Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

fire

Fire at ESI Hospital: শিয়ালদহের ইএসআই হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড! দমবন্ধ হয়ে মৃত্যু রোগীর


নিউজ ডেস্ক: সাতসকালে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire at ESI Hospital)। শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই হাসপাতালের একাধিক বিভাগ। অগ্নিকাণ্ডের জেরে একজন রোগীর মৃত্যু হয়। দাবি পরিজনদের। যদিও হাসপাতালের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। খবর পেয়েই হাসপাতালে যান দমকলমন্ত্রী সুজিত বসু। বর্তমানে অগ্নিকাণ্ডের জেরে আজকের জন্য হাসপাতালের আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার ভোর পৌনে পাঁচটা নাগাদ। আচমকা হাসপাতালের দোতলার পুরুষ সার্জিক্যাল বিভাগ থেকে ধোঁয়া বেরতে দেখেন নিরাপত্তারক্ষীরা। এরপরই কালো ধোঁয়ায় (Fire at ESI Hospital) ঢেকে যায় গোটা হাসপাতাল। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। তড়িঘড়ি বিষয়টা জানানো হয় কর্তৃপক্ষকে। খবর দেওয়া হয় দমকলে। একে একে ১০টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। প্রথমেই নিরাপদে সরিয়ে ফেলা হয় ৮০ জন রোগীকে। বেশ কয়েকজনকে পাঠানো হয় মানিকতলা ইএসআই হাসপাতালে। অন্যদের অন্যত্র পাঠানো হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন আয়ত্তে আনার কাজ। খবর পেয়েই পৌঁছন মন্ত্রী সুজিত বসু। সরেজমিনে খতিয়ে দেখেন পরিস্থিতি। কথা বলেন দমকল কর্মীদের সঙ্গে। এরপর কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। নেপথ্যে শট সার্কিট কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে এই আগুন (Fire at ESI Hospital) লাগার ঘটনায় উত্তম বর্ধন নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে খবর। তবে আগুনে পুড়ে নয়, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু ঘটেছে বলে দাবি করেছে ওই রোগীর পরিবার। জানা গিয়েছে মৃত ব্যক্তি ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং বেশ কিছু সপ্তাহ ধরে শিয়ালদহ ইএসআই হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরিবারের দাবি, আগুন লাগার পর কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে গেছিল তাঁর। কোনওভাবেই তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

Sweta Chakrabory | 11:53 AM, Fri Oct 18, 2024

Bankura Train Fire: ফের ট্রেনে আগুন-আতঙ্ক! ধোঁয়ায় ঢাকল বাঁকুড়া স্টেশন

নিউজ ডেস্ক: ফের দূরপাল্লার ট্রেনে আগুন-আতঙ্ক। বাঁকুড়ায় কামাখ্যা-বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের ব্রেক বাইন্ডিংয়ে আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়র ও আধিকারিকরা। প্রায় ২৫ মিনিট বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। ব্রেক বাইন্ডিংয়ের মেরামতির পর ১২টা ১০ মিনিট নাগাদ গন্তব্যে রওনা দেয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১ টা ৪২ নাগাদ কামাখ্যা বেঙ্গালুরু এসি সুপারফাস্ট এক্সপ্রেস বাঁকুড়া স্টেশনে ঢুকতেই একটি কামরার নীচ থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। এরপরই স্টেশনের যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি রেলের মেনটেনেন্স বিভাগের কর্মী ও আধিকারিকরা ছুটে গিয়ে দেখেন ট্রেনের একটি এসি কামরার ব্রেক বাইন্ডিং থেকে ওই ধোঁয়া বের হচ্ছে। এরপরই তাঁরা ট্রেনের ওই ব্রেক বাইন্ডিং মেরামতির কাজে হাত লাগান। এই ঘটনার জেরে প্রায় ২৫ মিনিট ধরে বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ওই ট্রেনটি। পরে মেরামতির কাজ শেষ হলে ট্রেনটি ফের গন্তব্যের উদ্যেশ্যে রওনা দেয়।

প্রসঙ্গত, পাঁচ দিন আগেই তামিলনাড়ুর কাভারাইপেট্টাই রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে গিয়ে ধাক্কা দেয় মাইসোর-দারভাঙ্গা ভাগমতি এক্সপ্রেস। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দু’টি কামরায়। দুর্ঘটনায় কমপক্ষে ১৩টি কামরা লাইনচ্যুত হয়েছে। একাধিক যাত্রী আহত হলেও এখনও কোনও মৃত্যুর খবর মেলেনি। অন্যদিকে কয়েক মাস আগেই ব্যান্ডেল লোকালে আগুন আতঙ্ক দেখা দিয়েছিল। উত্তেজনা ছড়ায় বৈদ্যবাটি স্টেশনে। তড়িঘড়ি ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। রেল সূত্রে জানা যায়, প্যান্টোগ্রাফে কিছু ত্রুটি ছিল। সেখান থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। বার বার এহেন ঘটনায় রেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Sweta Chakrabory | 18:27 PM, Thu Oct 17, 2024

Uttarakhand: উত্তরাখণ্ডে পাইন-বর্জ্য ব্যবহার করেই হাজার হাজার টাকা উপার্জন করছেন গ্রামের মহিলারা, কীভাবে জানেন?

নিউজ ডেস্ক: পাইন বর্জ্য ব্যবহারের (Pirul Handicrafts) মাধ্যমে গ্রামীণ মহিলাদের জন্য জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করে দিয়েছেন দিল্লির বাসিন্দা দুই বোন নূপুর এবং শর্বরী পোহারকর। ২০২১ সালে ‘পিরুল হ্যান্ডিক্রাফ্টস’ নামে একটি স্টার্টআপ তৈরি করেন তাঁরা। গ্রামের অন্তত ১০০ জন মহিলাকে সঙ্গে নিয়ে ২০,০০০ কেজি পাইন বর্জ্যকে ব্যবহারযোগ্য পণ্যে পরিণত করতে সক্ষম হয় এই সংস্থা।

নেপাল সীমান্তে উত্তরাখণ্ডের (Uttarakhand) বিভিন্ন অঞ্চলে মাঝেমাঝেই দাবানল দেখা যায়। দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে থাকে পাইন গাছের বর্জ্য (Pirul Handicrafts) থাকায়। উত্তরাখণ্ডের ৭১ শতাংশ জমি বনাঞ্চল। পাইন গাছগুলি রাজ্যের প্রায় ১৬ শতাংশ বনাঞ্চলে ছড়িয়ে রয়েছে। গরম কালে পাইন গাছের সূঁচ বা কাঁটা জমা হওয়া অঞ্চলে অনেক সময় আগুন ছড়িয়ে পড়ে। রাজ্যের বন বিভাগ এটি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। পিরুল জমা করার কথাও বলা হয়েছে। সালটা ২০২০। দিল্লির তরুণী নূপুর পোহারকর পশু চিকিৎসক হিসেবে উত্তরাখণ্ডে কাজ করতে যান। তখনই পাইন বর্জ্যের কারণে হওয়া একটি অগ্নিকাণ্ডের সাক্ষী হন তিনি। এরপরই তিনি ভাবতে থাকেন এর থেকে পরিত্রাণের উপায়।

২০২১ সালে, নূপুর ইউটিউবে একটি ভিডিও দেখেন যেখানে পাইন সূঁচ থেকে হস্তশিল্প তৈরি করা হয়। এটি একটি খুব সাধারণ হস্তশিল্প নয়। শুধুমাত্র কয়েকটি গ্রাম হিমাচল প্রদেশে সক্রিয়ভাবে এই পাইন বর্জ্য থেকে এই পণ্যগুলি তৈরি করে। এটা নূপুরের খুব ভালো লাগে। তাঁর ডিজাইনার বোন শর্বরীর সঙ্গে আলোচনা করার পরে, নূপুর পাইন বর্জ্য থেকে হস্তশিল্প তৈরিতে মনোনিবেশ করেন। শুরু হয় দুই বোনের স্টার্টআপ ‘পিরুল হ্যান্ডিক্রাফ্টস’। নূপুর এবং শর্বরী গ্রামের লোকজনকে কাছাকাছি বন থেকে পাইন বর্জ্য সংগ্রহ করতে উদ্দীপিত করেন।

প্রথমে ১৫ জন মহিলা মিলে কাজ শুরু হয় এখন ৭টি গ্রামের মোট ১০০ জন মহিলা এই সংস্থার সঙ্গে যুক্ত। চম্পাওয়াত অঞ্চলের খেতিখান, ত্যরসুন, পাটন, চাঁনমারি, পান্ডা, পাটি, এবং ঝুলাঘাট গ্রামের মেয়েরা এই কাজে হাত লাগিয়েছেন। তাঁরা প্রথমে এই পাইন (Pirul Handicrafts) সূঁচগুলি সংগ্রহ করে, এরপর এগুলি পরিষ্কার করে এবং কিছু সময়ের জন্য জলে ভিজিয়ে রাখে। তারপর, কোলিং প্রযুক্তি ব্যবহার করে সহজ পণ্য তৈরি করা হয়। দলটি বিভিন্ন পণ্য তৈরি করে যেমন চা কোস্টার, কানের দুল, সংরক্ষণ বাক্স, হ্যান্ডব্যাগ, পরিবেশন ট্রে, টেবিল ম্যাট, এবং প্ল্যান্টার। এই কাজ করে গ্রামের মহিলারা প্রতি মাসে প্রায় ৫ হাজার টাকা রোজগার করেন। এখনও পর্যন্ত, এই গ্রামীণ মহিলারা প্রায় ১২,০০০ পণ্য বিক্রি করেছেন। দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ শুধু নয়, আমেরিকাতেও  উত্তরাখণ্ডের (Uttarakhand) এই পণ্যের চাহিদা রয়েছে।

Sweta Chakrabory | 16:14 PM, Tue Jul 30, 2024

Bolpur Fire: প্রেমে বাধা দেওয়ায় বোলপুরে পুড়িয়ে মারা চক্রান্ত গৃহবধূর

নিউজ ডেস্ক: বীরভূমের বোলপুরে এক বাড়িতে (Bolpur Fire) অগ্নিকাণ্ডে জেরে তিনজনের মৃত্যুর ঘটনায় ওই বাড়ির মে বউকে গ্রেফতার করল পুলিশ তার প্রেমিককেও আটক করে চলছে জিজ্ঞাসাবাদ 

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন? (Bolpur Fire)

বৃহস্পতিবার বোলপুর থানার নতুন গীত গ্রামে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় রূপা বিবি, শেখ তুতার এবং তাঁর ছোট ছেলে আয়ান শেখ। শুক্রবার সন্দেহ করা হয়েছিল ওই পরিবারের ঘরে কেউ কেরোসিন ঢেলে আগুন (Bolpur Fire) লাগিয়ে দেয় শনিবার সামনে আসে পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি মৃত দম্পতির বড় ছেলে ওয়াসিম আখতার তাঁর কাকিমা নাজরিন নিহার ওরেফ স্মৃতি বিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর পরে নাজরিনকে গ্রেফতার করা হয় পুলিশ (Bolpur Police) সূত্রে খবর, ষড়যন্ত্রের কথায় জেরায় স্বীকার করে নিয়েছেন তিনি। ওয়াসিম পুলিশকে জানায়,তাঁর কাকিমার সঙ্গে গ্রামেরই বাসিন্দা এক হাতুড়ে ডাক্তার চন্দন ইসলামের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বাবা এবং মা বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন তাই চক্রান্ত করে বাবা-মা ও ভাইকে মেরে ফেলা হয়েছে। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রাথমিকভাবে নিখোঁজ ছিলেন চন্দন পরে তাঁকেও আটক করা হয় চন্দনকে আটক করে ষড়যন্ত্র ও তাঁদের সম্পর্কের বিষয়টি আরও বিশদ ভাবে জানার চেষ্টা করছে পুলিশ।

বিক্ষোভ ঠেকানোর চেষ্টায় তৃণমূল  

এদিকে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার (Bolpur Police) অভিযোগ তুলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন বেশ কিছুক্ষণ ধরে বোলপুর এবং বর্ধমান যাওয়ার রাস্তা অবরোধ করা হয় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ এবং বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল।

 

Pankaj Kumar Biswas | 16:22 PM, Sun Jul 07, 2024

Bangladesh Temple: জ্বলল কালী মন্দির! ফের বাংলাদেশের মন্দিরে অগ্নি সংযোগের ঘটনা

 নিউজ ডেস্ক: আবারও মন্দিরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। এবারে ঘটনাস্থল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের (Bangladesh) ফরিদপুরের একটি মন্দিরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হামলা চালায় মন্দিরের পাশে নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের উপর।

 ফরিদপুরের (Faridpur) মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। সেখানে রয়েছে একটি কালী মন্দির (Kali Temple )। মন্দিরের পাশেই রয়েছে একটি প্রাথমিক স্কুল। সেখানেই শৌচাগার নির্মাণের কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ তাঁরা দেখেন মন্দিরে আগুন লেগে গেছে।

জানা গেছে, এর পরই কয়েকশ উন্মত্ত জনতা স্কুলে থাকা ওই শ্রমিকদের ওপর হামলা চালায়। ক্ষুব্ধ জনতার অভিযোগ নির্মাণ কাজে নিযুক্ত ওই শ্রমিকরাই মন্দিরে আগুন লাগিয়েছে।

এ প্রসঙ্গে ফরিদপুরের ডিসি কামরুল হাসান তালুকদার জানান, ওই ঘটনায় দুজন শ্রমিক মারা গিয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। হামলার পরেই আহতদের নিয়ে আসা হয় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই দুজনের। এই ঘটনায় হতাহতরা সবাই মধুখালী এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন সাংবাদিকদের বলেন, "খবর পেয়েই আমরা সেখানে আসি। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারিনি। পরে পুলিশ এবং প্রশাসনের এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"

কিন্তু ওই মন্দিরে কীভাবে আগুন লাগলো,নাকি কেউ সেখানে আগুন লাগিয়েছিল সেটা নিশ্চিত করে বলতে পারেননি সেখানের পুলিশ সুপার মোরশেদ আলম। তবে সেখানে যাতে আর নতুন করে উত্তেজনা না ছড়ায় সেদিকে নজর রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি (Border Guard Bangladesh-BGB)।

Sweta Chakrabory | 16:17 PM, Sat Apr 20, 2024

Panitanki fire Incident: শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ১১টি দোকান

নিউজ ডেস্ক: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে বিধ্বংসী আগুন। শনিবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে বলে জানিয়েছেন বাসিন্দারা। মুর্হূতের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। আগুনে পুড়ে ছাই ১১টি দোকান। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে অগ্নিকান্ডের এই ঘটনায় বাজার সংলগ্ন বেশ কিছু কাপড়, মুদিখানা, ইলেকট্রনিক্সের দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। পুলিশের অনুমান শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড।

স্থানীয় বাসিন্দারা জানান, এশিয়ান আর্ন্তজাতিক সড়কের পাশের এই অঞ্চলে শনিবার ভোর চারটে নাগাদ আগুন লাগে। বাজারের ভেতর থেকে হটাতই তারা ধোঁয়া বেরতে দেখেন। এর কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রাই। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসায় ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছয়।

Sweta Chakrabory | 15:47 PM, Sat Mar 23, 2024

Bangladesh Fire Incident: ভয়াবহ অগ্নিকাণ্ড ঢাকায়! এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৩, আহত বহু

নিউজ ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ আহতের সংখ্যাও বহু৷ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন গুরুতর আহত বেশ কয়েক জন। ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন পৌঁছয়।

জানা গেছে বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ৫০মিনিট নাগাদ বহুতলটির ৭ তলায় আগুন লাগে এবং এরপরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আকস্মিক এই অগ্নিকান্ডে সেখানে আটকে পড়েন অনেক মানুষ। বাঁচার জন্য অনেকে বহুতলের উপর থেকে ঝাঁপ দেন।

চিকিৎসকরা জানিয়েছেন,যাঁরা এখনও পর্যন্ত বেঁচে আছেন, তাঁদের শ্বাসযন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু মৃতদেহ চেনার বাইরে পুড়ে গেছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ৭৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে ভেতরে এখনও বহু মানুষ অচৈতন্য হয়ে পড়েছিলেন৷ প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানান, আগুন থেকে বাঁচতে লোকজন উপরের তলার দিকে ছুটে যাচ্ছিলেন। দমকলকর্মীরা মই ব্যবহার করে অনেক মানুষকে বাঁচিয়েছেন।

বহুতলটিতে রেস্তোরাঁ, কাপড় ও মোবাইল ফোনের গুদাম ছিল। আগুন ছড়িয়ে পড়তেই সব ভস্মীভূত হয়ে যায়। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ভবনটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল। সেগুলিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনও জানা যায়নি, আগুন লাগার কারন খতিয়ে দেখা হচ্ছে।

Sweta Chakrabory | 11:40 AM, Fri Mar 01, 2024

Lilua Incident: মর্মান্তিক ! ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শাশুড়ি-জামাইয়ের, আগুনে জখম মেয়ে ভর্তি হাসপাতালে

নিউজ ডেস্ক: মর্মান্তিক ঘটনা। ঘুমের মধ্যেই লিলুয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো শাশুড়ি-জামাইয়ের। আগুনে জখম মেয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। হাওড়ার লিলুয়া থানার চকপাড়া শান্তিনগরের ঘটনায় চাঞ্চল্য। রবিবার রাতে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। আগুন লাগার কারণ জানতে ফরেনসিক তদন্ত হবে বলে জানান পুলিশ কমিশনার।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি কমলা সানা। মৃতেরা হলেন মধুসূদন সানা ( জামাই ) এবং শাশুড়ি আঙুর বালা দলুই। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তাপস আদক বলেন, দরমার বাড়ি ছিল। ঘরে বিদ্যুতের আলো নেই। লম্ফ বা হারিকেন থেকে সম্ভবত আগুন লাগতে পারে। আগুন দেখতে পেয়ে পাড়ার ছেলেরাই পাতকুয়া থেকে জল নিয়ে ছাদ থেকে জল ঢেলেছে। এরপরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে দমকলকেও খবর দেওয়া হয়। এরই মধ্যে দুজন ঘরের ভেতর পুড়ে মারা যায়। সম্পর্কে তাঁরা শাশুড়ি-জামাই। মেয়ে বেঁচে গিয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে চকপাড়া নতুন পল্লীতে। অগ্নিকাণ্ডে বাড়িটি পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়। বালি ফায়ার স্টেশনের আধিকারিক শুভাশিস নাথ বলেন, আগুন লাগার খবর পেয়েই প্রথমে লিলুয়া ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি আসে। পরে বালি ফায়ার স্টেশন থেকেও আরেকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুনে দু'জন অগ্নিগ্ধ হন। আর একজনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

এদিকে, রবিবার গভীর রাতে লিলুয়ার চকপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার সকালে বালির বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায় ত্রাণ সামগ্রী, প্রশাসনিক সাহায্য ইত্যাদি নিয়ে সেই বিপদে পড়া পরিবারের পাশে এসে দাঁড়ান।

Sweta Chakrabory | 18:01 PM, Mon Feb 26, 2024

Malda News: ভয়াবহ অগ্নিকান্ড মালদায়! আগুনে পুড়ে ছাই সর্বস্ব

নিউজ ডেস্ক: অগ্নিকান্ডে ভস্মীভূত গৃহস্থবাড়ি। রান্নার সময় গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকান্ড মালদায়। আগুনে পুড়ে ছাই নগদ টাকাকড়ি, সোনাদানা সহ ঘরের সমস্ত আসবাবপত্র। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর বাজারপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, গৃহস্থ বাড়ির গৃহিণী ছাদের উপরের রান্না ঘরে রান্না করছিলেন। তখনই গ্যাস পাইপ লিক করে গ্যাস বেরোতে থাকে এবং লেগে যায় আগুন। চোখের নিমেষে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কোন রকমের সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচেন বাড়ির গৃহিনী। দাউদাউ করে আগুন জ্বলতে থাকলে আগুনের ফুলকি দেখে স্থানীয় বাজার এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের তৎপরতাই শেষমেষ আগুন নিয়ন্ত্রনে আসে। তবে দমকলকে খবর দেওয়া হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় মানিকচক থানার পুলিশ। পুলিশও আগুন নেভাতে নেমে পড়েন। আগুন নেভাতে নেভাতে রান্না ঘরের পাশে থাকা গোডাউন ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। একটি বাক্সের মধ্যে রাখা নগদ প্রায় ত্রিশ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়া ও সোনা, চাঁদির গহনা, আসবাবপত্র ও বাড়ির লোকেদের প্রয়োজনীয় নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু মিলিয়ে ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক। এমন ঘটনায় যেন আকাশ ভেঙ্গে পড়ল বাড়ীর মালিক দুলাল মিয়ার মাথায়। ছোট মুদিখানা দোকান দিয়ে চলে দুলালের সংসার। এই অগ্নিকান্ডে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে বাড়ির মালিক দুলাল মিয়া বলেন, "আমার মা রান্না করছিল। রান্নার গ্যাস পাইপ লিক করে আগুন লেগেছে। নগদ ত্রিশ হাজার টাকা সহ সোনাদানা আসবাব সব পুড়ে ছাই হয়েছে। সব মিলিয়ে প্রায় দুই লক্ষের বেশি ক্ষতি হয়েছে। সরকার আমার পাশে দাঁড়ালে ভালো হতো।"

Editor | 15:54 PM, Sat Feb 17, 2024

Malda News: ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুনে ভষ্মীভূত, ৩ পরিবার

নিউজ ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী মালদাবাসী। পুড়ে ছাই তিনটি পরিবারের সর্বস্ব। সোমবার রাত ১০ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের পূর্ব পাড়ায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়েই সেখানে উপস্থিত হয় দমকল।

আগুন দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে খবর দেওয়া হয় দমকলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাঁচল ও তুলসিহাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে সব শেষ। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের নথি, আসবাবপত্র, ধান, চাল সহ নানান সামগ্রী ও চারটি গবাদিপশু, নগদ অর্থ পুড়ে ছাই হয় যায় বলে খবর। কোনওরকমে বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পায়। তবে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি থেকে কোনও সামগ্রী বার করতে পারেন নি বাসিন্দারা।

গ্রামবাসি ও দমকল বাহিনীর দীর্ঘক্ষনের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যরা। তবে কি ভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায় নি। প্রাথমিক ভাবে আনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে থাকতে পারে

Editor | 12:44 PM, Tue Feb 13, 2024

ডানকুনিতে আগুন, পুড়ে ছাই বহু দোকান

নিউজ ডেস্ক: ডানকুনিতে রেল ব্রীজের নিচে অস্থায়ী দোকানে আগুন লেগে,  পাশাপাশি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পরে।স্থানীয়রা বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।খবর পেয়ে যায় ডানকুনি থানার পুলিশ,পুর সভার ভাইস চেয়ারম্যান।

ডানকুনি দক্ষিণ সুভাষ পল্লি এলাকায় রেল ব্রীজের নিচের দোকানে শনিবার সকালে সাড়ে সাতটার নাগাদ হঠাৎই আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা।আগুনে ভষ্মিভূত হয় বেশ কয়েকটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ ও  কি থেকে আগুন লেগেছে তা এখনই স্পষ্ট করে জানা যায়নি । ঘটনায় কোনো হতাহতর খবর নেই ।দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডানকুনি দমকল কেন্দ্রের আধিকারীক সৌমিত্র হালদার বলেন,প্রায় কুড়িটি দোকান পুরেছে।সব গুলোই অস্থায়ী দোকান।কেনো অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিলনা।আমরা খবর পাওয়া মাত্রই এসে আগুন নিয়ন্ত্রণে আনি।কি থেকে আগুন লেগেছিল তা স্পষ্ট নয়

Editor | 12:44 PM, Sat Feb 10, 2024

Bagdogra Airport: বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। এক বিদেশীকে গ্রেফতার করল পুলিশ।

নিউজ ডেস্ক: ৫ রাউন্ড গুলি সহ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার এক ভুটানের নাগরিক। ধৃতের নাম তাসি শেরিং। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগডোগরা থেকে চেন্নাই যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে ধৃতের ব্যাগ থেকে ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়ে যায় ওই ব্যক্তির কাছে রয়েছে কার্তুজ। এই ঘটনায় বাগডোগরা বিমানবন্দরে চাঞ্চল্য চড়িয়ে পারে। বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানেরা খবর দেয় পুলিশকে। ছুটে আসে বাগডোগরা বিমানবন্দরের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। এর পর বাগডোগরা থানার  পুলিশ বিমানবন্দরে পৌঁছায় এবং ওই আটক ব্যক্তিকে গ্রেফতার করে। জানা গিয়েছে ধৃত কুয়েত বিমানবন্দরে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন এবং ধৃত ভুটানের প্রাক্তন সেনাকর্মী ছিলেন। কিন্তু তিনি কেন তার লাগেজে ওই কার্তুজ নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।

Editor | 15:22 PM, Fri Feb 09, 2024

Belgachiya Fire: বেলগাছিয়াতে বিধ্বংসী আগুন 

নিউজ ডেস্ক: বেলগাছিয়া মিল্ক কলোনিতে বিধ্বংসী আগুন, দাউ দাউ করে জ্বলছে দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে দমকল মন্ত্রী , যেহেতু এলাকাটা জনবহুল সে জন্য আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল ও স্থানীয় প্রশাসন পুরো জায়গাটা ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে। তবে ঠিক কি থেকে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Editor | 17:50 PM, Wed Feb 07, 2024

Kulik ExpressFire incident: কলকাতাগামী কুলিক এক্সপ্রেসে আগুন,চাঞ্চল্য এলাকায়

নিউজ ডেস্ক: দিনের শুরুতেই দুর্ভোগ। কলকাতা গামী কুলিক এক্সপ্রেসে আগুন।চাঞ্চল্য ট্রেন যাত্রীদের মধ্যে। রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস।জানা যাচ্ছে, মালদহ ডিভিশনের খালতিপুর চামাগ্রাম স্টেশনের কাছে একটি সাধারণ কোচের 'ব্রেক বাইন্ডিং'-এ আগুন লেগেছিল। ট্রেনটি যখন খালতিপুর স্টেশন সংলগ্ন জায়গায়, তখন ধোঁয়া দেখা যায়। সকাল ৯টা ৩১ মিনিট নাগাদ ট্রেনটি দাঁড়িয়ে যায়। শুরু হয় আগুন নেভানোর তোড়জোড়।
সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পরে ১০টা ১৪ মিনিট নাগাদ ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। ত্রুটি মেরামত করে পরে গন্তব্যের দিকে রওনা দিয়েছে ট্রেনটি। জানা গেছে, শনিবার প্রায় সাড়ে নটা নাগাদ কলকাতাগামী কুলিক এক্সপ্রেসের যাত্রীরা কালিয়াচকের খালতিপুর স্টেশন পার হওয়ার পরেই লক্ষ্য করেন ট্রেনের একটি বগির নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিষয়টি জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যদিও হতাহতের কোনও খবর নেই।রেল সূত্রে খবর, ওই দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।


ঘটনার পরেই ট্রেন চালক ট্রেনটিকে চামাগ্রাম স্টেশনে পৌঁছানোর আগেই সুলতানগঞ্জ এলাকায় দাঁড় করিয়ে দেন।ফলে বেশ কিছুক্ষন দুর্ভোগে পড়েন যাত্রীরা।পরবর্তীতে বিষয়টি মালদা ডিভিশনে জানানো হলে সেখান থেকে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন।
যদিও কি কারণে আগুন লেগেছে তা নিয়ে মুখ খোলেননি রেলের আধিকারিকরা।তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, চাকার ঘর্ষণের ফলে এই ধোঁয়ার সৃষ্টি হয়েছে।পরবর্তীতে কী ভাবে ট্রেনে ধোঁয়ার সৃষ্টি হয়েছে ,তা তদন্ত করে দেখবেন রেল কর্তৃপক্ষ।

Editor | 13:27 PM, Sat Feb 03, 2024
upload
upload