Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

farm laws

Kangana Ranaut: কৃষি আইন ফেরানোর দাবি তুলতেই বিজেপির রোষে পড়ে ক্ষমা চাইলেন কঙ্গনা


নিউজ ডেস্ক: কৃষি বিল ফেরানোর দাবি তুলে আবারও বিতর্কে বিজেপির সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। হরিয়ানা নির্বাচনের প্রাক্কালে তাঁর এহেন বক্তব্য বিজেপিকেও অস্বস্তিতে ফেলে দিয়েছে। বিজেপির রোষানলে পড়ে গোটা কাণ্ডের জন্য ক্ষমা চাইতে বাধ্য হলেন কঙ্গনা। অভিনেত্রী সাংসদ দাবি করেছিলেন, কেন্দ্রের উচিত তিন কৃষি আইন ফিরিয়ে আনা। তাঁর এই মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী শিবির। এমনকী, কঙ্গনার পাশে দাঁড়ায়নি বিজেপি-ও। দলের থেকে ভর্ৎসিত হওয়ার পর এই নিয়ে মুখ খুলেছেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী সাংসদ (Kangana Ranaut) একটি বিবৃতি দিয়ে বলেছেন, ''আমার কথা প্রত্যাহার করলাম।'' দেশের মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন মান্ডির বিজেপি সাংসদ। তিনি বলেন, ''আমার মন্তব্যে অনেকে মর্মাহত হয়েছেন। আমার মনে রাখা উচিত এই মুহূর্তে আমি কেবল একজন অভিনেত্রী নই, আমি এখন একজন রাজনীতিবিদও। আমার মন্তব্যগুলি আর ব্যক্তিগত নয়, দলের প্রতিক্রিয়া হিসেবেও বিবেচিত হবে।''

সম্প্রতি 'এমার্জেন্সি' ছবির প্রচারে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা (Kangana Ranaut)। কঙ্গনা বলেছিলেন, 'কৃষকদের আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি ডেকে এনেছিল।' কঙ্গনা আরও দাবি করেন, কৃষকদের আন্দোলনস্থলে মৃতদেহ ঝুলছিল এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটছিল। মাণ্ডির সাংসদের সেই মন্তব্যের জেরে তাঁকে দলের ভর্ৎসনার শিকার হতে হয়। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কঙ্গনাকে ডেকে পাঠিয়েছিলেন এবং বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, কঙ্গনার মন্তব্য দল সমর্থন করে না। আর সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই তিন বিতর্কিত কৃষি আইন ফিরিয়ে আনার দাবি তুলে নতুন করে দলকে অস্বস্তিতে ফেললেন কঙ্গনা রানাউত।

প্রসঙ্গত, কঙ্গনার ‘এমার্জেন্সি’ নিয়ে এর আগেও শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’র তরফে। অস্ট্রেলিয়া শিখ কাউন্সিলের পক্ষ থেকেও জানানো হয়েছিল লিখিত অভিযোগ। শিরোমণি অকালি দলও প্রবল আপত্তি জানায় ছবি নিয়ে। সেন্সর বোর্ডের হস্তক্ষেপ দাবি করে আদালতে মামলাও করা হয়েছিল। তবে জল্পনা, সেন্সর বোর্ডের ছাড়পত্র কঙ্গনার ছবি পেয়ে গিয়েছে।

Sweta Chakrabory | 18:33 PM, Wed Sep 25, 2024
upload
upload