Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

hoogly

Locket Chatterjee: লোকসভা ভোটের প্রার্থীদের জন্য ডায়েট টিপস লকেটের 


নিউজ ডেস্ক: এপ্রিলের প্রথম সপ্তাহেই ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে অস্বস্তি বাড়বে। এই সপ্তাহেই অনেক জেলাতে ৪০ ডিগ্রি পার হবে তাপমাত্রার পারদ। ঠিক এমন সময়তেই বাংলায় আসন্ন লোকসভা নির্বাচন(lok sabha election 2024), আর ভোট আসতেই জেলায় জেলায় শুরু হয়ে গেছে ভোট প্রচার। তবে এই রোদে প্রতিদিন ভোট প্রচার(election campaign) থাকলেও নিজের শরীরের খেয়াল রাখতে ভুলছেন না হুগলী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

নিয়ম করে ডায়েট(diet) মেনে খাবার খেয়েই রোজ প্রচার সারছেন হুগলীর বিজেপি প্রার্থী। এই প্রচারের মাঝেই ভোটের বাকি প্রার্থীদের উদ্দেশ্যেও দিলেন ডায়েট টিপস। প্রচণ্ড গরমে সমস্ত প্রার্থীদের বেশী করে জল ও ঠান্ডা ভাত খেতে পরামর্শ দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (locket chatterjee), একই সঙ্গে তিনি নিজের খাদ্য তালিকাও ভাগ করে নিলেন। জানালেন, "আমি নিজে বেশী করে বাতাসা খাচ্ছি, জল খাচ্ছি। সবাইকে বলবো বেশি করে জল খান, মুড়ি জল খান। বিগত দিনে চারটি নির্বাচনে এই পদ্ধতিতে লড়েই ভালও থেকেছি।"

উল্লেখ্য এদিন হুগলির বিজেপি প্রার্থী(hoogly BJP candidate) লকেট চট্টোপাধ্যায় হাতে পদ্ম ফুল নিয়ে, ব্যান্ড পার্টি সহকারে সকাল থেকে প্রচারে বের হন। এরপর সিঙ্গুর বিধানসভার পাঁচঘরা জলাপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপর কখনও পায়ে হেঁটে আবার কখনো হুড খোলা টোটোয় প্রচার সারেন পাঁচঘরা পঞ্চায়েত এলাকায়।

সে সময়ই প্রচারের মাঝে নিজের ডায়েট চার্ট জানালেন লকেট। সঙ্গে অন্যান্য প্রার্থীদেরকে(election candidate)ও দিলেন গরমে সুস্থ থাকার টিপস। তাই প্রবল গরমের মধ্যে লোকসভা ভোটের (Lok Sabha Election) প্রচার চালাতে অবশ্যই খেতে হবে বেশি করে জল ও তরল জাতীয় খাবার(liquid food)। আর পড়তে হবে হালকা রঙের ঢিলে ঢালা পোশাক। প্রবল তাপপ্রবাহের মধ্যে রাজনীতির ময়দানে প্রচারে ঝড় তুলতে শরীর সুস্থ রাখতে এগুলিই হল চাবিকাঠি।

Sweta Chakrabory | 16:25 PM, Thu Apr 04, 2024

Swami Smaranananda: প্রয়াত স্বামী স্মরণানন্দ! মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে ভক্তের ঢল বেলুড় মঠে

নিউজ ডেস্ক: প্রয়াত রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দ। মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিটে প্রয়াণ হয় স্বামী স্মরণানন্দের। বর্তমানে তাঁর দেহ শায়িত রয়েছে সংস্কৃত ভবনে। বুধবার সকাল থেকেই বহু অনুগামী তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন সেখানে। রাত ৯টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন এক বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহারাজের প্রয়াণে শোকস্তব্ধ ভক্ত অনুগামীরা।

তাঁর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে শোকবার্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি স্মরণ করেছেন এমাসের গোড়ায় শহরে এসে হাসপাতালে অসুস্থ স্মরণানন্দকে দেখতে যাওয়ার দিনটি। সেই সঙ্গে ২০২০ সালে তাঁর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী জানাচ্ছেন, অসংখ্য হৃদয়ে চিরকালীন ছাপ রেখে গিয়েছে প্রয়াত স্বামী স্মরণানন্দ।

উল্লেখ্য স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে ২০১৭ সালের ১৭ জুলাই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন স্বামী স্মরণানন্দ মহারাজ। ২০২২ সালেও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চলতি বছরে মার্চের শুরুতেই ফের অসুস্থ হয়ে পড়েন। তাঁর প্রয়াণে শোকের ছায়া বেলুড় মঠে

Sweta Chakrabory | 12:35 PM, Wed Mar 27, 2024

Metro Rail Under Water: ইতিহাসে প্রথমবার! গঙ্গার তলা দিয়ে ছুটল যাত্রী বোঝাই মেট্রো

নিউজ ডেস্ক : ইতিহাসে প্রথমবার। হুগলি নদীর নীচ দিয়ে যাত্রী নিয়ে ছুটল মেট্রোরেল ৷ পাতাল পথে যুক্ত হল কলকাতা ও হাওড়া ৷ এটাই দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রো পরিষেবা ৷ শুক্রবার সকাল ৭টায় প্রথম বার শুরু হল যাত্রী পরিষেবা। এই পরিষেবার ফলে আজ থেকেই শহর ও শহরতলি থেকে আসা লক্ষ লক্ষ মানুষের সময় ও খরচ দুই-ই বাঁচবে ৷ এদিন চালু হল শহরের কলকাতা মেট্রো নেটওয়ার্কের তিনটি রুটের যাত্রী পরিষেবা ৷ এই তিনটি রুট হল গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, অরেঞ্জ লাইনের কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় অংশ এবং পার্পল লাইনের সম্প্রসারিত অংশ তারাতলা-মাঝেরহাট ৷ 6 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তিনটি রুটের উদ্বোধন করেন ৷ এবার সহজেই পাতালপথে হাওড়া থেকে কলকাতায় আসা যাবে। মাত্র ৪৬ সেকেন্ড গঙ্গার তলায় থাকবেন যাত্রীরা। গঙ্গার নীচে সুড়ঙ্গের অংশ নীল আলো দিয়ে সাজানো হয়েছে। নীল আলো দেখেই যাত্রীরা বুঝতে পারবেন যে, তাঁরা গঙ্গার নীচে রয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, ব্যস্ত সময়ে এই রুটে মেট্রো চলবে ১২ মিনিট অন্তর। ব্যস্ত সময় ছাড়া চলবে ১৫ মিনিট অন্তর। সকাল ৭ টায় প্রথম মেট্রো ছাড়বে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে। শেষ মেট্রো ছাড়বে দু'দিক থেকেই রাত ৯:৪৫ মিনিটে। রবিবার এই রুটে মেট্রো চলবে না।  উল্লেখ্য শুক্রবার জোকা থেকে তারাতলা পর্যন্ত প্রথম মেট্রো চলবে সকাল ৮টা৩০ মিনিটে৷ মাঝেরহাট থেকে জোকা প্রথম মেট্রোটি চালু হবে সকাল ৮টা৫৫ মিনিটে ৷ এই লাইনে দিনের শেষ মেট্রো জোকা থেকে ছাড়বে বেলা ৩টে১০ মিনিটে এবং মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে বেলা ৩টে৩৫ মিনিটে ৷ এই রুটেও শনি ও রবিবার কোনও পরিষেবা থাকছে না ৷ প্রসঙ্গত,হাওড়া ময়দান – এসপ্ল্যানেড সেকশন জুড়ে ট্রেন পাওয়া যাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন মোট ১৩০টি পরিষেবা। হাওড়া ময়দান থেকে ৬৫টি পরিষেবা এবং এসপ্ল্যানেড থেকে ৬৫টি ট্রেনের পরিষেবা। অন্যদিকে হেমন্ত মুখোপাধ্যায় – কবি সুভাষ সেকশনে দৈনিক ৪৮টি মেট্রোর পরিষেবা পাওয়া যাবে। তার মধ্যে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ২৪টি এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ পর্যন্ত আরও ২৪টি পরিষেবা পাওয়া যাবে।

Sweta Chakrabory | 11:04 AM, Fri Mar 15, 2024
upload
upload