Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

euro

Euro Cup 2024: আরও একবার কাপের সামনে ইংরেজরা, ইউরো ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও স্পেন

নিউজ ডেস্ক: ইউরো কাপের (Euro Cup 2024) ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও স্পেন। বুধবার ডর্টমুন্ডে নেদারল্যান্ডসকে হারিয়ে দিল হ্যারিকেনরা। ইংল্যান্ড (England) জিতল ২-১ ব্যবধানে। জাভি সিমন্স নেদারল্যান্ডসকে এগিয়ে দিলেও হ্যারি কেন এবং অলি ওয়াটকিন্সের গোলে জিতল ইংল্যান্ড। থেমে গেল কমলা ঝড়।

ম্যাচের (Euro Cup 2024) শুরু থেকে বল নিজেদের পায়ে রেখেছিল ইংল্যান্ড। চেষ্টা করছিল ধীর গতিতে আক্রমণে ওঠার। কিন্তু নেদারল্যান্ডসের পরিকল্পনা ছিল অন্য। তারা শুরু থেকেই আক্রমণের খেলায় নেমেছিল। সাত মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। মাঝমাঠে ডেক্লান রাইসের থেকে বল কেড়ে নিয়েছিলেন সিমন্স। একাই এগিয়ে যান সামনের দিকে। বক্সের ভেতরে ঢুকে পড়ে শট মারেন। শট মারার আগেই পিছলে গিয়েছিলেন। তবু সেই শটের জোর যা ছিল তা আটকাতে পারেননি পিকফোর্ড। জেগে ওঠে ডাচ সমর্থকরা। ১৪ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। হ্যারিকেনের নিখুঁত শট আটকাতে পারেননি নেদারল্যান্ডস গোলকিপার ভারব্রুগেন। প্রথমার্ধ ১-১ থাকে।

দ্বিতীয়ার্ধে দুই দলই নেমেছিল গোল করার লক্ষ্যে। কিন্তু ৮০ মিনিট পর্যন্ত আর গোল হয়নি। ম্যাচের ৮০ মিনিটে জোড়া পরিবর্তন করেন ইংল্যান্ড (England) কোচ গ্যারেথ সাউথগেট। গোলদাতা হ্যারি কেনকে তুলে নিয়ে নামালেন অলি ওয়াটকিন্সকে। কোল পামার এলেন ফিল ফোডেনের জায়গায়। সংযুক্তি সময়ে সেই ওয়াটকিন্সের গোলেই নেদারল্যান্ডসকে হারিয়ে দিল ইংল্যান্ড। খেটে গেল সাউথগেটের চাল। স্বপ্ন ভাঙল কমলা ব্রিগেডের কোচ রোনাল্ড কোম্যানেরও। ১৯৮৮ সালে ইউরোপসেরা হয়েছিল ডাচরা। সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন বর্তমান ডাচ কোচ। খেলোয়াড় হিসেবে ইউরো জেতার পাশাপাশি কোচ হিসেবেও চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল তাঁর সামনে। কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় কোম্যানকে খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে।

এই নিয়ে টানা দ্বিতীয়বার ইউরোর (Euro Cup 2024) ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড (England)। আগামী রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে সাউথগেটের ছেলেরা। গতবার ফাইনালে ইটালির কাছে হেরে যাওয়ায় কাপ যায়নি বিলেতে। এবার আরও একটা সুযোগ পাচ্ছেন সাউথগেট। তবে, তরুণ ইয়ামেলের গতি আর স্পেনের টিকিটাকা-কে কীভাবে সামলাবেন হ্যারিকেনরা তা সময় বলবে।

Sweta Chakrabory | 11:55 AM, Thu Jul 11, 2024

UEFA Euro 2024: ইউরো থেকে বিদায় রোনাল্ডোর! মাঠ মাতাল স্পেন, টাইব্রেকারে ফ্রান্সের কাছে হার পর্তুগালের

নিউজ ডেস্ক: ইউরোয় অঘটন! ঘরের মাঠে স্পেনের কাছে হেরে চলতি ইউরো কাপের (UEFA Euro 2024) কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল আয়োজক জার্মানি। সবাই যখন টাইব্রেকারের প্রহর গুণছিল, ঠিক তখনই জ্বলে উঠলেন স্প্যানিশ তারকা মিকাইল মেরিনো। দানি ওলমোর দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে গোল করে দলকে সেমিফাইনালে তুললেন। অন্যদিকে ইউরো থেকে বিদায় নিল রোনাল্ডোর পর্তুগালও। এই ম্যাচে চেনা রোনাল্ডোর সেই ক্ষিপ্রতাই দেখতে পাওয়া গেল না। পাশাপাশি একাধিক গোলের সুযোগও মিস করলেন তিনি। শেষপর্যন্ত পেনাল্টি শ্যুট আউটে এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। পেনাল্টিতে রোনাল্ডো গোল করলেও , তা আর কাজে লাগেনি। ফ্রান্স ৫-৩ গোলে জয়লাভ করে এবং টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যায়। শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন (France vs Spain)।

স্টুটগার্ট এরেনায় রুদ্ধশ্বাস এক কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। এদিন দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেলল। ড্যানি অলমোর গোলে স্পেন প্রথমে এগিয়ে গেলেও জার্মানি হাল ছাড়েনি। প্রথমার্ধে স্পেনের দাপট ছিল, দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। দারুণ খেলে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে এসে গোলও পেয়ে যায় তারা। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে সমতা ফেরান ফ্লোরিয়ান উইর্ৎজ। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটের মাথায় গোল করেন স্পেনের মিকেল মেরিনো। আর ফিরতে পারেনি জার্মানি। ঘরের মাঠে হেরে মাঠ ছাড়তে হয় তাদের। প্রথম থেকেই শারীরিক ফুটবল চলছিল। শুরুতে জার্মানির ফুটবলারেরা বেশ কয়েকটি কড়া ট্যাকল করেন। খেলার শেষ মিনিটে লাল কার্ড দেখেন স্পেনের ড্যানি কার্ভাহাল। জার্মানি প্রথম আয়োজক দেশ যারা ইউরোর (UEFA Euro 2024) কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিল।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম পর্তুগালের ম্যাচে নির্বিষ ফুটবলে ১২০ মিনিটেও কোনও গোল হল না। শেষ পর্যন্ত টাইব্রেকারে পর্তুগালকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ইউরো কাপের (UEFA Euro 2024) সেমিফাইনালে উঠে গেল ফ্রান্স (France vs Spain)। এবারের মতো ইউরো কাপ শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁর খেলা দেখে বোঝা গেল সিংহ এখন বুড়ো হয়েছেন। আর হয়তো ইউরোতে তাঁকে দেখাই যাবে না। গোটা ম্যাচে খুঁজেই পাওয়া গেল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। একই রকম নিষ্প্রভ থাকলেন কিলিয়ান এমবাপেও। আদর্শ বনাম শিষ্যের দ্বৈরথ এই ম্যাচে আলোচ্য বিষয় ছিল। দু’জনেই একই রকম খেললেন। মন ভরাতে পারলেন না কেউই। এমবাপের অবস্থা এতটাই খারাপ ছিল যে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের পর তাঁকে তুলে নিলেন কোচ দিদিয়ের দেশঁ। ফলে টাইব্রেকারে শট মারা হল না এমবাপের। তবে টাইব্রেকারের সময়ে সতীর্থদের গোলে উল্লাস করলেন বার বার।

Sweta Chakrabory | 13:57 PM, Sat Jul 06, 2024

UEFA Euro 2024: ইউরোর শেষ আটে জায়গা করে নিল কারা? জানুন


নিউজ ডেস্ক: সামনেই উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর (UEFA Euro 2024) কোয়ার্টার ফাইনাল। ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে চারটি কোয়ার্টার ফাইনালে কোন দল, কবে, কাদের বিরুদ্ধে, কোথায় খেলতে নামবে। কোয়ার্টার ফাইনালে (Quarter Finals) ইতিমধ্যেই নাম লিখিয়েছে স্পেন, জার্মানি, পর্তুগাল,ফ্রান্স, ইংল্যান্ড, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস ও তুরস্ক।

এবার এক নজরে দেখে নেওয়া যাক চারটি কোয়ার্টার ফাইনালে কোন দল, কবে, কাদের বিরুদ্ধে, কোথায় খেলতে নামবে।

 ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে জার্মানির বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে স্টুটগার্টে। শুক্রবার ৫ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এর আগে টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানি ২-০ গোলে ডেনমার্ককে এবং স্পেন ৪-১ গোলে জর্জিয়াকে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করেছিল।

 ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে (UEFA Euro 2024) মুখোমুখি হবে ফুটবলের আরও দুই শক্তি পর্তুগাল ও ফ্রান্স। এই ম্যাচটি হ্যামবার্গে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাত সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। টুর্নামেন্টের রাউন্ড অফ ১৬-এ পর্তুগাল টাইব্রেকারে ৩-০ গোলে স্লোভেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে। অন্যদিকে, ফ্রান্স বেলজিয়ামের আত্মঘাতী গোলের সৌজন্যে শেষ আটের জায়গা পাকা করেছে। 

এবারের ইউরো কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল (Quarter Finals) ম্যাচটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সুইৎজারল্যান্ড। ম্যাচটি খেলা হবে ডুসেলডর্ফে। ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচটি (UEFA Euro 2024)। গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইৎজারল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড ২-১ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করেছে। 

আর সব শেষে ইউরো কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস মুখোমুখি হবে তুরস্কের। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে এই ম্যাচ। ম্যাচটি (UEFA Euro 2024) খেলা হবে বার্লিনে। প্রি-কোয়ার্টার ফাইনালে রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়ে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে তুরস্ক কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। উল্লেখ্য, এই দুটো দলই ১৬ বছর পর আবার ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে।

প্রসঙ্গত, এবারের ইউরো কাপের (UEFA Euro 2024) সেমিফাইনাল রয়েছে আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে। প্রথম সেমিফাইনাল ৯ জুলাই, দ্বিতীয়টি হবে ১০ জুলাই। আর ফাইনাল ম্যাচটি ১৪ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে, অর্থাৎ ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনালে আর ফাইনালে কারা থাকবে তা পুরোটাই নির্ভর করছে এই কোয়ার্টার ফাইনালের (Quarter Finals) ফলাফলের ওপর।

Sweta Chakrabory | 11:50 AM, Wed Jul 03, 2024

UEFA Euro 2024: জমজমাটি দুই ম্যাচ! সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াল জার্মানি, আর স্কটল্যান্ডকে হারিয়ে জয়ী হাঙ্গেরি 

নিউজ ডেস্ক: একদিকে জার্মানি-সুইৎজারল্যান্ড (Germany vs Switzerland), আর অন্যদিকে হাঙ্গেরি-স্কটল্যান্ড। রবিবার ছিল ইউরো কাপের (UEFA Euro 2024) জমজমাটি দুই ম্যাচ। একদিকে ইউরো কাপে লজ্জার হাত থেকে বেঁচে গেল আয়োজক দেশ জার্মানি। আর অন্যদিকে স্কটিশদের হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা প্রস্তুত করল হাঙ্গেরি৷ এদিনের ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে সংযুক্ত সময়ের গোলে কোনও মতে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াল জার্মানি। ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়। আর স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে জয়ী হল হাঙ্গেরি। 

ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল জার্মানিরই। তিন মিনিটের মাথায় জামাল মুসিয়ালা ডিফেন্সচেরা পাস দিয়েছিলেন ইলকাই গুন্ডোয়ানকে। কিন্তু সেই আক্রমণ ক্লিয়ার করে দেয় সুইস রক্ষণ। তবে জার্মানির আক্রমণ তাতে কমেনি। বলের লড়াইয়ে তারাই এগিয়েছিল। মুসিয়ালা এবং ফ্লোরিয়ান উইর্ৎজ ইচ্ছামতো জায়গা বদল করে খেলে সুইসদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এরপর খেলার ১৭ মিনিটে এগিয়ে গিয়েছিল জার্মানি। জার্মানির আক্রমণের সামনে ভালই খেলছিল সুইস রক্ষণ। ২৮ মিনিটের মাথায় আচমকাই এগিয়ে যায় তারা। এনডোয়ের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সুইজারল্যান্ড। তারপর বেশকিছু সুযোগ তৈরি হলেও আর কোনও গোল হয়নি। অতএব প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। এরপর খেলার (UEFA Euro 2024) দ্বিতীয়ার্ধে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামে জার্মানি। খেলার ৪৯ মিনিটে, মুসিয়ালার জোরালো শট রুখে দেন সুইস গোলরক্ষক সমার। অন্যদিকে, পরিবর্ত হিসেবে নামা ডেভিড রাউমের শট একটুর জন্য বাইরে যায়। এরপর ম্যাচের ৭০ মিনিটে, দুরন্ত ব্লকিং করেন সুইস ডিফেন্ডাররা। ফলে, গোলের একেবারে কাছ থেকে ফিরে আসতে হয় জার্মানিকে। কিন্তু খেলার শেষদিকে লাগাতার আক্রমণ তুলে আনে জার্মানি। ম্যাচের অতিরিক্ত সময়ে, নিকলাস ফুলক্রাগের হেডে সমতা ফেরায় জার্মানি (Germany vs Switzerland)। বলা যেতে পারে, খেলার একেবারে শেষমুহূর্তের নাটকীয় গোলে শেষপর্যন্ত, খেলা শেষ হয় ১-১ ফলাফল নিয়ে। 

এদিন ম্যাচের (UEFA Euro 2024) প্রথমার্ধে তুলনামূলকভাবে স্কটল্যান্ডের আধিপত্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে হাঙ্গেরি৷ বিপক্ষ গোলরক্ষক অ্য়াঙ্গাস গুনকে ব্যস্ত রাখে তাঁরা৷ তবে গোল কিছুতেই আসছিল না৷ শেষমেশ খেলার ১০০ মিনিটে গিয়ে গোল তুলে নেয় হাঙ্গেরি৷ প্রতি-আক্রমণ থেকে রোলান্ড সালাইয়ের বাড়ানো বল ধরে গোল করে যান সবথ৷ এর ফলে গ্রুপ 'এ'তে তৃতীয়স্থানে ম্যাচ শেষ করল হাঙ্গেরি৷ যদিও পরের পর্বে যাওয়ার জন্য অন্যান্য গ্রুপের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাঁদের৷


Sweta Chakrabory | 11:31 AM, Mon Jun 24, 2024

UEFA Euro 2024: একদিনে তিনটি ম্যাচ! এমবাপে-হীন ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ফ্রান্স


নিউজ ডেস্ক: একদিনে তিন তিনটি ম্যাচ। শুক্রবার ইউরো কাপে (UEFA Euro 2024) নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ফ্রান্স। অন্যদিকে পোল্যান্ডকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া আর ম্যাচ জিতে বেলজিয়ামের উপর চাপ বাড়াল ইউক্রেন। এদিনের ম্যাচে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যেতে পারত ফ্রান্স। কিন্তু সেটা তারা করতে পারেনি। কারণ একাধিক গোলের সুযোগ হেলার হারান আঁতোয়া গ্রিজম্যানরা। যার নিট ফল, শেষ পর্যন্ত কোনও গোলই করতে পারল না ফরাসিরা। 

নাকের চোটের কারণে এদিন প্রথম একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপে। আঠারো জনের দলে তাঁকে রাখা হলেও, শেষ পর্যন্ত দিদিয়ের দেশঁ কোনও রকম ঝুঁকি নিয়ে নামাননি এমবাপেকে। তারকা ফুটবলারের অনুপস্থিতি প্রতি মুহূর্তে টের পাচ্ছিল ফ্রান্স, যখন একের পর এক গোল মিসের ধারা চলছিল। এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন আঁতোয়া গ্রিজম্যান। কিন্তু তিনি এদিন রীতিমতো হতাশ করেন। ফাঁকা গোল পেয়েও, দলকে লিড এনে দিতে পারেননি। স্বাভাবিক ভাবেই ফ্রান্সের প্রাপ্তির ভাঁড়ার এদিন শূন্যই থেকে যায়। ম্যাচের প্রথম দিকে অবশ্য আগ্রাসী ফুটবল খেলছিল দুই দলই। তবে শুরুটা দুই দল যতটা আক্রমণাত্মক ছন্দে করেছিল, খেলা (UEFA Euro 2024) যত গড়ায়, সেই আক্রমণের ঝাঁজ কমতে থাকে। দুই দলের ট্যাকটিক্যাল লড়াইয়ে মাঝমাঠেই আটকে থাকে খেলা। ফ্রান্সের ফুটবলাররা এদিন হতাশাজনক ফুটবল খেলেন।

দ্বিতীয়ার্ধেও সেই একই ছবি। তবে ম্যাচের ৬৫ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু ম্যাচের ৬৯ মিনিটে গোল করে ফেলেছিল নেদারল্যান্ডস (Netherlands vs France)। এরপর ফ্রান্সের বক্সের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি চলছিল। সেখান থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে শট মেরেছিলেন জাভি সিমন্স। ভাগ্যের জোরে বেঁচে যায় ফ্রান্স। অফসাইডের জন্য গোল বাতিল করে দেন রেফারি। 

অন্যদিকে ইউরো কাপে (UEFA Euro 2024) শুক্রবার পোল্যান্ডকে ৩-১ হারিয়ে গ্রুপ ডি-তে লড়াই জমিয়ে দিল অস্ট্রিয়া। আগের ম্যাচে ফ্রান্সের কাছে অল্পের জন্য হারলেও এ দিন পোল্যান্ডকে হারাতে সমস্যা হয়নি অস্ট্রিয়ার। কারন শুরু থেকে পোল্যান্ডকে চাপে ফেলেছিল অস্ট্রিয়া। বিপক্ষের বক্সে একের পর এক ক্রস ভাসাচ্ছিল। ৯ মিনিটেই এগিয়ে যায় তারা। ফলে গ্রুপে তারা উঠে এল দ্বিতীয় স্থানে। 

আর ইউরো কাপে অন্য আরেক ম্যাচে পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে হারাল ইউক্রেন। ২-১ গোলে জিতেছে ইউক্রেন। ইভান শ্রাঞ্জের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্লোভাকিয়া। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান মিকোলা শাপারেঙ্কো। আর খেলার শেষ দিকে শাপারেঙ্কোর পাস থেকেই গোল করেন রোমান ইয়ারেমচুক। ফলে গ্রুপ ই-তে চাপ বাড়ল বেলজিয়ামের উপর। প্রথম ম্যাচে (UEFA Euro 2024)স্লোভাকিয়ার কাছে হেরে গ্রুপে সবার নীচে তারা।

Sweta Chakrabory | 11:17 AM, Sat Jun 22, 2024

UEFA Euro 2024: লজ্জাজনক হার ইতালির, কোনওমতে মানরক্ষা ইংল্যান্ডের

নিউজ ডেস্ক: ইউরো কাপের এই ম্যাচ জবরদস্ত হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ হল প্রায় একপেশে। ইটালিকে ১-০ গোলে হারাল স্পেন। একমাত্র গোলটিও হয়েছে আত্মঘাতী। কিন্তু স্কোরলাইন দেখে কোনও ভাবেই এই ম্যাচের নির্যাস বোঝা সম্ভব নয়। শুরু থেকে শেষ পর্যন্ত স্পেন দাঁড়াতেইদেয় নি ইটালিকে। বল নিয়ন্ত্রণ থেকে শুরু করে শট, সবেতেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল তাঁরা। রিকার্ড কালাফিয়োরির আত্মঘাতী গোল ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়।

ইতালির লজ্জাজনক হার

এর আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে প্রথমার্ধে তিন গোল দিয়েছিল স্পেন। এ দিন ইটালির গোলের নীচে জিয়ানলুইগি ডোনারুম্মা না থাকলে লজ্জা বাঁচাতে পারত না চার বারের বিশ্বজয়ীরা। অন্তত ছ’টি নিশ্চিত গোল বাঁচালেন ডোনারুম্মা। না হলে স্পেনের বিরুদ্ধে বড় লজ্জার সামনে পড়তে হত ইটালিকে। গোটা ম্যাচে ইটালির খেলা দেখে মনেই হয় নি যে তারা চার বারের বিশ্বজয়ী। স্পেনের তরুণ খেলোয়াড়দের সামনেও নাকানি-চোবানি খেতে দেখা গেল ইটালির অভিজ্ঞ খেলোয়াড়দের।

ডেনমার্কে আটকে দিল ইংল্যান্ডকে

অন্যদিকে এগিয়ে গিয়েও ডেনমার্কের কাছে আটকে গেল ইংল্যান্ড। জিতলেই ইউরো কাপের শেষ ১৬ নিশ্চিত হত তাঁদের। কিন্তু রক্ষণের ভুলে শেষ পর্যন্ত দুর্বল প্রতিপক্ষ ডেনমার্কের সঙ্গে ড্র করতে হল।হ্যারি কেনের গোলে এগিয়েও গিয়েছিল ইংল্যান্ড ডেনমার্কের বিরুদ্ধে এগিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করতে হল ১৮ মিনিটের মাথায় এগিয়ে যায় ইংল্যান্ড প্রতিপক্ষের ফুটবলের পা থেকে বল কেড়ে নিয়ে ডান প্রান্ত ধরে ডিফেন্ডারদের পরাস্ত করে বক্সে ঢোকেন কেইল ওয়াকার। সেই সময় অরক্ষিত দাঁড়িয়ে ছিলেন কে এর কাছে পৌঁছে যায় শেষ পর্যন্ত বল বাঁ পায়ে জোরালো সাথে গোল করেন ইংল্যান্ডের স্ট্রাইকার চলতি ইউরোয় প্রথম গোল করেন তিনি। গোল খাওয়ার পর আক্রমণাত্মক হয়ে ওঠে ডেনমার্ক তাঁরা অনেক বেশি পাস খেলা শুরু করেন ফলে ইংল্যান্ডের রক্ষণভাগে চাপ বেড়ে যায় এর সুফল পায় তাঁরা ৩৪ মিনিটের মাথায় ইংল্যান্ডের ভুলে মার্টিন হুলমন্ডের পায়ে বল এসে যায়। ডিফেন্সে সেই সময় প্রচুর খেলোয়াড় থাকায় বল দেখতে খানিক দেরি হয়ে যায় জর্ডন পিকফোর্ডের ফলে ঝাঁপ দিয়েও বলের কাছে পৌঁছাতে পারেননি তিনি পোস্টে বল লেগে ঢুকে যায় গলে সমতা ফেরায় ডেনমার্ক। এক এক গোলেই বিরতিতে যায় দুই দল ২০১৬ এর পর ইউরো গ্রুপ পর্বে এই প্রথম কোন গোল খেল ইংল্যান্ড।  

শেষ ১৬ যাওয়ার পথ খোলা ডেনমার্কের

সার্বিয়ার বিরুদ্ধে জিতলেও মাঠের দাপট দেখাতে পারেনি ইংল্যান্ড বেশ কয়েকবার তাদের গোলের সামনে বিপদ দেখা যায় ডেনমার্কের বিরুদ্ধেও ইংল্যান্ডের রক্ষণভাগ সেভাবে ম্যাজিক দেখাতে পারেনি একাধিকবার দেখা গিয়েছে তাঁদের রক্ষণ ফাঁকা ছিল শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলছিল ডেনমার্ক মাঝে লড়াই চলছিল সমানে সমানে দুই দলই বলের দখল রাখার চেষ্টা করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার এগিয়ে যাওয়ার জায়গায় চলে গিয়েছিল ইংল্যান্ড ৫৬ মিনিটের মাথায় বক্সের বাইরে ফিল ফডেনের বাঁ পায়ে পোস্টে লেগে ফিরে যায়। ইংল্যান্ডের সব আক্রমণ হচ্ছিল বাঁ দিক থেকে। ডান দিক থেকে আক্রমণ না হওয়ায় ডেনমার্কের রক্ষণে অনেক সুবিধা হয় তবে তাঁর মধ্যে বেশ কয়েকবার বুকোয়া সাকা বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় এবং ডেনমার্কের করা ডিফেন্সের ফলে গোলের মুখ খুলতে পারেননি তিনি অন্যদিকে জুট বেলিংহাম আগের ম্যাচে গোল করলেও এই ম্যাচের দেখাই গেল না তাকে ফলে সমস্যায় পড়ে ইংল্যান্ড

গোল হচ্ছে না দেখে ৬৯ মিনিটের মাথায় কেন ফেডেন এবং সাকাকে একসঙ্গে তুলে নেন তিনি পরিবর্তে তরতাজা ফুটবলার নামান কিন্তু তাতেও ভাগ্য বদলাইনি। গোল তো হয়নি, উল্টে ৮০ মিনিটের পর অন্তত দুবার গোল করার মতন পরিস্থিতি তৈরি করে ফেলেছিল ডেনমার্ক কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করায় তাঁরা গোল করতে পারেনি

Pankaj Kumar Biswas | 19:39 PM, Fri Jun 21, 2024

UEFA Euro 2024: ফেস মাস্ক পড়ে খেলবেন এমবাপে, কিন্তু কেন? জেনে নিন…

নিউজ ডেস্ক: ইউরো কাপে (UEFA Euro 2024) নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফেস মাস্ক পড়ে খেলতে দেখা যেতে পারে ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে ডাচ বধের ছকে এমবাপেকে চোট থাকা সত্বেও দলের প্রয়োজনে খেলাতে পারেন কোচ। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এমনই বার্তা দিয়েছেন দিদিয়ের দেশঁ। তবে ৯০ মিনিট তিনি খেলবেন কী না তা এখন নিশ্চিত নয়

ফেস মাস্ক পড়ে খলবেন এমবাপে (UEFA Euro 2024)

নাকের চোটের কারণে দলের সঙ্গে হালকা অনুশীলন করেছেন এমবাপে তিনি যদি ডাচদের বিরুদ্ধে না খেলেন তা হবে বিপক্ষের কাছে স্বস্তির খবর কারণ ইউরো কাপের (UEFA Euro 2024) বাছাই পর্বে একই গ্রুপে ছিল ফ্রান্স ও নেদারল্যান্ডস ইউরোতে ফ্রান্স তাঁদের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে অস্ট্রিয়াকে হারিয়েছিল এই ম্যাচে এমবাপে দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ নেদারল্যান্ডস সহজ প্রতিপক্ষ নয় ফ্রান্সের কোচ অবশ্য জানিয়েছেন, এমবাপের নাকের অস্ত্রোপচার করাতেই হবে সেটা এখনই না হলেও ইউরো শেষে করাতেই হবে তিনি বলেন,“এখন সব ঠিকঠাক চলছে আমরা ধাক্কা খেয়েছিলাম এমবাপে হালকা অনুশীলন করেছে এখন অবধি সব ঠিক আছে যাতে এমবাপেকে ডাচ ম্যাচে পাওয়া যায়,সেই চেষ্টা করা হচ্ছে।”

বাছাই পর্বের তুলনায় ভাল দল ডাচদের  

নেদারল্যান্ডসকে সহজ ভাবে নিচ্ছে না ফরাসিরা কোচ জানিয়েছেন বাছাই পর্বে নেদারল্যান্ডের যে দল খেলেছিল ফ্রান্সের বিরুদ্ধে তার থেকে অনেক বেশি শক্তিশালী এই দল সে সময়ে ডাচদের ৫-৬ জন গুরুত্বপূর্ণ ফুটবলার খেলতে পারেননি এখন ছবিটা বদলেছে বাছাই পর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী এই ডাচ দল। তাই ফ্রান্সের নজর থাকবে রক্ষণভাগ শক্ত করা এবং গোল করে শেষ অবধি জয় ছিনিয়ে নেওয়ার দিকেই ফুটবলমহল মনে করছে (UEFA Euro 2024) এই ম্যাচে এমবাপে খেললে অন্যরকম পরিকল্পনা করতে হবে ডাচদের। এমবাপে না খেললে তুলনামূলক অনেক বেশি স্বচ্ছন্দভাবে খেলতে পারবে তাঁরা। এই ম্যাচে ফলাফল কী হয় সেই দিকে নজর থাকবে দুই দলের সমর্থক এবং ফুটবল প্রেমীদের

 

Pankaj Kumar Biswas | 19:26 PM, Fri Jun 21, 2024

EURO CUP 2024: স্পেন-বধের ছক ইতালির! ইউরো কাপে জমাটি লড়াইয়ের অপেক্ষা


নিউজ ডেস্ক: জমে উঠেছে ইউরো কাপ (EURO CUP 2024)। প্রতিটি গ্রুপেই হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যেই সব বড় দলই অন্তত এক বার করে মাঠে নেমে পড়েছে। তবে প্রতিযোগিতার প্রথম বড় ম্যাচ দেখা যেতে চলেছে বৃহস্পতিবার। গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে স্পেন এবং ইতালি (Italy vs Spain)। দুই দলেরই রয়েছে আলাদা ফুটবল ঐতিহ্য। এর আগে ইউরো কাপে দুই দলের একাধিক স্মরণীয় ম্যাচ রয়েছে। তবে এবার পুরনো শত্রুতা ঝালিয়ে নিতে আবার মাঠে নামছে এই দুই দল। ফলে দারুণ রোমাঞ্চ নিয়ে ক্ষণ গুণছেন ফুটবলপ্রেমীরা। 

বৃহস্পতিবার জার্মানিতে মুখোমুখি হবে দুই দল। খেলা শুরু হবে রাত ১টায়। জার্মানিতে আয়োজিত এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে দুই দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পায় স্পেন। আর আলবেনিয়ার বিপক্ষে ২৩ সেকেন্ডে গোল খেয়ে ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তে ২-১ গোলে জেতে ইতালি।

বুধবার সাংবাদিক বৈঠকে স্পেনকে নিয়ে ইতালির কোচ লুসিয়ান স্পালেত্তি বলেন, “আমার কাছে এটা ‘ডার্বি’ নয়। ইউরো (EURO CUP 2024) খেললে প্রতিটা ম্যাচই ফাইনাল। আলবেনিয়ার বিরুদ্ধে যে রকম খেলেছিলাম সে রকমই খেলব। ইউরোপের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে নামতে চলেছি। যদি বল ওদের নিয়ন্ত্রণ করতে দিই তা হলে খুব খারাপ ফলাফল অপেক্ষা করছে।” অন্যদিকে নিজেদের খেলা নিয়ে আত্মবিশ্বাসী স্পেনের কোচ ফুয়েন্তেও। তাঁর দাবি, ইতালির সামনে নতুন স্পেনকে দেখা যেতে পারে। ফুয়েন্তে বলেছেন, “আমাদের জাতীয় দলে অনেক মুখ রয়েছে। অন্য দেশগুলো ধরতেও পারবে না পরের ম্যাচে আমরা কোন পরিকল্পনা নিয়ে নামব। এ কারণেই ছেলেদের নিয়ে আমরা খুশি। স্পেনের থেকে যে ফুটবল দেখে আমরা অভ্যস্ত সেটাই উপহার দিতে চাই।”

যদিও ফিফা ব়্যাঙ্কিংয়ে খুব বেশি হেরফের নেই দুই দলের স্থানে। আটে রয়েছে স্পেন আর নয়ে রয়েছে ইতালি। হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে ২ দল মোট ৪০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে স্পেন জিতেছে ১৩ বার আর ইতালি জিতেছে ১১ বার। এবং ম্যাচ ড্র হয়েছে ১৬ বার। উল্লেখ্যে গত বারের ইউরো কাপের চ্যাম্পিয়ন ইতালি। কিন্তু অন্যদিকে আবার ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেন অবশ্য বুঝিয়ে দিয়েছে, ইউরো কাপ (EURO CUP 2024) জেতার স্বপ্ন নিয়েই জার্মানিতে পা রেখেছে তারা। এ বার দেখার ডেথ গ্রুপের টেবলের এক ও দুই নম্বর টিমের মধ্যে কে কাকে টেক্কা দেয়।

Sweta Chakrabory | 11:56 AM, Thu Jun 20, 2024

UEFA Euro 2024: সহজ সুযোগ নষ্ট করে কোনও রকমে জিতল পর্তুগাল

নিউজ ডেস্ক: কোনও রকমে জিতল পর্তুগাল (Portugal)। একাধিক সহজ সুযোগ নষ্ট করলেন রোনাল্ডো (CR7)। ইউরোয় (UEFA Euro 2024) চেকিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ে জিতল পর্তুগাল। পর্তুগালের পারফরম্যান্স ভাল ছিল না শেষ বিশ্বকাপে। পর্তুগালের জার্সিতে ইউরোতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ভেলকি দেখাতে পারলেন কই। প্রথমার্ধেই নিশ্চিত দুটি সুযোগ মিস করেন রোনাল্ডো। একবার গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন পর্তুগালের এই তারকা। পর্তুগালের বহু নিশ্চিত গোল বাঁচালেন চেকিয়া গোলরক্ষক স্টানেক। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় চেকিয়া। পরে তাঁদের আত্মঘাতী গোলের সমতা ফিরে পায় পর্তুগাল। একেবারে শেষ বেলায় কনসেসার গোলে কোনমতে মানরক্ষা করে পর্তুগাল।

৮ মিনিটের মাথায় (UEFA Euro 2024) প্রথম গোল করার সুযোগ পান রোনাল্ডো। বক্সে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান তিনি। কিন্তু বল জালে জড়াতে পারেননি ক্রিশ্চিয়ানো। খুবই ছটফট করে ওঠেন ৩৯ বছরের এই ফুটবলার। বোঝা যাচ্ছিল দেশের জার্সিতে গোল করতে কতটা মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। মাঝেমধ্যে দূর থেকেও শট নেওয়ার চেষ্টা করেন পর্তুগালের এই স্ট্রাইকার। ২৫ মিনিটে ফের্নান্দেস শর্ট একটুর জন্য বারপোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। এরপর ফের ৩২ মিনিটে সহজতম সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো। বক্সের মধ্যেই রোনাল্ডোকে বল এগিয়ে দেন ফের্নান্দেস। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার বাঁ পায়ের শট বাঁচিয়ে দেন স্টানেক। বিরতির ঠিক আগেই একবার গোল লক্ষ্য করে ফের শট মারেন তিনি। এবারও দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন চেকিয়ার গোলরক্ষক। বিরতিতে গোলশূন্য অবস্থাতেই ফিরে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে পর্তুগিজ আক্রমণের সেই একই ছবি দেখা যায়। চেকিয়ার ডিফেন্স ভেঙে (UEFA Euro 2024)  গোলের দিকে এগিয়ে যায় একের পর এক পর্তুগিজ আক্রমণ। কিন্তু গোলের মুখ খুলতে পারছিল না পর্তুগাল। এর জন্য লিয়াওকে অনেকে দায়ী করেন। বেশিক্ষণ পায়ে বল রাখার খেসারত দিতে হয় পর্তুগালকে। একা খেলার চেষ্টায় সমস্যায় পড়ে যায় পর্তুগাল। ঠিক সময়ে রোনাল্ডোকে বল দিলে হয়ত ফলাফলটা অন্য হতে পারত। ৬২ মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে এগিয়ে যায় চেক রিপাবলিক বক্সের বাইরে ডান পায়ের বাঁক খাওয়ানোর সঠিক দিয়েগো কোস্টাকেকে পরাস্ত করে গোল করেন লুকাস। গ্যালারিতে বসে থাকা পর্তুগিজ সমর্থকরা হতাশ হয়ে পড়েন। হতাশ দেখায় রোনাল্ডোকেও (CR7)। বাধ্য হয়ে লাওকে তুলে মেন্ডেসকে নামান পর্তুগালের কোচ। ফল মেলে হাতেনাতে। ৬৯ মিনিটের মাথায় বক্সে ভেসে আসা বলে হেড করেন মেন্ডেস। কিন্তু গোল কোনরকম ঠেকিয়ে দেব চেকিয়া গোলকিপার। কিন্তু ফিরতি বলে ডিফেন্ডার রানাচের পায়ের লেগে গোল পোস্টে ঢুকে যায় বল। আত্মঘাতী গোলে সমতা ফেরায় পর্তুগাল।

এরপরই আগিয়ে যাওয়ার চেষ্টায় আক্রমণের ঝাঁঝ বাড়ায় পর্তুগাল। ৭১ মিনিটে বক্সে ঢুকে বা পায়ে জোরালো শর্ট মারেন সিলভা। কিন্তু বাঁচিয়ে দেন স্টানেক। কিন্তু ক্রস আটকাতে ভুল করেন ডিফেন্ডার। সেই বল ধরে গোল করেন পরিবর্তন হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেসা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি চেকিয়া। হেরে (UEFA Euro 2024) মাঠ ছাড়তে হয় তাঁদের।

Sweta Chakrabory | 16:34 PM, Wed Jun 19, 2024

UEFA Euro 2024: সহজ সুযোগ নষ্ট করে কোনরকমে জিতল পর্তুগাল

নিউজ ডেস্ক: কোনও রকমে জিতল পর্তুগাল। একাধিক সহজ সুযোগ নষ্ট করলেন রোনাল্ডো। ইউরোয় চেকিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ে জিতল পর্তুগাল। পর্তুগালের পারফরম্যান্স ভাল ছিল না শেষ বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে ইউরোতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ভেলকি দেখাতে পারলেন কই। প্রথমার্ধেই নিশ্চিত দুটি সুযোগ মিস করেন রোনাল্ডো একবার গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন পর্তুগালের এই তারকা। পর্তুগালের বহু নিশ্চিত গোল বাঁচালেন চেকিয়া গোলরক্ষক স্টানেক। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় চেকিয়া। পরে তাঁদের আত্মঘাতী গোলের সমতা ফিরে পায় পর্তুগাল।একেবারে শেষ বেলায় কনসেসার গোলে কোনমতে মানরক্ষা করে পর্তুগাল

প্রথমার্ধে গোলশূন্য দুইপক্ষ

৮ মিনিটের মাথায় প্রথম গোল করার সুযোগ পান রোনাল্ডো। বক্সে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান তিনি কিন্তু বল জালে জড়াতে পারেননি ক্রিশ্চিয়ানোখুবই ছটফট করে ওঠেন ৩৯ বছরের এই ফুটবলার বোঝা যাচ্ছিল দেশের জার্সিতে গোল করতে কতটা মরিয়া হয়ে উঠেছিলেতিনি। মাঝেমধ্যে দূর থেকেও শট নেওয়ার চেষ্টা করেন পর্তুগালের এই স্ট্রাইকার ২৫ মিনিটে ফের্নান্দেস শর্ট একটুর জন্য বারপোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়এরপর ফের ৩২ মিনিটে সহজতম সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো। বক্সের মধ্যেই রোনাল্ডোকে বল এগিয়ে দেন ফের্নান্দেগোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার বাঁ পায়ের শ বাঁচিয়ে দেন স্টানেক। বিরতির ঠিক আগেই একবার গোল লক্ষ্য করে ফের শ মারেন তিনি এবারও দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন চেকিয়ার গোলরক্ষক বিরতিতে গোলশূন্য অবস্থাতেই ফিরে যায় দুই দল

পর্তুগালকে আটকাতে ব্যর্থ চকিয়া

দ্বিতীয়ার্ধের শুরু থেকেপর্তুগিজ আক্রমণের সেই একই ছবি দেখা যায়। চেকিয়ার ডিফেন্স ভেঙে গোলের দিকে এগিয়ে যায় একের পর এক পর্তুগিজ আক্রমণ কিন্তু গোলের মুখ খুলতে পারছিল না পর্তুগাল এর জন্য লিয়াওকে অনেকে দায়ী করেন বেশিক্ষণ পায়ে বল রাখার খেসারত দিতে হয় পর্তুগালকে একা খেলার চেষ্টায় সমস্যায় পড়ে যায় পর্তুগাল ঠিক সময়ে রোনাল্ডোকে বল দিলে হয়ত ফলাফলটা অন্য হতে পারত ৬২ মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে এগিয়ে যায় চেক রিপাবলিক বক্সের বাইরে ডান পায়ের বাঁক খাওয়ানোর সঠিক দিয়েগো কোস্টাকেকে পরাস্ত করে গোল করেন লুকাস গ্যালারিতে বসে থাকা পর্তুগিজ সমর্থকরা হতাশ হয়ে পড়েন হতাশ দেখায় রোনাল্ডোকে। বাধ্য হয়ে লাকে তুলে মেন্ডেসকে নামান পর্তুগালের কোচ ফল মেলে হাতেনাতে ৬৯ মিনিটের মাথায় বক্সে ভেসে আসা বলে হেড করেন মেন্ডেস কিন্তু গোল কোনরকম ঠেকিয়ে দেব চেকিয়া গোলকিপার। কিন্তু ফিরতি বলে ডিফেন্ডার রানাচের পায়ের লেগে গোল পোস্টে ঢুকে যায় বল। আত্মঘাতী গোলে সমতা ফেরায় পর্তুগাল।

এরপরই আগিয়ে যাওয়ার চেষ্টায় আক্রমণের ঝাঁ বাড়ায় পর্তুগাল ৭১ মিনিটে বক্সে ঢুকে বা পায়ে জোরালো শর্ট মারেন সিলভা কিন্তু বাঁচিয়ে দেন স্টানেক। কিন্তু ক্রস আটকাতে ভুল করেন ডিফেন্ডার সেই বল ধরে গোল করেন পরিবর্তন হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেসা এরপর আর ম্যাচে ফিরতে পারেনি চেকিয়া। হেরে মাঠ ছাড়তে হয় তাঁদের।

Pankaj Kumar Biswas | 13:24 PM, Wed Jun 19, 2024
UEFA EURO 2024: ইউরোর প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে জয় ফরাসিদের


নিউজ ডেস্ক: জয় দিয়ে ইউরো কাপ (UEFA EURO 2024) শুরু করল ফ্রান্স। সোমবার রাতে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারাল বিশ্বকাপের রানার্সরা। আর অন্যদিকে স্লোভাকিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করল বেলজিয়াম। স্লোভাকিয়ার কাছে ০-১ ব্যবধানে হার হল বেলজিয়ামের। শুরুতেই গোল পাওয়ায় আরও বেশি মনসংযোগ করে স্লোভাকিয়া। ধারাবাহিক ভাবে আক্রমণ করলেও স্লোভাকিয়া রক্ষণ ভাঙতে পারেননি বেলজিয়ামের আক্রমণ ভাগের ফুটবলাররা। এই ম্যাচ মূলত ছিল দুই ইতালিয় কোচের মস্তিষ্কের লড়াই। প্রতিযোগিতা মূলক ম্যাচে প্রথম বার মুখোমুখি হল বেলজিয়াম-স্লোভাকিয়া।

ম্যাচের প্রথমার্ধে সেই অর্থে ইতিবাচক কোনও সুযোগ করতে ব্যর্থ ফ্রান্স ৷ উল্টে প্রথমার্ধের ৩৫ মিনিটে সহজ সুযোগ চলে এসেছিল অস্ট্রিয়ার কাছে ৷ গোলরক্ষক মাইক মাইগনান তৎপর না-হলে ম্যাচে (UEFA EURO 2024) পিছিয়েও যেতে পারত তারা ৷ তবে অস্ট্রিয়ার সুযোগ নষ্টের মিনিট দু'য়েকের মধ্যেই ডেডলক ভাঙে গত বিশ্বকাপের রানার্সরা৷ সরাসরি গোল না করলেও এক্ষেত্রে গোলের কারিগর ছিলেন এমবাপেই৷ কিন্তু দিনের সহজতম সুযোগ নষ্টের পর আর ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স৷ মাঝমাঠে এনগোলে কান্তে দুরন্ত খেললেও তা ফলপ্রসূ হয়নি৷ উল্টে ৮৫ মিনিটে হেড করতে গিয়ে বিপক্ষ এক ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে যায় এমবাপের৷ বাধ্য হয়ে তাঁকে তুলে অলিভিয়ের জিরুকে মাঠে নামান দিদিয়ের দেশঁ৷ কিন্তু স্কোরবোর্ড পরিবর্তন হয়নি৷ ম্যাচের শেষে একমাত্র গোলে জিতেই মাঠ ছাড়ে ফ্রান্স। 

পরপর দুটি ম্যাচে (UEFA EURO 2024) নাটকীয়তায় ভরপুর। মিউনিখে ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়ে ২৪ বছর পর ইউরোতে রোমানিয়ার জয়টা যদি চমক হয়, তাহলে ফ্রাঙ্কফুর্টে বেলজিয়ামের বিপক্ষে স্লোভাকিয়ার ১-০ গোলের জয়টাকে বড় অঘটন বলছে অনেকেই। উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পর এবারের ইউরোও বাজেভাবে শুরু হলো বেলজিয়ামের। কিন্তু এখনও সময় আছে। কাতার বিশ্বকাপের সেই স্মৃতি ফিরিয়ে আনতে না চাইলে গ্রুপের বাকি দুই ম্যাচে এখন বেলজিয়ামকে দারুণ পারফর্মেন্স করতে হবে।

Sweta Chakrabory | 13:36 PM, Tue Jun 18, 2024

UEFA Euro 2024 দলকে এককাট্টা রাখতে রাজনীতি নিষিদ্ধ ফরাসি শিবিরে

নিউজ ডেস্ক: ফুটবলের মাঠেও ঢুকে পড়েছে রাজনীতি। সামনেই ফ্রান্সের রাষ্ট্রপতি পদে নির্বাচন। এমতাবস্থায় অনভিপ্রেত হলেও রাজনীতি ঢুকে পড়েছে ফরাসি ফূতবল ময়দানে। ফ্রান্সের ফুটবলাররা কেউ শাসক পক্ষের, কেউ বিরোধী পক্ষের সমর্থক। ফুটবলের মাঠে যাতে রাজনীতি যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই লক্ষ্যে (UEFA Euro 2024) প্লেয়ারদের রাজনীতি নিয়ে মুখ না খোলার কথা বলা হয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচের আগে সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে ফুটবলারদের দেশের নির্বাচন নিয়ে প্রশ্ন না করতে।

ইউরো অধরা ইংল্যান্ডের 

অন্যদিকে ইউরোর খেতাব জেতা হয়নি ইংল্যান্ডের । গতবার ফাইনালে উঠেও হারতে হয়েছিল ইতালির কাছে । তিন বছর বাদে তারকাসমৃদ্ধ ফরোয়ার্ড লাইন নিয়ে আবারও ইউরো জয়ের অন্যতম দাবিদার তাঁরা। কিন্তু ২০২৪ ইউরোর প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারলেন না ইংরেজ ফরোয়ার্ডরা। অপেক্ষাকৃত দুর্বল সার্বিয়ার বিরুদ্ধে গ্যারি সাউথগেটের ছেলেরা জিতল নামমাত্র গোলে। গোল করলেন জুড বেলিংহ্য়াম । হ্যারি কেন, বুকায়ো সাকা, কোল পালমার, জুড বেলিংহ্যাম, ফিল ফডেন সমৃদ্ধ ইংরেজ ফরোয়ার্ড লাইন এবারের ইউরোয় গোলের বন্যা বইয়ে দেবে ভেবেছিলেন ফুটবল অনুরাগীরা। কিন্তু প্রথম ম্যাচে সেই প্রত্যাশায় সিলমোহর না-দিয়ে খানিক নিষ্প্রভ রইলেন 'থ্রি-লায়ন্স' স্ট্রাইকাররা।

রাজনীতি নিষিদ্ধ ফরাসি ফুটবল দলে (UEFA Euro 2024)

প্রসঙ্গত গতবার বিশ্বকাপে হ্যাটট্রিক করে ট্রফি অধরা থেকে গিয়েছিল ফ্রান্সের। ট্রফি উঠেছিল আর্জেন্টিনার হাতে। এবার এমবাপে বাহিনী ইউরো কাপ (UEFA Euro 2024) জেতার লক্ষ্যে ময়দানে নামছে। তাঁদের সামনে প্রতিপক্ষ অস্ট্রিয়া। ম্যাচের আগে ফ্রান্স শিবিরে রাজনীতি নিয়ে চর্চা করা যাবে না এই সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন নামবে সেনাবাহিনীর বার্তা পেয়ে। তাঁদের সামনে রয়েছে প্রতিপক্ষ রোমানিয়া। ফ্রান্সের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে প্রত্যেক ফুটবলারদের নিজস্ব মতামত থাকতে পারে। তাঁরা সেই মতামত জানাতে পারে। তাঁদের সেই অধিকার আছে। দেশের মানুষকে ভোট দেওয়ার আহ্বানও জানাতে পারে তাঁরা। কিন্তু ফ্রান্স ফুটবল দলকে যাতে কোনও ভাবে রাজনীতির উপাদান না বানানো হয় তার জন্যই এই নির্দেশ জারি করা হয়েছে। ১০০ ম্যাচ জেতা কোচ হতে চলেছেন দেশঁ। প্রসঙ্গত ফ্রান্সে ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতায় জোর দেওয়া হয়। সেখানে এই ধরনের নিষেধাজ্ঞায় অবাক হয়েছেন অনেকেই। যদিও (UEFA Euro 2024) ফুটবল যাতে ফুটবলেই থাকে তার জন্যই এই নির্দেশ বলে ফরাসি ফুটবল দলের তরফে জানানো হয়েছে। সোমবার ফ্রান্স জিতলে কোচ হিসেবে ১০০ টি ম্যাচ জিতবেন দিদিয়ের দেশঁ। ১২ বছর ধরে তিনি দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছেন। একবার জিতেওছেন। এবারের প্রতিযোগিতায় অন্যতম অভিজ্ঞ কোচ এবং অন্যতম শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশ ‘ফ্রান্স’।

ইউক্রেনের প্রতিপক্ষ রোমানিয়া

তুলনামূলক কম শক্তিশালী হলেও চর্চার রয়েছে ইউক্রেন দল নিয়েও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সীমান্ত রক্ষার দায়িত্ব রয়েছে দেশের সেনাবাহিনী বিপদের মধ্যে ফুটবলের দলের জন্য সমর্থন বার্তাও পাঠিয়েছে সেনাবাহিনী দলের কোচ স্যারজি রেভ জানিয়েছেন ফুটবলার থেকে কোষেরা অনবরতবার্তা পাচ্ছেন সেনাবাহিনীর তরফ থেকে দেশের ঐতিহ্য গর্ভকে ফুটবলের মাঠে মাঠে তুলে ধরার আবেদন জানানো হয়েছে সেখানে ইউক্রেনের সামনে সামনের ম্যাচে প্রতিপক্ষ রোমানি

Pankaj Kumar Biswas | 12:49 PM, Mon Jun 17, 2024
Germany Beat Scotland: দেশের মাটিতে স্কটল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ অভিযান শুরু জার্মানির

নিউজ ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল ইউরো কাপ ২০২৪ (UEFA Euro 2024)। খুব একটা জমকালো না হলেও ছিমছাম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই টুর্নামেন্টের সূচনা হল। তারপরই মাঠে নেমে পড়ল জার্মানি ও স্কটল্যান্ড। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জার্মানরা নিজেদের জাত চেনালো। উদ্বোধনী ম্যাচের শুরুতেই দেশের মাটিতে স্কটল্যান্ডকে অনায়াসে হারিয়ে (Germany Beat Scotland) ইউরো কাপ অভিযান শুরু করল জার্মানি। শুক্রবার মিউনিখে জার্মানরা ৫-১ গোলে হারিয়ে দিল স্কটল্যান্ডকে। এর মধ্যে তিনটি গোল হয়েছে প্রথমার্ধে। তিন তরুণ ফুটবলার গোল করেন জার্মানির হয়ে।

 প্রতিপক্ষ হিসাবে স্কটল্যান্ড খুব খারাপ না হলেও জার্মানির সামনে দাঁড়াতে পারল না তারা। জার্মানির হয়ে গোল দিয়েছেন ফ্লোরিয়ান উইর্ৎজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্ৎজ, নিকলাস ফুলক্রুগ এবং এমরে চ্যানের। আর ম্যাচের শেষের দিকে আত্মঘাতী গোল আন্তোনিয়ো রুডিগারের। ম্যাচ শুরুর ১০ মিনিটেই প্রথম গোল করে জার্মানি। তবে খেলায় কিছুতেই ফিরতে পারছিল না স্কটল্যান্ড (Germany Beat Scotland)। উল্টে যত সময় এগচ্ছিল ততই জার্মানির দাপট বাড়ছিল। তাই বিরতির আগেই তৃতীয় গোল করে ফেলে তারা।

দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। জার্মানির দাপট যত বাড়ছিল, তত কোণঠাসা হয়ে পড়ছিল স্কটল্যান্ড। এরপর খেলার ৬৩ মিনিটে হ্যাভার্ৎজকে তুলে ফুলক্রুগকে নামান জার্মান কোচ ৷ ৬৮ মিনিটে গোল লক্ষ্য করে প্রথম শটেই ব্যবধান ৪-০ করেন ডর্টমুন্ড স্ট্রাইকার৷ ৮৭ মিনিটে আন্তোনিও রুডিগারের আত্মঘাতী গোলে স্কটল্যান্ড ব্যবধান কমালেও খেলার শেষ মুহূর্তে জার্মানির পাঁচ গোলের (Germany Beat Scotland) বৃত্ত সম্পূর্ণ করেন ক্যান৷

 আসলে জার্মান ফুটবলের অবনমনটা শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ থেকেই। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তি জার্মানি প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল। এখানেই শেষ নয়। বিশ্বকাপের বেশ কয়েক মাস পর এশিয়ার অন্যতম সেরা শক্তি জাপানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল জার্মানি। সেই ম্যাচেও হার হয়েছিল। একের পর এক খারাপ পারফরম্যান্সের জেরে জার্মান ফুটবলের ইতিহাসে প্রথম বার কোচ ছাঁটাই হয়েছিল। জাপানের কাছে ওই হারের পরই হ্যান্সি ফ্লিককে ছাঁটাই করা হয়। এরপর দীর্ঘসময় হেড কোচ ছিল না জার্মান টিমে। দীর্ঘ গ্যাপের পর জুলিয়েন নাগেলসম্যানকে কোচ নিয়োগ করে জার্মানি। আর তাঁর কোচিংয়েই এবার ইউরো কাপে (UEFA Euro 2024) দুর্দান্ত জয় হয় জার্মানির।

Sweta Chakrabory | 11:34 AM, Sat Jun 15, 2024
upload
upload