Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

entertainment news

Arijit Singh: লন্ডনে এড শিরনের সঙ্গে এক মঞ্চে অনুষ্ঠান অরিজিৎ সিংয়ের, ভাইরাল ভিডিও


নিউজ ডেস্ক: সঙ্গীতপ্রেমীদের কাছে এ যেন ডবল ধামাকা। লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরনের সঙ্গে যুগলবন্দিতে দেখা গেল অরিজিৎ সিং-কে (Arijit Singh)। গায়ক নিজেই শেয়ার করেছেন সেই অনুষ্ঠানের সব মুহূর্ত। যেখানে দুই গায়ক সুপারস্টারের জমজমাট পারফরমন্সের ঝলক দেখা গেল। ভিডিও পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হল সেটি।

অসুস্থতার পর এক মাস বিশ্রাম নিয়ে এবার মঞ্চে ফিরলেন অরিজিৎ সিং (Arijit Singh)। আগস্ট মাসের ২ তারিখে জানিয়েছিলেন তিনি অসুস্থ। তাই গোটা মাসের সমস্ত কনসার্ট বাতিল করে শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন গায়ক। সেই ঘোষণার পর রবিবার রাতে প্রথমবার কনসার্ট করলেন অরিজিৎ সিং। এদিন অরিজিৎ এড শিরনের (Ed Sheeran) সঙ্গে কনসার্টের নানা রঙিন মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, গতকাল রাতের অনুষ্ঠানে এভাবে পাশে থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।” অরিজিৎ সিংয়ের শেয়ার করা এই পোস্টে মন উজার করে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা।

এদিনের অনুষ্ঠানে দুজন গায়ক তাদের পারফর্মেন্সের মাধ্যমে কনসার্ট জমিয়ে দিয়েছিলেন। অরিজিত্‍ সিং (Arijit Singh) তার বিখ্যাত গানগুলি গেয়ে মাতিয়েছিলেন। তার গানগুলির মধ্যে ছিল 'হাওয়ায়েন','তেরা হোনে লগা' প্রভৃতি। দুই গায়কের এই মেলবন্ধন দর্শকেরা খুবই ভালোবেসেছেন। তাদের ভাইরাল হওয়া এই ভিডিও দেখে ভক্তরা কেউ কেউ এটিকে 'আইকনিক মোমেন্ট' বলেও আখ্যা দিয়েছেন। ভক্তরা আরও আশ্চর্য হয়েছে এড শিরনের কন্ঠে 'তুম হি হো' গানটা শুনে। পপ গায়ক এড শিরনের এই গানটি দর্শকদের হতবাক করেছে।

প্রসঙ্গত, চলতি বছরেই এড শিরন এসেছিলেন ভারত সফরে। সেখানেই তাঁকে দিলজিৎ দোসাইয়ের সঙ্গে ডুয়েট পারফর্ম করতে দেখা যায়। আর এবার অরিজিৎ সিং-এর (Arijit Singh) সঙ্গে তিনি জুটি বাঁধতেই আবেগে ভাসলেন সকলে। জমজমাট সন্ধ্যার বেশ কিছু ঝলক দেখে সকলেই উঠছেন চমকে। আসলে এ জুটিকে একই সঙ্গে একই মঞ্চে পাওয়া মানে শ্রোতাদের কাছে স্বর্গীয় সুখ।

Sweta Chakrabory | 17:50 PM, Mon Sep 16, 2024

Mirzapur: ‘মির্জাপুর’-এ পঙ্কজ ত্রিপাঠী নয় এবার 'কালীন ভাইয়া' হৃতিক?


নিউজ ডেস্ক: কিছুদিন আগেই মুক্তি পেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'মির্জাপুর'-এর (Mirzapur) তৃতীয় সিজন। তবে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের রিভিউ অনুযায়ী, তৃতীয় মরশুমে আগের মতো মন জয় করতে পারেনি 'মির্জাপুর'। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে অপর একটি খবর। 'মির্জাপুর' নির্মাতারা নাকি এবার এই গল্প আনতে চলেছেন ফিল্মে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, কালীন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) বদলে দেখা যেতে পারে হৃত্বিক রোশনকে। এই গুঞ্জন প্রকাশ্যে আসতেই খুব স্বাভাবিক ভাবেই দর্শকদের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শোনা গিয়েছে বলিউডের ‘গ্রীক গড’ হৃতিক রোশনের সঙ্গে যোগাযোগ করা হতে পারে 'মির্জাপুর'-এর (Mirzapur) আইকনিক চরিত্র ‘কালীন ভাইয়া’-এর জন্য। তবে সিরিজটি ছবিতে রূপান্তরিত হলেও ছবির নাম ‘মির্জাপুর’ই থাকবে। এ প্রসঙ্গে হৃতিকের কিছু ভক্তরা মনে করছেন মির্জাপুর সিনেমায় ‘কালীন ভাইয়া’-এর চরিত্রে অভিনয় করা তাঁর ক্যারিয়ারের অন্যতম উত্তরণ হবে।
তবে এ প্রসঙ্গে নানা মন্তব্য ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ কেউ বলছে, 'সকলেই মির্জাপুর (Mirzapur) দেখে ফেলেছেন, প্রেক্ষাগৃহে কেউ দেখবে না... পঙ্কজ ত্রিপাঠী ও মুন্না ভাইয়াকে ছাড়া একেবারে মুখ থুবড়ে পড়বে...'। অপর একজন লেখেন, 'কুমন্তব্য শুনে মরে যাবে, সাধারণ মানুষ কালীন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী ছাড়া অন্য কাউকে কখনওই মেনে নেবে না।' অন্য আরেক জন আবার লিখেছেন, 'হৃত্বিকের এই চরিত্রটা করা উচিত নয়... বিক্রম বেদায় অনেক হয়েছে... দয়া করে আর রিমেক করবেন না... ওঁর এখন কেবল অরিজিন্যাল ফিল্ম করা উচিত।' অপর জন আবার লেখেন, 'ভাই, প্লিজ এটা খুব খারাপ আইডিয়া। মির্জাপুর এতও ভাল কোনও শো নয় যে তার থেকে সিনেমা হবে। তাছাড়া হৃত্বিক ইতিমধ্যেই দুটো সিনেমা করে ফেলেছে বিহারের প্রেক্ষাপটে। দর্শক উৎসাহিত হবেন না এটা দেখতে।'

তবে সব শেষে এটাই বোঝা গিয়েছে যে, 'মির্জাপুর' (Mirzapur) সিনেমায় হৃতিকের ‘কালীন ভাইয়া’-এর চরিত্রে অভিনয়ের খবর সত্যি হলে অনেকে যেমন খুশি হবেন তেমন অনেকেই অসন্তুষ্ট হতে পারে।

Sweta Chakrabory | 18:18 PM, Thu Sep 12, 2024

Deepika padukone: বাবা হয়ে প্রথম পোস্ট রণবীর সিং-এর, মেয়ে কোলে আসতেই কী বললেন অভিনেতা?


নিউজ ডেস্ক: মা হলেন দীপিকা পাডুকোন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘পাঠান’ খ্যাত অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপিকা (Deepika padukone) ও রণবীর সিং ঘোষণা করেছিলেন, তাঁদের সংসারে নতুন সদস্যের আগমন হতে চলেছে। তারপর অন্তঃসত্বা অবস্থায় ফটোশ্যুট করতে কিংবা ছবির প্রচারে দেখা গিয়েছিল দীপিকাকে। এমনকী গত শুক্রবার মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন রণবীর-দীপিকা। তারপরই শনিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন দীপিকা। রবিবার সেই হাসপাতালেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর সন্তান জন্মের কিছুক্ষণের মধ্যেই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন রণবীর সিং।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেতা লিখলেন, 'স্বাগতম কন্যা সন্তান, ৮.৯.২০২৪ দীপিকা-রণবীর'। এই পোস্ট শেয়ার করতেই লাইক ও শেয়ারে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। যদিও সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে আগেই। এদিন দীপিকা পাড়ুকোনের (Deepika padukone) সোশ্যাল মিডিয়া থেকেও শেয়ার হল এই একই পোস্ট। দীপবীরের পোস্টে গিয়ে হৃদয় এঁকে দেন রাহার মা ৷ নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেলিব্রেশন ইমোজি দেন তিনি । তাঁর সঙ্গে যোগ দেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও ৷ তিনি রণবীর ও দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ একইসঙ্গে ক্যাটরিনা কাইফ, কৃতি সানন, পূজা হেগড়ে, শর্বরী-সহ অন্যান বিটাউনের সেলেবরাও নতুন বাবা-মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন । রণবীর সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অর্জুন কাপুর ৷ তিনিও দীপবীরকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ বন্ধুর মেয়ের আগমনে অর্জুন সোশাল মিডিয়ায় লেখেন, "লক্ষ্মী আয়ি হ্যায়।"
তবে মেয়ের শখ পূরণ হয়েছে রণবীরের। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, দীপিকার কাছে তাঁর একটাই আবদার। একটি ফুটফুটে মেয়ে চাই তাঁর, যে একেবারে দীপিকার (Deepika Padukone) মতোই মিষ্টি হবে। তাই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলে তাঁরই ছোটবেলার ছবি তিনি তাঁকে দেখাবেন, যাতে মেয়ে একদম মায়ের মতোই মিষ্টি হয়। এরপরেই রণবীর বলেছিলেন, তাঁর ছেলে হোক বা মেয়ে, নাম রাখবেন শৌর্যবীর সিং। এই সিদ্ধান্ত নাকি রণবীর এবং দীপিকা দুজনে মিলেই নিয়েছিলেন। প্রার্থনা মতো মেয়ে তো হল, তবে পূর্ব পরিকল্পনা মতো মেয়ের নাম শৌর্যবীর সিং রাখবেন কিনা তা অবশ্য এখনো জানা যায়নি।
তবে মেয়ের ছবি সামনে আনলেন না জুটি। প্রসঙ্গত, আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের কন্যা সন্তানের মুখ দেখিয়েছিলেন এক বছর পর। ফলে অনুমাণ করে নেওয়াই যায় সকল সেলিব্রিটিদের মতো এই জুটিও বেশ কিছুটা সময় নেবেন মেয়ের ছবি সামনে আনতে।


Sweta Chakrabory | 16:31 PM, Mon Sep 09, 2024

Deepika padukone: বাবা হয়ে প্রথম পোস্ট রণবীর সিং-এর, মেয়ে কোলে আসতেই কী বললেন অভিনেতা?


নিউজ ডেস্ক: মা হলেন দীপিকা পাডুকোন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘পাঠান’ খ্যাত অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপিকা (Deepika padukone) ও রণবীর সিং ঘোষণা করেছিলেন, তাঁদের সংসারে নতুন সদস্যের আগমন হতে চলেছে। তারপর অন্তঃসত্বা অবস্থায় ফটোশ্যুট করতে কিংবা ছবির প্রচারে দেখা গিয়েছিল দীপিকাকে। এমনকী গত শুক্রবার মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন রণবীর-দীপিকা। তারপরই শনিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন দীপিকা। রবিবার সেই হাসপাতালেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর সন্তান জন্মের কিছুক্ষণের মধ্যেই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন রণবীর সিং।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেতা লিখলেন, 'স্বাগতম কন্যা সন্তান, ৮.৯.২০২৪ দীপিকা-রণবীর'। এই পোস্ট শেয়ার করতেই লাইক ও শেয়ারে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। যদিও সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে আগেই। এদিন দীপিকা পাড়ুকোনের (Deepika padukone) সোশ্যাল মিডিয়া থেকেও শেয়ার হল এই একই পোস্ট। দীপবীরের পোস্টে গিয়ে হৃদয় এঁকে দেন রাহার মা ৷ নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেলিব্রেশন ইমোজি দেন তিনি । তাঁর সঙ্গে যোগ দেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও ৷ তিনি রণবীর ও দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ একইসঙ্গে ক্যাটরিনা কাইফ, কৃতি সানন, পূজা হেগড়ে, শর্বরী-সহ অন্যান বিটাউনের সেলেবরাও নতুন বাবা-মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন । রণবীর সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অর্জুন কাপুর ৷ তিনিও দীপবীরকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ বন্ধুর মেয়ের আগমনে অর্জুন সোশাল মিডিয়ায় লেখেন, "লক্ষ্মী আয়ি হ্যায়।"
তবে মেয়ের শখ পূরণ হয়েছে রণবীরের। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, দীপিকার কাছে তাঁর একটাই আবদার। একটি ফুটফুটে মেয়ে চাই তাঁর, যে একেবারে দীপিকার (Deepika Padukone) মতোই মিষ্টি হবে। তাই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলে তাঁরই ছোটবেলার ছবি তিনি তাঁকে দেখাবেন, যাতে মেয়ে একদম মায়ের মতোই মিষ্টি হয়। এরপরেই রণবীর বলেছিলেন, তাঁর ছেলে হোক বা মেয়ে, নাম রাখবেন শৌর্যবীর সিং। এই সিদ্ধান্ত নাকি রণবীর এবং দীপিকা দুজনে মিলেই নিয়েছিলেন। প্রার্থনা মতো মেয়ে তো হল, তবে পূর্ব পরিকল্পনা মতো মেয়ের নাম শৌর্যবীর সিং রাখবেন কিনা তা অবশ্য এখনো জানা যায়নি।
তবে মেয়ের ছবি সামনে আনলেন না জুটি। প্রসঙ্গত, আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের কন্যা সন্তানের মুখ দেখিয়েছিলেন এক বছর পর। ফলে অনুমাণ করে নেওয়াই যায় সকল সেলিব্রিটিদের মতো এই জুটিও বেশ কিছুটা সময় নেবেন মেয়ের ছবি সামনে আনতে।


Sweta Chakrabory | 16:19 PM, Mon Sep 09, 2024

Mahalaya on OTT Platform: মহালয়ার সকালে দুর্গারূপে আসছেন রাজনন্দিনী


নিউজ ডেস্ক: সামনেই দুর্গাপুজো। আর তার আগে রয়েছে মহালয়া। ছোটবেলা থেকেই আমরা পরিচিত রেডিওর মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের সঙ্গে। এরপর কালের নিয়মে টেলিপর্দায় মহালয়ার অনুষ্ঠানে নতুনত্বের ছোঁয়া এসেছিল। তবে এবার আরও একধাপ এগিয়ে ভাবল হইচই। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে (Mahalaya on OTT Platform) প্রথমবার সিরিজের আকারে আসছে মহালয়ার অনুষ্ঠান।

আগামী ২রা অক্টোবর অর্থাৎ মহালয়ার সকালেই মুক্তি পাবে এই মহিষাসুরমর্দিনী ওয়েব সিরিজ। এই সিরিজের পরিচালকের ভূমিকায় রয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায়। আর দুর্গা বা মহামায়ার ভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী পাল (Rajnandini Paul)-কে। শুক্রবারই প্রকাশ্যে এল দূর্গারূপে রাজনন্দিনীর প্রথম লুক। হইচই-এর ‘দুর্গা’ রাজনন্দিনী পালকে কোরিওগ্রাফি করেছেন সুকল্যাণ ভট্টাচার্য। ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে দিন দুয়েক শুটিং বন্ধ থাকার পর বুধবার থেকে ফের হইচই-এর মহালয়ার শুট শুরু হয়েছে।

রাজনন্দিনীকে বর্তমানে হইচই-এর ‘ঘরের মেয়ে’ বললেও অত্যুক্তি হয় না! সংশ্লিষ্ট ওটিটি চ্যানেলের একাধিক সিরিজে নজর কেড়েছেন অভিনেত্রী। এবার দুর্গতিনাশিনীর ভূমিকায় অভিনয় করার জন্যও তাঁকেই বেছে নিল হইচই। এযাবৎকাল মহালয়ার সকাল মানেই চ্যানেল চ্যানেলে তারকাখচিত অসুরবধের শো। তবে এই প্রথমবার মা দুর্গার অসুর বধের বর্ণনা নিয়ে সিরিজের (Mahalaya on OTT Platform) মোড়কে আসছে মহালয়া।

আদ্যাশক্তি মহামায়ার যে আদি ও অনন্ত পৌরাণিক গল্প, তাকেই তুলে ধরা হবে ওয়েব সিরিজের মোড়কে। নারীশক্তির যে উদযাপন মা দূর্গার মধ্যে দিয়ে প্রতিনিয়ত করে জনগণ, সেই গল্পকেই এবার ফুটিয়ে তোলা হবে ওটিটিতে (Mahalaya on OTT Platform)। কেবল মহিষাসুরমর্দিনী নয়, এই সিরিজে তুলে ধরা হবে সতীর পৌরাণিক গল্প ও অন্যান্য একাধিক পৌরাণিক গল্প ও চরিত্রকে যা আদি ও অনন্ত কাল ধরে মহিষাসুরমর্দিনীর সঙ্গে যুক্ত।

Sweta Chakrabory | 18:25 PM, Fri Sep 06, 2024

Chander Pahar: ১১ বছর পর ফের বড়পর্দায় শঙ্করের অ্যাডভেঞ্চার! প্রেক্ষাগৃহে আসছে 'চাঁদের পাহাড়'


নিউজ ডেস্ক: প্রায় ১১ বছর পর আবারও প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাচ্ছে দেবের 'চাঁদের পাহাড়' (Chander Pahar)। শুক্রবারই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই খবর দিয়েছে প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এদিন এসভিএফের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টার শেয়ার করা হয়। সেখানে শঙ্কররূপে দেবের দেখা মেলে।

পোস্টারে লেখা, 'আরও একবার, বড়পর্দায়। ২০ সেপ্টেম্বর'। ক্যাপশনে লেখা হয়, 'চাঁদের পাহাড় (Chander Pahar) তোমায় ডাকছে..., শঙ্করের অ্যাডভেঞ্চার আবারও ফিরছে বড়পর্দায়! 'চাঁদের পাহাড়' পুনরায় মুক্তি পাচ্ছে ২০ সেপ্টেম্বর।' এই পোস্ট এদিন শেয়ার করেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। লেখেন, 'এবার পুজোয়, পুনরায় মুক্তি পাচ্ছে'।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে হাজির হয় 'চাঁদের পাহাড়' (Chander Pahar)। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এই জনপ্রিয় উপন্যাসকে পর্দায় রূপ দেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এই ছবির মুখ্য চরিত্রে দেখা মেলে দেবের। সে সময় প্রবল প্রশংসিত হয় দেবের অভিনয়। আর এরপর ঠিক ১১ বছর পর ফের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'চাঁদের পাহাড়'। আগামী ২০ সেপ্টেম্বর বড়পর্দায় ফের দেখা যাবে এই ছবি।

আসলে কিছুদিন আগেই প্রযোজনা সংস্থার তরফে একটি রিল পোস্ট করে অনুরাগীদের থেকেই জানতে চাওয়া হয় যে পুনরায় তাঁরা 'চাঁদের পাহাড়' (Chander Pahar) বড়পর্দায় দেখতে চান কি না। স্বাভাবিকভাবেই মেলে বিপুল সাড়া। আর দর্শকদের থেকে এই বিপুল সাড়া পেয়েই এমন সিদ্ধান্ত নিল প্রযোজনা সংস্থা। এবার শুধু সময়ের অপেক্ষা। পুজোর আগে পেক্ষাগৃহে আবার 'চাঁদের পাহাড়' দেখতে ভিড় কেমন হয় তা অবশ্য সময় বলবে।

এই বিষয়ে বলে রাখা ভালো এসভিএফের সঙ্গে দেবের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি হল চাঁদের পাহাড় (Chander Pahar)। এই ফ্র্যাঞ্চাইজির দুটো ছবি আছে, চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান। দুটো ছবির পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

Sweta Chakrabory | 15:32 PM, Fri Sep 06, 2024

Tollywood New Film: আরজি করের ঘটনা এবার কি বড়পর্দায়? আসছে নতুন ছবি দানব


নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় উত্তাল গোটা দেশে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় চলছে প্রতিবাদ, আন্দোলন। আর এরই মধ্যে এবার নারীদের ওপর অত্যাচারের গল্প নিয়ে আসছে আতিউল ইসলামের নতুন ছবি (Tollywood New Film) 'দানব'। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে রূপসা মুখোপাধ্যায় ও পিয়ায় খানকে। গোটা রাজ্য যখন জ্বলছে আর আরজি কর কাণ্ডের আঁচে, ন্যায়বিচারের দাবিতে যখন উত্তাল কলকাতার রাজপথ তখন পর্দায় ফুটে উঠবে নারীদের ওপর অত্যাচার এবং তার থেকে নিস্তার পাওয়ার গল্প।

এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার (Tollywood New Film) শেয়ার করে পরিচালক লিখেছেন “যে মাটিকে ‘মা দুর্গা ‘ রুপে আমরা পুজো করি, সেই মাটিতেই মায়েদের ওপর হচ্ছে নৃশংস অত্যাচার। ঠিক তখনই দানব-এর জন্ম হয়। একটু আলাদা কিচ্ছু নিয়ে আসছি, ভালো লাগবে আপনাদের সবার।” তবে ‘দানব’ প্রসঙ্গে পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, আরজি কর-কাণ্ডের ঘটনা হুবহু ছবিতে (Tollywood New Film) উঠে আসবে না। কিন্তু হাসপাতাল, নারী নির্যাতনের মতো বিষয়গুলো থাকছে ছবিতে। থাকছে বাস্তবের প্রেক্ষাপটের কাহিনিও। এই ছবিতে এক কঠিন বাস্তবকে তুলে ধরা হবে। মানুষ যে কত নৃশংস তাই ফুটে উঠবে এই ছবিতে। একজন মানুষ যে তার ভালবাসার মানুষের জন্য কতটা বলিদান দিতে পারে, সেটাই উঠে আসবে এই ছবিতে। বেশ কয়েকটি গান রয়েছে এই ছবিতে। মোহনা ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে এই ছবিটা।

থ্রিলারের মোড়কে বড়পর্দায় (Tollywood New Film) আসতে চলেছে এই ছবি। সেখানে একজন সাধারণ নার্সের ভূমিকায় দেখা যাবে রূপসাকে। অন্যদিকে পিয়ার খানকে দেখা যাবে একজন মর্গের ডোমের চরিত্রে। এটিই তাঁর প্রথম ছবি। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা সোম, হিয়া রায়, শ্রেয়া হালদার ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবির শুর্টিং। গল্পের প্রেক্ষাপট মুর্শিদাবাদ, তাই মুর্শিদাবাদেই হবে ছবির অধিকাংশের শুটিং।

Sweta Chakrabory | 16:11 PM, Thu Sep 05, 2024

Emergency: 'ইমার্জেন্সি' মুক্তি নিয়ে বিতর্কের মাঝেই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ছবির প্রযোজকেরা


নিউজ ডেস্ক: আবারও পিছিয়ে গেল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নতুন ছবি 'ইমার্জেন্সি'-র (Emergency) মুক্তির তারিখ। 'ইমার্জেন্সি' মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ৬ তারিখে। তবে শোনা যাচ্ছে, এই ছবি নির্দিষ্ট দিনে মুক্তি পাবে না। মনে করা হচ্ছে, বর্তমান পরিস্থিতি ও বিতর্কের কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হয়েছে এই ছবির মুক্তি। এই ছবিকে ঘিরে শিখ সম্প্রদায়ের মধ্যে চূড়ান্ত বিতর্ক ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই ছবির ট্রেলার দেখেই অশান্ত হয়েছিল পঞ্জাব। আর এই ছবিটি এখনও সেন্সর বোর্ডের কাছ থেকে সবুজ সংকেতও পায়নি। মনে করা হচ্ছে, এই ছবিতে আরও একাধিক দৃশ্য বাদ দেওয়ার নিদান দিতে পারে সেন্ট্রাল বোর্ড।

কঙ্গনা রনৌতের ছবি 'ইমার্জেন্সি' (Emergency) আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে কি না এবং সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার, ৪ সেপ্টেম্বর। বোম্বে হাইকোর্টে শুনানির সময় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। 'ইমার্জেন্সি' সহ-প্রযোজক সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস ছবিটি মুক্তি এবং সেন্সর সার্টিফিকেটের দাবিতে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দাখিল করা আবেদনে সংস্থাটি দাবি করেছে যে সেন্সর বোর্ড নির্বিচারে ও বেআইনিভাবে ছবিটির সেন্সর সার্টিফিকেট আটকে রেখেছে।

ছবিটি নিয়ে পাঞ্জাবে বিক্ষোভ চলছে এবং শিখ সংগঠনগুলি এটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। বিতর্কের কারণে ছবিটির মুক্তিও স্থগিত করা হয়েছে। এই সিনেমটি (Emergency) প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের উপর ভিত্তি করে তৈরি। আর ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। এমনকী ছবির পরিচালকও তিনি। তবে শিরোমণি আকালি দল-সহ শিখ সংগঠনগুলি সিনেমাটির নির্মাতাদের বিরুদ্ধে শিখদের অনুভূতিতে আঘাত করার এবং তাদের একটি ভুল ভাবে দেখানোর অভিযোগ উঠেছে।

যদিও এ প্রসঙ্গে আগেই কঙ্গনা রানাউত জানিয়েছিলেন, তিনি ছবিটিকে (Emergency) বাঁচানোর জন্য আদালতের দ্বারস্থ হতেও রাজি। তিনি বলেছিলেন যে ইন্দিরা গান্ধীর জীবনকে পর্দায় তুলে ধরতে গিয়ে যদি পাঞ্জাব রায়টই না দেখাতে পারি তাহলে তো ওঁর জীবনটাই অধরা থেকে যাবে।

Sweta Chakrabory | 17:43 PM, Wed Sep 04, 2024

Mimi Chakraborty: কুরুচিকর মন্তব্য মিমিকে! ধর্ষণের হুমকির মোক্ষম জবাব সৃজিত মুখার্জির


নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে সরব গোটা দেশ। সকলের মতোই এই ঘটনার বিচার চেয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর তাতেই কুরুচিকর মন্তব্যের (Harassment Threat) শিকার হল অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদকে। আসলে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানিয়েছিলেন তিনি। আর এই ঘটনার ঠিক পড়েই আচমকাই একদল নেটিজেনের ক্ষোভের সম্মুখীন হন মিমি। নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে স্ক্রিনশট পোস্ট করে ক্ষোভ, হতাশা প্রকাশ করেন অভিনেত্রী।

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত তা স্বীকার করেননি মৃতার পরিবার। সেই প্রসঙ্গ তুলেই এবার মিমিকে (Mimi Chakraborty) ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। রাশিদুল আন্ডারস্কোর ৭৫৪ প্রোফাইল থেকে মিমির উদ্দেশ্যে লেখা হয়, "আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওঁর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।" এই মন্তব্যের পরেই কলকাতা পুলিশের ডিসিপিকে ট্যাগ করে দুটি মন্তব্যের (Harassment Threat) স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মিমি (Mimi Chakraborty)। লেখেন, "আমরা কী এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা?"

আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্ষণের হুমকির মোক্ষম জবাব দিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। এদিন মিমির (Mimi Chakraborty) শেয়ার করা পোস্টটির স্ক্রিনশট নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে সৃজিত লিখেছেন, "তারকাদের ঘৃণা করুন কিন্তু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।"

Sweta Chakrabory | 15:51 PM, Wed Aug 21, 2024

Kalki 2898 AD: গ্লোবাল বক্সঅফিসে নতুন মাইলফলক ছুঁলো 'কল্কি ২৮৯৮ এডি' 

নিউজ ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলস্টোন ছুঁয়েছে প্রভাসের ছবি 'কল্কি ২৮৯৮ এডি'৷ দুটো ফ্লপ সিনেমার পর এবার নতুন অধ্যায় লিখতে চলেছেন দক্ষিণী তারকা প্রভাস৷ ইতিমধ্যেই তাঁর অভিনীত কল্কি বক্সঅফিসে (Box Office Collection) যে বিজয় রথ দৌড় করাচ্ছেন তা থামানো মুশকিল পঞ্চম সপ্তাহতেও৷ হিসেব বলছে, গ্লোবাল বক্সঅফিসে 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD) ছুঁল নতুন রেকর্ড৷ এখনও পর্যন্ত কল্কির ঝুলিতে এসেছে ১ হাজার ১০০ কোটি টাকা৷ ফলে সিনেমার এই সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজক-নির্মাতা সহ অনুরাগীরাও৷ 

নাগ অশ্বিন পরিচালিত এই ছবি ২৮ দিন ধরে টানা প্রেক্ষাগৃহে রাজত্ব করে চলেছে৷ এ নিয়ে প্রযোজনা সংস্থা বৈজন্তিমুভিসের তরফে বৃহস্পতিবার নতুন একটি পোস্টার সামনে আনা হয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, "বক্সঅফিসে অসাধারণ সাফল্য প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত কল্কির৷ ১১০০ কোটি টাকা পার৷ পঞ্চম সপ্তাহেও দারুণ হচ্ছে ছবির কালেকশন৷" 'কল্কি'র সাফল্য ভারতীয় সিনেমার জন্য গৌরবের৷ 

২৭ জুন দেশজুড়ে মুক্তি পায় 'কল্কি' (Kalki 2898 AD)৷ এমনকী, বিদেশের মাটিতেও এই ছবি দেখে মুগ্ধ হন অনুরাগীরা৷ প্রথমদিনেই ছবির ঘরে আসে ৯৫.৩ কোটি টাকা৷ কোনও প্রতিযোগিতা ছাড়াই বক্সঅফিস দখল করে নিতে সক্ষম হয় মাইথোলজিক্যাল এই ছবি৷ সোমবারের তুলনায় মঙ্গলবার এই ছবির আয় বেড়েছে একটু বেশি ৷ আর ২০ কোটি টাকা আয় হলেই শাহরুখ খানের 'জওয়ান'-এর রেকর্ড ভেঙে ফেলবেন প্রভাস৷ নাগ অশ্বিনের মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়কে৷ তেলুগু ছাড়া 'কল্কি ২৮৯৮ এডি' মুক্তি পেয়েছে তামিল, মালয়লম, কন্নড়, হিন্দি ও ইংরাজি ভাষায়৷

উল্লেখ্য, ৬০০ কোটি টাকা বাজেট ছিল এই ছবির৷ তবে প্রযোজকের এই সিদ্ধান্তে চিন্তিত ছিলেন অভিনেতা প্রভাস৷ কারণ এর আগে আদিপুরুষ ও রাধেশ্যাম বিগ বাজেটের দুটি ছবি অসফল থাকে বক্সঅফিসে৷ ফলে এই ছবি কতটা দর্শকরা গ্রহণ করবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন অভিনেতা৷ তবে ছবি (Kalki 2898 AD) মুক্তির পর সাফল্যের ঢেউ ওঠে বক্সঅফিসে৷ মনে করা হচ্ছে, তেলেগু এবং অন্যান্য ভাষায় কম প্রতিযোগিতার কারণে ছবিটি ভারত এবং বিদেশ উভয় বক্স অফিসেই সফলতা পাচ্ছে।

Sweta Chakrabory | 11:24 AM, Fri Jul 26, 2024

Hardik-Natasa Divorce: চার বছরের বিয়েতে ইতি! বিবাহবিচ্ছেদ হার্দিক-নাতাশার


নিউজ ডেস্ক: অবশেষে সত্যি হল জল্পনা। হার্দিক পাণ্ড্যের (Hardik Pandya) সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন নাতাশা স্তানকোভিচ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বিবাহবিচ্ছেদ (Hardik-Natasa Divorce) ঘোষণা করলেন তিনি। একই পোস্ট করেছেন হার্দিকও। বেশ কিছু দিন ধরেই হার্দিক এবং নাতাশার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। বৃহস্পতিবার নাতাশা সেই সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন যে, তাঁদের চার বছরের সম্পর্কে ইতি টানছেন। 

বৃহস্পতিবার নাতাশা ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “চার বছর একসঙ্গে থাকার পর হার্দিক (Hardik Pandya) এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। আমরা একটা পরিবার তৈরি করেছিলাম। একে অপরের সঙ্গে আনন্দের সময় কাটিয়েছিলাম। আমাদের পুত্র অগস্ত্য রয়েছে। আমাদের দুজনের জীবনের অংশ হিসাবে থাকবে ও। আমরা একসঙ্গে বড় করব অগস্ত্যকে। ওকে আনন্দে রাখার জন্য আমরা সব কিছু করব। এই কঠিন সময়ে আমাদের একটু নিজেদের মতো থাকা প্রয়োজন। আশা করব আপনারা আমাদের সেই সহযোগিতাটুকু করবেন।” 

চার বছর আগে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে রূপকথার বাগদান সেরেছিলেন হার্দিক পান্ডিয়া। একেবারে ফিল্মি স্টাইলে দুবাইয়ের মাঝ সমুদ্রে হাঁটু গেড়ে বসে নাতাশাকে প্রোপোজ করেন ভারতীয় দলের এই তারকা অল-রাউন্ডার। এরপর ২০২০ সালের  ৩১ মে বিয়ে করেছিলেন হার্দিক (Hardik Pandya) ও নাতাশা। বড় কোনও উত্‍সব নয়, আইনি মতেই চার হাত এক হয়েছিল। সেবছরই ৩০ জুন মা হন নাতাশা। ছেলের নাম অগস্ত্য। এরপর গতবছর অর্থাত্‍ ২০২৩ সালে ১৪ ফ্রেরুয়ারি হার্দিক-নাতাশার বিয়ের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দুজনের পরিবার, বন্ধু ও ছেলে অগস্ত্যও। ১২ দিন পর অগস্ত্যের জন্মদিন। চার বছর পূর্ণ হবে তার। কিন্তু চার বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু।

প্রসঙ্গত, আগেই হার্দিক এবং নাতাশা ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি সরিয়ে দিয়েছিলেন। তবে অগস্ত্যের সঙ্গে ছবি ছিল তাঁদের। তখনই জল্পনা তৈরি হয়েছিল হার্দিকদের বিবাহবিচ্ছেদ (Hardik-Natasa Divorce) নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও নাতাশাকে কোনও রকম পোস্ট করতে দেখা যায়নি। এক সময় হার্দিকের (Hardik Pandya) খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত থাকতেন নাতাশা। কিন্তু এ বছর আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায়নি তাঁকে। বিশ্বকাপের পর দেশে ফিরেও নাতাশার সঙ্গে দেখা করেননি হার্দিক। আর এর পরেই নাতাশা ও হার্দিকের এই পোষ্টে এমন খবর পেয়ে মন খারাপ ফ্যানেদের।

Sweta Chakrabory | 10:54 AM, Fri Jul 19, 2024

Bollywood New Movie: কিংয়ের খলনায়কের পরিচয় ফাঁস করলেন বিগ বি


নিউজ ডেস্ক: সিনেপ্রেমীদের জন্য বড় খবর। এবার শাহরুখ খান অভিনীত আসন্ন ছবি কিং-এ খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের ছেলে সম্পর্কে এই বড় আপডেট দিলেন বিগ বি (Amitabh Bachchan)। এদিনের পোস্টে অমিতাভ বচ্চন জানালেন, শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে আগামী ছবিতে দেখা যাবে জুনিয়র বচ্চনকে। 

বলিউড তারকা অমিতাভ বচ্চন সম্প্রতি জানিয়েছেন যে তাঁর ছেলে, অভিষেক বচ্চনের পরবর্তী প্রজেক্ট শাহরুখ খানের সঙ্গে। তাঁদের একসঙ্গে নতুন ছবি 'কিং'-এ দেখা যাবে। যদিও এই ছবি সম্পর্কে কোনওরকম কোনও ঘোষণাই এখনও আনুষ্ঠানিকভাবে করা হয়নি। এদিন পোস্টে একটি স্ক্রিনশট শেয়ার করে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) লেখেন যে, ''কিং' ছবির কাস্টিংয়ে যোগ দেবেন অভিষেক। আরও বড় খবর, সেখানে খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেককে। শুভেচ্ছা অভিষেক... সময় এসে গিয়েছে!!!'' অর্থাৎ এবার মুখোমুখি শাহরুখ ও অভিষেক।

আসন্ন সিনেমা কিং একটি আদ্যোপান্ত অ্যাকশনে ঠাসা ছবি (Bollywood New Movie) হতে চলেছে। আগেই জানা গিয়েছিল, ছবিটির পরিচালনা করবেন কাহানি ছবির পরিচালক সুজয় ঘোষ। অন্যদিকে ছবিটির প্রযোজনা করবেন পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর এবার জানা গেল এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সূত্রের খবর, এই ছবিতে অভিনয় করবেন শাহরুখ কন্যা সুহানা খানও। বড়পর্দায় এই ছবির মাধ্যমে অভিষেক হতে চলেছে তাঁর। সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে বিশেষভাবে চরিত্রটি নির্মান করা হয়েছে। এই ছবিতে গোয়েন্দার ভূমিকায় থাকছেন সুহানা। অন্যদিকে একজন মাফিয়ার চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

একের পর এক ওয়েব সিরিজ আর ছবিতে অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন অভিষেক বচ্চন। নিজেকে চরিত্রের খাতিরে বারবার ভেঙেছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের গুজবে কান না দিয়ে আবারও নতুন চরিত্রের পথে এগিয়ে গিয়েছেন অভিষেক। এর আগে একসঙ্গে শাহরুখ খান ও অভিষেক বচ্চন 'কভি অলভিদা না কহেনা' ও 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে কাজ করেছেন। তবে এবার 'কিং' ছবির (Bollywood New Movie) খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।

Sweta Chakrabory | 13:17 PM, Wed Jul 17, 2024

Ramayan Animation: দূরদর্শনে দেখা যাবে অ্যানিমেটেড রাম কাহিনী


নিউজ ডেস্ক: কত হাজার বছর আগে মহর্ষি বাল্মিকী রামায়ণ লিখে গিয়েছিলেন তার ঠিকানা নেই। কিন্তু তার পর রামায়ণের কয়েকহাজার সংস্করণ হয়েছে বিভিন্ন ভাষায়। গল্প কিছুটা এক রেখে কত লেখক, কবি নিজের মত করে রামায়ণ লিখে গিয়েছেন। এবার অ্যানিমেশনে (Ramayan Animation) দেখা যাবে রামায়ণ। সৌজন্যে দূরদর্শন এবং হায়দ্রাবাদের একটি সংস্থা।

রবিবার ১২:০০ থেকে ১২:৩০ পর্যন্ত অ্যানিমেশনে রামায়ণ

বহু ভাষায় বহু নির্দেশক সিনেমায়, সিরিয়ালে রামায়ণের গল্প নিজের মত দর্শকদের জন্য উপস্থাপন করেছেঅতীতেরামানন্দ সাগরের রামায়ণ ৮০-র দশকের শেষে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এর আগে ও পর রুপোলী পর্দায় অনেক বার রামায়ণেরকাহিনী দেখেছে ভারতবাসী। এবার হায়দ্রাবাদের একটি সংস্থা মারা ক্রিয়েশনসরামায়ণের অ্যানিমেশন (Ramayan Animation) সিরিজ দূরদর্শনে দেখাতে চলেছে। এই অ্যানিমেশন সিরিজের নাম রাখা হয়েছে‘শ্রীমান রাম’ (Sriman Rama) । জুলাই ৭ এর প্রিমিয়ার হয়। প্রতি রবিবার দুপুর ১২:০০ থেকে১২:৩০ এর মধ্যে ৫২ টি এপিসোডে প্রভু শ্রী রামের গল্প অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হবে। দেখতে পাবে ভারত সহ বিভিন্ন দেশের মানুষ।

৫২ পর্বের অ্যানিমেশন সিরিজ

অ্যানিমেশনের ক্ষেত্রে শিশুরা মূল দর্শক ভারতবর্ষে জনসংখ্যার প্রায় ৪০ কোটি ১৫ বছর বয়সের নিচের। তাঁদের জন্য রামায়ণের কোন অংশ কীভাবে দেখানো হবে, সেটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল উদ্যোক্তাদের কাছে তবে শুধু শিশুদের কথা মাথায় রেখেই এই অ্যানিমেশন (Ramayan Animation) সিরিজ রচনা করা হয়েছে, এমনটা নয় যাতে গোটা পরিবার এই সিরিজ দেখতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। ঠিক যেভাবে রামানন্দ সাগরের রামায়ণ একসময় টিভি দুনিয়ায় কামাল করেছিল, সেই সোনালী দিন ফিরিয়ে আনাই এই সিরিজের উদ্দেশ্য। এর আগেও রামায়ণের কাহিনী অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে। ৫২ পর্বের এই অ্যানিমেশন (Sriman Rama) আগের রামায়ণের কাহিনীগুলোর তুলনায় অনেকটাই বেশি প্রভাবশালী হবে বলে আশা করছেন আয়োজকরা।  আয়োজক সংস্থার তরফে রামচন্দ্র বিষ্ণুভট্ট বলেন, “শ্রীমান রাম অ্যানিমেশন সিরিজের মাধ্যমে আমরা শুধু দর্শকদের আনন্দ দিতে চাই এমনটা নয়। আমরা চাই ভারতের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস বিশ্বের সকল মানুষের কাছে তুলে ধরতে। প্রভু শ্রী রামের বাস্তব সারমর্ম তুলে ধরবে (Ramayan Animation) এই সিরিজআমাদের উদ্দেশ্য মর্যাদা পুরুষোত্তম শ্রী রামকে নতুন দৃষ্টিভঙ্গিতে সমসাময়িক শ্রোতা এবং দর্শকদের কাছে তুলে ধরা।

Pankaj Kumar Biswas | 16:49 PM, Mon Jul 08, 2024

Kalki 2898 AD: সাত দিনে কত টাকার ব্যবসা করল প্রভাস-দীপিকার ছবি?


নিউজ ডেস্ক: বিশ্ব বক্স অফিসে রেকর্ড গড়ল বলিউডের কল্কি (Kalki 2898 AD)। গত ২৭ জুন রিলিজ করেছে কল্কি ২৮৯৮ এডি। ভারতীয় বক্স অফিসে ছবি রিলিজের প্রথম পাঁচ দিনেই প্রায় সাড়ে তিনশো কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল এই সিনেমার আয়। আর এবার সিনেমা রিলিজের ৭ দিনের মধ্যেই বিশ্ব বক্স অফিসে (Box Office Collection) ৭০০ কোটির ও বেশি আয় করল প্রভাস ও দীপিকা পাডুকোন অভিনীত কল্কি ২৮৯৮ এডি। জানা গিয়েছে সারা বিশ্ব জুড়ে সমস্ত ভাষা মিলিয়ে এখনও অব্দি ৭২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। সফল সপ্তাহান্তের পর কাজের দিনগুলিতেও আয়ের একটি স্থির গতি বজায় রেখেছে কল্কি।

এ প্রসঙ্গে এই সিনেমার প্রযোজক বৈজয়ন্তী মুভিজ জানিয়েছে যে, ছবিটি বিশ্বব্যাপী ৭০০ কোটির বেশি আয় (Box Office Collection) করেছে। আগুনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া দীপিকার চরিত্রের একটি পোস্টার শেয়ার করে, তারা লিখেছেন, "স্বপ্নের দৌড় অব্যাহত রয়েছে। এর জাদুটির সাক্ষী থাকুন।'' একইসঙ্গে তারা একটি প্রেস বিজ্ঞপ্তিও শেয়ার করেছে। এই ছবির নির্মাতারা আশা করছেন কল্কি ১০০০ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে যাবে। 

উল্লেখ্য, নাগ অশ্বিন পরিচালিত কল্কি (Kalki 2898 AD) একটি সায়েন্স ফিকশন থ্রিলার। এই ছবিটি তেলুগু এবং হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছে। ভৈরবের চরিত্রে অভিনয় করেছে প্রভাস। এছাড়াও অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন ও কমল হাসান যথাক্রমে অশ্বত্থামা, সুমতী এবং সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন । নেগেটিভ রোলে সবার প্রশংসা কুড়িয়েছেন বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও৷ ভারতে এখনও পর্যন্ত এই ছবির মোট আয় ৩৪৩ কোটি ৬০ লাখ। জানা গিয়েছে বাহুবলী এবং সালারের পরে কল্কি প্রভাসের চতুর্থ ফিল্ম, যা বিশ্বব্যাপী ৭০০ কোটি টাকারও বেশি ব্যবসা করল৷

Sweta Chakrabory | 17:47 PM, Thu Jul 04, 2024
upload
upload