Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

firecrackers

Firecrackers: কালীপুজোয় বাজার কাঁপাতে এল পমপম, আগুন নয় জলেই ফাটবে এই নতুন বাজি 

নিউজ ডেস্ক: সামনেই কালীপূজো, আর কালীপূজো মানেই আলোর রোশনাই, বাজির ঝলকানি। প্রতি বছরই নিত্যনতুন বাজির দেখা মেলে। এবারও শিলিগুড়ির কাওয়াখালিতে বাজি বাজারে হরেকরকমের নতুন বাজি এসেছে। ছোটদের জন্য নানা নামে নানা মডেলের বাজি রয়েছে। তার মধ্যেই নজর কেড়েছে পমপম। এই বাজি ফাটানোর জন্য চাই জল! জলে পড়লেই ফাটবে এই বাজি।

জলে বাজি ফাটে, এমন দেখে অবাক অনেকেই। এ প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন, আবহাওয়ার পরবির্তন হয়েছে। এখন কালীপুজোর সময় ঝকঝকে আকাশের বদলে অনেকসময় বৃষ্টিও দেখা দেয়। ফলে বাজি পোড়ানো কার্যত যায় না। এত পরিবর্তনের মাঝে টিকে থাকতে তাই বাজিতেও পরিবর্তন। নতুন এই পমপম বাজি বিকোচ্ছে ভালই। এর সঙ্গেই এবছর বাজারে নতুন পাওয়া যাচ্ছে ড্রোন, হেলিকপ্টার, রাইডার, সাইক্লোন, হেলিকপ্টার ও ফান রাইডার। ড্রোনের হরেকরকম ধরনও রয়েছে ঝুলিতে। তবে, এবার শিলিগুড়ির বাজার মাতাবে পমপম বাজিই, মনে করছেন ব্যবসায়ী ঝন্টু সরকার। ৩০০ টাকা দিলে পাওয়া যাবে ৩০টা পমপম বাজি। এদিকে হেলিকপ্টার পাওয়া যাবে ২৫০ টাকায়, রাইডার ৬০০ টাকায় ও সাইক্লোন ৩৫০ টাকায়। রাইডার বাচ্চাদের খেলনা গাড়ির মতো। যার সলতে-তে আগুন দিলে তুবরির মতো জ্বলে গাড়ির মতো এগিয়ে যাবে। সাইক্লোনের সলতে-তে আগুন দিলে সাইক্লোনের মতো হবে এবং হেলিকপ্টারের সলতে-তে আগুন দিলে কিছুটা উপরে উঠে আবার নেমে আসবে।

ছোট থেকে বড়, কালীপুজোর আগের এই সময়ে সকলেই বাজি রোদে দিতে ব্যস্ত থাকে। কিন্তু যেভাবে 'দানা' দাপট দেখাচ্ছে এবছর তাতে কালীপুজোর আগে বাজি রোদে দেওয়ার চেষ্টা বৃথা। এই পরিস্থিতিতে মন খারাপ অনেকেরই। বাজি পোড়াবে কেমন করে, সেনিয়েও প্রশ্ন রয়েছে মনে। যদিও ব্যবসায়ীরা মনে করছেন, এই মুহূর্তে বাজারের অবস্থা বোঝা না গেলেও পুজোর আগে এবার ভালই ব্যবসা হবে। কারন দুদিন হল কাওয়াখালিতে শিলিগুড়ি বাজি বাজার শুরু হয়েছে। এর মধ্যেই ভিড় করেছেন পাহাড়, ডুয়ার্স ও শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকার বাজি ব্যবসায়ীরা। হোলসেলে তারা বাজি কিনতে আসছেন। এরপর সেই বাজি বিকোবে সাধারণের মধ্যে। 

Sweta Chakrabory | 12:54 PM, Sat Oct 26, 2024
upload
upload