Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

hindi film

Emergency: 'ইমার্জেন্সি' মুক্তি নিয়ে বিতর্কের মাঝেই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ছবির প্রযোজকেরা


নিউজ ডেস্ক: আবারও পিছিয়ে গেল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নতুন ছবি 'ইমার্জেন্সি'-র (Emergency) মুক্তির তারিখ। 'ইমার্জেন্সি' মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ৬ তারিখে। তবে শোনা যাচ্ছে, এই ছবি নির্দিষ্ট দিনে মুক্তি পাবে না। মনে করা হচ্ছে, বর্তমান পরিস্থিতি ও বিতর্কের কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হয়েছে এই ছবির মুক্তি। এই ছবিকে ঘিরে শিখ সম্প্রদায়ের মধ্যে চূড়ান্ত বিতর্ক ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই ছবির ট্রেলার দেখেই অশান্ত হয়েছিল পঞ্জাব। আর এই ছবিটি এখনও সেন্সর বোর্ডের কাছ থেকে সবুজ সংকেতও পায়নি। মনে করা হচ্ছে, এই ছবিতে আরও একাধিক দৃশ্য বাদ দেওয়ার নিদান দিতে পারে সেন্ট্রাল বোর্ড।

কঙ্গনা রনৌতের ছবি 'ইমার্জেন্সি' (Emergency) আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে কি না এবং সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার, ৪ সেপ্টেম্বর। বোম্বে হাইকোর্টে শুনানির সময় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। 'ইমার্জেন্সি' সহ-প্রযোজক সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস ছবিটি মুক্তি এবং সেন্সর সার্টিফিকেটের দাবিতে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দাখিল করা আবেদনে সংস্থাটি দাবি করেছে যে সেন্সর বোর্ড নির্বিচারে ও বেআইনিভাবে ছবিটির সেন্সর সার্টিফিকেট আটকে রেখেছে।

ছবিটি নিয়ে পাঞ্জাবে বিক্ষোভ চলছে এবং শিখ সংগঠনগুলি এটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। বিতর্কের কারণে ছবিটির মুক্তিও স্থগিত করা হয়েছে। এই সিনেমটি (Emergency) প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের উপর ভিত্তি করে তৈরি। আর ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। এমনকী ছবির পরিচালকও তিনি। তবে শিরোমণি আকালি দল-সহ শিখ সংগঠনগুলি সিনেমাটির নির্মাতাদের বিরুদ্ধে শিখদের অনুভূতিতে আঘাত করার এবং তাদের একটি ভুল ভাবে দেখানোর অভিযোগ উঠেছে।

যদিও এ প্রসঙ্গে আগেই কঙ্গনা রানাউত জানিয়েছিলেন, তিনি ছবিটিকে (Emergency) বাঁচানোর জন্য আদালতের দ্বারস্থ হতেও রাজি। তিনি বলেছিলেন যে ইন্দিরা গান্ধীর জীবনকে পর্দায় তুলে ধরতে গিয়ে যদি পাঞ্জাব রায়টই না দেখাতে পারি তাহলে তো ওঁর জীবনটাই অধরা থেকে যাবে।

Sweta Chakrabory | 17:43 PM, Wed Sep 04, 2024

Kangana Ranaut: 'ইমার্জেন্সি' মুক্তির আগেই আক্রমণের মুখে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত


নিউজ ডেস্ক: 'এমার্জেন্সি' মুক্তির আগেই আক্রমণের মুখে পড়লেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। জানা গিয়েছে, ছবির কারণে প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পাওয়ার পরই পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কঙ্গনা। একদল লোক তাঁকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। এই মর্মে পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কঙ্গনা। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

'এমার্জেন্সি' ছবিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে,''আপনি যদি এই ছবি রিলিজ করেন, তবে সর্দারদের আপনাকে চড় মারতে হবে। আমি একজন অত্যন্ত গর্বিত ভারতীয়। আমি যদি আপনাকে আমার দেশে এবং আমার মহারাষ্ট্রের কোথাও দেখি, আমি কেবল একজন শিখ এবং একজন গর্বিত মারাঠি হিসাবে এই কথা বলছি না। তবে আমার সমস্ত হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম ভাইরাও আপনাকে জুতো দিয়ে স্বাগত জানাবে।" অন্যদিকে অপর একজন বলেন, ''যদি সিনেমায় তাঁকে (খলিস্তানি জঙ্গি জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে) জঙ্গি হিসাবে দেখানো হয়, তাহলে মনে রাখবেন সেই মানুষটার (ইন্দিরা গান্ধী) কী হয়েছিল যাঁর সিনেমা আপনি করছেন।'' তিনি আরও বলেন, ''ইতিহাস বদলানো যায় না। যদি তারা শিখদের ছবিতে সন্ত্রাসী হিসাবে চিত্রিত করে, তবে মনে রাখবেন যে যার ছবিতে এটি করছে তার সাথে কী দৃশ্য ঘটবে। মনে রাখবেন সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন। যারা আমাদের দিকে আঙুল তুলবে, আমরা শুধু তাদের দিকে আঙুলই নয়… তাদের মাথাও কেটে ফেলতে পারি।''

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি সামনে আসার পরই অনেকেই কঙ্গনার (Kangana Ranaut) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিও শেয়ার করে এবং মহারাষ্ট্রের ডিজিপি ও হিমাচলপ্রদেশ ও পাঞ্জাব পুলিশের উদ্দেশে আবেদন জানিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা লিখেছেন, "দয়া করে বিষয়টি দেখুন।"

Sweta Chakrabory | 17:41 PM, Tue Aug 27, 2024

Rani Mukerji Mardaani 3: সমাজে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মর্দানি ৩ নিয়ে পর্দায় ফিরছেন রানি


নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের পর মেয়েদের নিরাপত্তা সুরক্ষিত করতে উত্তাল গোটা দেশ৷ তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে সাধারণ মানুষ৷ আর এই পরিস্থিতির মাঝেই এবার রাফ অ্যান্ড টাফ ক্রাইম ব্রাঞ্চ অফিসারের ভূমিকায় ফের পর্দায় ফিরছেন রানি মুখোপাধ্যায়। 'মর্দানি' ওয়েব সিরিজের তৃতীয় সিজন (Rani Mukerji Mardaani 3) আসতে চলেছে। সম্প্রতি ছবি মুক্তির দশ বছর পূর্তি উপলক্ষে যশ রাজ ফিল্মস আনুষ্ঠানিকভাবে এই সুখবরটি ঘোষণা করেছে।

২০১৪ সালে মুক্তি পায় 'মর্দানি'৷ সেই ছবির সিক্যুয়েল আসে ২০১৯ সালে৷ দু'টি ছবিতেই মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অনবদ্য ছিলেন রানি মুখোপাধ্যায়৷ এই দুই সিজনের পর এবার ফের আরও একবার সমাজে বেড়ে চলা অপরাধ ও দুর্নীতি দমনে পুলিশের পোশাক গায়ে চড়াচ্ছেন 'মর্দানি' (Rani Mukerji Mardaani 3) অভিনেত্রী৷ এক নির্ভীক এবং দৃঢ়প্রতিজ্ঞ পুলিশ চরিত্র শিবানি শিবাজি রায়ের চরিত্রে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে৷ আসলে এই চরিত্রে ন্যায়বিচারের প্রতি তাঁর অসীম উৎসর্গ এবং বিপদের মুখে তাঁর সাহসিকতা তাঁকে একটি আইকনিক চরিত্রে পরিণত করেছে।

এ প্রসঙ্গে যশ রাজ ফিল্মস (YRF) ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে পোস্টে লেখেন, "মর্দানি ১০ বছর সম্পন্ন করেছে৷ এবার অপেক্ষা করছে পরবর্তী অধ্যায়৷ উদযাপন করা হচ্ছে সাহসী পুলিশ অফিসার শিবানী শিবাজী রয়ের সাহসিকতাকে৷"

এ প্রসঙ্গে রানি বলেছেন, ''আমি খুব খুশি এবং উত্তেজিত। মর্দানি ৩-এর চিত্রনাট্যটি আরও আকর্ষণীয়। একজন অভিনেতা হিসেবে, আমি তখনই চলচ্চিত্রে অভিনয় করায় বিশ্বাস করি, যখন গল্প সত্যিই খুব অর্থপূর্ণ হয়। মানুষের মন ছুঁয়ে যায়।'' জানা গিয়েছে, ২০২৫ সালে ছবির (Rani Mukerji Mardaani 3) প্রডোকাশনের কাজ শুরু হবে ৷ সূত্রের খবর, যশ রাজ ফিল্মসের তরফে ইতিমধ্যেই চিত্রনাট্য তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে৷

Sweta Chakrabory | 14:06 PM, Fri Aug 23, 2024

Kalki 2898 AD: কল্কি কে? হলে গেলেই কাটবে ট্রেলারের ধোঁয়াশা 

নিউজ ডেস্ক: রিলিজের আগেই অস্ট্রেলিয়ায় ‘কলকি’র (Kalki 2898 AD) ধামাকা। প্রথম দিনেই পাঁচ হাজারের বেশি টিকিট বিক্রি হল। এই সিনেমায় প্রভাস, অমিতাভ এবং দীপিকা পাদুকোন মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘কলকি ২৮৯৮ এডি’ সিনেমায়। ভারতেও রিলিজের অপেক্ষায় এই সিনেমা। কিছুদিন আগেই সিনেমার ট্রেলার রিলিজ হয়েছিল। ট্রেলারের ইউটিউবে ৩৪ মিলিয়ন ভিউ হয়েছে মাত্র আট দিনে।

প্রভাস এবং দীপিকা ছাড়াও কামাল হাসন, দিশা পাটনি এই সিনেমায় অভিনয় করছেন। মাল্টি স্টারর এই সিনেমা ২৭শে জুন দেশব্যাপী রিলিজ হবে। তার আগে অস্ট্রেলিয়ায় দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এই সিনেমা নিয়ে। শুধুমাত্র অস্ট্রেলিয়া হিন্দি ও তেলেগু ছাড়া চারটি ভাষায় রিলিজ হবে (Kalki 2898 AD) এই সিনেমা। ইতিমধ্যেই সিনেমার ভৈরব এনথম গান রিলিজ হয়েছে। সিনেমার ট্রেলার দেখে অবশ্য কনফিউজ হয়েছেন দর্শকরা। অনেকেই সিনেমার গল্প ডিকোড করতে চাইছেন। এমতাবস্থায় প্রভাস, বিজয় দেবেকোন্ডা এবং নানির ক্যারেক্টার নিয়ে সাসপেন্স এখনও বজায় রয়েছে। প্রথমে অনেকেই ভেবেছিলেন প্রভাস কালকির চরিত্রে অভিনয় করবেন কিন্তু ট্রেলার দেখে যা মনে হচ্ছে তাতে দীপিকা পাদুকোনের গর্ভে যে সন্তান রয়েছে সেই আগে ভবিষ্যতের ‘কল্কি’। হিন্দু ধর্মের বিভিন্ন পুরাণ এবং ভবিষ্যৎবাণী অনুযায়ী ‘কল্কি’ অবতার বিষ্ণুর শেষ অবতার এবং তিনিই কলিযুগের শেষ করবেন। যেহেতু সিনেমার চরিত্রগুলি মহাভারতের অনুসারে বেশ কয়েকটি চরিত্রের সঙ্গে মহাভারতের মিল থাকার কথা। কিছুদিন আগে আবার গুজব রটেছিল কামাল হাসান কংসের চরিত্র অভিনয় করছেন।

এই সিনেমা বৈজয়ন্তী মুভিস প্রোডিউস করেছে। (Kalki 2898 AD) সিনেমা তৈরিতে কমপক্ষে ৬০০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। দর্শকদের এই সিনেমা থেকে অনেক আশা রয়েছে। বিশেষ করে প্রভাসের শেষ কয়েকটি হিন্দি সিনেমা থেকে দর্শকদের যতটা অপেক্ষা ছিল ততটা আশাপ্রদ হয়নি। এই সিনেমায় প্রভাস, দীপিকা, কামাল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়, মৃণাল ঠাকুর, রাজেন্দ্র প্রসাদ, পশুপতি ও শোভনা অভিনয় করছেন। এ সিনেমা ২ডি, ২ডি এক্স এবং আইম্যাক্সে রিলিজ করবে ২৭ জুন।


Sweta Chakrabory | 16:21 PM, Wed Jun 19, 2024
upload
upload