Thursday, November 14, 2024

Logo
Loading...
upload upload upload

ferocious dogs

Calcutta High Court: হিংস্র কুকুর পালনে কেন্দ্রের আপত্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের

নিউজ ডেস্ক: কিছু 'বিপজ্জনক' এবং 'হিংস্র' প্রজাতির কুকুরের জাত নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রের জারি করা এই বিজ্ঞপ্তিকে আংশিকভাবে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। গত ১২ মার্চ কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিকে বৃহস্পতিবার আংশিকভাবে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। এই বিজ্ঞপ্তিতে প্রায় ২৩ টি কুকুরের প্রজাতির পোষা কুকুর হিসাবে আমদানি, প্রজনন এবং বিক্রি নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার।

এই বিজ্ঞপ্তিতে স্থানীয় কর্তৃপক্ষকে পূর্বোক্ত কুকুরের জাতগুলি পালন বা প্রজননের জন্য কোনও লাইসেন্স না দেওয়ার এবং পরবর্তী প্রজনন নিষিদ্ধ করার জন্য ইতিমধ্যে পোষা প্রাণী হিসাবে রাখা কুকুরগুলিকে জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আংশিকভাবে স্থগিতাদেশ দেন বিচারপতি ভট্টাচার্যের একক বেঞ্চ। ৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

সাম্প্রতিক নির্দেশ একাধিক হিংস্র প্রজাতির কুকুর আমদানি করা, বাচ্চা জন্ম দেওয়া, বিক্রির ক্ষেত্রে বিরাট নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই সব হিংস্র কুকুর বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রটউইলার, পিটবুল, টেরিয়ার, উল্ফ ডগস, ম্যাসটিফস সহ নানা ধরনের হিংস্র কুকুরকে পোষ্য় হিসাবে বিক্রি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা করা হয়েছে।

উল্লেখ্য কেন্দ্রীয় সরকার ১২ মার্চ ২০২৪ এনিয়ে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছিল হিংস্র ও ভয়ঙ্কর কুকুরের প্রজননের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

Sweta Chakrabory | 20:50 PM, Sat Mar 23, 2024
upload
upload