Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

importance of mahalaya

Mahalaya 2024: মহালয়া আসলে কী? তিথি কখন শুরু? তর্পণ করার শুভ সময় কখন?


নিউজ ডেস্ক: আগামী ২ অক্টোবর, বুধবার পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনাকাল। এই দিনে পূর্বপুরুষ, ঋষি, পিতামাতা এবং গুরুর উদ্দেশে খাবার ও জল নিবেদন করে তাঁদের তুষ্ট করতে তর্পণ করার রীতি রয়েছে। এ বছর আশ্বিন মাসের অমাবস্যা তিথি শুরু হবে ০১ অক্টোবর, ২০২৪-এ রাত ০৯ টা ৩৮ মিনিটে। এই তিথি শেষ হবে ৩ অক্টোবর রাত ১২ টা ১৯ মিনিটে। এমন পরিস্থিতিতে সূর্যোদয়ের তিথি অনুযায়ী ০২ অক্টোবর মহালয়া (Mahalaya 2024) অমাবস্যা পালিত হবে।

রীতি অনুযায়ী পিতৃপক্ষের শেষ লগ্নে পুর্বসূরিদের উদ্দেশ্যে অনেকেই তর্পণ করে থাকেন মহালয়ায় (Mahalaya 2024)। ‘তর্পণ’ কথাটির অর্থ হল তৃপ্তির উদ্দেশ্যে জলদান। অর্থাৎ মৃত পুর্বপুরুষদের অতৃপ্ত আত্মাকে এই জলদানের মাধ্যমে তৃপ্ত করা হয়। হিন্দু শাস্ত্র মতে মনে করা হয়, এ দিন পূর্বজদের অতৃপ্ত আত্মা মনুষ্য লোকের কাছাকাছি আসে।

পুরাণে বলা হয়েছে পিতৃপুরুষ তুষ্ট হলে, তাঁদের আশীর্বাদে জীবন্ত দশায় দীর্ঘায়ু, ধনসম্পত্তি, জ্ঞান, শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মোক্ষ লাভ হয়। শাস্ত্রমতে পূর্বপুরুষের মৃত্যুর পরে তাঁদের শ্রাদ্ধ এবং জলদান করতে হয়। পূর্বপুরুষের মৃত্যুর তিথিতেই তর্পণ বা তাঁদের উদ্দেশে জলদান করতে হয়। তবে, সম্ভব না হলে পিতৃপক্ষের মৃত্যুর তিথিতেও এই কাজ করা যায়। পিতৃপক্ষের নির্দিষ্ট তিথিতে সম্ভব না হলে, পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যায় এই কাজ করা শুভ বলে মনে করা হয় (অমাবস্যা তিথি প্রেত কর্মের জন্য শুভ)।

মহালয়া (Mahalaya 2024) অমাবস্যায়, সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। এর পরে, দক্ষিণ দিকে পিতৃপুরুষদের জল অর্পণ করুন। এরপর বাড়িতে সাত্ত্বিক খাবার তৈরি করুন, পিতৃপুরুষের নামে খাবার বের করে দক্ষিণ দিকে রাখুন। এরপর ব্রাহ্মণ, গরীব, গরু, কুকুর, কাককেও খাবার খাওয়ান। এতে পূর্বপুরুষদের আত্মার শান্তি হয়। এর পাশাপাশি সন্ধ্যায় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান।

Sweta Chakrabory | 17:02 PM, Tue Oct 01, 2024
upload
upload