আপনাদের দুজন করে প্রতিনিধি উপস্থিত থাকুন স্বাস্থ্যভবনের এই বৈঠকে। অপর একটি ইমেল করা হয়েছে। সেখানে হাইকোর্টের ১১ অক্টোবরের একটি নির্দেশের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে মঙ্গলবারই রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে। সেই কার্নিভালে জনসমাগম ও আগতদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রোহের কার্নিভাল আপনারা বন্ধ করে দিন।

প্রসঙ্গত, এর আগে পুজো মণ্ডপে প্রতিবাদী স্লোগান তোলা ৯ জনকে জামিন দেওয়ার সময় বিচারপতি শম্পা সরকার স্পষ্ট বলেছিলেন, রাজ্য সরকার আয়োজিত পুজোর কার্নিভালে কোনও রকম ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। সেই কথা উল্লেখ করে দিয়েই 'দ্রোহের কার্নিভাল' প্রত্যাহার করার কথা জানালেন মনোজ পন্থ।

আসলে রেড রোডে প্রতিবছরই দুর্গাপুজোর কার্নিভাল করে সরকার। বহু পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেয়। বিদেশি অতিথিরাও থাকেন। এদিকে কাছেই রানি রাসমণি রোড। সেখানে দ্রোহের কার্নিভালের (Droher Carnival) ডাক দেওয়া হয়েছে। তবে সরকারের কাছ থেকে চিঠি পাওয়ার পরে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কী করেন সেটাই দেখার।

Sweta Chakrabory | 12:59 PM, Mon Oct 14, 2024
upload
upload