Governors reports Chiefs Ministers: মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের রিপোর্ট তলব, কটাক্ষ স্পিকারের
Sweta Chakra... | 18:12 PM, Thu Nov 14, 2024
Shantipur rash rituals: শান্তিপুরের ঐতিহাসিক রাস উৎসব: বড় গোস্বামী বাড়ি থেকে শুরু, এখনও রক্ষিত শতাব্দী প্রাচীন রীতি
Sweta Chakra... | 18:07 PM, Thu Nov 14, 2024
Kanchan Mullick: ''দয়া করে ওদের ছেড়ে দিন'', শিশুদিবসে বিশেষ অনুরোধ বাবা কাঞ্চন মল্লিকের
Sweta Chakra... | 17:27 PM, Thu Nov 14, 2024
Health Tips: স্বাস্থ্যের কথা ভেবে নন স্টিকে রান্না করেন? অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো?
Sweta Chakra... | 17:10 PM, Thu Nov 14, 2024
RG Kar Update: আর জি কর-কাণ্ডের ১০০ দিন পার, একগুচ্ছ কর্মসূচির ডাক অভয়া মঞ্চর
Sweta Chakra... | 16:52 PM, Thu Nov 14, 2024
Fire in srinagar school: শিশু দিবসের দিন শ্রীনগরের স্কুলে আগুন, সুরক্ষিত সমস্ত শিক্ষার্থী
Sweta Chakra... | 16:40 PM, Thu Nov 14, 2024
Ajay Chakrabortys brothers arrested: পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই মুম্বইয়ে গ্রেফতার, প্রতিক্রিয়া কুণালের
Sweta Chakra... | 16:10 PM, Thu Nov 14, 2024
Indias beats South Africa: টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়ে ভারত হারাল দক্ষিণ আফ্রিকাকে
Sweta Chakra... | 14:45 PM, Thu Nov 14, 2024
Guwahati: গুয়াহাটিতে ফাঁস সাইবার ক্রাইম সিন্ডিকেট, গ্ৰেফতার আট
Sweta Chakra... | 14:17 PM, Thu Nov 14, 2024
EPFO Wage Limit: সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বেড়ে ২৬,০০০! ইপিএফও-র নিয়মেও বদল আনার ভাবনা কেন্দ্রের
Sweta Chakra... | 13:40 PM, Thu Nov 14, 2024
Barasat Medical College: সরকারি হাসপাতালের বাইরের ভ্যাটে পরে শরীরের একাধিক অংশ! চাঞ্চল্য বারাসতে
Sweta Chakra... | 13:18 PM, Thu Nov 14, 2024
Dev VS Hiran: ভোটের পর তিহাড়ে যেতে হবে দেব কে- হিরণের মন্তব্যের পাল্টা জবাব দেবের
নিউজ ডেস্ক: হাতে গুনে আর মাত্র কয়েকদিন বাকি লোকসভা ভোটের(lok sabha vote), আর এরই মধ্যে আবারও দেবের নিশানায় হিরণ। ভোটের প্রচারে বেড়িয়ে এর আগে একাধিকবার দেব কে নিশানায় এনেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সম্প্রতি ফের প্রচারে নেমে ঘাটালের তৃণমূল তারকা প্রার্থী দেব কে নিয়ে মন্তব্য করলেন হিরণ। গরু পাচারের টাকা খেয়েছেন দেবও। ভোটের পর তাঁকেও তিহাড়ে যেতে হবে। ভোটপ্রচারে(election campaign) বেরিয়ে এমনই মন্তব্য করলেন ঘাটালের বিজেপি প্রার্থী। আর তার কিছু ক্ষণের মধ্যেই পাল্টা জবাব দিলেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব।
বৃহস্পতিবার লোকসভা ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে সবং ব্লকের ৭ নম্বর নারায়ণবাড় অঞ্চলে নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী হিরণ। সেখানে ভোটপ্রচারের সময় তিনি বলেন, ‘‘দেব ভোট শেষ হলেই কলকাতায় পালিয়ে যান। এ বারে ভোটের পরে কেউ পালাতে দেবে না। এ বার ভোটের পরে আপনাকে সবাই জবাব দেবে। ভোটের আগে আপনাকে সিবিআই-ইডি গ্রেফতার করছে না। কারণ আমরা চাই, নির্বাচনটা শান্তিপূর্ণ ভাবে হোক। ভোটের আগে কেউ কাউকে অ্যারেস্ট করবে না। কিন্তু ভোটের পরে আপনাকে তিহাড়ে জেলে(tihar jail) যেতে হবে। কারণ, গরু চুরির টাকা নিয়েছেন আপনি।’’
যদিও হিরণের আক্রমণকে বরাবরই হালকাভাবে নিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী(TMC candidate), এবারও তার অন্যথা হলো না। সেই একই কায়দায় হিরণের মন্তব্যের জবাব দিলেন দেব(Dev)। শনিবার বিকেলে তিনি সবং ব্লকের তেমাথানি বাজার, চাঁদকুড়ি বাজার, বড়সাহারা কালীমন্দির, খড়িকা বাসস্ট্যান্ড, দশগ্রাম বাসস্ট্যান্ড, দেহাটি বাসস্ট্যান্ড-সহ বেশ কিছু এলাকায় নির্বাচনী প্রচারে যান। সেখানে দেব বলেন, ‘‘হিরণ কে? উনি বিজেপি প্রার্থী। ভগবান তো নন। আমার কাছে মানুষই ভগবান। তাঁরা ভোটটা দিয়ে তাঁকে বুঝিয়ে দেবেন, তিনি কত ভোটে হারবেন। ভগবান হচ্ছে মানুষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়(hiran chatterjee) নন।’’
যদিও দেবকে (Dev) হারিয়ে ঘাটাল জয় করতে আত্মবিশ্বাসী বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এখন পালা শুধু অপেক্ষার। সমস্ত জল্পনার অবসান হবে ৪ জুনেই।
Hiran Chatterjee: ভোট প্রচারে বেড়িয়ে এবার সরাসরি ভোটারের রান্নাঘরে হিরন!
নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন(lok sabha vote 2024), হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। আর এরই মধ্যে ভোটের ময়দানে টিকে থাকতে প্রচারে(election campaign) ঝড় তুলছেন সব দলের প্রার্থীরাই। আর এই প্রচারে বেড়িয়েই বিভিন্ন ধরনের কাণ্ডকারখানা করতে দেখা যায় প্রার্থীদের। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম নেই। কেউ প্রচারে বেরিয়ে রান্না করছেন তো কেউ আবার পরিবেশন করছেন। কেউ বিক্রি করছে সবজি কেউ তো আবার সেলুনে ঢুকে চুলও কেটে দিচ্ছে। আর এবার সরাসরি ভোটারের রান্নাঘরে ঢুকে গেলেন প্রার্থী। প্রচারে বেরিয়ে এবার এমনই কাণ্ড ঘটালেন ঘাটালের(ghatal) বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আর বিজেপির তারকা প্রার্থী হিরণকে(Hiran Chatterjee) হঠাৎই বাড়িতে পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা।
জানা গেছে বুধবার ১০ এপ্রিল ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা নামক একটি জায়গায় প্রচার সারছিলেন বিজেপি(BJP) প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আর এদিন প্রচারের ফাঁকেই তিনি এখানকার এক ব্যক্তির রান্নাঘরে ঢুকে পড়েন। এরপর সেখানে গিয়ে বাড়ির মহিলাদের সঙ্গে জমিয়ে রান্না করেন। কেবল রান্নাই নয় এদিন তিনি সেই বাড়িতেই দুপুরের খাবার খান। মেনুতে ছিল খোসলা শাক, ইঁচড়ের তরকারি, বড়া ভাজা ও মাছ ভাজা।
আর বিজেপি প্রার্থীর এদিনের এই ছবি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায়(social media) ট্রোল্ড হয়েছেন তিনি। কেউ কেউ লিখেছেন আজকাল ভোট প্রার্থীরা নাকি ফুড ব্লগারে পরিণত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে তুমুল হাসি মশকরা।
তবে এটাই প্রথম নয় এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় জনসংযোগ বাড়াতে অদ্ভুত কান্ড ঘটিয়েছিলেন। প্রচারে বেরিয়ে তিনি এক ব্যক্তির গায়ে সাবান লাগিয়ে দিয়েছিলেন হিরন। সেবারও সেই ছবি তুমুল ভাইরাল হয়েছিল।
প্রসঙ্গত বলে রাখি, এবারের ২০২৪ এ লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তারকা সাংসদ হিরন চট্টোপাধ্যায়ের(Hiran Chatterjee) প্রতিপক্ষ হয়ে ময়দানে নেমেছে আরেক তৃনমূল(TMC) প্রার্থী তারকা সাংসদ দেব(dev) ওরফে দীপক অধিকারী। তাই ঘাটালের রাজনৈতিক ময়দানে ভোটের খেলা যে বেশ জরদারই হবে তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতিতে নানান কায়দায় ঝড় তুলছে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী।
Dev VS Hiran controversy: “সিনেমা আর রাজনীতি এক নয়” দেবকে চাঁচাছোলা আক্রমন হিরণের
নিউজ ডেস্ক: দুর্নীতি ঢাকতেই একসঙ্গে তিন তিনটি পদ থেকে ইস্তফা দেবের। শনিবার বিকেলের দিকে আচমকাই ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন দেব। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে পোস্টার হাতে ঘাটালে প্রতিবাদ জানায় বিজেপি। প্রতিবাদী কর্মসূচীতে পোস্টারে লেখা ছিল, ‘দুর্নীতির ঢাকতে বিজেপির ভয়ে বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করলেন দেব’।
বিজেপি বিধায়ক হিরণ এই প্রসঙ্গে বলেন, ''আমি সাধুবাদ জানাই। ১০ বছর পরে হলেও তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শ্যুটিং করতে করতে রাজনীতি করা সম্ভব নয়। রাজনীতি কোনও পার্ট টাইম জব নয়। ১০ বছর ধরে পার্ট টাইম পলিটিশিয়ান হয়ে কাজ করার পর তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি।''এর পাশাপাশি হিরণ আরও বলেন, ''রাজনীতি ২৪ ঘণ্টার ফুল টাইম কাজ। আমি গত ৩ বছরে সর্বস্ব দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি, কাজ করেছি তাই মানুষ তৃণমূলের এই সন্ত্রাস, গুণ্ডামির মধ্যেও আমাকে তিনটি নির্বাচনে জিতিয়েছেন। কিন্তু দেব শেষ ১০ বছরে কী করেছে, তার পরিসংখ্যান কেউ দিতে পারবে না। ২০ শতাংশের নিচে তাঁর সংসদে উপস্থিতির হার।''
এপ্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘অপেক্ষা করুন সাংসদ পথ থেকেও ইস্তফা দেবেন দেব। সবে তো সকাল। দুপুর এখনও বাকি।’’
এদিকে পদত্যাগের খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় ঘাটাল জুড়ে। তৃণমূলের অন্দরেও চলে তুমুল আলোচনা। বিশেষ করে লোকসভা ভোটের আগে দেবের এই ইস্তফার জেরে তিনি আর ভোটের লড়াইয়ে থাকছেন নাকি নিজেকে সরিয়ে নিচ্ছেন তা নিয়ে তরজা চলছে রাজনৈতিক মহলে।
তবে এখনও পর্যন্ত দেবের ইস্তফা নিয়ে তৃণমূলের তরফে কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে রবিবার ফালাকাটায় মন্ত্রী ফিরহাদ হাকিম শুধু বলেছেন, ‘‘দেব আমাদের সঙ্গে ছিল এবং আছে।’’
অবশ্য এ প্রসঙ্গে সাংসদ ঘনিষ্ঠেরাই বলেছেন ব্যক্তিগত কারণেই দেবের এই পদত্যাগ। তবে সাংসদ নিজে এ বিষয়ে এখনও কিছু বলেননি। এই আবহে দুর্নীতির প্রসঙ্গ উস্কে দিয়েছে বিজেপি।