Thursday, November 14, 2024

Logo
Loading...
upload upload upload

hospitalised

Biman Bose: জেলা সফর থেকে ফিরেই অসুস্থ বিমান বসু, ভর্তি হাসপাতালে

নিউজ ডেস্ক:  অসুস্থ বর্ষীয়ান বাম নেতা বিমান বসু। চিকিৎসকদের পরামর্শে ভর্তি করানো হয়েছে শহরের এক বেসরকারি হাসপাতালে। আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই তাঁকে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে দলীয় কর্মসূচি সেরে ফেরার পরেই অসুস্থ বোধ করেন তিনি। গতকাল রাত থেকে তাঁর অসুস্থতা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, ফুসফুস বিশেষজ্ঞ ও হৃদরোগ বিশেষজ্ঞর অধীনে কেবিনে চিকিৎসাধীন বিমান বসু। তাঁর ঠান্ডা লেগেছে ৷ তবে এই মুহূর্তে ভালো আছেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷

জানা গিয়েছে, তিন দিন আগে জ্বর এসেছিল বর্ষীয়ান সিপিএম নেতার, সর্দি-কাশিও হয়। সেই জ্বর না নামাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কোনও সংক্রমণ থেকে জ্বর হয়েছে কি না, পরীক্ষা করে দেখা হবে। তবে আপাতত স্থিতিশীল রয়ছেন বিমান। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, তিন দিন ধরে জ্বর। জ্বর না নামাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ কিছু পরীক্ষা হবে বিমানের। দুপুরে চিকিৎসকরা সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন, কী ভাবে চলবে চিকিৎসা। দলীয় সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন বিমান। মালদহ থেকে শরীর খারাপ হয় তাঁর। জ্বর না-কমায় সোমবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আলিমুদ্দিন সূত্রে খবর, দলের একগুচ্ছ কর্মসূচিতে তিনি দক্ষিন দিনাজপুর-মালদা গিয়েছিলেন। দুই জেলার কর্মসূচি সেরে কলকাতায় ফিরেছেন রাতের ট্রেনে।   সারারাত্রি ট্রেনে আসার পর থেকে জ্বর আসে বর্ষীয়ান বাম নেতার। সোমবার সকাল থেকে শরীর খারাপ থাকায় চিকিৎসক দেখে যান তাঁকে। রক্ত-সহ বেশকিছু পরীক্ষা করানো হয়। প্রথমে তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি। তবে সর্দি-কাশী-শ্বাসকষ্ট-জ্বর নিয়ে অসুস্থ বোধ করায় সোমবার রাতে ৮৪ বছর বয়সী বর্ষীয়ান নেতাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাত ন'টা নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

Sweta Chakrabory | 13:10 PM, Tue Nov 12, 2024

Actor Govinda: বাড়িতেই আচমকা গুলিবিদ্ধ গোবিন্দা! এখন কেমন আছেন অভিনেতা?


নিউজ ডেস্ক: সকাল সকাল মিলল দুঃসংবাদ। কলকাতায় আসার পথে গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা (Actor Govinda)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে গিয়ে লেগেছে তাঁর পায়ে। গুলি তাঁর হাঁটুতে লেগেছ বলেই খবর।

মঙ্গলবার ১ অক্টোবর, ভোর পৌনে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে এদিন মুম্বইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করার সময় অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা (Actor Govinda) মঙ্গলবার দুর্ঘটনাবশত নিজের পায়ে গুলি করে বসেন। ঘটনার পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ডাক্তার গুলি বের করে দিয়েছেন। তবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মুম্বইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দা। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

এদিন ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। সূত্রের খবর, সেই সময় অভিনেতা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তাঁর (Actor Govinda) হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

গোবিন্দার (Actor Govinda) ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, “কলকাতায় একটি শো করার জন্য আমাদের সকাল ৬টায় বিমান ছিল, আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দাজিও তাঁর বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। রিভলভারটি আলমারিতে রাখার সময় পড়ে গিয়ে গুলি ছুটে যায়। ঈশ্বরের আশীর্বাদে গোবিন্দাজির শুধুমাত্র পায়ে আঘাত লেগেছে। গুরুতর কিছু ঘটেনি।”

তবে ঠিক কীভাবে তাঁর (Actor Govinda) নিজের বন্দুক থেকে ভুল করে গুলি বেরিয়ে লাগল, সেবিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। প্রত্যক্ষদর্শী এবং অভিনেতার বক্তব্য রেকর্ড করার পরিকল্পনা করেছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ বন্দুকটিকে বাজেয়াপ্ত করেছে। একইসঙ্গে এই ঘটনা, জনসাধারণের মধ্যে আগ্নেয়াস্ত্র সুরক্ষা অনুশীলনের দিকে ফের জোর দিচ্ছে। তবে গোবিন্দা এই ঘটনা নিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেননি।

Sweta Chakrabory | 12:52 PM, Tue Oct 01, 2024

Manoj Mitra: গুরুতর অসুস্থ অভিনেতা মনোজ মিত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে


নিউজ ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা ও কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র (Manoj Mitra) হাসপাতালে ভর্তি। অবস্থা সংকটজনক।‌ জানা গিয়েছে, বুকে বেশ ব্যাথা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৬ বছর বয়সী এই শিল্পী। সূত্রের খবর, তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে।

মঙ্গলবার সকালে অভিনেতার পরিবারের তরফে জানানো হয়, “বিপদ এখনও কাটেনি। সঙ্কটজনক পরিস্থিতি। এখনও একই রকম আছেন। সন্ধেবেলায় বিস্তারিত জানা যাবে।” ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে আপাতত 'হাই ডিপেন্ডেন্সি ইউনিট'-এ (HDU) ভর্তি রয়েছেন তিনি। সোমবার হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে অভিনেতার (Manoj Mitra) অবস্থা খুবই সঙ্কটজনক। তিনি বেশ কিছুদিন ধরেই হৃদযন্ত্রের কঠিন অসুখে ভুগছেন। সেই সঙ্গে রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস মেলাইটাস, ক্রনিক কিডনির অসুখ, সিওপিডি, ডিমেনশিয়ার মতো রোগও। এছাড়া তাঁর হার্টের কার্যক্ষমতাও বেশ কম।

জানা গিয়েছে, রবিরার রাত থেকে বাড়াবাড়ি। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্রকে (Manoj Mitra)। সে দিন রাতেই অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছিল যে তাঁর শারীরিক অবস্থা মোটেই ভাল নয়। সোমবার সকালটা খুবই উদ্বেগের মধ্যে কাটে। তবে এ দিন রাত থেকে কিছুটা হলেও আশার আলো দেখা গিয়েছে। সোমবার তাঁর জামাই জানান অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি মানুষজনও চিনতে পারছেন। সামান্য কথাও বলছেন। তবে মঙ্গলবার থেকে সেরমভাবে শারিরিক কোনও উন্নতি ঘটেনি। যদিও নিজের সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন নাট্যজগতের এই কিংবদন্তী।

তবে এরই মাঝে সোমবার সকাল থেকেই তাঁর (Manoj Mitra) মৃত্যুর ভুয়ো খবরে তোলপাড় হয় সামাজিক মাধ্যম। এ প্রসঙ্গে ভাই অমর মিত্র ফেসবুকে পোস্ট করে জানান, এমনটা সত্যি নয়। তবু গুজব থামেনি। গোটা ঘটনায় বিরক্ত পরিবার। তবে অমর মিত্র জানান,''বুকে জল জমেছিল দাদার। সঙ্গে বয়সজনিত নানা সমস্যা রয়েছে। এ সব কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা বুকে জমা জল বার করে দিয়েছেন। ওষুধ দিয়ে বাকি জল শুকোনোর চেষ্টা করা হচ্ছে।''

Sweta Chakrabory | 13:20 PM, Tue Sep 24, 2024
upload
upload