Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

ecl

Ayushman Bharat: দেশের দরিদ্রদের আর্থিক দুর্বলতা হ্রাস করছে আয়ুষ্মান ভারত! প্রকাশ্যে এল সমীক্ষার ফলাফল


নিউজ ডেস্ক: দেশের (India) মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পেতে পারেন সেই জন্য কেন্দ্র সরকার চালু করে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প। দেশের একেবারে গরিব এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষদের সুবিধার জন্য আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) যোজনা প্রকল্প চালু করা হয়। তবে সাম্প্রতিক একটি সমীক্ষার তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে যে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পের দ্বারা ২০১১-১২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের দারিদ্র্যের একটি বিরাট অংশ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

এ প্রসঙ্গে অর্থনীতিবিদ শমিকা রবির সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে, এই দেশের (India) বেশিরভাগ পরিবারই প্রতি বছর বেশ ভালো মাত্রায় চিকিৎসা ব্যয়ের সম্মুখীন হয়, কিছু কিছু কারণে গুরুতরভাবে আর্থিক চাপের সম্মুখীনও হয়। এমত অবস্থায় কঠিন রোগে হসপিটালে ভর্তি রেখে রোগীর চিকিৎসাভার বহন করাও একপ্রকার দুঃসাধ্য হয়ে পড়ে দরিদ্র শ্রেনির রোগীর পরিবারের পক্ষে। তবে আয়ুষ্মান ভারত কার্ড থাকলে ক্যান্সার, কার্ডিয়াক সার্জারি ও অন্যান্য মারণ রোগের চিকিৎসা করানো যায় সহজে। একইসঙ্গে হৃদরোগ বিশেষজ্ঞ ও ইউরোলজিস্টদের পরামর্শ ও পরিষেবা মেলে বিনামূল্যে। এর ফলে দারিদ্রসীমার নীচে থাকা মানুষগুলো আর্থিক দিক থেকে একটু স্বস্তি পায়। সমীক্ষায় প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে জানা গিয়েছে যে হাসপাতালে ভর্তির সংখ্যা ২০১১-১২ সালে ১৭ শতাংশ থেকে ২০২২-২৩ সালে ২২ শতাংশে পৌঁছেছে। ফলে ২০১১-১২ সাল থেকে ২০২২-২৩ সালের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া পরিবারের মধ্যে স্বাস্থ্য ব্যয়ের অংশ মাসিক ব্যয়ের ১০.৮ শতাংশ থেকে ৯.৪ শতাংশে নেমে এসেছে। আর্থিক দুর্বলতার এই হ্রাস মূলত আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) যোজনার মতো জনস্বাস্থ্য উদ্যোগের জন্য সম্ভব হয়েছে, যা দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলেছে।

Sweta Chakrabory | 18:02 PM, Mon Aug 12, 2024

CBI: ইসিএল কর্তা ও কয়লা কারবারিকে গ্রেফতার করে, সাক্ষী হিসাবে বয়ান রেকর্ড - বিচারকের ভর্ৎসনার মুখে সিবিআই

নিউজ ডেস্ক: বিচারকের ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। ধৃত ইসিএল অধিকারিক নরেশ কুমার সাহা ও কয়লা কারবারি অশ্বিনী যাদবকে চারদিন নিজেদের হেপাজতে নিয়ে সোমবার সিবিআই আদালতে পেশ করে জেল হেপাজত চাইতেই বিরক্তি প্রকাশ করেন বিচারক রাজেশ চক্রবর্তী। প্রশ্ন করেন ওদের জেলের ভেতর আটকে রাখতে চাইছেন কেন ? জেলে থাকলে কি সুবিধা  ? বাইরে থাকলে কি অসুবিধা ? বুঝিয়ে বলুন।  বিচারকের প্রশ্নে সিবিআই আইনজীবী বলেন ওরা বাইরে থাকলে তদন্তে প্রভাবিত হতে পারে। অন্য অভিযুক্তদের সতর্ক করতে পারেন। সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। বিচারকের পাল্টা প্রশ্ন, তাহলে বলতে চাইছেন, এতোদিন যাদেরকে আপনারা খুঁজে পাচ্ছেন না  বাইরে বেরিয়ে উনি তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন ? আরও বলেন যতদিন না অন্য কেউ গ্রেফতার হচ্ছে ততদিন ওরা জেলে আটকে থাকবে ?  কার্যত থতমত খায় সিবিআই।

 

বৃহস্পতিবার ওই ইসিএল আধিকারিক ও কয়লা কারবারিকে বৃহস্পতিবার হঠাৎ করেই গ্রেফতার করেছিল সিবিআই। কয়লা তদন্তের চার্জশিট গঠনের ঠিক আগেই এই গ্রেফতারির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন সিবিআই বিচারক।  ওইদিন আসানসোল বিশেষ সিবিআই আদালতে বিচারকের প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই। এবার ধৃতদের হেপাজতে নিয়েও তদন্তে বিশেষ কোনও আপডেট না দেখতে পেয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি।

 এদিন দেখা যায় সিবিআই ধৃতদের চারদিন হেফাজতের পর  বিচারককে যে তথ্য পেশ করেছেন তাতে বিস্তর গন্ডগোল। যা দেখে বিচারক রাজেশ চক্রবর্তী মাথায় হাত দিয়ে বলে ওঠেন "মাই গুডনেস" এটা আপনারা কি করে করেছেন ?  বিচারক বলেন আপনারা দুজনকে গ্রেফতার করলেন অভিযুক্ত হিসেবে। নিজেদের হেফাজতে নিয়ে গেলেন আর আর তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছেন সাক্ষী হিসেবে।  তিনি বলেন ১৬১/৩ ধারা উল্লেখ করে আপনারা স্টেটমেন্ট রেকর্ড করেছেন। এটা কি সম্ভব আইনত ? ১৬১ ধারায় সাক্ষীদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখানে আপনারা  তাদেরকে গ্রেফতার করে এই ধরনের বয়ান রেকর্ড কিভাবে করলেন ?সিবিআই আইনজীবী কার্যত ভ্যাবাচাকা খেয়ে যান। কোনও সদুত্তর  দিতে পারেননি। বিচারক বলেন তাহলে কি ধরে নেব, এটা আপনাদের টাইপিং ভুল ? সে কথারও উত্তর দিতে পারেননি সিবিআই আইনজীবী। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের দাবি জানায় সিবিআই।

Pankaj Kumar Biswas | 18:57 PM, Mon Jun 24, 2024

surya grahan 2024: পূর্ণগ্রাস সূর্যগ্রহণের অপেক্ষায় ভারত,কখন দেখা যাবে ?-জানুন


নিউজ ডেস্ক: ভর দুপুরেই অন্ধকার নেমে আসবে চারিদিকে। কারন ৫০ বছর পর বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ(Total Solar Eclipse) হতে চলেছে। গ্রহণের সময় চাঁদ ঢেকে ফেলবে সূর্যকে। দিনের আলো খুব কম পৌঁছবে পৃথিবীতে। এপ্রিলের শুরুতে বছরের প্রথম এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ(Total Solar Eclipse) হতে চলেছে। মনে করা হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ ৭.৫মিনিট স্থায়ী হবে। পৃথিবীর(earth) পশ্চিম গোলার্ধের বেশ কিছু এলাকা থেকে গ্রহণ স্পষ্ট দেখা যাবে।

 জানা গেছে আগামী ৮ এপ্রিল, দুপুরে এই সূর্যগ্রহণ শুরু হবে৷ তবে ভারত থেকে এই বিরল দৃশ্য দেখার কোনও আশা নেই। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয়(pacific ocean) উপকূল থেকে স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিট নাগাদ সর্বপ্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র টেক্সাসে দুপুর ১:২৭ মিনিটে পূর্ণগ্রাস দেখা যাবে।

বিড়লা তারামণ্ডল(birla planetarium) জানাচ্ছে, ভরদুপুরেই আকাশে ফুটে উঠবে শুক্রগ্রহ ও বৃহস্পতি। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময়ে চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝখানে এসে পড়ে, তখনই সূর্যগ্রহণ হয়। আর চাঁদের ছায়া যেখানে যেখানে পড়ে, সেখান থেকেই দেখা যায় গ্রহণ। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের মতে- এটিই হবে দীর্ঘতম সূর্যগ্রহণ । এই গ্রহণ প্রাণী এবং মানুষের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে । এই নিয়ে গবেষণা করবেন নাসার(NASA) বিজ্ঞানীরা । বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষীরাও এটিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করেছেন ।

 জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, সূর্যগ্রহণকে অশুভ বলেই মনে করা হয়। অন্যদিকে আবার বিজ্ঞানীদের মতে, সূর্যগ্রহণের(Solar Eclipse) গুরুত্ব অনেক। কারণ এই গ্রহণের সময় তারা অনেক তথ্য পান। তবে গ্রহণ নিয়ে অনেক কুসংস্কার আছে বাঙালিদের মধ্যে। যেমন গ্রহনের সময় খাবার খাওয়া বা রান্না না করার রীতি রয়েছে। অনেকেই মনে করেন যেহেতু সূর্যদেব গ্রাস হওয়ার ফলে অন্ধকার ঘনিয়ে আসে তাই সেই সময় খেতে নেই। আবার এই গ্রহনের নেতিবাচক প্রভাব কাটাতে উপায়ও রয়েছে। গ্রহণের হওয়ার আগে খাবার এবং জলে তুলসী পাতা দিলে গ্রহণের নেতিবাচক প্রভাব দূর হয় বলেও কুসংস্কার কথিত আছে। তবে বৈজ্ঞানিকদের(scientist) ব্যাখ্যা অনুযায়ী খাবার না খাওয়ার প্রথাটির আসল বৈজ্ঞানিক কারন হল সূর্য গ্রহণের সময় অন্ধকার নেমে এলে বাতাসে প্রচুর জীবাণু বেড়ে যায় তাই অই সময় খলা খাবারে ধুলো ময়লার সাথে জীবাণুও জমার আশঙ্কায় গ্রহনের সময় না খাওয়ার প্রথা রয়েছে।

 তবে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক মেক্সিকো, উত্তর আমেরিকা কানাডা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল এবং আয়ারল্যান্ডে। ইতিমধ্যেই এই গ্রহণকে কেন্দ্র করে কানাডায় জারি হল জরুরি অবস্থা। কানাডার অন্টারিয়োর নায়াগ্রা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। কারন কানাডায়(canada) নায়াগ্রা জলপ্রপাতের(nayagra water falls) সামনে থেকে সূর্যগ্রহণ অত্যন্ত স্পষ্ট দেখা যায়। নায়াগ্রার প্রশাসন জানিয়েছে, সূর্যগ্রহণ দেখতে জলপ্রপাতের সামনে ১০ লক্ষের বেশি মানুষ জড়ো হতে পারেন। তাই ভিড় সামলাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

উল্লেখ্য,মেক্সিকোয়(mexico) সূর্যগ্রহণ চলার সময় ভারতে রাত থাকবে৷ তবে চাইলে অনলাইন প্ল্যাটফর্মে গ্রহণ দেখা যেতেই পারে। আর যারা ওই দেশ থেকে সরাসরি গ্রহণ দেখবে তারা এক্স-রে প্লেট বা সানগ্লাস ব্যবহার করেই দেখবেন। নাহলে চোখের উপর খারাপ প্রভাব পড়বে।

Sweta Chakrabory | 13:02 PM, Wed Apr 03, 2024

ECL News: গুণধর ছেলের কীর্তি! চাকরির লোভ! ইসিএল কর্মীকে নিশংস খুনে গ্রেপ্তার ছেলে

নিউজ ডেস্ক: তিন মাস পরেই হবে বাবার অবসর। তারই মধ্যে বাবার মৃত্যু ঘটলেই চাকরি পাওয়া যাবে! এই লোভেই বাবাকে খুন করার ছক কষে গুণধর ছেলে। চলতি বছরের জানুয়ারি মাসের কুড়ি তারিখ অন্ডালের শ্যামসুন্দরপুরের বছর ৫৯ এর খনি কর্মী এত আড়ি মিয়া কাজ থেকে বাড়ি ফিরে বাজারে বের হন। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না এত আড়ি মিয়াকে। দুদিন ধরে নিখোঁজ থাকার পর ওই মাসের ২৩ তারিখ শ্যামসুন্দরপুরের জঙ্গল থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় এত আড়ি মিয়ার দেহ। মৃতদেহ উদ্ধার করে তদন্তে নামে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার হয় ছেলে আব্দুল হাকিম। পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এত আড়ি মিয়ার ছেলে আব্দুল হাকিম বাবাকে খুন করার ছক করছিল বহুদিন আগে থেকেই। তিন মাস পরেই অবসর হবে এত আড়ি মিয়ার। তারই মধ্যে শ্যামসুন্দরপুরের জঙ্গলে এত আড়ি মিয়াকে শ্বাসরোধ করে খুন করে ছেলে আব্দুল হাকিম। যাতে চেনা না যায় সেজন্য ইঁট দিয়ে থেঁতলে দেওয়া হয় মুখও। এই ঘটনার পিছনে আরও কোন রহস্য রয়েছে কিনা ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে অন্ডালের উখড়া ফাঁড়ির পুলিশ।

Editor | 15:10 PM, Wed Feb 07, 2024

ECL News: কয়লা চুরিতে বাধা পেয়ে ইসিএলের নিরাপত্তারক্ষী ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল কয়লা চোরদের , আহত বেশ কয়েকজন গাড়ি ভাঙচুর, আটক কয়লা চোর 

নিউজ ডেস্ক : খোলামুখ কয়লা খনিতে থেকে কয়লা চুরিতে বাধা দেওয়ার ঘটনায় ইসিএলের নিরাপত্তারক্ষী এবং পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে কয়লা চোরেরা। এই ঘটনায় পুলিশ ও ইসিএলের নিরাপত্তা রক্ষীর বেশ কয়েকজন আহত হন। বারাবনি থানার কাপিষ্টার বেগুনিয়া কয়লাখনি।
বুধবার ভোরে একদল কয়লা চোর খনিতে কয়লা চুরি করতে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসিএলের নিরাপত্তা রক্ষীরা পৌছায়।কয়লা চুরিতে বাধা দিতে গেলে প্রথমে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে চোরেরা ইটপাটকেল ছোড়ে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলেই বারাবনি থানার পুলিশ এলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে কয়লা চোরেরা। ইটপাটকেল ছোড়ায় পুলিশ ও ইসিএলের মোট ৩ টি গাড়ির কাঁচ ভাঙে। বারাবনি থানার পুলিশ বাহিনী এবং সিআইএসএফ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কয়েকজন কয়লা চোরকে আটক করেছে পুলিশ।

Editor | 13:42 PM, Wed Feb 07, 2024
upload
upload